• অামরা দেখেছি যে Elimination Chamber পিপিভিতে Braun Strowman-কে অনেক বেশি বিধ্বংসী দেখানো হয়েছে। সে একাই ৫ জন রেসলারকে এলিমিনেট করেছে। তাকে এভাবে বিধ্বংসীরুপে দেখানোর প্ল্যানটি মূলত John Cena এর ছিল। তার কথাকে প্রাধাম্য দিয়ে ক্রিয়েটিভরা এমনটা করেছে। 🐸

• জন সিনা চেয়েছিল এলিমিনেশন চেম্বার ম্যাচটিতে সেথ রলিন্সকে জেতানো হোক, কিন্তু সেথ এই ম্যাচ জিতে ব্রক লেসনারকে হারাবে এটা মানানসই বলে মনে করে নি ক্রিয়েটিভ প্যানেল, যার কারণে স্যার রোমান রেইঞ্জকে ম্যাচটিতে জেতানো হয়েছে।  😒

• অামরা ইতোমধ্যে জেনেছি যে, Roman Reigns Vs Brock Lesnar ম্যাচটি রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট হিসেবে এক প্রকার নিশ্চিত করা হয়েছে। চলমান খবর অনুযায়ী এই ম্যাচ হেরে WWE ছেড়ে UFC তে পাড়ি জমাবে ব্রক লেসনার। গতকাল এ নিয়ে UFC এর প্রেসিডেন্টের সাথে অালোচনা করেছে ব্রক লেসনার। 🐷

• Ronda Rousey-কে Steve Austin এর ২য় ভার্সন বানাতে চায় WWE তাকে এন্টি হিরো টাইপের কোনো মিশ্র গিমিক দেওয়া হবে, যেটাতে সে শুধুমাত্র নিজের ইচ্ছে এবং নিজের ভালো মন্দকেই প্রাধাম্য দিবে। কে কি বলে তাতে কিচ্ছু এসে যায় না। অনেকটা এই টাইপের। 😳😵

• WWEShopCom এ টি-শার্ট বিক্রির দিক দিয়ে Rusev-কে টপকে গেলো Elias এতদিন ধরে Happy Rusev Day টি-শার্টটি শীর্ষ স্থান ধরে রেখেছিল। কিন্তু বর্তমানে সেটাকে টপকে শীর্ষ স্থান দখল করলো Walk With Elias টি-শার্ট।✌✌

• শেষ হয়ে গেলো এলিমিনেশন চেম্বার পিপিভি। তবে এই পিপিভিতে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। 7 Men's Elimination Chamber ম্যাচটি ইতিহাসের প্রথম কোনো চেম্বার ম্যাচ যেটি ৪০ মিনিট ১৫ সেকেন্ড অনুষ্ঠিত হয়েছে। এর অাগে কোনো চেম্বার ম্যাচ এতক্ষণ হয় নি। 😍

• অামরা হয়ত জানি যে, HHH এবং Hulk Hogan যথাক্রমে ৭ বার করে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করেছে, এখন অামাদের সবার প্রিয় ভিন্স দাদু Sir Roman Reigns-কে দিয়ে এই রেকর্ড ব্রেক করাতে ইচ্ছুক। যদি তা হয় তাহলে অন্তত অারো ৪ বছর তো স্যার মেইন ইভেন্টে থাকছেনই  👏👏👏

• খুব সম্ভবত এবারের রেসলম্যানিয়াতে Andre The Giant Memorial Battle Royal ম্যাচটি নাও হতে পারে। এর পরিবর্তে একটি Women's Battle Royal ম্যাচের প্ল্যান করছে ক্রিয়েটিভ প্যানেল। 😡😡

• অাজকের SDLive এর ব্যাকস্টেজে উপস্থিত ছিল Rey Mysterio মনে হয় স্বল্প সময়ের জন্য তাকে WWE তে দেখা যাবে। BTW, একটা জোক্স শুনবেন? 🐸 রেসলম্যানিয়াতে John Cena Vs Rey Mysterio ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে। 😂🔫 জন সিনাকে নিয়ে যা শুরু করছে :V :V
• লেখক ঃ ‎Ariful Kader Ak

