প্রো রেসলিংয়ের সবচেয়ে বড় প্রোমোশনটির মূল আকর্ষণ কি? 

কেউ যদি এমন কোনো প্রশ্ন করে থাকে তাহলে তার উত্তর হিসেবে আমরা এর গ্রাফিক্স, থিমস আর স্টোরিলাইনসের পাশাপাশি আর যে বিষয়টার কথা উল্লেখ করতে চাইবো সেটা হলো এর পেই-পার-ভিউ গুলো! হ্যাঁ, WWE এর মূল আকর্ষণের একটি বড় অংশ জুড়ে রয়েছে এর বিভিন্ন PPV আর তাদের ভিন্ন ভিন্ন থিম গুলো। বছরের বিভিন্ন সময়ে আমরা উপভোগ করে থাকি এই কোম্পানির বিভিন্ন পেই-পার-ভিউ গুলো। কোনোটি মেজর, কোনোটি গিমিক আবার কোনোটি কমন। আর এইসব PPV গুলোর একটি হলো WWE Backlash। যার শুরুটা হয়েছিলো ১৯৯৯ সালের একটি In Your House ইভেন্টের ধারা। শুরুতে এটি In Your House ইভেন্টের সাথে যুক্ত থাকলেও পরের বছরগুলো থেকেই এটি পরিণত হয়ে যায় WWE এর নিয়মিত PPV গুলোর একটাতে।


• History :

Backlash ppv টির ইতিহাস ততটা ইন্টারেস্টিং নয় যতটা আমরা লক্ষ্য করে থাকি অন্যান্য থিম ppv গুলোর বেলায়। আসলে Backlash এর আবির্ভাব হয়েছিলো Stone Cold Steve Austin এবং The Rock এর ফিউডের সূত্র ধরে। Wrestlemania 15 এর পর যখন Austin এবং Rock এর ফিউড একটা চরম পর্যায় চলে যায় তখন এনাউন্স করা হয় এরা দুজন একে অপরের বিরুদ্ধে আরো একটি ম্যাচে মুখোমুখি হতে চলেছেন। তবে এবার স্পেশাল গেস্ট রেফারি হিসেবে থাকবেন Shane McMahon। এমন এনাউন্সেমেন্টের ফলে স্বাভাবিক ভাবেই ফিউডটির ঝাঁজ বেড়ে যায় আরো একধাপ। তাদের এমন ঝাঁজালো ফিউডের ম্যাচট বুক করা হয় পরবর্তী IN YOUR HOUSE ইভেন্টটিতে।

জানানোর সুবিধার্থে বলে রাখি যে, তখনকার WWF এ প্রতিমাসের পেই-পার-ভিউ গুলো বর্তমানের মতো ছিলো না। বরং তখন প্রতিমাসে In You House নামের স্পেশাল ইভেন্ট আয়োজন করা হতো। যার প্রত্যেকটি ইভেন্টকে একটি বিশেষ টাইটেল দেয়া হতো যেটা ওই ইভেন্টটির মেইন ইভেন্ট কিংবা মূল আকর্ষণের উপর নির্ভর করে দেয়া হতো। তো Austin এবং Rock এর এমন ফিউডের জন্য পরবর্তী ইভেন্টির নামকরণ করা হয় Backlash : IN YOUR HOUSE। আর ঠিক এভাবেই WWF এর PPV তালিকায় যুক্ত হয় এই পিপিভিটি। ১৯৯৯ সালই ছিলো শেষ বছর যেখানে IN YOUR HOUSE ইভেন্টগুলো আয়োজন করা হয়েছিলো। কেননা এর পর থেকে এই ইভেন্টগুলোকে PPV তে পরিণত করা হয়েছিলো। আর এর অংশ হিসেবেই উঠে আসে No Way Out, Judgment Day কিংবা Backlash এর মতো PPV গুলো।


Backlash এর ইতিহাস তো জানা গেলো, এবার চলুন জেনে নেয়া যাক এই পিপিভিতে সুপারস্টারদের বিভিন্ন স্টাটিকস সম্পর্কে।


• Statics :

১৯৯৯ সালে ডেব্যু করার পর থেকে এপর্যন্ত মোট ১৩ বার আয়োজিত হয়েছে WWE এর এই এক্সক্লুসিভ পেই-পার-ভিউটি। যদিও '৯৯ থেকে ২০১৭ পর্যন্ত প্রতি বছরেই এটি আয়োজিত হয়নি। ২০০৯ থেকে ২০১৬ সাল, এই সময়টিতে একটি বারও আয়োজন করা হয়নি এই পিপিভিটি। সবশেষ ২০১৬ সালে Brand Extension হবার পর এটিকে আবার রিটার্ন করানো হয়। তো এই ১৩ আসরের স্টাটিকস গুলো নিচে দেয়া হলো : 

