• রোমানের রক্ত কি আসল ছিল ?
প্রো রেসলিংয়ে ব্লাড ক্যাপসুল ব্যবহার হয়ে থাকে। এই বিষয়টি এই ব্যবসায় নতুন না হলেও, এবারের রেসেলম্যানিয়াতে এর ব্যবহার কতটুকু ঠিক তা আমার জানা নেই। কিন্তু আমি অবাক হয়েছি, অনেক রেসলিং ফ্যান রোমানের পারফর্মেন্সে মুগ্ধ হয়েছে। তাদের মতে ঐ রাতে সেই বেস্ট পারফর্মার। তাদের একটি মত এই যে , ৫টি F-5 কিক আউট সহজ না।
এখন মূল বিষয়ে আসি, অনেক রেসলিং প্রেমিকের মত যে, রেসেলম্যানিয়া ৩৪ এ, রোমান সত্যি আহত হয়েছিল, আর এটা ছিল রিয়েল ব্লাড।
ইউটিউবে গিয়ে ম্যাচটি আরো আরেকবার দেখুন। দেখলে সম্পূর্ণ বুঝবেন, ব্রক রোমানের কপালে আঘাত করিনি, কিন্তু রক্ত কোথার থেকে বের হয়েছে? হ্যাঁ, এটাই তো মজা। আর এটাই ছিল রেসেলম্যানিয়ার অন্যতম ভুল। কিন্তু কারোর চোখে তেমন পড়ি নাই, আবার পড়তেও পারে। যাইহোক, বড় যেকোনো শো নির্ভুল হবে তার কোনো গ্যারান্টি নাই। তাই এই শো তেও ভুল হয়েছে। আশা করি সবাই উত্তর পেয়েছেন, ধন্যবাদ।
• সেথ রলিন্স কি Superstar Shake Up এ তার ব্র্যান্ড RAW চেঞ্জ করতে যাচ্ছে?
চারিদিক থেকে রুমরস আসছে যে সেথ রলিন্স কে এই Superstar Shake Up এ Smack Down Live এ ড্রাফট করা হবে। সেখানে তাকে এজে স্টাইলস এর সাথে ফিউড দেওয়া হবে। অন্যদিকে এক ইন্টারভিউ তে সেথ রলিন্স ও বলেন যে তিনি এজে স্টাইলস এর সাথে ম্যাচ খেলতে চান এবং এটি হলো সকলের ড্রিম ম্যাচ। এছাড়াও কিছু মাস আগে একটি ছবি লিক ও হয়ে গিয়েছিল, যেটিতে সেথ রলিন্স কে SDL এর পোস্টারে দেখা গিয়েছিল।
Superstar Shake Up আর কিছুদিন এর মধ্যেই হতে চলেছে। যদি তাকে SDL এ ড্রাফট করা হয় তাহলে তাকে তার IC টাইটেল টি RAW তে রেখেই নিয়ে যেতে হবে। আর যদি IC টাইটেল সহ SDL এ ড্রাফট করা হয় তাহলে RAW তে US চ্যাম্পিয়ন কে টাইটেল সহ ড্রাফট করা হবে।
সেথ রলিন্স কে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বানানোর জন্যই রেসেলমেনিয়া তে তাকে IC টাইটেল টি পুশ দেওয়া হয়। এখন তিনি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে গেছেন তাই খুব শিঘ্রই তিনি তার Intercontinental Championship টাইটেল টি হারাতে চলেছেন।
• Rey Mysterio "Greatest Royal Rumble" এ মাত্র ১ টা ম্যাচ ই খেলবেন :'( কারন সে WWE এর সাথে কোন কন্ট্রেক্ট সাইন করেন নি 😔
• Brock Lesnar একমাত্র Superstar যিনি "Wrestlemania" 33 তে Title জিতেন এবং পুরো ১ বছর পর Successfully তার Title ডিফেন্ড করতে সফল হন। Brock Lesnar একমাত্র Heel যিনি Wrestlemania এর মেইন এভেন্ট জিতেছেন ক্লিনলি বাইরের কোন সাহায্য ছাড়া।
• Paul Ellering এতদিন Former NXT ট্যাগ টিম চ্যাম্পিয়ন AOP এর manager এর দায়িত্ব পালন করে আসছিল।কিন্তু মেইন রোস্টারে AOP এর সাথে তাকে আর দেখা যাবে না।বয়সের কারণে (সামনের আগস্টে তার ৬৫ বছর হবে) তিনি নিজেই মেইন রোস্টারে AOP এর manager হিসেবে থাকতে চাননি।
• আমরা অনেকেই জেনে গেছি সামনের সপ্তাহে "Superstars Shake Up" হবে।
◘ Daniel Bryan "Raw" তে ড্রেফট হতে পারেন।
◘ Seth Rollins "Smackdown" এ ড্রেফট হতে পারেন।
◘ Aj Styles "Raw" তে ড্রেফট হতে পারেন।
• Alberto El Patron তার Impact Wrestling থেকে রিলিজ করে দেওয়ার সম্পর্কে মন্তব্য করে বলেন :
"আমার Family Situation এ অভিনিবেশ করার কারনে আমাকে Impact Wrestling vs Lucha Underground শোতে দেখা যায় নি।
আমার পরিবার, আমার সন্তান হচ্ছে আমার পুর্বিতা। পরিস্থিতিটা তাদের সাথে জড়িত ছিল, এবং যার কারনে আমি Business দেখাশোনা করার ডিসিশন নেই। That's all that happened.
