"যাতনায় মরি আমি কামনায় পূর্ণ" !
পৃথিবীর যত রকম এন্টারটেইনমেন্ট, স্পোর্টস সম্পর্কিত কম্পানি আছে তাদের ভেতর WWE এর দর্শকরা সব থেকে বেশি আক্রমনাত্বক। তারা আসলে কি চায়? কেনই বা চায়? কেন তারা রেসলারদেন অপমান করে? কেনই বা গলা ফাটায় চিয়ার দেয়? তারা কি সত্যিই ট্যালেন্টদের পছন্দ করে? নাকি শুধু নতুনত্ব চায়?
এরকম হাজার খানেক প্রশ্ন হতে পারে। তবে এটি সত্যি যে, তাদের মন মৃত্যু ছাড়া ভরানো সম্ভব নয়। একটু বিস্তারিত বলি -
২০১৪ সালের রয়াল রাম্বলের কথা মনে আছে? ব্রায়ানের জন্য বাতিস্তাকে বু এর সাগরে ভাসাচ্ছিল। ব্রায়ান না আসাতে রোমানকে তারা গুরু মানা শুরু করে দিল। পুরো এরিনার লোক গলা ফাটানো চিয়ার দিল রোমানকে। সবাই চাইলো যে, রয়াল রাম্বল টা যেন রোমান জিতে। কিন্তু তা হলনা। ফলাফল স্বরুপ, রোমান vs বাতিস্তা ম্যাচে, এভুলেশন vs শিল্ড ম্যাচে রোমানের জন্য দর্শকদের ভালবাসা। ত্রিপল এইচের মত রেসলারকে বাদ দিয়ে তারা রোমান কে চিয়ার আর তাকে বু দিয়েছে! অথচ রোমান তখন নবাগত রেসলার।
১ বছর পর, ২০১৫ সালের রয়াল রাম্বল ম্যাচে ঘটল তার উল্টা ঘটনা। যেই রোমানকে তারা চেয়েছিল গত বছরের রাম্বল উইনার হিসাবে সেই রোমানকে তারা বু দিল ! রিতীমত বু এর সাগর। আর যেই রোমানের জন্য ত্রিপল এইচকে বু দিয়েছিল ২০১৬ সালে সেই রোমানকেই তারা বু দিল আর ত্রিপল এইচকে চিয়ার দিল !
তারমানে রোমানের স্কিল কি দুই বছরে কমে গিয়েছে নাকি?
যদি বলেন পরিস্হিতির স্বিকার তবে আরো উদাহরণ আর যুক্তি আছে।
সাল ২০০৪-২০০৫।
WWE এর সবথেকে ফ্যান ফেবারিট রেসলার তখন জন সিনা। সবাই চেয়েছিল সিনাকেই যেন ২০০৫ এর রাম্বল উইনার করা হয়। কিন্তু তা করা হয়নি। ২০১৪ সালে ব্রায়ানের সাথে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সাথে প্রায় ৮০% মিল পাওয়া যায় ২০০৫ এ ঘটে যাওয়া জন সিনার ঘটনার। ২০০৫ এর সবথেকে ফেবারিট রেসলার জন সিনা। মাত্র ১ বছরের ব্যবধানে ঘটল ঠিক উল্টো ঘটনা। ত্রিপল এইচ আর রব ভ্যান ড্যামের সাথে ম্যাচের সময় দর্শকদের অ্যাগ্রেসিভ চ্যান্ট পুরো গেইম টাকেই চেঞ্জ করে দিল। "Fuck U Cena, U Can't Wrestle, Die Cena, Cena Sucks Cock, Fuck Up Van Dam - Fuck Up" এইসব চ্যান্ট দিতেও তারা পিছপা হয়নি। যে রেসলারকে মাত্র এক বছর আগেই মাথায় নিয়া নাচল সেই রেসলারকেই পরের বছর বলল, "U Can't Wrestle" ! চিন্তা করেন, কোন লেভেলের পন্ডিত এরা ! ২০০৭,২০০৮, ২০০৯, ২০১০ এর দিকে পুনরায় চিয়ার দিল ! আবার ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪ তে বু দিল। এখন কি বলবেন সিনার স্কিল এই কয়েকটা বছরের মধ্যে ওঠানামা করছিল তাই বু চিয়ার দুইটাই পাইছে? যদি তাই হয় তবে আরো যুক্তি আর উদাহরণ আছে।
