• Happy BirthDay The ROCK :
আজকের দিনে ১৯৭২ সালে(মে-২) তারিখে জন্মগ্রহণ করেন Hollywood Actor & WWE SuperStar "The ROCK" তিমি Hayward, California, U.S জন্মগ্রহণ করেন এবং তার আসল নাম Dwayne Douglas Johnson!!!! আজকে তার ৪৬তম জন্মদিন 😍
"Day To Day Life" এর অনেক ইম্পর্ট্যান্ট জিনিস শিখেছি তার কাছ থেকে। এত্ত চার্মিং একজন মানুষ হতে পারে, তা তাকে না দেখলে খুব একটা ভালো করে বুঝতে পারবেন না আপনি। তার মত ব্যাক্তি রাই মূলত সবসময়, "Man Of The Hour" হন! 😚👌
তার কনফিডেন্স, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন এসব কিছু জাস্ট দেখার মত। হা করে দেখতে হয় আরকি!
"Day To Day Life" এর অনেক ইম্পর্ট্যান্ট জিনিস শিখেছি তার কাছ থেকে। এত্ত চার্মিং একজন মানুষ হতে পারে, তা তাকে না দেখলে খুব একটা ভালো করে বুঝতে পারবেন না আপনি। তার মত ব্যাক্তি রাই মূলত সবসময়, "Man Of The Hour" হন! 😚👌
তার কনফিডেন্স, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন এসব কিছু জাস্ট দেখার মত। হা করে দেখতে হয় আরকি!
[HAPPY BIRTHDAY LEGEND]
• Brock Lesnar এর বর্তমান Universal title Reign টি CM Punk এর 434 দিন WWE title reign - the longest world title run of the modern era রেকর্ডটি ব্রেক করতে যাচ্ছে। বিষয়টা নিয়ে এখন বেশ প্রকোপ দেখা দিচ্ছে। . তাহলে চলুন বিষয়টার একটু গভীরে যাই: একজন WWE Champion হিসেবে, CM Punk 15 টি pay-per-views এর উপরে খেলেছেন আর তিনি ৫ টি Main Event এ ম্যাচ খেলেছে। আর তিনি WWE তে Full time ছিল। . অপরদিকে একজন Universal Champion হিসেবে, Brock Lesnar main event এ খেলেছেন 4 বার আর তিনি প্রায় 12 টি pay-per-views খেলেছেন আর সেটাও আবার একজন Part timer হিসেবে
• Cageside Seats এর রিপোর্ট অনুসারে, Brock Lesnar এর পরবর্তী ম্যাচে হতে যাচ্ছে আগামী মাসের Money in the Bank পিপিভিতে।
• তিনদিন আগে সৌদিতে হয়েছিলো Greatest Royal Rumble Show, যেটির অন্যতম আকর্ষন ছিলো Roman Reigns Vs. Brock Lesner Match, কিন্তু অনেকেই মনে করছে সেটিতে ব্রক ন্যায় ভাবে জিতেনি।স্টিল কেইজ ম্যাচ জয়ের অফিসিয়াল কিছু রুলস আছে। তার মধ্যে একটি হল, কেইজের বাইরে যার দুই পা আগে, আমি আবারো বলছি যার দুই পা আগে ফ্লোরে হিট করবে সেই জয়লাভ করবে। Point to be noted: দুই পা, ফ্লোর।
রোমান বনাম লেজনার ম্যাচে কি হয়েছে?? রোমান লেজনারকে স্পিয়ার হিট করে কেইজ ভেঙ্গে বাইরে নিয়ে ফেলেছে। চোখের মাথা যদি খেয়ে বসে না থাকেন, তাহলে দেখতে পারবেন যে রোমানের পা আগে ফ্লোরে হিট করেছে। কিন্তু সমস্যা ওখানেই, রোমানের দুই পা নয়, এক পা ফ্লোরে আগে হিট করেছে। অর্থাৎ রোমানের এক পা ছিল ফ্লোরে, আরেক পা ছিল রিং এপ্রোনের কাপড়ে। আর রিং এপ্রোনকে কিন্তু মোটেই ফ্লোর হিসেবে ধরা হয় না। অন্যদিকে লেজনারের দুই পা আগে ফ্লোরে হিট করে। সুতরাং নিয়মানুযায়ী ব্রক লেজনারই আসল বিজেতা।