• THIS WEEK #RAW & #SDL TOTAL VIEWERSHIP :
WrestleMania 'র আগের Raw 'এর গড় ভিউয়ারশিপ ছিলো 3.357 Millions. যা এই সপ্তাহে গিয়ে দাঁড়ায় 3.931 Millions 'এ। উল্লেখ্য, RAW 25 'এরপরে এটিই সর্বোচ্চ ভিউ পাওয়া Raw Episode.
অন্যদিকে, Before WrestleMania SDL Show 'এর ভিউয়ারশিপ ছিলো 2.467 Millions, যেটি After Mania SDL Show 'তে এসে দাঁড়ায় 2.952 Millions. এমনকি এটিই SDL 'ইতিহাসে বেশি ভিউ পাওয়া SDL Show. 😌
• GREATEST ROYAL RUMBLE MATCH CHANGES :
সম্প্রতি WWE 'তাদের লাইভ ইভেন্ট Greatest Royal Rumble Show 'এর জন্য একটি Casket Match 'এর আয়োজন করে, যেখানে একে অপরের মুখোমুখি হতো Undertaker & Rusev. কিন্তু কিছুক্ষণ আগেই WWE 'তাদের এই প্ল্যান টি বাতিল করে দেয় অর্থাৎ ম্যাচটি বাতিল করে এবং Casket Match 'এ Taker 'এর অপোনেন্ট হিসেবে নাম ঘোষণা করে Y2J 'র!
That Means, The Undertaker vs Chris Jericho, In A Casket Match 😱. THIS IS AWESOME 👌👏.
• WWE CHAMPIONSHIP PLAN LEAKED :
সম্প্রতি একটি ছবি ভেসে আসে Social Media 'তে! যা থেকে সবাই ইংগিত করেছে এটিই WWE 'এর প্ল্যান! ছবিটি তে দেখা যায় Extreme Rules Pay Per View 'এর একটি পোস্টার! যেখানে WWE Championship 'এর জন্য সেট করা হয়েছে একটি Triple Threat Match, যেখানে একে অপরকে ফেস করবে AJ Styles, Shinsuke Nakamura & Baron Corbin. হয়তো এটাই তাদের প্ল্যান Extreme Rules 'এর। 😛
• DOLPH ZIGGLER WWE CONTRACT :
সম্প্রতি একটি রুমোর বেড়িয়ে আসে যেখানে বলা হয় Ziggler 'তার নতুন কন্ট্রাক্ট সাইন করেছে এবং টাকার অংকটা অনেক বেশি, তা হলো 1.5 Million 😱. কিন্তু এই কথাকে গুজব বলে উড়িয়ে দেয় DZ এবং সে বলে আমাদের মাঝে এখনও অনেক পলিসি দেখা যাচ্ছে! তাই সামনেই জানতে পারবেন আমাদের মধ্যে কি হবে! ☺
• ROMAN REIGNS NEW CHALLENGER :
সম্প্রতি Roman Reigns 'নিজের Twitter Account 'এ একটি পোস্ট করে, যার কথাগুলো ছিলো, 'Any Time, Any Place, Any Country, Any Opponent, I'll Fight' 😎.