(Male Superstars)

১) Backlash ppv তে এপর্যন্ত প্রায় ১২৯ জন মেল সুপারস্টার অংশগ্রহণ করেছেন। ইভেন্টিতে জয় পেয়েছেন এমন সুপারস্টারের সংখ্যা প্রায় ৭৭ জন। আর জয়ের মুখ দেখতে না পারার সুপারস্টারের সংখ্যা প্রায় ৫২ জন।

২) Backlash ppv তে সর্বাধিক ম্যাচ খেলেছেন The Game খ্যাত সুপারস্টার Triple H। তিনি মোট ১০ টি ম্যাচ খেলেছেন এই ইভেন্টিতে। মজার বিষয় হলো ইভেন্টিতে সর্বাধিক ম্যাচ হারার রেকর্ডটিও তার ঝুলিতেই রয়েছে। মোট ১০ টি ম্যাচের ৬ টিতেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে এই শিকারিকে!

৩) এই Ppv তে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ডটি রয়েছে The Red Machine Kane এর নামের পাশে। মোট ৯ টি ম্যাচ খেলে ৬ টিতেই জয় তুলে নিতে সক্ষম হয়েছেন এই লাল দানব!

৪) ইভেন্টিতে ২য় সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটি ভাগাভাগি করে রেখেছেন ৪ জন রেসলার। তারা হলেন Chris Benoit, The Big Show, Edge এবং Triple H। তারা সবাই ৪ টি করে ম্যাচ জিতেছেন।

৫) ইভেন্টিতে পারফর্ম করেছেন কিন্তু কোনো ম্যাচ হারেননি এমন রেসলারের সংখ্যা ৪৩ জন। যেখানে ২-০ অবস্থায় রয়েছেন মোট ১০ জন রেসলার। আবার ইভেন্টিতে ৩ টি ম্যাচ খেলে ৩টিতেই হেরে তালিকার তলানিতে রয়েছেন ৪ জন সুপারস্টার। তারা হলেন Rob Conway, Bubba Ray Dudley, D-Von Dudley এবং Dolph Ziggler

(Female Superstars)

১) Backlash ইভেন্টে পারফর্ম করেছেন এমন ডিভাদের সংখ্যা ২৬ জন। যার মধ্যে সর্বনিম্ন ১টি করে ম্যাচ জিতেছেন প্রায় ১৪ জন ডিভা জয় পেয়েছেন। এবং ইভেন্টিতে জয় পাননি এমন ডিভাদের সংখ্যা ১২ জন!

২) ইভেন্টে ডিভাদের মধ্যে সর্বাধিকবার ম্যাচ খেলেছেন Trish Status। তিনি মোট ৪টি ম্যাচ খেলেছেন। যার ৩টিতেই তিনি পরাজিত হয়েছেন! ইভেন্টটিতে সর্বনিম্ন ২টি ম্যাচে পারফর্ম করেছেন কিন্তু ম্যাচে হারেননি এমন রেকর্ড ৪জন ডিভার নামের পাশে রয়েছে। তারা হলেন Jazz, Melina, Victoria এবং Natalya। তারা সবাই এই ইভেন্টে ২-০।

৩) এই পিপিভিতে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছেন Trish Status এবং Mickie James। তারা উভয়ে ৩ টি করে ম্যাচ হেরেছেন। মজার বিষয় হলো Mickie James হলেন একমাত্র ডিভা যিনি কিনা এখন পর্যন্ত এই ইভেন্টে ৩টি ম্যাচ খেলে ৩টিতেই হেরেছেন! That means 0-3!


তো এই ছিলো এই ইভেন্টির সুপারস্টার স্টাটিকস।  Backlash পিপিভিকে নিয়ে আয়োজিত এই ৩ পর্বের বিশেষ পোস্টের ১ম পর্বের সমাপ্তি এখানেই। চেষ্টা করেছি সবকিছু আপনাদের কাছে ভালোভাবেই উপস্থাপন করার। যদি মনে হয় কোনো লাইন বা শব্দ আরেকটু বেটার হতে পারতো তাহলে তা অবশ্যই কমেন্ট বারে তুলে ধরুন, চেষ্টা করবো পরবর্তী পর্বে তা শুধরে নেবার। 

পরবর্তী পর্বে থাকছে Backlash ppv এর Unknown এবং Interesting Facts, আর তা নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশেই থাকুন। :)
• লেখক ঃ Anik Siddique

Backlash : ইতিহাস এবং অজানা তথ্য।


প্রো রেসলিংয়ের সবচেয়ে বড় প্রোমোশনটির মূল আকর্ষণ কি? 

