• WWE"RAW" 25th Anniversary তে এখন পর্যন্ত অনেক লেজেন্ড কে শিডিউল করা হয়েছে।যেমন:Undertaker, Shawn Micheals, Kevin Nash, Jerry Lawler, Brock Lesnar etc।

কিন্তু Rumor মতে, এতেই শেষ নয়😲।WWEসেদিন আরো লেজেন্ড দের আনতে ইচ্ছুক।আর তারাও 25th Anniversary নিয়ে আগ্রহ প্রকাশ করেছে😊।তারা হল:The Rock, Hulk Hogan, Stone Cold Steve Austin।

তাই জানুয়ারি ২২ তারিখ অর্থাৎ Raw25th Anniversary মিস করার প্রশ্নই উঠে না😊


• WWE এর বর্তমান প্লান অনুযায়ী RAW এর এই ২৫ তম জন্মদিনে দুইটি স্থানে লাইভ শো টি চলবে! হ্যাঁ, ঠিক ই পড়েছেন। Manhattan Center এ ১ ঘন্টা এবং বাকি ২ ঘন্টা হবে Barclays Center, Brooklyn এ। 😯

Undertaker এবং Shawn Michaels উপস্থিত থাকবেন Manhattan Center এ। আর কিছু রেসলার উভয় ভেন্যুতেই উপস্থিত থাকবেন। কারণ, দুই ভেন্যুর মধ্যবর্তী দুরত্ব কম। যেহেতু প্রথম ভেন্যুতে ১ ঘন্টা করা হয়েছে তাই Undertaker এবং Shawn Michaels কে সেইখানে রেখে উত্তেজনা বাড়ানো হয়েছে !! 🤑 তবে, অন্য রুমোর অনুসারে এইটা জানা যায় যে, এই RAW টি ৪ ঘন্টা ও হতে পারে। যা সাধরণ RAW থেকে ১ ঘন্টা বেশি। এমনি RAW ৩ ঘন্টা হয়। 🤓

WWE রেসলিং খবর, ১২/০১/২০১৮


এখন সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কে হবে US Champ?তাহলে চলুন দেখে আসি কে হতে পারে নেক্সট চ্যাম্প।

কিছুদিন আগেই Dolph Ziggler US টাইটেল জিতেছিলেন কিন্ত সবাইকে অবাক করে দিয়ে তিনি টাইটেল পরিত্যাগ করেন। যার ফলে Smackdown Live এর জেনারেল ম্যানেজার Daniel Bryan একটি টুর্নামেন্ট আয়োজন করেন টাইটেলটির জন্য।এখন সেমিফাইনালে উঠেছেন Bobby Roode, Jinder Mahal, Xavier Woods & Mojo Rawley। এবার দেখা যাক কার সম্ভাবনা কতটুকু।

• Bobby Roode:এখনকার সময়ের অন্যতম সেরা রেসলার কিন্ত মেইন রোস্টারে আসার পর তেমন কোনো পুশই তাকে দেওয়া হয়নি এটাই পারফেক্ট সময় রুডকে টাইটেল পুশ দেওয়ার। টাইটেল পুশ পাওয়া এখন তার প্রাপ্য, যেকোনো ম্যাচ জমানোর এবিলিটি রয়েছে তার। আমার মতে রুডকেই নেক্সট চ্যাম্প করা উচিত এতে করে সে দারুণ মোমেন্টাম পাবে এবং সেটা তার ক্যারিয়ার+পারফরমেন্সে পজিটিভ প্রভাব ফেলবে।রুডকে চ্যাম্প করাটাই হবে বেস্ট ফর বিজনেস।

পরবর্তী US চ্যাম্প কে হবে? - জেনে নিন।


TNA কোম্পানি টা সবার কাছেই পরিচিত, ভালো করেই চিনেন এই কোম্পানি কে এছাড়া এটাও হয়ত জানেন যে খুব অল্প দিনের মধ্যেই এই কোম্পানি ভালো একটি নাম অর্জন করেছিলো। Jeff Jarett ছিলো উদ্ভাবক এই কোম্পানির এখন আর কিছু বলার প্রয়োজন ই নেই কারণ Jarett কি জিনিষ সেটা সবাই ভালো করেই জানে। TNA এখন একটু খারাপ অবস্থানে আছে যার কারণ অনেক, তো TNA এর ছোট্ট ইতিহাস লেখার চেষ্টা করলাম।😊😊

