গত Raw তে ডাব্লিউডাব্লিউই ইউনিভার্স কে চমকে দিয়ে রোমান রেইন্স ঘোষণা করেছিলেন যে তার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয়েছে এবং সেই সাথে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ টিকে পরিত্যাগ করেছিলেন। যে প্রোমোর শুরু হয়েছিল দর্শকদের বু দিয়ে সেটি শেষ হলো সেই একই দর্শকদের "Thank you Roman" চ্যান্ট দিয়ে। না দেখলে মন ভাঙ্গা ভিডিওটি আবার দেখে নিতে পারেন-



যদিও আসলে এটি 11 বছর আগে ধরা পড়ে এবং তখন দ্রুত সেরে উঠলেও এখন আবার সেই রোগ পুনরায় থাবা বসিয়েছে। Roman কি এনাউন্স করবে তা ব্যাকস্ট্যাজ এর কেউই জানতোনা। এমনকি Dean and Seth ও জানতোনা। ওদের শুধু বলা হয়েছিলো Roman তার টাইটেল ড্রপ করবে। অ্যান্ড তারা যাতে এসে ওর সাথে অন এয়ারে দেখা করে। কিন্তু Roman কি কারণে টাইটেল ড্রপ করবে তাদেরও জানানো হয়নি। কেন এইসব গোপন রেখেছিল রোমান? ট্রিপল এইচ এই ব্যাপারে বলেছেন-

"এই ব্যাপারে খুব কম লোকই জানতো এবং আমি তার সাথে এই নিয়ে কথা বলেছি, সে তার ক্যারিয়ারের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবার আগে এই ব্যাপারে কাউকে জানতে দিতে চাইতো না কারণ সে কখনই চাইতো না লোকেরা ভাবুক যে সমবেদনা দেখিয়ে বা কোন এক কারণে তাকে এই সাফল্য অর্জন করতে দেওয়া হয়েছে। সে চেয়েছিল একদম শেষে বলবে - দেখো আমি এইসব পার করে এসেছি, তোমার ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব, এটা কোন মৃত্যুদণ্ড নয়! " অর্থাৎ রেইন্স চেয়েছিল তাকে যেন আর বাকি সব রেসলারের মতো করেই দেখা হয়। 

এখন রেইন্সের কি হবে? - রেইন্স প্রোমোতেই বলে যে সে রেসলিং থেকে রিটায়ার করবেন না এবং লিউকেমিয়াকে পরাজিত করে আবার রিং এ ফিরে আসবে, কিন্তু আসলেই কি তাই? সেটা বোঝার আগে লিউকেমিয়া কি জিনিস সেই ব্যাপারে দেখে আসুন এই পোস্টে। পোস্ট দেখে বুঝতে পারবেন লিউকেমিয়া আসলেই তেমন মরণ রোগ নয়, হয়তো আরও ২-৩ বছর লাগবে পুরোপুরি সুস্থ হয়ে রিঙে ফিরে আসতে কিন্তু সবকিছু ঠিক থাকলে সে রিং এ ফিরে আসবেই। আর তাছাড়াও তাকে টিভিতে দেখা যাবেনা এমনটা নয়। ACE Comic Con আনাউন্স করেছে যে পরের বছরের ১১ই জানুয়ারিতে অ্যারিজোনার ইভেন্টে রোমান রেইন্স আসবেন। 

সুতরাং আমরা আশা রাখতেই পারি ভবিষ্যতে WWE এর ইভেন্টে রেসলিং করতে না দেখলেও টিভি আপিয়ারেন্স দেখতেই পারি, যদিও এই রোগের ফলে তার ক্যারিয়ারে যে বড় নেগেটিভ ইফেক্ট পরবে সেটা অনিবার্য। আপনি রোমানকে হেট করুন বা লাভ করুন, যদি তার এই দুঃসময়ে তার পাশে না থাকেন তাহলে আপনি হয়তো রেসলিং ফ্যানই নন! পোস্টটা শেষ করার আগে তার এ বছরের খেলা পিপিভি ম্যাচগুলোর রেটিংস দিলাম :

• Royal Rumble: 4.25★ (Royal Rumble Match)

• Elimination Chamber: 3.75★ (6 Man Elimination Chamber Match) 

• WrestleMania: 3★ ( Vs Brock Lesnar) 

• Greatest Royal Rumble: 1★ ( Vs Brock) 

• Backlash: 1.5★ (Vs Samoa Joe) 

• Money In The Bank: 2.5★ (Vs Jinder)

• Extreme Rules: 3.50★ (Vs Lashley)

• Summerslam: 2.50★ (Vs Brock)

• Hell In A Cell: 3.25★ ( Vs Braun)

মোট ম্যাচঃ ৯ টি
মোট রেটিংঃ ২৫.২৫ 
গড়ঃ ২.৮০ 

গেট ওয়েল সুন রোমান, থ্যাঙ্ক ইউ রোমান ❤।


আপডেট ঃ রোমান রেইন্স লিউকিমিয়া জয় করে রিং এ প্রত্যাবর্তন করেছিলেন এবং বর্তমানে Covid-19 চলাকালীন পরিস্থিতিতে রিং থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন (বিস্তারিত জানতে তার জীবনী পরে দেখতে পারেন)। 

এখন রোমান রেইন্সের কি হবে?


