• Upcoming UFC 225 PPV'র মাধ্যমে আবারো Octagon এ ফিরছেন সাবেক WWE Star CM PUNK. নিজের হোমগ্রাউন্ড শিকাগো পাংক কি পারবেন আশাজনক কিছু করে দেখাতে? মতামত জানাতে ভুলবেন না!


• Paul Heyman এর অব্যাহতি থেকে জানা যায় যে Brock Lesnar এর WWE এর সাথে Contract 11:59 PM EST on Sunday Night Expire হয়ে যাবে। Paul Heyman আরোও বলেন যে তার কন্ট্রাকও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং যদি Brock WWE ত্যাগ করে, তাহলে সেও করবে ⁉

উল্লেখ্য, Brock Lesner ইউনিভারসাল চ্যাম্পিয়ন হিসেবে ৩৬৫ দিন পূর্ণ করেছেন হাউজ-শো বাদে তিনি এবছর মোট ৯টি ম্যাচ খেলেছেন... 😁😁😁


• John Cena সম্প্রতি তার Twitter এ করা একটি প্রশ্নের জবাব দেন। 👊 তাকে প্রশ্ন করা হয়েছিল - "বর্তমানে পৃথিবীতে সেরা রেসলার কে?" তখন John Cena উত্তরে বলেন, Brock Lesnar, Alexa Bliss, Charlotte এবং AJ Styles।


• The Undertaker যদি এবারের WrestleMania 34 এ ম্যাচ খেলেন,, আর ম্যাচটায় যদি তিনি কোন প্রকার ইঞ্জুরিতে না পড়েন, তাহলে তিনিই হবেন WWE এর ইতিহাসের প্রথম ব্যাক্তি যে দীর্ঘ ৮ বছরে একবারোও ইনজুরিতে পড়ে নি।

সর্বশেষ তিনি Wrestlemania 26 এ Shawn Michaels এর বিপক্ষে ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন।


Why does The Shield Use "Sierra" "Hotel" "India" "Echo" "Lima" "Delta" in their enterence song??

The Shield...WWE এর একটি অন্যতম Dominating 3 men's team. তারা যখন রিং এ Enter করে তখন তাদের Theme এর শুরুতে উপরের ছয়টি শব্দ ব্যবহার করে। কিন্তু এর কারণ কী?

আপনারা দেখে থাকবেন তাদের পোশাক অনেকটা Swat অথবা Army Force এর মতো। আর তার নিজের দের কে Hounds Of Justice বলে থাকে। যার অর্থ জাস্টিস দের কুকুর। আর Army ও Swat Force কিছু ফোনেটিক কোড ব্যবহার করে কোনো কথা বলার জন্য। সেই শব্দ গুলোর প্রথম অক্ষর মিলিয়ে একটি শব্দ গঠিত হয়। Sierra, Hotel, India, Echo, Lima, Delta এগুলো হল ফোনেটিক কোড। এগুলোর প্রথম অক্ষর গুলো হলো Sierra এর S, Hotel এর H, India এর I, Echo এর E, Lima এর L, Delta এর D. সবগুলো একসাথে করলে দেখা যায় S.H.I.E.L.D। অর্থাৎ The SHIELD. এটাই হলো তাদের Theme এর ছয়টি Word এর Secret।

WWE নিউজ আপডেট, ০৭/০৪/২০১৮


◘ Date:- April 9, Monday-[BD]

◘ Time:- 3:00am (Kick-Off Show), 5:00am (Live), 6:30pm (Repeat)-[BD]

Are You Ready For Grand Stage Of Them All??😍আর মাত্র তিনটা রাত কাটানো বাকি,,,,তারপর-ই সেটা,,😍যেটার জন্য আমরা এক বছর অধীর আগ্রহে বসে থাকি!এক বছর আমরা করে যায়,অনেক জল্পনা কল্পনা😊!ভাবতে থাকি,কোন কোন ম্যাচ সেট হবে?কারণ আর তিনদিন পর-ই -"WWE"র কোম্পানির সবচেয়ে বড় পিপিভি,,সকল রেসলিং ফ্যানদের জন্য তাদের জীবনের সবচেয়ে বড় অংশ😍!Because I'm Talking About-"Wrestlemania" Bayby💜!প্রতিবারের মত এবারো জল্পনা কল্পনা শেষের পথে,,কারণ সব ম্যাচ সেট হয়ে গিয়েছে-এবার -"Wrestlemania"র জন্য😊!এর মধ্যে বেশিরভাগ ম্যাচ-ই ড্রিম ম্যাচ!তো সেসব ম্যাচে কে জিততে পারে তা নিয়ে জল্পনা কল্পনা করলে-ই শেষ হয়ে যাবে এবারের মত জল্পনা কল্পনা😉।তো আমি আজ আপনাদের আমার সর্বচেষ্টা দিয়ে সেসব ম্যাচের প্রেডিকশন দিব😊!আগে-ই বলে রাখি এবারের "Wrestlemania"র বেশিরভাগ ম্যাচ-ই আনপ্রেডিক্ট্যাবল😊।তো শুরু করি,,-

