আজকের পোস্টের বিষয় One Of The Best Wrestler In The World এবং বর্তমান WWE Universal Champion Brock Lesnar এর সম্বন্ধে।
এই পোস্টে তার কিছু Unknown & Known Facts থাকবে।
Brock Lesnar নাম প্রতিটা রেসলার এর জন্যই এক আতংকের নাম,ইতিহাসের গ্রেটেস্ট রেসলারদের মধ্যে অন্যতম একজন লেসনার।
এখন বলা যাক তার ক্যারিয়ারের কিছু সাধারণ অজানা তথ্যসমূহ -
• Brock Lesnar Debut করে ২০০০ সালে। তৎকালীন সময় থেকেই সে ছিল দক্ষতাসম্পন্ন এক সুযোগ্য হেভিওয়েট রেসলার এবং সে সুবাদে তাকে সাইন করানোর জন্য WWE,WCW,NJPE প্রতিটা কোম্পানি অফার করে এবং তিনি $250,000 ডলারের বিনিময়ে WWE তে জয়েন করে। 😱👌
• তিনিই ইতিহাসের Longest Reigning WWE Universal Champion.
• 2001 সালে অতিরিক্ত স্টেরয়েড[ড্রাগ] গ্রহণের অভিযোগে Brockকে গ্রেফতার করা হয়। WWE এর ডেভলপমেন্টাল ক্যাম্প OVWতে ট্রেইনিং চলাকালীন তাঁর পাশবিক ও অস্বাভাবিক বডির প্রতি সকলের সন্দেহের উদ্রেক হয় যার ফলস্বরূপ গ্রেফতার হন তিনি। পরে অবশ্য 4মাস পর মুক্তি পান তিনি। টেস্টে প্রমাণিত হয় তিনি লিগ্যাল গ্রোথ্ হরমোন ব্যবহার করেন।
• OVW তে থাকাকালীন সময় তার ফিনিশার ছিল তার বর্তমান Signature Move " Shooting Star Preess"। পরে তার ফিনিশার দেওয়া হয় F5