গত Raw তে ডাব্লিউডাব্লিউই ইউনিভার্স কে চমকে দিয়ে রোমান রেইন্স ঘোষণা করেছিলেন যে তার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয়েছে এবং সেই সাথে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ টিকে পরিত্যাগ করেছিলেন। যে প্রোমোর শুরু হয়েছিল দর্শকদের বু দিয়ে সেটি শেষ হলো সেই একই দর্শকদের "Thank you Roman" চ্যান্ট দিয়ে। না দেখলে মন ভাঙ্গা ভিডিওটি আবার দেখে নিতে পারেন-



যদিও আসলে এটি 11 বছর আগে ধরা পড়ে এবং তখন দ্রুত সেরে উঠলেও এখন আবার সেই রোগ পুনরায় থাবা বসিয়েছে। Roman কি এনাউন্স করবে তা ব্যাকস্ট্যাজ এর কেউই জানতোনা। এমনকি Dean and Seth ও জানতোনা। ওদের শুধু বলা হয়েছিলো Roman তার টাইটেল ড্রপ করবে। অ্যান্ড তারা যাতে এসে ওর সাথে অন এয়ারে দেখা করে। কিন্তু Roman কি কারণে টাইটেল ড্রপ করবে তাদেরও জানানো হয়নি। কেন এইসব গোপন রেখেছিল রোমান? ট্রিপল এইচ এই ব্যাপারে বলেছেন-

"এই ব্যাপারে খুব কম লোকই জানতো এবং আমি তার সাথে এই নিয়ে কথা বলেছি, সে তার ক্যারিয়ারের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবার আগে এই ব্যাপারে কাউকে জানতে দিতে চাইতো না কারণ সে কখনই চাইতো না লোকেরা ভাবুক যে সমবেদনা দেখিয়ে বা কোন এক কারণে তাকে এই সাফল্য অর্জন করতে দেওয়া হয়েছে। সে চেয়েছিল একদম শেষে বলবে - দেখো আমি এইসব পার করে এসেছি, তোমার ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব, এটা কোন মৃত্যুদণ্ড নয়! " অর্থাৎ রেইন্স চেয়েছিল তাকে যেন আর বাকি সব রেসলারের মতো করেই দেখা হয়। 

এখন রেইন্সের কি হবে? - রেইন্স প্রোমোতেই বলে যে সে রেসলিং থেকে রিটায়ার করবেন না এবং লিউকেমিয়াকে পরাজিত করে আবার রিং এ ফিরে আসবে, কিন্তু আসলেই কি তাই? সেটা বোঝার আগে লিউকেমিয়া কি জিনিস সেই ব্যাপারে দেখে আসুন এই পোস্টে। পোস্ট দেখে বুঝতে পারবেন লিউকেমিয়া আসলেই তেমন মরণ রোগ নয়, হয়তো আরও ২-৩ বছর লাগবে পুরোপুরি সুস্থ হয়ে রিঙে ফিরে আসতে কিন্তু সবকিছু ঠিক থাকলে সে রিং এ ফিরে আসবেই। আর তাছাড়াও তাকে টিভিতে দেখা যাবেনা এমনটা নয়। ACE Comic Con আনাউন্স করেছে যে পরের বছরের ১১ই জানুয়ারিতে অ্যারিজোনার ইভেন্টে রোমান রেইন্স আসবেন। 

সুতরাং আমরা আশা রাখতেই পারি ভবিষ্যতে WWE এর ইভেন্টে রেসলিং করতে না দেখলেও টিভি আপিয়ারেন্স দেখতেই পারি, যদিও এই রোগের ফলে তার ক্যারিয়ারে যে বড় নেগেটিভ ইফেক্ট পরবে সেটা অনিবার্য। আপনি রোমানকে হেট করুন বা লাভ করুন, যদি তার এই দুঃসময়ে তার পাশে না থাকেন তাহলে আপনি হয়তো রেসলিং ফ্যানই নন! পোস্টটা শেষ করার আগে তার এ বছরের খেলা পিপিভি ম্যাচগুলোর রেটিংস দিলাম :

• Royal Rumble: 4.25★ (Royal Rumble Match)

• Elimination Chamber: 3.75★ (6 Man Elimination Chamber Match) 

• WrestleMania: 3★ ( Vs Brock Lesnar) 

• Greatest Royal Rumble: 1★ ( Vs Brock) 

• Backlash: 1.5★ (Vs Samoa Joe) 

• Money In The Bank: 2.5★ (Vs Jinder)

• Extreme Rules: 3.50★ (Vs Lashley)

• Summerslam: 2.50★ (Vs Brock)

• Hell In A Cell: 3.25★ ( Vs Braun)

মোট ম্যাচঃ ৯ টি
মোট রেটিংঃ ২৫.২৫ 
গড়ঃ ২.৮০ 

গেট ওয়েল সুন রোমান, থ্যাঙ্ক ইউ রোমান ❤।


আপডেট ঃ রোমান রেইন্স লিউকিমিয়া জয় করে রিং এ প্রত্যাবর্তন করেছিলেন এবং বর্তমানে Covid-19 চলাকালীন পরিস্থিতিতে রিং থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন (বিস্তারিত জানতে তার জীবনী পরে দেখতে পারেন)।