WWE টুকরো খবর, ০১/০৩/২০১৮


সময়টা ১৫ বছরের আগের। যখন WWE'র টপ বেবিফেস হয়ে উঠে- The Champ- "John Cena"💘। কোম্পানির টপ সুপারস্টার ছিল আরেকজনও। নাম- The Undertaker💜!Undertaker- John Cena'র অনেক আগে থেকে- ই টপ সুপারস্টার ছিল। তার ছিল একটি- Wrestlemania'য় Undefeated Streak। একের একের পর এক Legend,Gaint,Icon- Failed হয়েছিল- Undertakerকে Wrestlemania'য় হারাতে😍। এভাবে করে শেষমেষ যখন স্ট্রিক- ২১- ০তে পৌছায় তখন- The Beast এসে এই স্ট্রিক ভেংগে দেয়😖। এরপর কিছু বছর পর- Roman Reignsও Undertakerকে Wrestlemania'য় হারিয়ে দেয়। 

কিন্তু মজার ব্যাপার কি জানেন? Undertaker তার ২৭বছর ক্যারিয়ারে- Wrestlemania'য় সব লিজেন্ড,জায়ান্ট,আইকন দের সাথে- Wrestlemania'য় ফেস করলেও তিনি কখনো- The Champ- John Cenaকে ফেস করে নি😲। John Cenaও তো একজন লিজেন্ড,একজন আইকন তাহলে তিনি কেন ফেস করেন নি?  ? ইতিহাসে শুধু দুইজন ব্যক্তি সক্ষম হয়েছেন- এই Undertakerকে Wrestlemaniaয় হারাতে- কিন্তু এর মধ্যে সিনা নেই। তাই,16 Time Champion- The Champ- "John Cena" [VS] The Phenom- "Undertaker"একটি নিসন্দেহে Dream Match!!John Cena টপ বেবি ফেস হওয়ার পর তাদের মধ্যে কোনো ম্যাচ হয় নি!এটা কি করে হয়?  😒

১৫ বছর ধরে অপেক্ষার এই Dream Match নিয়ে গত ৫বছর শুধু রিউমর বেরচ্ছে যে- "Wrestlemania"য় তাদের দুইজনের ম্যাচ হতে চলেছে😊। But Alas!সেটা কখনোই বাস্তবে রূপ নেই নি😫। এবারো প্রতি বছরের মত রিউমর বেরিয়েছিল যে,John Cena [VS] Undertaker- Wm 34এ হবে। OH My GoD!!!এবার কি তাহলে হচ্ছে?  ?  ? হুম হচ্ছে। 😍। 

টেকার Vs. সিনা - ড্রিমম্যাচটি হবে?


ফেব্রুয়ারি ২৬, ২০১৮ তে Las Vegas, NV তে অনুষ্ঠিত Elimination Chamber পিপিভিতে 15,126 জন উপস্থিত ছিল।

•• Kick Off Show ••

Elimination Chamber এর প্রথম ম্যাচে প্রি-শোতে একটি ম্যাচ হয়।

• The Club vs. The Miztouraze

মোটামুটি ম্যাচ যাকে বলে। যেখানে The Club ফিনিশার দিয়ে The Miztouraze কে হারায়

৹ Winner: The Club (Luke Gallows & Karl Anderson)
8:50 মিনিট [2★]


•• Main Show Starts ••

Commentary Team এ থাকেন Michael Cole, Jonathan Coachman এবং Corey Graves

• Match : 1

RAW Women's Championship
Elimination Chamber Match

Alexa Bliss (c) বনাম, Bayley বনাম, Mickie James বনাম, Mandy Rose বনাম, Sonya Deville বনাম, Sasha Banks

ম্যাচ দারুণ হয়েছে, Pod এ ছিল Alexa Bliss, Sasha Banks, Mickie James এবং Mandy Rose রিংয়ে থাকে Sonya Deville ও Bayley পরে : 3 এ আসে Mandy Rose এভাবে যথাক্রমে আসে : 4 Sasha Banks, : 5 Mickie James এবং : 6 Alexa Bliss Sasha এলিমিনেট করে Mandy কে Bank Statement এর মাধ্যমে এবং পরে Mickie এলিমিনেট করে Sonya কে Thesz Press এর মাধ্যমে। কিছুক্ষণ পরেই Bayley এলিমিনেট করে Mickie James কে Bayley to Belly এর মাধ্যমে। পরে Alexa Bliss রোল আপের মাধ্যমে এলিমিনেট করে Bayley কে। পরে Sasha Banks কে এলিমিনেট করে Draping DDT এর মাধ্যমে এবং টাইটেল রিটেইন করে ১ম বারের Women's Elimination Chamber Match জিতে Alexa Bliss

৹ Winner - Alexa Bliss via Pinfall
29:35 মিনিট [4★]

WWE Elimination Chamber ২০১৮ রেজাল্ট।