Undertaker নামটি রেসলিং এর জন্য একটা সম্মানীয় নাম। Undertaker লক্ষ লক্ষ ফ্যানদের ইমোশনের নাম। রেসলিং ভক্তদের দিয়েছেন অনেক কিছু। মার্চ ২৪, ১৯৬৫ সালে আমেরিকার Houston, Texas এ জন্মগ্রহণ করেন তিনি আজকে তার ৫৩ তম জন্মদিন। তার আসল নাম Mark William Calaway।
Undertaker রেসলিং এ পা রাখেন ১৯৮৪ সালে। রিংয়ে এর মধ্যে অনেক নাম ব্যবহার করে থাকলেও তার Best এবং ফ্যান ফেভারিট নাম "Undertaker" তিনি এছাড়াও, The Commando, Kane The Undertaker, Mark Callous, Mean Mark, Dice Morgan, Master of Pain, ,The Punisher এবং Red Texas নামে রিংয়ে ফাইট করেছেন। তার উচ্চতা ৬ফুট ১০ ইঞ্চি এবং ওজন ৩০৯ পাউন্ড (১৪০ কেজি)। তিনি তার ডেভিউ ম্যাচ খেলেন WCCW তে যেখানে তিনি ম্যাচটি হারেন Bruiser Brody এর কাছে।
Undertaker তার হাই স্কুল শেষ করেন "Waltrip High School" এ। এছাড়া তিনি ঐ স্কুলের Basketball প্লেয়ার ছিলেন। Undertaker voted হন "The greatest WWE wrestler ever in 2013" On Digital Spy এর poll এ। IGN তাকে Described করে "Most Respected Wrestler of WWE history"। Sports Illustrated এর Luke Winkie তাকে "Fifth Greatest wrestler of WWE history"। Jim Ross তাকে বলে যে, "Undertaker is the greatest Big man in history of Wrestling"।