জানুয়ারি ২৯, ২০১৮ তে Philadelphia, PA তে অনুষ্ঠিত Royal Rumble ২০১৮ তে 17,629 জন উপস্থিত ছিল।  আজকের শোতে Commentary Team এ থাকেন Corey Graves, Tom Phillips, Michael Cole, Booker T ও Byron Saxton। 


•• KICK OFF SHOW MATCHES ••


• The Revival v/s The Club :

সবাইকে অবাক করে ম্যাচে জয় তুলে নেয় The Revival

♦ Winner : The Revival


• Kalisto, Lince Dorado & Gran Metalik v/s TJP, Jack Galagher & Drew Gulak :

ম্যাচে আধিপত্য বিস্তার করে সকল Luchador। এমনকি ম্যাচের রেজাল্ট টাও নিজেদের পক্ষে নিয়ে আসে এই তিনজন। 

♦ Winner : Kalisto, Lince Dorado & Gran Metalik


• Bobby Roode© v/s Mojo Rawley, For United States Championship :

Bobby Roode এর Open Challenge Accept করে Mojo Rawley। তবে ম্যাচে নিজেকে সঠিকভাবে প্রমাণ করতে পারে নি! নিজের টাইটেল সফলভাবে রিটেইন করে The Glorious

♦ Winner : Bobby Roode (Still United States Champion)

Royal Rumble 2018 রেজাল্ট, ২৯/০১/২০১৮


• Wrestling Observer এর মতে :- Danial Bryan যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠেন তাহলে এবারের Royal Rumble সে জিততে চলেছেন , এবং পাশাপাশি Wrestlemania 34 এর Main Event করতে চলেছেন Aj Styles এর বিরুদ্ধে।


• নিজের গতবছরের Royal Rumble ম্যাচ দেখাকালীন Randy Orton জানায় সে এবার Royal Rumble জিতে AJ Styles এর মুখোমুখি হবে এবং Orton আরও বলে, সে Roman Reigns কে WrestleMania-তে মেইন ইভেন্ট করতে দিবে না। 


• সম্প্রতি গ্রেপ্তার হওয়া ড্রাগ ও স্টেরোয়েড ডিলার Richard Rodriguez আবারো মুখ খুলেছে WWE সুপারস্টার Roman Reigns কে নিয়ে। ফিল্মমেকার Jon Bravo কে দেয়া একটি ইন্টার্ভিউতে Rodriguez জানায়. Roman Reigns যে তার ক্লায়েন্ট এর উপযুক্ত প্রমাণ তার কাছে আছে। 


• Dave Meltzer এর রিপোর্ট অনুসারে, WrestleMania 34-এর জন্য WWE বর্তমানে The Miz এবং Braun Strowman এর মাঝে Intercontinental চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য পরিকল্পনা করছে। 

WWE রেসলিং খবর, ২৯/০১/২০১৮


• ৫) Shawn Michael's: Raw ৩ জুন ২০০৩ :

শন মাইকেল ইনজুরির কারণে ১৮ মাস তার রেসলিং Career এর বাইরে ছিলেন😢এই ইনজুরি তার রেসলিং ক্যারিয়ারে একটু প্রভাব ফেলে। এত দিন অনুপস্থিতি থাকার পর হঠাৎ করে ৩ তারিখের Raw তে Return করে Heart Break Kid Shawn Michaels💔পুরো এরিনার দর্শক Shocking হয়েছিল তাকে দেখে! ঐ Raw তে Kevin Nash শন মাইকেলকে nWo এর Member বলে ঘোষণা করে। শন মাইকেল একমাত্র nWo এর Member যে কখনো WCW তে কাজ করে নি! 😕

• ৪) The Undertaker - WrestleMania XX :

২০০৩ সালের সেপেটম্বর মাসের Survivor Series এ Undertaker WWE এর chairman Vince আঙ্কেলের সাথে Buried Alive ম্যাচ খেলে।👿 এই ম্যাচে Kane এর শয়তানীর কারণে The Phenome হেরে যায়।😡 তার পর Kane ঘোষণা করে Undertaker আর কখনো ফিরবেন না! কিন্তু WrestleMania XX এ Undertaker এবং সাথে পল বেয়ার ফিরে আসেন The Deadman হয়ে!তার রিটার্নের সময় প্রায় সবাই আজানা আতঙ্কে আতঙ্কিত হয়।😱ঐ WRESTLEMANIA তে Kane এর সাথে তার ম্যাচ হয়। এবং undertaker Kane কে হারায়।

WWE এর সেরা ৫ রিটার্ন !