গতকাল Saudi Arabia তে প্রথমবারের মতো Greatest Royal Rumble অনুষ্ঠিত হয় 

সম্প্রতি শেষ হয়ে গেলো WWE 'এর অন্যতম সেরা একটি ইভেন্ট "Greatest Royal Rumble Show". যেটি অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায় (রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন)। সেখানে সবথেকে উত্তেজনাকর ম্যাচ ছিলো "50 Man's Royal Rumble Match". ম্যাচটি অত্যন্ত ভালো ছিলো এবং তারই পাশাপাশি এই ম্যাচটির মাধ্যমে আজ ব্রেক হয়ে গেলো দুইটি রেকর্ড 😮 -

• "Royal Rumble" ম্যাচে সবথেকে বেশিক্ষণ টিকে থাকার রেকর্ডটি গড়েছিলো Rey Mysterio. সে ২০০৬ সালের "Royal Rumble" ম্যাচে এই রেকর্ড করে, তার টিকে থাকার সময়কাল ছিলো ১ ঘন্টা ০২ মিনিট ১২ সেকেন্ড! যেটি আজ ব্রেক করে দিলো "Daniel Bryan", নতুন রেকর্ড অনুযায়ী এখন কোনো "Royal Rumble" ম্যাচে সবথেকে বেশিক্ষণ টিকে থাকার সময়কাল হচ্ছে ১ ঘন্টা ১৬ মিনিট ১৪ সেকেন্ড! 😮


• ২০১৪ সালে ১২ জনকে Eliminate 'করে সবথেকে বেশি Elimination 'এর রেকর্ড গড়েছিলো "Roman Reigns". যেটি আজ ব্রেক হয় "Braun Strowman" এর দ্বারা। উল্লেখ্য যে, "Braun" আজ সবমিলিয়ে মোট ১৩ টি Elimination 'করে! 😇

রোমান Vs. ব্রকের ম্যাচটা কি ঠিক হল?


প্রি-শো তে কোনো ম্যাচ হয় নি। মেইন শো কিক অফ হয় ম্যাচ দিয়ে।

• Match 1

◘ HHH vs John Cena 

ক্রাউড এর চিয়ার্স শোনা যায় শুরু থেকেই। চেইন রেসলিং (গুঁতাগুঁতি/টেস্ট অব শক্তি 😛) এর মাধ্যমেই শুরু হয় ম্যাচ। HHH Cena কে মকিং করতে থাকে। সত্যের পথিক মাইর খেলে ক্রাউড নিরব থাকে আর যখনি Cena মারে ক্রাউড চেঁচায় 😒। তখন HHH Pedigree হিট করতে ব্যার্থ হয় আর Cena ব্যার্থ হয় Five Knuckle Shuffle হিট করতে। তখন HHH হিট করে Five Knuckle Shuffle। পরে Cena Flying মুভ হিট করতে চাইলে তাকে Spinebuster হিট করে HHH। পরে Cena লক করে STF। HHH কাউন্টার করে হিট করে Spinebuster। তারপর সিনা হিট করে Five Knuckle Suffle আর AA। পিন করে এবং খুবই নিয়ার ফল। ক্রাউড এর চেহারা দেখার মোতো ছিল। পরে আবার Cena হিট করতে চায় AA কিন্তু HHH কাউন্টার করে হিট করে Pedigree এবং নিয়ার ফল। পরে আবার STF লক করে সিনা। HHH কাউন্টার করে CrossFace লক করে। Cena তা কাউন্টার করে AA হিট করে এবং হিট করে Slingshot আর আরেকটি AA হিট করে ম্যাচ জিতে নেয় সিনা।

♦ Winner : John Cena by Pinfall

The Greatest Royal Rumble রেজাল্ট, ২৮/০৪/২০১৮


আগামী শুক্রবার ২৭ এ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে The Greatest Royal Rumble। এটি একটি বিশেষ ইভেন্ট। ইতিহাসের সবেচেয়ে বড় ৫০ জনের Royal Rumble ম্যাচ দেখা যাবে এই ইভেন্ট এ। এটা অনুষ্ঠিত হবে সৌদি আরব এর জেদ্দায়। King Abdullah Sports City Stadium এ। এই ইভেন্টটিতে Pyro ও ব্যাবহার করা হবে।

এই ইভেন্টটিতে ১ ঘণ্টার প্রি-শো এবং ৫ ঘন্টার মেইন-শো হবে। অর্থাৎ সব মিলিয়ে ৬ ঘণ্টা চলবে এই ইভেন্ট টি। এটির মূল-শো তে 50 Men Battle Royal সহ মোট ১০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল- শো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায় যা সরাসরি সম্প্রচার করবে Ten 1 এবং Ten 3। এবং রিপিট দেখানো হবে শনিবার দুপুর সাড়ে তিনটায়।

50 Men Battle Royal টি সাধারণ Royal Rumble PPV র CountDown Battle Royal এর মতই হবে। অর্থাৎ ২ জন সুপারস্টার শুরু করবেন। এবং পরে নির্দিষ্ট সময় পর পর একজন সুপারস্টার রিং এ আসবেন। যে সুপারস্টার টপ রোপ এর উপর দিয়ে মাটিতে পরবেন তিনি ম্যাচ থেকে বাদ পরবেন। এই ম্যাচের বিজেতা কোনো টাইটেল সট পাবেননা। তিনি পাবেন একটি ট্রফি। এই Rumble ম্যাচটি তে ৫০ জনের মধ্যে ৮ জন Wrestler থাকবেন সৌদি আরব থেকে। অর্থাৎ তারা ৮ জন রিং এ পারফর্ম করবেন Rumble টিতে।

The Greatest Royal Rumble তথ্য ও প্রেডিকশন।


সবার আগেই বলে রাখি এটি একটি বিশ্লেষণধর্মী পোস্ট, তো এটা পুরো পড়ার জন্যে অবশ্যই কিছু সময় লাগবে তাই যদি কেউ পড়তে চান তাহলে দয়া করে পুরোটুকু পড়বেন 👌। যদি একলাইন পড়ে, অন্যলাইন পড়েন তাহলে কিছুই বুঝতে পারবেন না, কারণ এখানে A To Z 'প্রায় সবকিছুই উল্লেখ করা আছে! 😇

সম্প্রতি শেষ হয়ে গেলো The Grandest Stage Of Them All WRESTLEMANIA। মূলত, আমরা সবাই একটা Pay Per View 'শেষ হওয়ার পরে আরেকটা Pay Per View 'এর অপেক্ষা করি! কিন্তু এবার পুরো আলাদা চিত্র। কারণ এখন আমরা সবাই অপেক্ষা করে আছি একটি লাইভ ইভেন্টের, যেটি অনুষ্ঠিত হবে Saudi Arabia 'তে! এটিকে শুধু লাইভ ইভেন্ট বললে আমাদের ভুল হবে, কারণ এটিকে আমরা একটি P.P.V। 'হিসেবেও ধরতে পারি! Because First Time In WWE History 50 Men Royal Rumble Match 'অনুষ্ঠিত হবে এখানে 😱। পাশাপাশি থাকবে আরো ৭টা টাইটেল ম্যাচ! তাহলে বুঝতেই পারছেন কেমন হতে চলেছে এই ইভেন্টটি! 😊

প্রিভিউ : Roman Vs. Brock, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ।