• WWE"RAW" 25th Anniversary তে এখন পর্যন্ত অনেক লেজেন্ড কে শিডিউল করা হয়েছে।যেমন:Undertaker, Shawn Micheals, Kevin Nash, Jerry Lawler, Brock Lesnar etc।
কিন্তু Rumor মতে, এতেই শেষ নয়😲।WWEসেদিন আরো লেজেন্ড দের আনতে ইচ্ছুক।আর তারাও 25th Anniversary নিয়ে আগ্রহ প্রকাশ করেছে😊।তারা হল:The Rock, Hulk Hogan, Stone Cold Steve Austin।
তাই জানুয়ারি ২২ তারিখ অর্থাৎ Raw25th Anniversary মিস করার প্রশ্নই উঠে না😊
• WWE এর বর্তমান প্লান অনুযায়ী RAW এর এই ২৫ তম জন্মদিনে দুইটি স্থানে লাইভ শো টি চলবে! হ্যাঁ, ঠিক ই পড়েছেন। Manhattan Center এ ১ ঘন্টা এবং বাকি ২ ঘন্টা হবে Barclays Center, Brooklyn এ। 😯
Undertaker এবং Shawn Michaels উপস্থিত থাকবেন Manhattan Center এ। আর কিছু রেসলার উভয় ভেন্যুতেই উপস্থিত থাকবেন। কারণ, দুই ভেন্যুর মধ্যবর্তী দুরত্ব কম। যেহেতু প্রথম ভেন্যুতে ১ ঘন্টা করা হয়েছে তাই Undertaker এবং Shawn Michaels কে সেইখানে রেখে উত্তেজনা বাড়ানো হয়েছে !! 🤑 তবে, অন্য রুমোর অনুসারে এইটা জানা যায় যে, এই RAW টি ৪ ঘন্টা ও হতে পারে। যা সাধরণ RAW থেকে ১ ঘন্টা বেশি। এমনি RAW ৩ ঘন্টা হয়। 🤓