প্রো রেসলিংয়ের সবচেয়ে বড় প্রোমোশনটির মূল আকর্ষণ কি? 

কেউ যদি এমন কোনো প্রশ্ন করে থাকে তাহলে তার উত্তর হিসেবে আমরা এর গ্রাফিক্স, থিমস আর স্টোরিলাইনসের পাশাপাশি আর যে বিষয়টার কথা উল্লেখ করতে চাইবো সেটা হলো এর পেই-পার-ভিউ গুলো! হ্যাঁ, WWE এর মূল আকর্ষণের একটি বড় অংশ জুড়ে রয়েছে এর বিভিন্ন PPV আর তাদের ভিন্ন ভিন্ন থিম গুলো। বছরের বিভিন্ন সময়ে আমরা উপভোগ করে থাকি এই কোম্পানির বিভিন্ন পেই-পার-ভিউ গুলো। কোনোটি মেজর, কোনোটি গিমিক আবার কোনোটি কমন। আর এইসব PPV গুলোর একটি হলো WWE Backlash। যার শুরুটা হয়েছিলো ১৯৯৯ সালের একটি In Your House ইভেন্টের ধারা। শুরুতে এটি In Your House ইভেন্টের সাথে যুক্ত থাকলেও পরের বছরগুলো থেকেই এটি পরিণত হয়ে যায় WWE এর নিয়মিত PPV গুলোর একটাতে।

Backlash : ইতিহাস এবং অজানা তথ্য।


• Happy BirthDay The ROCK :

আজকের দিনে ১৯৭২ সালে(মে-২) তারিখে জন্মগ্রহণ করেন Hollywood Actor & WWE SuperStar "The ROCK" তিমি Hayward, California, U.S জন্মগ্রহণ করেন এবং তার আসল নাম Dwayne Douglas Johnson!!!! আজকে তার ৪৬তম জন্মদিন 😍

"Day To Day Life" এর অনেক ইম্পর্ট্যান্ট জিনিস শিখেছি তার কাছ থেকে। এত্ত চার্মিং একজন মানুষ হতে পারে, তা তাকে না দেখলে খুব একটা ভালো করে বুঝতে পারবেন না আপনি। তার মত ব্যাক্তি রাই মূলত সবসময়, "Man Of The Hour" হন! 😚👌


তার কনফিডেন্স, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন এসব কিছু জাস্ট দেখার মত। হা করে দেখতে হয় আরকি!

[HAPPY BIRTHDAY LEGEND]



• Brock Lesnar এর বর্তমান Universal title Reign টি CM Punk এর 434 দিন WWE title reign - the longest world title run of the modern era রেকর্ডটি ব্রেক করতে যাচ্ছে। বিষয়টা নিয়ে এখন বেশ প্রকোপ দেখা দিচ্ছে। . তাহলে চলুন বিষয়টার একটু গভীরে যাই: একজন WWE Champion হিসেবে, CM Punk 15 টি pay-per-views এর উপরে খেলেছেন আর তিনি ৫ টি Main Event এ ম্যাচ খেলেছে। আর তিনি WWE তে Full time ছিল। . অপরদিকে একজন Universal Champion হিসেবে, Brock Lesnar main event এ খেলেছেন 4 বার আর তিনি প্রায় 12 টি pay-per-views খেলেছেন আর সেটাও আবার একজন Part timer হিসেবে

• Cageside Seats এর রিপোর্ট অনুসারে, Brock Lesnar এর পরবর্তী ম্যাচে হতে যাচ্ছে আগামী মাসের Money in the Bank পিপিভিতে। 


• তিনদিন আগে সৌদিতে হয়েছিলো Greatest Royal Rumble Show, যেটির অন্যতম আকর্ষন ছিলো Roman Reigns Vs. Brock Lesner Match, কিন্তু অনেকেই মনে করছে সেটিতে ব্রক ন্যায় ভাবে জিতেনি।স্টিল কেইজ ম্যাচ জয়ের অফিসিয়াল কিছু রুলস আছে। তার মধ্যে একটি হল, কেইজের বাইরে যার দুই পা আগে, আমি আবারো বলছি যার দুই পা আগে ফ্লোরে হিট করবে সেই জয়লাভ করবে। Point to be noted: দুই পা, ফ্লোর।  

WWE রেসলিং নিউজ, ০২/০৫/২০১৮


আগামী ৭ ই মে WWE এর অন্যতম পে পার ভিউ Backlash অনুষ্ঠিত হবে। গত ২ বছর এই পে পার ভিউটি আলাদা ভিন্ন ব্র‍্যান্ডে হয়েছিল। এবার দুই ব্র‍্যান্ডের একসাথে পে পার ভিউটি হবে। Backlash পে পার ভিউটির ম্যাচ কার্ড আর প্রাথমিক প্রেডিকশন নিয়ে এখন লিখব। 

‌♦ Roman Reigns vs Samoa Joe :

• Prediction :- এই ম্যাচে দুই সামোয়ানের বিগ ফাইট হবে। এবং আশা করা যায় ভালোই হবে। তবে দুইজনের মধ্যে Samoa Joe এর জেতার চ্যান্স বেশি। তাই আমার প্রেডিকশন Joe জিতবে।

♦ Daniel Bryan vs Big Cass :

• Predictions :- রিং এ ফেরার পর এটি Danial এর প্রথম একক পে পার ভিউ। অর্থাৎ প্রথম One on One ম্যাচ। তাই এই ম্যাচটি Danial এর জিতার চ্যান্স আছে। তবে Big Cass কেও ডমিনেটিং দেখাতে তাকেও জেতানো জেতে পারে। তাই আমার প্রেডিকশন Big Cass।

♦ Braun Strawman & Bobby Lashley vs Kevin Owens & Sami Zayn :

• Predictions :- এই ম্যাচটির ফলাফল সবাই ই জানে। ম্যাচটি Strawman আর Lashley অবশ্যই জিতবে। আমার প্রেডিকশন Strawman & Lashley।

Backlash ম্যাচকার্ড এবং প্রেডিকশন!