আজকের WWE Extreme Rules এর মাধ্যমে শেষ হয়ে গেল আরেকটি উত্তেজনাদায়ক PPV.আর সব বারের মত এইবার ও WWE Universe কে হতাশ হতে হলো। আসলে WWE ক্রিয়েটিভ টিমের প্ল্যানিং থেকে আমরা যেইটা ইমেজিং করি অইটাই বেশি ভালো হয়। তো কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের পোস্ট- রেজাল্ট, রিভিউ ও সময়সূচী নিয়ে।
• ম্যাচ 1 - B team Vs Matt and Bray©
মোটামুটি মানের ভালোই ম্যাচ ছিল।
নিঃসন্দেহে B Team just got what they deserves and they are still undefeated.
♦ Winner : B Team.
★ Rating: 2.5/5
• ম্যাচ 2 - Bludgeon Brothers© Vs Team Hell No.
আমি অনেক আগে থেকেই বলতেসিলাম শুধু মাত্র Bludgeon Brothers দেরকে পুশ দিতেই Kane এর আগমন। Return এর পর খেলা ২ টি Tag team • ম্যাচ এর একটিতেও তাকে ঠিক করে পার্ফর্ম করতে দেখা যায় নি এবং আজ ও সেইম। ম্যাচের আগেই তাদেরকে ইঞ্জুরড করে দেয়। হতাশ হতে হয় WWE Universe কে। হয়তো Kane আবার Daniel কে Attack করে চলে যাবে। অথবা WWE তাকে এমনেই সরিয়ে ফেলবে।
♦ Winner : Bludgeon Brothers.
★ Rating: 3.5/5 (Daniel ভালো খেলেছে তাই)
• ম্যাচ 3 - Roman Reigns Vs Bobby Lashley.
মারাত্মক একটি ম্যাচ ছিল। দুজনেই সমান তালে Dominate করেছে। পুরা ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। Roman কে কয়েকটা নতুন Move use করতে দেখা যায়। কিন্তু Spear মেরে জিতে গিয়ে Raw এর New Guy হিসেবে স্থান দখল করলেন Bobby.আশা করি আগামীকাল Raw তে এসে তার পরাজয় মেনে নিতে না পেরে প্রোমো কাটবেন Roman.
♦ Winner: Bobby Lashley.
★ Ratings: 4.25/5
• ম্যাচ 4 - Nia Jax ওNatalya Vs Alexa bliss© ও Mickie James.
ম্যাচ টি ২ জনে ছিল না মোট ৫ জনের মধ্যে ম্যাচটি হয় তা টানটান উত্তেজনা ছিল। প্রথমে Nia একাই Domination চালায়। Weapons এর ও ভালো ব্যবহার হয়। এরপর Mickie and Alexa দুজনে মিলে Domination চালায় Nia এর উপর Natalya বাধা দিলে তার উপর ও Domination চালায় তারা। ফলে তা দেখে Crowd থেকে দর্শক Ronda Rousey এসে তাদের দুজনকে প্রচন্ড প্রহার করে। কিন্তু Kendo Stick দিয়ে মাথায় বাড়ি মেরে আহত করে দেয় Ronda কে। এরপর Mickie and Alexa একসাথে মিলে Domination চালায় Nia এর উপর। এবং চেয়ারের উপর DDT মেরে জিতে যায় Alexa Bliss.
♦ Winner : Alexa Bliss.
• ম্যাচ 5 - Nakamura Vs Jeff Hardy©
অতিরিক্ত মানের বাজে একটি ম্যাচ ছিল। WWE তাদের নির্মমতার সীমা পারিয়ে যায়। Shinsuke Nakamura কে আবার জাপানে ফিরে যাওয়া উচিত। ম্যাচ শুরু হওয়ার আগে Jeff কে Lowblow hit করে Naka.এবং ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে Kinshasa hit করে জিতে যায়।
ম্যাচের শেষে Randy Orton Return করেন এবং Naka তাকে দেখে দূরে পালিয়ে যায়। Randy Jeff এর Groin এ একটি Massive Stomp দিয়ে বিচি থেতলিয়ে দেয় একদম আস্তাগফিরুল্লাহ 😐।
♦ Winner : Nakamura Via Lowblow.
★ Ratings: - 5/5
• ম্যাচ 6 - Braun strawman Vs Kevin Owens. In a steel Cage match.