কেউ যদি এমন কোনো প্রশ্ন করে থাকে তাহলে তার উত্তর হিসেবে আমরা এর গ্রাফিক্স, থিমস আর স্টোরিলাইনসের পাশাপাশি আর যে বিষয়টার কথা উল্লেখ করতে চাইবো সেটা হলো এর পেই-পার-ভিউ গুলো! হ্যাঁ, WWE এর মূল আকর্ষণের একটি বড় অংশ জুড়ে রয়েছে এর বিভিন্ন PPV আর তাদের ভিন্ন ভিন্ন থিম গুলো। বছরের বিভিন্ন সময়ে আমরা উপভোগ করে থাকি এই কোম্পানির বিভিন্ন পেই-পার-ভিউ গুলো। কোনোটি মেজর, কোনোটি গিমিক আবার কোনোটি কমন। আর এইসব PPV গুলোর একটি হলো WWE Backlash। যার শুরুটা হয়েছিলো ১৯৯৯ সালের একটি In Your House ইভেন্টের ধারা। শুরুতে এটি In Your House ইভেন্টের সাথে যুক্ত থাকলেও পরের বছরগুলো থেকেই এটি পরিণত হয়ে যায় WWE এর নিয়মিত PPV গুলোর একটাতে।


• History :

Backlash ppv টির ইতিহাস ততটা ইন্টারেস্টিং নয় যতটা আমরা লক্ষ্য করে থাকি অন্যান্য থিম ppv গুলোর বেলায়। আসলে Backlash এর আবির্ভাব হয়েছিলো Stone Cold Steve Austin এবং The Rock এর ফিউডের সূত্র ধরে। Wrestlemania 15 এর পর যখন Austin এবং Rock এর ফিউড একটা চরম পর্যায় চলে যায় তখন এনাউন্স করা হয় এরা দুজন একে অপরের বিরুদ্ধে আরো একটি ম্যাচে মুখোমুখি হতে চলেছেন। তবে এবার স্পেশাল গেস্ট রেফারি হিসেবে থাকবেন Shane McMahon। এমন এনাউন্সেমেন্টের ফলে স্বাভাবিক ভাবেই ফিউডটির ঝাঁজ বেড়ে যায় আরো একধাপ। তাদের এমন ঝাঁজালো ফিউডের ম্যাচট বুক করা হয় পরবর্তী IN YOUR HOUSE ইভেন্টটিতে।

জানানোর সুবিধার্থে বলে রাখি যে, তখনকার WWF এ প্রতিমাসের পেই-পার-ভিউ গুলো বর্তমানের মতো ছিলো না। বরং তখন প্রতিমাসে In You House নামের স্পেশাল ইভেন্ট আয়োজন করা হতো। যার প্রত্যেকটি ইভেন্টকে একটি বিশেষ টাইটেল দেয়া হতো যেটা ওই ইভেন্টটির মেইন ইভেন্ট কিংবা মূল আকর্ষণের উপর নির্ভর করে দেয়া হতো। তো Austin এবং Rock এর এমন ফিউডের জন্য পরবর্তী ইভেন্টির নামকরণ করা হয় Backlash : IN YOUR HOUSE। আর ঠিক এভাবেই WWF এর PPV তালিকায় যুক্ত হয় এই পিপিভিটি। ১৯৯৯ সালই ছিলো শেষ বছর যেখানে IN YOUR HOUSE ইভেন্টগুলো আয়োজন করা হয়েছিলো। কেননা এর পর থেকে এই ইভেন্টগুলোকে PPV তে পরিণত করা হয়েছিলো। আর এর অংশ হিসেবেই উঠে আসে No Way Out, Judgment Day কিংবা Backlash এর মতো PPV গুলো।


Backlash এর ইতিহাস তো জানা গেলো, এবার চলুন জেনে নেয়া যাক এই পিপিভিতে সুপারস্টারদের বিভিন্ন স্টাটিকস সম্পর্কে।


• Statics :

১৯৯৯ সালে ডেব্যু করার পর থেকে এপর্যন্ত মোট ১৩ বার আয়োজিত হয়েছে WWE এর এই এক্সক্লুসিভ পেই-পার-ভিউটি। যদিও '৯৯ থেকে ২০১৭ পর্যন্ত প্রতি বছরেই এটি আয়োজিত হয়নি। ২০০৯ থেকে ২০১৬ সাল, এই সময়টিতে একটি বারও আয়োজন করা হয়নি এই পিপিভিটি। সবশেষ ২০১৬ সালে Brand Extension হবার পর এটিকে আবার রিটার্ন করানো হয়। তো এই ১৩ আসরের স্টাটিকস গুলো নিচে দেয়া হলো : 

