Stone Cold Steve Austin, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একজন লেজেন্ডের প্রতিচ্ছবি। যেই লেজেন্ড গোটা পৃথিবীর রেসলিং প্রেমিদের কাছে আলাদা একটা গিমিক। তার মতো না কোন লেজেন্ড আছে, না কোন লেজেন্ড ছিলো, না কোন লেজেন্ড থাকবে। যদিও তিনি তার লেজেন্ডারি ক্যারিয়ার সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু তবুও তিনি তার অসম্পূর্ণ ক্যারিয়ারে প্রো-রেসলিংকে যা দিয়ে গেছেন তা সত্যিকার অর্থেই অসামান্য।
তার ক্যারিয়ারের সকল অর্জন অথবা প্রাপ্তি নিয়ে লিখতে গেলে প্রয়োজন হবে অগণিত লেখক আর অক্লান্ত পরিশ্রমের! তবে আমার টপিক ভিন্ন! আজকে আমি গায়ে হিম ধরানো Austin এর নামটিকে নিয়ে একটি ইন্টারেস্টিং তথ্য নিয়ে হাজির হয়েছি। সত্যি বলতে কি, Austin এর নামটাই অনেকটা তার গিমিকের পরিচয় দেয়। তার এই নামটার ভেতরেই একটা আলাদা ব্যাপার আছে। শুধু ব্যাপারই না আলাদা একটি ইতিহাসও আছে! ইতিহাসটি বলবো কিন্তু তার আগে আরেকটু বকর বকর করতে চাই!
আসলে নাম জিনিসটা কিন্তু খুবই matter করে। বিশেষ করে প্রো-রেসলিং এর বেলায়। কারন প্রো-রেসলারদের থাকে হরেক রকমের গিমিক, আর তাদের এই গিমিকের অনেকটা পরিচয় তাদের নামের ভেতর পাওয়া যায়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যদি Undertaker এর নাম হতো Jinder Mahal! বা Sting এর নাম হতো Fandango ইত্যাদি ইত্যাদি, তাহলে তাদের গিমিকটা অনেকটাই মারা পরতো আর গিমিকটা হার্ড হিটিং টাইপেরও হতো না। হলেও তা মানাতো না। ঠিক সেরকমই Austin এর নামও যদি Stone Cold না হয়ে যদি অন্য ধরনের রাখা হতো তাহলে হয়তো তার এই careless badass বা hitman টাইপের গিমিকটা ততটা ফুটে উঠতো না।