বরাবরের মতই বোরিং একটি ম্যাচ হয়।
পুরো ম্যাচ জুড়ে Domination চালায় Braun. কিন্তু এক পর্যায় তাকে Handcuffs দিয়ে বেধে Steel Cage এর উপরে উঠে Kevin কিন্তু Braun Handcuffs ভেঙ্গে উঠে গিয়ে Steel Cage এর উপর থেকে ফেলে দেয় Kevin কে। ফলে Kevin জিতে যায় এবং মারাত্মক আঘাত পান। Braun কে আর কত Strong দেখাবে WWE বুঝতে পারতেসি না।
♦ Winner : Kevin Owens
★ Ratings: 1.75/5
• ম্যাচ 7 - Baron Corbin VS Finn Balor.
মোটামুটি মানের একটি ম্যাচে দুজনেই তাল মিলিয়ে Dominate করে কিন্তু এক পর্যায় Roll up করে জিতে পালিয়ে যায় Balor.
♦ Winner : Balor via roll up.
★ Ratings: 3.25/5
• ম্যাচ 8 - Asuka Vs CARMELLA©
বাজে একটি ম্যাচ ছিল। একদম বাজে এইটা নিয়ে এক্টাই কথা বলব যে...In NXT 900+ days undefeated against Hardcore Rookie plrs like Shayna, Nikki,Dakota. in main roster 4 time get lossed by a fucking freak Carmella🙂🙂🙂
♦ Winner: Carmella
★ Ratings: 0/5
• ম্যাচ 9 - AJ Styles© Vs Rusev ও Aiden English.
দুজনেই সমান তালে Domination চালায় Rusev এবং Styles দুজনেই অনেক মুভ ইউজ করে। দুইবার Machka kick kickout করে AJ.পরে Phenomenal Forearm hit করে জিতে যায় AJ Styles.
♦ Winner : AJ Styles.
★ Ratings: 4.5/5
• ম্যাচ 10 - Seth Rollins Vs Dolph Ziggler© ও Drew Mcintyre.
অসাধারন একটি ম্যাচ হয় পুরো ম্যাচ এ প্রথমে Domination চালায় Seth. Roll up করে এবং Blackout মেরে প্রথমেই ২ টি Fall পান Seth. যা দেখে রেগে Drew এসে Seth কে ইচ্ছা মত মারে এবং Calymore kick দিয়ে Ring থেকে ব্যান হয়ে যান যার ফলে Seth আরেকটি Fall পায়। কিন্তু মার খাওয়া Seth কে Roll up, Superkick and Zigzag দিয়ে ৩ টি fall পেয়ে যান Dolph একটু পর আরেকটি Fall পান Dolph পরে Seth ম্যাচ এ Comeback করেন এবং 4 min বাকি থাকতে একটি Fall score করেন যার ফলে 4 - 4 Tye হয়ে যায়। Blackout মেরে আবার পিন করতে গেলে Timeup হয়ে যায় এবং নিয়ম অনুযায়ী Dolph Title রিটেইন কররে কিন্তু Kurt Angle এসে ম্যাচ রিস্টার্ট করলে Drew Mcintyre এর কারনে Zigzag মেরে জিতে যায় Dolph.
♦ Winner : Dolph Ziggler.
★ Ratings: 3.75/5
পুরো Extreme Rules PPV টি ছিল উত্তেজনায় ভরপুর কিন্তু তেমন ভালো লাগে নি আমার। কারন প্রায় প্রতিটা ম্যাচ ই Dissipointed ছিল।
আজকে Dean Ambrose এর অভাব হাড়ে হাড়ে টের পায় সবাই, আশা করি আজ আবারো সবাই টের পেয়েছে কেনো WWE Viewers হারাচ্ছে।
•• সমস্যসুচি ••
◘ লাইভ টেলিকাস্টঃ ১৬ই জুলাই সোমবার ভোর ৬ টায় মেইন শো শুরু হবে। চলবে সকাল ১০ টা পর্যন্ত!
◘ ১ম রিপিট: ১৬ই জুলাই সোমবার সন্ধ্যা ৬:৩০ টায়!
◘ ২য় রিপিট: ১৮ই জুলাই বুধবার রাত ৯:৩০ টায়!
◘ ৩য় রিপিট: ২২শে জুলাই রবিবার দুপুর ২:৩০ টায়!
◘ Channels: Sony Ten1 & Sony Ten1HD
(উল্লেখ্যঃ ভারতীয় সময় উপরে দেওয়া সময়ের ৩০ মিনিট আগে, এই পোস্টে দেওয়া সমস্ত রেটিং লেখকের ব্যক্তিগত।)
• লেখকঃ Baizid Khan Raz