রক vs অস্টিন, রক vs হাল্ক হোগান ম্যাচগুলা যারা দেখেছেন তারাই জানেন রককেও তখন বু এর সাগরে ডুবতে হত। অন্তত অস্টিনের সাথে ম্যাচে রক তো কিছুই ছিলনা তাদের কাছে। "Die Rocky Die, Rocky Sucks" এইসব চ্যান্ট পান্তা ভাতের মত ছিল। অনেকে ভাবেন রকের মত চিয়ার কেউ পায়নি কোনদিনও। তবে এইটাও তাদের মনে করায় দিতে চাই যে, WWE ইউনিভার্সদের দেয়া সর্বকালের সেরা ১০ টি নেগেটিভ রিঅ্যাকশেন বা বু এর তালিকাতে রক ও আছে। এমন কি শন মাইকেলসও বাদ যায়নি।
রক যে বছর লিভ নিয়েছিল সেই বছরও তার বু এর পরিমাণ বেশি ছিল। কিন্তু ৭ বছর পর যখন ফিরে আসল তখন তাকে দেয়া চিয়ার হয়ে গেল WWE ইউনিভার্সের দেয়া টপ ১০ টা চিয়ারের একটা।
৭ বছর আগে একই ব্যক্তি টপ বু পাওয়াতে টপ ১০ এর লিস্টে। ৭ বছর রেসলিং না করেও সেই একই ব্যক্তি চিয়ার পাবার দিক থেকে টপ ১০ এর লিস্টে !!!!!!!! এবার কি বলবেন ৭ বছর রেসলিং না করে রকের স্কিল বৃদ্ধি পেয়েছে? তাই চিয়ার দিয়েছি? যদি তাই হয় তবে আরো যুক্তি আর উদাহরণ আছে।
একবিংশ শতাব্দীর সেরা প্রো রেসলার শন মাইকেলস। তার রিং স্কিল নিয়ে কথা তুলাটাই বোকামী হবে। অথচ টপ ১০ বু এর মধ্যে শন মাইকেলস ও আছে। "U Screwed Bret" হলো তাকে দেয়া WWE Universe এর সবথেকে ঘৃণা সুচক বাক্য। যদি মেনে নেই তিনি পরিস্হিতির স্বিকার, তবে আরো উদাহরণ আছে।
বর্তমান ইরাতে জেমম এলসওয়ার্থ কিছুদিন আগে খুব ভাইরাল হয়ে ছিল। তার কাছে এজে স্টাইলস এর মত রেসলারকেও ৩ বার হারানো হয়েছে। যদিও ক্লিয়ারলি না তবুও এইটা মানার মতনা। অথচ ম্যাচের মধ্যে এলসওয়ার্থকেই দর্শকরা বেশি চিয়ার দিয়েছে!!! এইবার কি বলবেন এজের থেকে এলসওয়ার্থের স্কিল বেশি। যদি হয় তবে আপনি লিভিং লেজেন্ড।
রেন্ডি vs ব্রে ওয়ায়েট ম্যাচে দর্শকরা রেন্ডিকে বু আর ব্রে কে চিয়ার দিল। কি কারনে? রেন্ডির থেকে কি ব্রে এর স্কিল বেশি? যদি তারা সত্যিই স্কিল কে দাম দিত তবে রেন্ডি vs জিন্দার মহল ম্যাচে জিন্দার কে চিয়ার দিত না। বর্তমান রোস্টারের অন্যতম স্কিলনেস রেসলার হলো জিন্দার মহল। অথচ তারা মহলকেই চিয়ার দিল। সেইটাও আবার শিকাগোর ক্রাউড ! যেই ক্রাউডরা নাকি সবথেকে বড় বোদ্ধা হিসাবে পরিচিত !
WWE ইউনিভার্স যদি সত্যিই ট্যালেন্টকে পছন্দ করে তবে ব্রন স্ট্রোমান, জিন্দার মহলকে কেন এত চিয়ার দেয়? কাউকে পছন্দ করা না করাটা ব্যক্তিগত বিষয়। কিন্তু "U Can't Wrestle, Fuck U" এইসব বলার দরকার কী? রোমান আর জিন্দার মহলের ভিতর কে বেশি ট্যালেন্টেড সেইটা নিয়া প্রশ্ন তোলাও বোকামী। তবুও রোমান বু পায়। যদি বলেন রোমান ওভারপুশড তবে আমি বলব, গত জুন থেকে এই বছর পর্যন্ত এমন কিছু রোমানকে দিয়ে করানো হয়নি যার জন্য তাকে ওভারপুশ বলবেন। কবে কেন এত ঘৃণা? ঘৃণার কারন যদি ট্যালেন্ট হয় তবে আপনারা নিজের পেছনে নিজেরাই বাঁশ নিচ্ছেন।
ইন্ডি রেসলারের ম্যাচে যদি একটা হাইফ্লাইং মুভ দেয়া হয় তবে বলবে, "This Is Awesome" ! আর রোমান সিনারা সুইসাইড ড্রাইভ, ড্রাইভিং লেগ ড্রপ দিলে বলে, "U Still Suck" !