এবং সেই Tweet 'এর জবাব দেয় NJPW 'এর Kenny Omega. সে বলে, 'Really?' এবং তার এই কথা শুনে অবশ্যই সবার মনে হতে পারে সে ফেস করতে চায় Reigns 'কে! :v উল্লেখ্য, Kenny Omega 'নিজেও কিন্তু কোনো ছোট নাম নয়, তাকেও বেশ অনেকেই একজন Best Wrestler 'হিসেবে দেখে থাকে! 😌
• The New General Manager Of Smackdown Live - PAIGE :
Paige বর্তমানে একটি মারাত্মক ইঞ্জুরির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন; সেই বিষয়ে আপনারা সবাই অবগত :-( ! তো এই ইঞ্জুরির জের ধরেই গতকাল RAW এ তিনি তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেন। তবে অবাক করা বিষয় হলো, আজ Smackdown Live এ Shane McMahon অ্যানাউন্স করেন Smackdown Live এর নতুন জেনারেল ম্যানেজার হলেন Paige :-D ! Paige এর ফ্যানসহ অনেক রেসলিং প্রেমীর কাছেই এই নিউজটি সুখকর!
• Daniel Bryan In- Ring Return In One Condition :
Daniel Bryan এর ইন-রিং রিটার্নের বিষয়ে WWE খুবই সতর্কতা অবলম্বন করছে। WWE চাচ্ছে না Daniel Bryan আবারও কোনো ইঞ্জুরিতে পরে রিটায়ারমেন্ট ঘোষণা। তাই Daniel Bryan কে একটি শর্তের ভিত্তিতে ইন-রিং রিটার্ন করতে হয়েছে। শর্তটি হলো, তাকে প্রতিটি ম্যাচে পারফোর্ম করার পর WWE এর অফিসিয়াল ডাক্তারের কাছে চেকআপ করতে হবে!
• Roman Reigns Didn't Know About The Result :
অনেক আগে থেকেই রিউমর ছিল Roman Reigns vs Brock Lesner ম্যাচে Roman Reigns জিতবেন। Even, Roman Reigns নিজেও জানতেন, এই ম্যাচে তিনি জিততে চলেছেন। স্ক্রিপ্ট-অনুযায়ীও Roman Reigns বিজয়ী হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচের রেজাল্ট ম্যাচ শুরু হওয়ার ঠিক একঘণ্টা আগে চেঞ্জ করা হয় এবং অস্বাভাবিক বিষয় হলো, Roman Reigns কে এই বিষয়ে জানানোও হয়নি। তাই তিনি পরপর ৫ টা F5 সেল করার পরও কিকআউট করেছিলেন! উল্লেখ্য, ম্যাচ শেষে তিনি খুব আপসেট হয়ে যান 😞!
• Kurt Angle Could Perform In Greatest Royal Rumble Match :
রিউমর ছড়িয়েছে Greatest Royal Rumble ম্যাচে আমেরিকান গোল্ড মেডেলিস্ট Kurt Angle পারফোর্ম করতে পারেন।
• Rematch Between Roman Reigns & Brock Lesner© For The Universal Title At Greatest Royal Rumble PPV :
WWE অফিসিয়ালি ঘোষণা করেছেন যে Greatest Royal Rumble পিপিভি তে Brock Lesner VS Brock Lesner© [ Universal Championship Match ] ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটির স্টিপুলেশন হলো 'Steel Cage' ম্যাচ। রিউমর অনুযায়ী এই ম্যাচে Roman Reigns জিতবেন এবং খুব সম্ভবত এই ম্যাচের মাধ্যমে WWE কে বিদায় জানাবেন Brock Lesner!
• Shane McMahon Wanted To Fight With Brock Lesner After Lesner Threw Universal Title At Vince McMahon :
বিভিন্ন সাইটের তথ্যানুযায়ী, Wrestlemania 34 এ Brock Lesner VS Roman Reigns ম্যাচে Brock Lesner স্ক্রিপ্ট ভেঙ্গে Roman Reigns কে অ্যানাউন্স টেবিলের উপর F5 দেন এবং তার মুখে আঘাত করে তাকে রক্তাক্ত করেন। এর কারণে Wrestlemania এর ব্যাকস্টেজে Vince McMahon Brock Lesner কে অপমানিত করে কিছু কথা শোনান। তখন Brock Lesner রেগে গিয়ে Vince McMahon এর দিকে Universal Championship ছুড়ে মারেন। তখন Shane McMahon এসব দেখে Brock Lesner এর সাথে রিয়েল ফাইটে জড়াতে চেয়েছিলেন।
• What's The Real Plan For Undertaker & John Cena :
বিভিন্ন সাইটের তথ্যমতে, Wtestlemania 34 এ Undertaker কে Badass গিমিকে বুক করা হয়েছিল। তবে Wrestlemania 34 এর ঠিক আগের দিন Vince McMahon এই প্ল্যানটি বাতিল করে দেন এবং Undertaker কে Deadman গিমিকেই বুক করেন।
রিউমর অনুযায়ী, এই ফিউডটি Wrestlemania 35 পর্যন্ত গড়াবে। এই ফিউডে Undertaker হিল এবং John Cena বেবিফেস হিসেবে গিমিক প্লে করবেন। খুব সম্ভবত Wrestlemania 35 এ Undertaker VS John Cena ম্যাচটি ক্যারিয়ার ভার্সেস ক্যারিয়ার ম্যাচ হবে!
