আজকের পোস্টের বিষয় One Of The Best Wrestler In The World এবং বর্তমান WWE Universal Champion Brock Lesnar এর সম্বন্ধে।

এই পোস্টে তার কিছু Unknown & Known Facts থাকবে।

Brock Lesnar নাম প্রতিটা রেসলার এর জন্যই এক আতংকের নাম,ইতিহাসের গ্রেটেস্ট রেসলারদের মধ্যে অন্যতম একজন লেসনার।

এখন বলা যাক তার ক্যারিয়ারের কিছু সাধারণ অজানা তথ্যসমূহ -

• Brock Lesnar Debut করে ২০০০ সালে। তৎকালীন সময় থেকেই সে ছিল দক্ষতাসম্পন্ন এক সুযোগ্য হেভিওয়েট রেসলার এবং সে সুবাদে তাকে সাইন করানোর জন্য WWE,WCW,NJPE প্রতিটা কোম্পানি অফার করে এবং তিনি $250,000 ডলারের বিনিময়ে WWE তে জয়েন করে। 😱👌

• তিনিই ইতিহাসের Longest Reigning WWE Universal Champion.

• 2001 সালে অতিরিক্ত স্টেরয়েড[ড্রাগ] গ্রহণের অভিযোগে Brockকে গ্রেফতার করা হয়। WWE এর ডেভলপমেন্টাল ক্যাম্প OVWতে ট্রেইনিং চলাকালীন তাঁর পাশবিক ও অস্বাভাবিক বডির প্রতি সকলের সন্দেহের উদ্রেক হয় যার ফলস্বরূপ গ্রেফতার হন তিনি। পরে অবশ্য 4মাস পর মুক্তি পান তিনি। টেস্টে প্রমাণিত হয় তিনি লিগ্যাল গ্রোথ্ হরমোন ব্যবহার করেন।

• OVW তে থাকাকালীন সময় তার ফিনিশার ছিল তার বর্তমান Signature Move " Shooting Star Preess"। পরে তার ফিনিশার দেওয়া হয় F5

ব্রক লেসনারের ব্যাপারে কয়েকটি অজানা তথ্য।


ফাইনালি তিন বছর পর পুরাতন *২৪ ঘন্টা রেস্লিং আড্ডা* গ্রুপটি ব্যাক করলো। বাংলাদেশের সর্বপ্রথম ও তৎকালীন সর্ববৃহৎ রেস্লিং গ্রুপ এই পুরাতন *২৪ ঘন্টা রেস্লিং আড্ডা*। BWC এর স্বর্ণযুগে অর্থাৎ ২০১৪ এর শুরুর দিকে এই গ্রুপে আগমন ঘটে আমার। অনেক কিছু জেনেছি এই গ্রুপের সিনিয়র এডমিনদের কাছ থেকে। মাঝেমধ্যে আমি ছোটখাটো পোস্ট করলেও বড়সড় পোস্ট কোনোদিন করা হয়নি। তাই আজকে প্রিয় গ্রুপ ফেরত পাবার উপলক্ষে এই বড় পোস্ট উৎসর্গ  করবো।

ঘটনা শুরু করতে হলে ফিরে যেতে হবে সেই RAW 1000 এপিসোডে। তখন WWE তে CM Punk এর রাজত্ব। টাইটেলটি ২৭০ দিন তার কোমরে শোভা পাচ্ছিল। আর এইদিকে Wrestlemania 28এ John Cenar সাথে জিতার ৩ মাস পর The Rock রিটার্ন করে ওইদিন রাতে এবং CM Punk কে Royal Rumble 2013 পিপিভিতে WWE টাইটেল ডিফেন্সের জন্য চ্যালেঞ্জ করে। ওইদিন রাতে CM Punk হিলটার্ন করে এবং The Rock কে এট্যাক করে GTS দেয়। তারপর শুরু হয় ঘটনা। Royal Rumble এর আগে The Rock রিটার্ন করে এবং CM Punk কে রক বটম দেয়। Royal Rumble এর আগের RAW তে The Rock CM Punk কে রিংয়ে ডাকে কিন্তু CM Punk ওইদিন The Rock এর সাথে মাইন্ড গেম খেলে😉। ঐদিন CM Punk গ্যালারির শেষ মাথায় বসে থাকে আর The Rock কে সারপ্রাইজ দেয়। তখন শিল্ড এসে The Rock কে এট্যাক করে এবং triple power bomb দেয়। ওইদিন রাতে Vince আবার CM Punk কে ওয়ার্ন করে দেয় যে যদি Royal Rumble এ CM Punk কে ম্যাচ জিতানোর জন্য Sheild যদি ইন্টারফেয়ার করে তাহলে CM Punk এর কাছ থেকে তার টাইটেল কেড়ে নেয়া হবে। 

ফিরে দেখা : CM Punk vs The Rock!


• Dave Meltzer এর মতে, John Cena এবং Undertaker এর মধ্যে WrestleMania ম্যাচ হবে এবং তাদের এই ফিউডের উৎপত্তি Royal Rumble এর পরেই শুরু হবে। 


• Wrestling Observer এর রিপোর্ট অনুসারে, The Miz শীঘ্রই বড় ধরণের পুশ পেতে যাচ্ছে এবং তার জন্য WrestleMania 34 এ বড় ধরণের একটি ম্যাচের প্ল্যান করা হচ্ছে। 


• Mixed Match Challenge এর দ্বিতীয় ম্যাচে Big E ও Carmella কে হারিয়েছে The Miz ও Asuka.

The Miz ও Asuka পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবে Finn Balor ও Sasha Banks এর। 


• যৌণ হয়রানির অভিযোগে Enzo কে রিলিজ করে দিয়েছে WWE. সম্প্রতি এক নারী Enzo এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে পুলিশের কাছে মামলা দায়ের করলে Enzo কে সাসপেন্ড করে দেয় WWE. 

WWE নিউজ আপডেট, ২৫/০১/২০১৮


CM Punk কে নিয়ে বর্তমানে আগ্রহের কমতি নেই কোনো রেসলিং ভক্তরই। সবাই তাকে একবারের জন্য হলেও দেখতে WWE এর ওই চারকোণা রিংয়ের মাঝখানে। কিন্তু সেটা আদৌ সম্ভবপর কিনা তা নিয়ে দোটানা থেকেই যায়। অনেকবার তার রিটার্নের রুমর উঠলেও সেগুলো শুধু রুমরই থেকে যায়। পরিণত হয় না বাস্তবে। কিন্তু তার পরেও হাল ছাড়বার নয় কোনো রেসলিং ফ্যান। তাদের বিশ্বাস একবারের জন্য হলেও Punk রিটার্ন করবেন WWE তে।

আজকে আমি এই পোস্টে তুলে ধরবো আসলে Punk কি আবার কখনো WWE তে ফিরে আসবেন নাকি পারি জমাবেন Mixed Martial Arts এ!

আসলে Punk যে WWE আর রিটার্ন করছেন না সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কেননা Punk যে Lawsuit করেছিলো WWE এর বিরুদ্ধে তা এখনো চলমান রয়েছে। তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত Punk এর রিটার্নের আশা করাটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুনা। যদিও আমার ব্যাক্তিগত ভাবেই এই বিষয়টাতে সন্দেহ ছিলো যে Punk হয়তোবা Rumble এ সারপ্রাইজ রিটার্ন করতে পারেন কিন্তু সেই সন্দেহটাও দূর হয়েগেছে একটা নিউজের মাধ্যমে।

CM Punk কি আবার UFC তে?