ইন্ডিরা ম্যাচ জিতলে, "U Deserve It" ! আর রোমান, সিনারা জিতলে, "U Can't Wrestle" !
বর্তমানে WWE ইউনিভার্সদের পছন্দের রেসলার রা হলেন, AJ Styles, Kevin Owens, Finn Balor, Seth Rollins, Samoa Joe, Bray Waytt, Dean Ambrose, Jinder Mahal, The Hardy Boyz, Tye Dillinger, Shinsuke Nakamura, Brock Lesnar।
এদের মধ্যে চ্যাম্পিয়ন হিসাবে আছে, কেভিন, লেসনার, ডিন, দ্যা জার্ডি বয়েজ, জিন্দার মহল ! অর্থাৎ তাদের সব পছন্দের রেসলাররাই চ্যাম্পিয়ন হিসাবে আছে। অথচ ভিন্স নাকি তবুও তাদের পছন্দের দাম দেয়না !
আমার এই পোস্ট মূলত তাদেরকে উদ্দেশ্য করে লিখা যারা ভাবে WWE ইউনিভার্স সত্যি সত্যি রিয়াল টালেন্ট চেনে আর তাদের দেখাদেখি ফেস রেসলারদের বু দিয়ে BWC তে রেসলিং বোদ্ধা সাজে। ভিন্স সবমসময়ই দর্শকদের মনমত কিছু করে এসেছে। মাঝেমধ্যে হয়ত টাকার জন্য একটু ভিন্ন পন্থা অবলম্বন করেছে। তবে মনে রাখবেন, উপমহাদেশের মানুষ রেসলিং জিনিসটাই শিখেছে WWE দেখে। WWE ইইনিভার্সরা আগে ভিন্সের সিদ্ধান্ত কে সম্মান করত। কিন্তু ইন্টারনেটের বদৌলতে তারা আজ ইন্ডি প্রোমোশন গুলার রেসলিং দেখে নিজেদের টপ লেভেলের বিশ্লেষক ভাবে। অথচ তারাই একসময় রেসলিং বলতে শুধু WWE বুঝত। আর আমাদের কিছু রেসলিং বোদ্ধারা ভাবে, তারা তো কাছে থেকে রেসলিং দেখে তাই তারাই রিয়েল রেসলিং ফ্যান। আর সেইজন্যই তারা 3G স্পিডে তাদের চেটে চলেছে।
আসলে বাস্তবতাটা এমন - আপনার পাশের সিটে একজন বসে রোমান কে বু দিচ্ছে। আপনি মনে করলেন এটাই মনে হয় রিয়াল রেসলিং প্রেমি, রিয়াল ট্যালেন্ট চেনে। তাই আপনিও আপনার জাত চেনাতে বু দেয়া শুরু করলেন ! বাহ্ ! কি মহৎ কাজ। কত বড় লেজেন্ড আপনি !
BWC তে এই ধরনের মহান বোদ্ধার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যাদের বেশিরভাগই ক্লাস ৭-১১ পড়ুয়া ছেলেমেয়ে। (LOL)
যাইহোক অনেক কথাই বললাম। WWE ইউনিভার্সদের সবাইকে যদি ২০ বারের WWE চ্যাম্পিয়ন করে দেন তবে পরের দিন তারা ২১ বারের চ্যাম্পিয়ন হবার জন্য মিছিল করবে। এটাই বাস্তবতা। গোল্ডেন ইরার পরে তারা কখনই রিয়েল ট্যালেন্ট দেখে বু বা চিয়ার দেয়নি। বু বা চিয়ার দিয়েছে তাদের প্যাশন দেখাতে। নিজেদের বড় বিশ্লেষক প্রমাণ করতে, নিজেদের রিয়াল প্রো রেসলিং প্রেমি দাবি করতে। কিন্তু সত্য এটাই, তারা সারাজীবন নেতাগিরী করবে আর ভিন্স তাদের মিডল ফিঙ্গার দেখিয়ে টাকা কামায় নিবে। কারন তাদের অধিকাংশ কখনই রিয়েল রেসলিং ফ্যান না।
• লেখক ঃ Eimshaan Ahmed Shaanto