TNA এর head courtier এখন Toronto, Onatrio Canada তে অবস্থিত ও এটি sports entertainment এর একটি অংশ। TNA কে USA network এ WWE এরপর ২য় বৃহৎ রেসলিং কোম্পানি ধরা হত। Jeff Jarett ছিলো WCW এর একটি অংশ আর যখন WWF WCW কে কিনে নেয় তখনও Jarertt হার মানে নি এবং Jerry Jarett এর সাথে চুক্তিবদ্ধ হয়ে দুজনে মিলে নতুন রেসলিং কোম্পানি খোলার চিন্তা করেন। ২০০২ সালে Nashville, Tennessee USA তে তারা Total Nonstop Action নামে নতুন রেসলিং কোম্পানি খুলে। এই কোম্পানি টি সর্বপ্রথম পপুলার হওয়ার জন্য NWA এর সাহায্য নেয় যা ছিলো Worldwide promotion আর তখন TNA+NWA একটি ভালো প্রোমোশন হয় আর এই প্রোমোশনের নাম ছিলো NWA : Total Nonstop Action। ২০০৪ সাল পর্যন্ত এই TNA NWA এর সাথে যুক্ত ছিলো। এই কয়েকদিন TNA কোনো ব্যক্তিগত championship বানায় নি, তারা NWA এর টাইটেল NWA WH Championship কেই প্রোমোশনের বড় championship হিসেবে ধরত, এছাড়া তাদের mid card ও under card টাইটেল ও NWA এর নামে রাখা হয়েছিলো। ২০০৭ সাল পর্যন্ত TNA তাদের টাইটেল NWA কে কেন্দ্র করেই রাখতো পরে ২০০৭ সালে TNA তাদের নিজস্ব টাইটেল বানায়।

TNA Impact এর সংক্ষিপ্ত ইতিহাস।


আমি এই পোস্টে WWE এর আসন্ন পিপিভি "Royal Rumble" এর কিছু সারপ্রাইজ এন্ট্রান্স এর বিষয়ে মতামত দিব।আমার এই মতামত আমি বিভিন্ন ওয়েবসাইটের রুমরের উপর ভিত্তি করে দিব।তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।

• Kharma : খারমা,বিশাল দেহি এই ফিমেল সুপারস্টার যে women's rumble ম্যাচে সারপ্রাইজ এন্টার করবেন তা প্রায় নিশ্চিত।কারন আপনারা হয়তো জানেন,WWE রিসেন্টলি তার সাথে চুক্তি করেছে।

• Lita : প্রথমবারের মতো ওমেন্স রয়াল রুম্বল ম্যাচ হবে,আর আগের দিনের ডিভাস সুপারস্টাররা থাকবেন না তা কি হয়? WWE যেসব ডিভাস সুপারস্টারদের ওমেন্স রুম্বল ম্যাচে এন্টার করাতে পারে,তার মধ্যে অন্যতম হলো লিতা।

• Trish : WWE বেশ আগের ডিভাস সুপারস্টারদের রয়াল রুম্বলে এন্টার করানোর চেষ্টা চালাচ্ছে,তন্মধ্যে অন্যতম হলো ট্রিশ।লিতার মতো তিনিও ওমেন্স রুম্বল ম্যাচে এন্টার করবেন,বিভিন্ন রুমর সেই কথাই বলছে।

রয়্যাল রাম্বাল সারপ্রাইজ এন্ট্রি প্রেডিকশন!


• Wrestling Observer এর Bryan Alvarez জানিয়েছে জানুয়ারীর ২৩ তারিখে হতে যাওয়া RAW এর ২৫তম বর্ষপূর্তিতে The Undertaker কে Wrestlemania ম্যাচের জন্য চ্যালেঞ্জ করতে পারে John Cena.


• Royal Rumble ম্যাচের দিন নিজের "Fozzy" ব্যান্ডের সাথে ট্যুরে থাকবেন Chris Jericho. সুতরাং Royal Rumble ম্যাচের তাকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। 


• Marine 6 এর শুটিং শেষ করে আগামীকালের Raw তেই রিটার্ন করছেন The Miz 👌👌 
ধারণা করা হচ্ছে, তিনি Roman Reigns এর কাছে নিজের IC Championship রিম্যাচ আদায় করবেন! যার ফলে আগামী Royal Rumble পিপিভি তে তাদের মধ্যে ম্যাচ হতে পারে ✌ এছাড়াও রিউমর আছে, ম্যাচে Samoa Joe কে ও এড করা হতে পারে 😊😊

WWE নিউজ আপডেট, ০৯/০১/২০১৮


বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রেসলার হচ্ছেন Roman Reigns। আজকে আমি আপনাদের সামনে Roman Reigns সম্পর্কে ৬ টি আনন্দদায়ক তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো শুরু করা যাক -


1⃣Record in Royal Rumble-

WWE তে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত Roman Reigns তার ক্যারিয়ারের সেরা সময় পার করে চলেছেন। ২০১২ সালে শিল্ড মেম্বার হিসেবে অভিষেকের পর প্রথম Royal Rumble ম্যাচ খেলেন ২০১৪ তে। ওই বছর Royal Rumble ম্যাচটি জিততে না পারলেও ১২ জন সুপারস্টারকে Eliminate করার মাধ্যমে Kane এর রেকর্ড ভেঙ্গে এক নতুন রের্কড গড়েন। এছাড়াও ২০১৫ সালে Royal Rumble জিতারও কৃতিত্ব রয়েছে ওনার। 


2⃣। Marriage -

বাস্তবিক জীবনে Reigns একজন সুন্দর মনের মানুষ এবং পরিবারের প্রতি বেশ যত্নশীল। ২০১৪ সালে তিনি ওনার কলেজ লাইফের বান্ধবী Galine Becker এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। Reigns এর ব্যাপারে আর একটি মজার তথ্য হল তার দুটি যমজ ছেলে রয়েছে।