• Greatest Royal Rumble এর Epic Moment টি হচ্ছে "Titus O'Neil" এর Botch করা Entry অর্থাৎ Ring এর নিচে ঢুকে যাওয়া।😂😂
কিন্তু আপনি কি জানেন Titus এর Ring এর নিচে পড়ে যাওয়ার Video টি কেন বারবার Repeat করে দেখানো হচ্ছিলো? তার কারণ আমাদের "Vince দাদু" A.K.A "Vince McMahon" নিজে।😂😂
এক Report এ বলা হয়, Titus যখন Ring এর নিচে ঢুকে যায় তখন Vince সেই দৃশ্যটি দেখে এবং অট্টহাসিতে ফেঁটে পড়ে। দৃশ্যটি দেখার পর Vince অনবরত হাসতেই থাকে এবং তার চোখে হাসির কারণে পানি পর্যন্ত চলে আসে। পরে তিনি (Vince) নিজে "Micheal Cole" এবং "Corey Graves" কে বারবার সেই দৃশ্যটি Repeat করতে বলেন।😂😂
• রেসলিং বিশেষজ্ঞ Dave Meltzer, আজকের Greatest Royal Rumble এ Brock Lesnar vs. Roman Reigns ম্যাচটির ফিনিশিংটিকে "Botched Finish" বলে আখ্যায়িত করেন। কিন্তু অন্যদিকে PW Insider জানায়, ম্যাচটি প্ল্যান অনুসারেই শেষ হয়েছে।
• সম্প্রতি 106.7 The Fan-কে দেয়া একটি ইন্টার্ভিউতে Batista জানায় সে আগামীবছরের WrestleMania-তে তার রেসলিং ক্যারিয়ার শেষ করতে চায় এবং নিজের শেষ ম্যাচে Triple H কে প্রতিপক্ষ হিসেবে চায়।
• Brie Bella জানিয়েছেন যে, Daniel Bryan এবারের WrestleMania 34 এ তার রিটার্ন ম্যাচ খেলার আগে তার সাথে Sleep করার জন্য প্রচুর পরিমাণে Excited ছিল। 😆 তিনি আরোও বলেন : "আমি তখন তাকে বলি , ‘তুমি একবার ভাবো তুমি এতদিন যা করেছ সবই এখানে আসবার জন্য করেছ.’ তাই আজকের রাতটা আমরা sleep করবো না কারণ আমরা দুজনই পরবর্তী রাতের জন্য Sad ছিলাম যেখানে আমরা ঘুমাতে পারবো না কারণ সেখানে আমরা খুবই Excited থাকবো , এটা এক প্রকার পাগলামী ছিল 😜 I’m so proud of him." (এসব বলে সেদিন আর কিছু করে নি 😄)
• "Knox County Mayor" পদে The Kane 17 ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
• The 434 এর তথ্য অনুযায়ী, SETH ROLLINS vs MOJO RAWLEY ফিউড খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে | অনেকে হয়তো ভাবছেন, এটা কি হলো....? Low card এর রেসলার Mid/High card একবারে চলে আসবো! 😱
হ্যাঁ আসতেই পারে | WWE Mojo কে বড় পুশ দেয় নাই, সেজন্য কি Mojo র ট্যালেন্ট নাই...? আছেই, ইচ্ছা থাকলে যেমন উপায় হয়, তেমনি পুশ দিলে Low Card এর রেসলারও High Card এর রেসলারে পরিনত হয়..! WWE এখন Mojo কে Seth Rollins এর সাথে Fued করিয়ে Spotlight এ আনতে চাচ্ছে, তাছাড়া Mojo কে পুশ দিলে, খারাপ হবে না.. -_- ; স্কিল তো আছেই, তারপর আবার Body Language ও আছে -_-
• Turki Al Sheikh ঘোষণা করেছেন, November এ Saudi Arab এ হতে চলেছে WWE এর আরেকটি Major PPV Survivor Series। একে বলা হচ্ছে Greatest Survivor Series, কারন এতে হবে একটি আকর্ষণীয় 40 Man Elimination Match। (Saudi Arab Will Made History Again)
