প্রফেশনাল রেসলিংয়ে রেসলাররা তাদের পরিচয় গোপন কিংবা গিমিকের স্বার্থে একধরণের ফ্যাবরিকের মাস্ক ব্যবহার করেন। মাস্ক পরিহিত অবস্থায় রেসলিং করার এই ট্র্যাডিশনের গোড়াপত্তন হয় ১৭ শ শতাব্দীর শেষের দিকে। আর আমেরিকাতে এর যাত্রা শুরু হয় ১৯১৫ সালে। এখনো ও এই ট্র্যাডিশন তার ধারা বজায় রেখেছে, বিশেষ করে মেক্সিকোর Lucha Libre প্রমোশনগুলো।
১৮৬৫ সালের ওয়ার্ল্ড ফেয়ারে Theobaud Bauer নামক একজন রেসলার ফ্রান্সের প্যারিসে প্রথম মাস্ক রেসলিংয়ের সূত্রপাত ঘটান।
অপরদিকে ১৯১৫ সালে আমেরিকার নিউইয়র্কে Mort Henderson নামের একজন রেসলার প্রথম "Masked Marvel" নামে রেসলিং শুরু করেন। এর মাধ্যমে তিনি ইতিহাসের সর্বপ্রথম নর্থ-আমেরিকান মাস্কড রেসলার হিসেবে বিবেচিত হোন।
অতঃপর আস্তে আস্তে আমেরিকার অন্যান্য রিজিওনে ও মাস্ক গিমিকে রেসলিংয়ের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। রেসলিংয়ের বিভিন্ন টেরিটরিতে অন্যান্য রেসলাররাও এই মাস্ক গিমিকে রেসলিং করতে শুরু করেন। বিশেষ করে মাস্ক গিমিকে রেসলিংয়ের দরুন রেসলাররা আরো বেশী খোলামেলাভাবে রেসলিং করতে পারা এবং এর ফলে নিজেদের এবিলিটির লিমিটেশন তুলনামুলক কমভাবে হাইলাইট হয় বলে, এই ধারার রেসলিং তখন এখানে আরো বেশী ব্যাপ্তিশীল হয়।