রোমান রেইন্সের ৬ টি অজানা তথ্য।


২৫ জন বা তারও অধিক রেসলার যখন একসাথে রিং এ একে অপরের মুখোমুখি হয়, ব্রাদার VS ব্রাদার, পার্টনার VS পার্টনার, বন্ধু VS বন্ধু, প্রত্যেক মানুষই নিজের জয়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যায় সেই রণক্ষেত্রর মাঠ অর্থাৎ রিং এ যে ম্যাচটি হয় সেটিই বহুল আলোচিত ম্যাচ Royal Rumble ম্যাচ।

So, প্রথমে একটি তালিকা দেয়া যাক যারা এইপর্যন্ত Royal Rumble ম্যাচে অংশগ্রহণ করে জয়ী হয়। -

♦ 1988 সালে জয়ী হন Hacksaw Jim Duggan (#13)

♦ 1989 সালে জয়ী হন = Big John Studd (#27)

♦ 1990 সালে জয়ী হন = Hulk Hogan (#25)

♦ 1991 সালে জয়ী হন = Hulk Hogan (#24)

♦ 1992 সালে জয়ী হন = Ric Flair (#3)

♦ 1993 সালে জয়ী হন = Yokozuna (#27)

♦ 1994 সালে জয়ী হন = Lex Luger (#23) / Bret Hart (#27)

♦ 1995 সালে জয়ী হন = Shawn Michaels (#1)

♦ 1996 সালে জয়ী হন = Shawn Michaels (#18)

♦ 1997 সালে জয়ী হন = Steve Austin (#5)

♦ 1998 সালে জয়ী হন = Steve Austin (#24)

♦ 1999 সালে জয়ী হন = Vince McMahon (#2)

♦ 2000 সালে জয়ী হন = The Rock (#24)

♦ 2001 সালে জয়ী হন = Steve Austin (#27)

♦ 2002 সালে জয়ী হন = Triple H (#22)

♦ 2003 সালে জয়ী হন = Brock Lesnar (#29)

♦ 2004 সালে জয়ী হন = Chris Benoit (#1)

♦ 2005 সালে জয়ী হন = Batista (#28)

♦ 2006 সালে জয়ী হন = Rey Mysterio (#2)

♦ 2007 সালে জয়ী হন = Undertaker (#30)

♦ 2008 সালে জয়ী হন = John Cena (#30)

♦ 2009 সালে জয়ী হন = Randy Orton (#8)

♦ 2010 সালে জয়ী হন = Edge (#29)

♦ 2011 সালে জয়ী হন = Alberto Del Rio (#38)

♦ 2012 সালে জয়ী হন = Sheamus (#22)

♦ 2013 সালে জয়ী হন = John Cena (#19)

♦ 2014 সালে জয়ী হন = Batista (#28)

♦ 2015 সালে জয়ী হন = Roman Reigns (#19)

♦ 2016 সালে জয়ী হন = Triple H (#30)

♦ 2017 সালে জয়ী হন = Randy Orton (#23)

এরাই আজ পর্যন্ত Royal Rumble Match নিজেদের নাম লেখান।

এখন কিছু সাধারণ রেকর্ডস তুলে ধরা এই ম্যাচের

★ Steve Austin সবচেয়ে সর্বাধিক বার এই পিপিভি তে জয়ী হয়।

★ ৬ জন রেসলার আছে যারা ২ বার Royal Rumble Match জিতেছে তারা হলো - (Shawn Michaels, Hulk Hogan, John Cena, Batista, Triple H and Randy Orton)

★ নাম্বার #২৭ নাম্বার এন্ট্রি সবচেয়ে Lucky এই নাম্বারের রেসলার সবচেয়ে বেশি বার Rumble Match জিতেছে। এবং নাম্বার #২৪ ও #৩০ ও বহুবার খুব নিকটে চলে গিয়েছে জয়ী হবার।

★ Batastia ই একমাত্র রেসলার সে #২৮ নাম্বারে ই ২ বার এন্ট্রি করে জয়ী হয়।

★ ২০০৭ ও ২০০৮ সালে আশ্চর্যজনক হয়ে একই নাম্বার জিতে #৩০।

However, এখন বলি ১-১০, ১১-২০,২১-৩০ এর মধ্যে কোন ১০ এর ভিতরে কত নাম্বারে কতবার জিতেছে এই পর্যন্ত।

#১-১০ এর মধ্যে ৭ জন জিতে

#১১-২০ এর মধ্যে ৪ জন জিতে।

#২১-৩০ এর মধ্যে ২০ জন জিতে।

তাহলে দেখা যায় #২১-৩০( #৩৮ পর্যন্ত গুনে) এর মধ্যে ই সবচেয়ে বেশি রেসলার জয়ী হবার অর্জন আছে।

#২০ ই সবচেয়ে দুঃভাগ্য এন্ট্রি নাম্বার।

WWE Royal Rumble ম্যাচ রেকর্ড।