• সম্প্রতি এক অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্বে সাবেক WWE চ্যাম্পিয়ন Best in the World Cm Punk জানান যে, তিনি এবং Vince McMahon এখন ও মাঝে মাঝে একে অন্যকে টেক্সট করেন। অর্থাৎ তাদের মাঝে এখনো ভালো সম্পর্ক আছে বলাচলে।

• UFC President Dana White চান CM Punk কে দিয়ে আর একটি ম্যাচ খেলাতে। আমরা তা অনেক আগেই জানি। UFC এর First PPV যা Chicago তে করা হবে ৯ তারিখ জুনে। , তাহলে কি Punk এর আর একটা ম্যাচ আমরা দেখতে পারি??



• Wrestling Observer এর রিপোর্ট অনুসারে Jason Jordan'র এর ঘাড়ের ইনজুরিটি খুবই সিরিয়াস এবং এর জন্য তার সার্জারিরও প্রয়োজন হতে পারে। অন্যদিকে Jordan চেষ্টা করছে নিজেকে সার্জারি থেকে দূরে রাখতে। কারন এই সার্জারির করলে তাকে ১ বছরের জন্য রিঙের বাইরে থাকতে হবে।



• Jason Jordan ইনজুরিতে পড়ায় এখন থেকে WWE'র লাইভ ইভেন্টগুলোতে Seth Rollins এর পার্টনার হবে Finn Balor, Jason Jordan কে মূলত Elimination Chamber ম্যাচে অন্তর্ভুক্ত করার প্ল্যান ছিল WWE'র কিন্তু ইনজুরির জন্য এখন Elimination Chamber-এ Jordan এর উপস্থিতি আশংকাযুক্ত।



• PW Torch এর রিপোর্ট অনুসারে, Royal Rumble এ Ronda Rousey উপস্থিত হওয়ার WWE-এর অনেক Female ট্যালেন্টই নাখোশ। 



• PW Insider এর রিপোর্ট অনুসারে যদি The Rock এবারের WrestleMania 34-এ অংশ না নিতে পারে তাহলে Triple H ও Stephanie McMahon এর বিপক্ষে হতে যাওয়া ম্যাচে Ronda Rousey’র পার্টনার হতে পারে Braun Strowman. 



• Sportskeeda এর তথ্যমতে, আগামী মাসের অর্থাৎ মার্চের ৩ তারিখে Raw এর একটি Live Event অনুষ্ঠিত হবে। যার মেইন ইভেন্টে "The Beast" Brock Lesnar V/S "The Big Red Machine" Kane ম্যাচ সেট করা হয়েছে Universal Title এর জন্য।



• SDLive এর পরবর্তী পিপিভি ফাস্ট লেনে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হবে ট্রিপল থ্রেট। যেখানে WWE চ্যাম্পিয়ন AJ Styles এর প্রতিপক্ষ Sami Zayn ও Kevin Owens.



• ব্যালর ফ্যান দের জন্য সুখবর। আগামী সপ্তাহে আবার ও একটি Elimination Chamber Qualifying ম্যাচ হবে। যেখানে প্রতিযোগীরা হচ্ছে Finn Bálor, Bray Wyatt, Matt Hardy ও Apollo Crews. দেখাই যাচ্ছে উক্ত ম্যাচে ফিন ব্যালর ই জয়ী হবে এবং ৬ষ্ঠ মেম্বার হিসেবে Elimination Chamber এ জায়গা করে নিবে।



• F4WOnline-এ এক নিউজে Dave Meltzer বলেছেন যে Bobby Lashley-এর সাথে নাকি অলরেডি WWE-এর গোপন কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে 😲। এবং খুব শীঘ্রই তাকে WWE-তে রিটার্ন করতে দেখা যাবে।

এবং এটাও রিউমর শুনা যাচ্ছে তার প্রথম ফিউড হতে চলছে "The Beast" Beock Lesner-এর সাথে তবে সেটা রেসেলমেনিয়ার পরে কিন্তু ১০০% কনফার্ম কিছু না তো টেরাশ খাইবেন না 🐸।



• CBS Sports ঘোষণা করেছে, ২০১৮ সালের Hall of Fame এ যুক্ত হতে যাচ্ছে The Dudley Boyz.



• PWInsider এর রিপোর্ট অনুযায়ী The Miz, WWE এর সাথে চার বছরের একটি নতুন deal করেছে। যার ফলে তাকে 2022 সাল পর্যন্ত WWE এর সাথে দেখা যাবে। যদিও Company আরোও বড় কন্ট্রাক্ট করতে চেয়েছিল কিন্তু শেষে তাদের মধ্যে একটি চার বছরের agreement স্থির হয়।



• NXT Takeover: New Orleans-এ Andrade “Cien” Almas নিজের NXT চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে Aleister Black এর বিপক্ষে। Cageside Seats এর রিপোর্ট অনুসারে, সামনে NXT-তে আরও বড় ধরণের পুশ পেতে যাচ্ছে Aleister Black!



• NXT TakeOver: Philadelphia-এর মেইন ইভেন্ট "Johnny Gargano vs. Andrade "Cien" Almas" ম্যাচটিকে ৫ স্টার দিয়েছে Dave Meltzer. 