(Male Superstars)

১) Backlash ppv তে এপর্যন্ত প্রায় ১২৯ জন মেল সুপারস্টার অংশগ্রহণ করেছেন। ইভেন্টিতে জয় পেয়েছেন এমন সুপারস্টারের সংখ্যা প্রায় ৭৭ জন। আর জয়ের মুখ দেখতে না পারার সুপারস্টারের সংখ্যা প্রায় ৫২ জন।

২) Backlash ppv তে সর্বাধিক ম্যাচ খেলেছেন The Game খ্যাত সুপারস্টার Triple H। তিনি মোট ১০ টি ম্যাচ খেলেছেন এই ইভেন্টিতে। মজার বিষয় হলো ইভেন্টিতে সর্বাধিক ম্যাচ হারার রেকর্ডটিও তার ঝুলিতেই রয়েছে। মোট ১০ টি ম্যাচের ৬ টিতেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে এই শিকারিকে!

৩) এই Ppv তে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ডটি রয়েছে The Red Machine Kane এর নামের পাশে। মোট ৯ টি ম্যাচ খেলে ৬ টিতেই জয় তুলে নিতে সক্ষম হয়েছেন এই লাল দানব!

৪) ইভেন্টিতে ২য় সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটি ভাগাভাগি করে রেখেছেন ৪ জন রেসলার। তারা হলেন Chris Benoit, The Big Show, Edge এবং Triple H। তারা সবাই ৪ টি করে ম্যাচ জিতেছেন।

৫) ইভেন্টিতে পারফর্ম করেছেন কিন্তু কোনো ম্যাচ হারেননি এমন রেসলারের সংখ্যা ৪৩ জন। যেখানে ২-০ অবস্থায় রয়েছেন মোট ১০ জন রেসলার। আবার ইভেন্টিতে ৩ টি ম্যাচ খেলে ৩টিতেই হেরে তালিকার তলানিতে রয়েছেন ৪ জন সুপারস্টার। তারা হলেন Rob Conway, Bubba Ray Dudley, D-Von Dudley এবং Dolph Ziggler

(Female Superstars)

১) Backlash ইভেন্টে পারফর্ম করেছেন এমন ডিভাদের সংখ্যা ২৬ জন। যার মধ্যে সর্বনিম্ন ১টি করে ম্যাচ জিতেছেন প্রায় ১৪ জন ডিভা জয় পেয়েছেন। এবং ইভেন্টিতে জয় পাননি এমন ডিভাদের সংখ্যা ১২ জন!

২) ইভেন্টে ডিভাদের মধ্যে সর্বাধিকবার ম্যাচ খেলেছেন Trish Status। তিনি মোট ৪টি ম্যাচ খেলেছেন। যার ৩টিতেই তিনি পরাজিত হয়েছেন! ইভেন্টটিতে সর্বনিম্ন ২টি ম্যাচে পারফর্ম করেছেন কিন্তু ম্যাচে হারেননি এমন রেকর্ড ৪জন ডিভার নামের পাশে রয়েছে। তারা হলেন Jazz, Melina, Victoria এবং Natalya। তারা সবাই এই ইভেন্টে ২-০।

৩) এই পিপিভিতে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছেন Trish Status এবং Mickie James। তারা উভয়ে ৩ টি করে ম্যাচ হেরেছেন। মজার বিষয় হলো Mickie James হলেন একমাত্র ডিভা যিনি কিনা এখন পর্যন্ত এই ইভেন্টে ৩টি ম্যাচ খেলে ৩টিতেই হেরেছেন! That means 0-3!


তো এই ছিলো এই ইভেন্টির সুপারস্টার স্টাটিকস।  Backlash পিপিভিকে নিয়ে আয়োজিত এই ৩ পর্বের বিশেষ পোস্টের ১ম পর্বের সমাপ্তি এখানেই। চেষ্টা করেছি সবকিছু আপনাদের কাছে ভালোভাবেই উপস্থাপন করার। যদি মনে হয় কোনো লাইন বা শব্দ আরেকটু বেটার হতে পারতো তাহলে তা অবশ্যই কমেন্ট বারে তুলে ধরুন, চেষ্টা করবো পরবর্তী পর্বে তা শুধরে নেবার। 

পরবর্তী পর্বে থাকছে Backlash ppv এর Unknown এবং Interesting Facts, আর তা নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশেই থাকুন। :)
• লেখক ঃ Anik Siddique