• "Wrestling Observer" এর ভাষ্যমতে, #BackLash পিপিভিতে "United States Title Match" টি একটি "Fatal Four Way Match" হতে পারে 😊. যেখানে একে অপরের মুখোমুখি হতে পারে Champion Jeff Hardy, Shelton Benjamin, Randy Orton & Rusev. 😉
• Rumor Analysis : অনেকের মনেই প্রশ্ন Brock Lesner কেন বারবার Title Retain করছে। এই প্রশ্নের ব্যাখ্যা পাওয়া যায় PWInsider এর একটি রুমরে। রুমর অনুযায়ী, Brock Lesner CM Punk এর ৪৩৪ দিন World Champion থাকার রেকর্ড অতিক্রম করবেন। এজন্য আর মাত্র ৫১ দিন Champion হিসেবে Brock Lesner থাকলেই, অর্থাৎ ৫১ দিন এর মধ্যে Title না হারালেই Brock সবচেয়ে বেশিদিন Champion থাকার নতুন রেকর্ড করবেন।
• WWE প্রকাশ কিরেছে Saudi Arab এর Greatest Royal Rumble Event থেকে সব মিলিয়ে আয় হয়েছে $ 122 Million।
• Breaking News : Smackdown Live এর 1000 তম Episode October 16th, 2018 তারিখে ঠিক করা হয়েছে।
• Rumor অনুযায়ী, Aiden English মারাত্মক Neck Injury তে পড়েছেন। যার কারন Greatest Royal Rumble এ Undertaker এর Tombstone।
• Breaking Rumor : রুমর উঠেছে WWE Creative Panel চাচ্ছে Finn Balor কে Heel Turn করাতে চাচ্ছে।
• WWE তে অনেকদিন হলো Neville কে আমরা দেখতে পাই না। রুমর উঠেছে Neville আর WWE থেকে Leave নিতে চাচ্ছেন। Rumor অনুযায়ী, Neville Bullet Club এ যোগ দিতে পারেন।
• Greatest Royal Rumble অনেকটা Successful হলেও ছিল অনেক Botch :
১) Botch টা ছিল যখন Braun Strowman কে টাইটেল Belt & Trophy দেওয়ার সময় সৌদি এর প্রিন্স Trophy টা Braun এ হাতে দিতে ছেয়েছিলেন কিন্তু পরে Vince তাকে এটা করতে না করে।।
২) Royal Rumble ম্যাচের সময় যখন Elias & Lashley ফাইট করছিল তখন Lashley তাকে Side Slam দিতে যায় কিন্তু সে এটা Botch করে এবং তাকে ফেলে দেয়।।
৩) United States টাইটেল ম্যাচে Jeff Hardy টপ রুম থেকে তার মুভ দিতে যায় তখন Botch হয়।।সে ডিরেক্ট রিংয়ে পরে কিন্তু পরে Jinder Acting করে পরে যায়।।😂
৪) Undertaker vs Rusev ম্যাচে Aiden English কে যখন Undertaker Tobestone Piledriver দেয় তখন সেটা অনেকটাই পারফেক্ট হয়।।কিন্তু Taker এর সময় এটা Botch✌
৫) Intercontinental টাইটেল ম্যাচের শেষের দিকে Rollins টাইটেল যখন নিয়ে নিচে পরে তখন টাইটেল এর কিছু অংশ খুব জোড়ে Balor এর চোখে আগাত করে।।যার ফলে তার চোখে অনেকটা কেটে যায়।।
৬) Universal টাইটেল ম্যাচে হয় সব থেকে বড় একটা Botch।।Botch হয় যখন Roman, Brock কে Spear দেয় এবং Cage ভেঙে যায় কিন্তু Still Champion দেয়া হয় Brock কে।।কিন্তু রোল অনুযায়ী চ্যাম্পিয়ন হওয়ার কথা Reigns এর।।
৭) Royal Rumble ম্যাচে যখন Titus O'neill রিংয়ের দিকে দৌড়ে আসছিল তখন সে পড়ে যায় এবং ডিরেক্ট রিংয়ে তলে গিয়ে ডুকে যায়।
• লেখক : WWE 360, প্রো-রেসলিং ইউনিভার্স - PWU।
রেসলিং এর বিভিন্ন অজানা বিষয় জানতে এখানে ক্লিক করুন।