• NXT Takeover: New Orleans এ অনুষ্ঠিত হওয়া North American চ্যাম্পিয়নশিপ Ladder ম্যাচ এবং Johnny Gargano vs. Tommaso Ciampa ম্যাচটিকে ৫ স্টার দিয়েছে Dave Meltzer.
এ নিয়ে টানা দুইটি পিপিভি ম্যাচে ৫ স্টার পেলো Johnny Gargano'র ম্যাচ।
• "Dave Meltzer" NXT Takeover New Orleans & Wrestlemania 34 এর রেটিং প্রকাশ করেছেন।
♦ NXT Takeover New Orleans :
◘ Adam Cole/EC3/Ricochet/Velveteen Dream/Lars Sullivan/Killain Dain : 5★
◘ Shayna Baszler/Ember Moon : 3.25★
◘ Undisputed Era/Authors of Pain/Roderick Strong & Pete Dunne: 3:25★
◘ Cien Almas/Aleister Black: 4:25★
◘ Johnny Gargano/Tommaso Ciampa: 5★
♦ Wrestlemania 34 :
◘ Andre the Giant Memorial Battle Royal: 1.50★
◘ Women's Wrestlemania Battle Royal: 1.50★
◘ Cedric Alexander/Mustafa Ali: 3★
◘ The Miz/Finn Balor/Seth Rollins: 3:50★
◘ Asuka/Charlotte Flair: 4★
◘ Randy Orton/Rusev/Jinder Mahal/Bobby Roode: 2.75★
◘ Triple H & Stephanie McMahon/Kurt Angle & Ronda Rousey: 4:25★
◘ Alexa Bliss/Nia Jax: 2:75★
◘ Daniel Bryan & Shane McMahon/Kevin Owens & Sami Zayn: 3:50★
◘ The Undertaker/John Cena: 1.25★
◘ AJ Styles/Shinsuke Nakamura: 3:75★
◘ The Bar/Braun & Nicholas: 1★
◘ Brock Lesnar/Roman Reigns: 3★
• WWE Greatest Royal Rumble, Match Card - Prediction - Time Table
২৭ এপ্রিল হতে যাচ্ছে, রেসলিং ইতিহাসে সবচেয়ে বড় Royal Rumble. আর এই ব্যাটেল রয়্যাল ম্যাচে অংশ নিবেন 50 জন রেসলার | এছাড়া চ্যাম্পিয়নশিপসহ অন্যান্য কিছু ম্যাচ এখন পর্যন্ত ঠিক হয়েছে|
1) Greatest Royal Rumble Match 50-Man Royal Rumble Match
UNPREDICTABLE😿😿
2) Brock Lesnar (c) vs Roman Reigns [Steel Cage Match]
[Universal Championship]
Prediction: ROMAN REIGNS😎
3) Seth Rollins (c) vs Finn Bálor vs The Miz vs Samoa Joe Ladder match [Intercontinental Championship]
Prediction: Seth Rollins
4) TBD (c) vs TBD
[WWE Championship]
5) TBD (c) vs TBD
[United States Championship]
6) Cesaro and Sheamus vs Bray-Hardy Or The Revival
[Raw Tag Team Championship]
Prediction: Bray-Hardy Or The Revival
7) The Bludgeon Brothers (c) vs The Usos
[WWE SD Tag Team Championship]
Prediction: The Bludgeon Brothers
8) TBD (c) vs TBD WWE Cruiserweight Championship match
9) John Cena vs Triple H
Prediction: John Cena
10) The Undertaker vs Chris Jericho Casket match
Prediction- The Undertaker
Official TV Time Table-
27 April - At 10 PM (রাত ১০ টা) - Ten 1 / Ten 1 HD
সকলকে তাক লাগিয়ে Dave Meltzer প্রমান করে দিয়েছেন 😌😉 তিনি গাঞ্জাখান কিন্তু সহনীয় মাত্রায় ২ টা ৫★ ম্যাচ দিয়েছে NXT Takeover এ 😍 This is awesome
• লেখক ঃ WWE 360, ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme।রেসেলমেনিয়া ৩৪ বিভিন্ন কোয়ালিটিতে সম্পূর্ণ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।