• এবছরের Royal Rumble ম্যাচে সবচেয়ে বেশিক্ষণ রিঙে ছিল Finn Balor. ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড থাকাকালীন Balor ৪ জনকে এলিমিনেট করেছে। এইবছরের Rumble ম্যাচে সবচেয়ে বেশি একক এলিমিনেশন Balor এর।



• এবারের Royal Rumble এ The 619 "Rey Mysterio" র Entrance এর Video টি WWE Network চ্যানেল এ গত 12 মাসে সবচেয়ে বেশি View পাওয়া Video র ক্ষেত্রে 2nd Place এ রয়েছে।😍😍
• লেখক : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU, WWE360, Xohirul Badol, Maria Hussain।
বিদ্রঃ নিউজ আপডেট দিতে দেরি হবার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনারা আপনার পছন্দের পোস্টটিকে ফেসবুকে বা অন্যান্য জায়গায় শেয়ার করে এই সাইটের সাহায্য করতে পারেন।

বিভিন্ন রেসলারদের জীবনীর জন্য এখানে ক্লিক করুন। 

WWE রেসলিং নিউজ, ০৮/০২/২০১৮


আজকের এই পোস্ট Edge এর সম্পর্কে কিছু জানা অজানা বিষয় নিয়ে! গত পোস্টে আমি বলেছিলাম কেন edge কে king of spear বলা হয়! ♦Attitude Era র অন্যতম একজন Heel রেসলার Edge :-)!  ১৯৯৬ সালে WWE তে debut করে Edge! Pg era এর অনেক ফ্যানই হয়তো তাকে চেনেন না অবার অনেকে চেনেন কিন্তু তার ম্যাচ দেখেন নি!  আসুন দেখে নেই Rated R Superstar Edge সম্পর্কে জানা অজানা তথ্য! 

১। Edge WWE এর History তে এমন একজন রেসলার যে Heel হয়ে ও face দের চেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন! Edge একজন সুযোগ সন্ধানী রেসলার! সে সব সময় সুযোগের সৎ ব্যবহার করতো৷😕 তাই তাকে বলাহয় "The Ultimate Opportunist"! 
  
২। Edge কখনো তার বাবা কে দেখেন নি এমন কি কোনো ছবি ও দেখেন নি! O o
  
৩। কিছু Website এর তথ্য অনুযায়ী Edge তার জীবনে ১৬ বছর বয়সে একবার ধুমপান করেছে! 
  
৪। Edge Sexton Hardcastle নামে Canada এর Independent Circuits এ রেসলিং করেছেন! 
  
৫। WWE diva Lita Edge এর ২য় বউ! ২০০১ সালে Edge Alanah Morley কে বিয়ে করে এবং ২০০৪ সালে তাদের devorce হয়  :-p
  
৬। Edge WWE এর History তে একমাত্র রেসলার যে একই সাথে WWE UNited State championship এবং Wwe intercontinental championship জিতেছেন! 😊

Rated R সুপারস্টার Edge -অজানা তথ্য।


WWE এর আসন্ন Pay Per View 'টি হচ্ছে Elimination Chamber। বিগত কয়েকবছর ধরে নিয়মিত WWE তে এই Pay Per View টি হয়ে আসছে। গত বছর Pay Per View টি SmackDown Live Brand এর হলেও এবার এটি অনুষ্ঠিত হবে RAW এর হয়ে। এই ম্যাচের প্রধান আকর্ষণ হচ্ছে 6 Man Elimination Chamber Match। তবে এবার এই ম্যাচের সাথে আরো একটি EC Cage Match অ্যাড করা হয়েছে! সেটি হলো First Ever Women's Elimination Chamber Match। যাইহোক, চলুন এবার মূল টপিকে চলে যাই!

আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কেনো Seth Rollins কে বাদ দেয়া হলো Elimination Chamber Match হতে + কেনোই বা The Miz কে অ্যাড করা হয়েছে উক্ত ম্যাচটিতে! পাশাপাশি আলোচনা করব আগামী সপ্তাহে হতে চলা Fatal Four Way Match সম্বন্ধে! তার জন্য আপনাকে কি করতে হবে? পোস্টটি সম্পূর্ণ পড়া লাগবে! তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :-

এলিমিনেশন চেম্বারে কেন Seth বাদ এবং Miz খেলবে?


কোনো সন্দেহ ছাড়াই Asuka একটি history তৈরী করে যখন সে প্রথম অনুষ্ঠিত হওয়া 30-woman Royal Rumble ম্যাচ জিতে যায়। কিন্তু তার পরপরই সেখানে Ronda Rousey চলে আসে। এই সাবেক UFC Bantamweight চ্যাম্পিয়ন আসার পর Wrestlemania sign টির দিকে পয়েন্ট করে। এর মানে কি হতে পারে?

সে পুরো তিন বছর ধরে Bantamweight চ্যাম্পিয়ন ছিল। কিন্তু WWE-র উচিত এই জিনিস সম্পূর্নভাবে avoid করা। কারণ আমাদের আরেকটি Brock Lesnar চাইনা। এই women's division এ আরেকটি Brock Lesnar এর কোনো দরকার নেই। Here’s why:

• The Women’s Division Is Not Large Enough :

বিগত কিছু বছরে Brock Lesnar যাদের বিপক্ষে খেলেছে সেগুলো ভাবা যাক। John Cena, Seth Rollins, Triple H, Roman Reigns, Randy Orton, The Undertaker, Dean Ambrose, Samoa Joe, Braun Strowman, AJ Styles, Goldberg, Big Show, CM Punk এবং আরো অনেকে। যার সংখ্যা পুরো Raw women’s division এর থেকেও বেশি। যদি Rousey এখন destruction এর পথ বেছে, তাহলে সে অনেক দ্রুতই opponent এর অভাবে পড়বে। এমনকি যদি সে Lesnar এর মত শিডিউলে কাজ করে (যদিও তার কনট্রাক্টের ধরন এখনও অজানা) এবং এক বছরে প্রায় ৫ টির মত ম্যাচ খেলে, তাহলেও তার opponent এর অভাব হবে।

RONDA ROUSEY কি আর এক ব্রক লেসনার?