 ♦ 1st Match ♦ 
( Women's Battle Royal )

• এবার-ই এই ধরণের ম্যাচ-"Wrestlemania"য় হতে যাচ্ছে!Battle Royal-এর আগে "Superstar"দের জন্য হয়ে থাকত,কিন্তু এই প্রথম-"Diva"দের জন্যও হচ্ছে।এই ম্যাচের রুলস কেমন তা নিশ্চয় আপনাদের আর বলতে হবে না।তবে তাও বলছি!ম্যাচে যতজন Diva উপস্থিত করবে,সকলে-ই একসাথে রিং য়ে উপস্থিত থেকে ম্যাচ স্টার্ট করবে।আর Ringএর বাহিরে পরে গেলে-ই ঘরে চলে যেতে হবে!আর তা অবশ্যই "Over The Top Rope"থেকে পরতে হবে।তো কয়জন এই ম্যাচে অংশগ্রহণ করবে তা নির্দিষ্ট করে এখনো বলে দেয়া হয় নি।তবে আমার মতে,১৫জন অংশগ্রহণ করতে পারে।তাই ম্যাচটি আনপ্রেডিক্ট্যবল!বিভিন্ন ওয়েবসাইটের মতে,"Sasha Banks"এই ম্যাচ জিততে পারে!কিন্তু আমরা ইদানিং দেখছি-"Sasha"আর "Baylay"র মধ্যে ফিউড হচ্ছে।তাই বুঝা যাচ্ছে,"Wrestlemania"র পরে তাদের ফিউড হতে পারে।তো "Wrestlemania"য় এমন হতে পারে যে তারা দুইজন দুইজনের জন্য এলিমিনেট হয়ে গেল।এভাবে তাদের ফিউড শুরু হতে পারে।তাছাড়া,এই ম্যাচে-Ruby Riott,Benky Lynch,Absolution,Naomi দের Diva রাও অংশগ্রহণ করবে!তো কখন কে জিতে যায় বলা সম্ভব না।যেহেতু এবারের-Royal Rumble-"Raw"Brand থেকে জিতেছে তাই এই Battle Royal-Sd Brand থেকে জিততে পারে!আবার এদিক দিয়ে Sasha অনেকদিন ধরে ভাল কোন পুশ পাচ্ছে না।তাই আমি মনে করি-তিনি-ই এই ম্যাচটি নিজের করে নিবে!

•• Prediction:-Sasha Banks Or Rubi Riott😊

WrestleMania 34 ম্যাচকার্ড এবং প্রেডিকশন।


বেশ কিছু সপ্তাহ ধরেই অন স্ক্রিনে জন সিনা বহুভাবে চেষ্টা করছে আন্ডারটেকারকে কনভিন্স করানোর জন্য, যাতে করে টেকার, সিনার চ্যালেঞ্জটা এক্সেপ্ট করে এবং রেসলম্যানিয়া ৩৪ এ দ্যি আন্ডারটেকার-জন সিনা ম্যাচটি অনুষ্ঠিত হয়। কিন্তু বরাবরি টেকার এক্ষেত্রে নিশ্চুপ হয়ে আছে, কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না তার। অভিয়াস্লি, এর দায়ভার টেকারের ঘাড়ে নয় বরঞ্চ বর্তাবে ভিন্স ম্যাকম্যাহোন ও ক্রিয়েটিভ প্যানেলের ঘাড়ে। আফটার অল, সবকিছুই এখানে স্ক্রিপ্টেড! :)

কিন্তু টেকারের না আসার পেছনের যুক্তিসংগত কোনো কারণ বহু সাইট ঘেটেও আমি জানতে অক্ষম হয়েছি। তবে ব্যক্তিগতভাবে আমি যে কারণটা আন্দাজ করেছি সেটা নিয়েই এই পোস্টটি শত ব্যস্ততার মধ্যেও লিখতে বসেছি। 

আমার যা মনে হচ্ছে, টেকার-সিনা ম্যাচটিকে রেসলম্যানিয়া ৩৪ এর মেইন ইভেন্টে স্থান না দেবার জিদ থেকেই বোধহয় ভিন্স, টেকারকে দিয়ে কোনো প্রকার রেসপন্স করাচ্ছে না। বিষয়টাকে ডিপলি ভেবে দেখুন। :)

রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট কি হবে? টেকার থাকবে?