প্রো রেসলিংয়ের সবচেয়ে বড় প্রোমোশনটির মূল আকর্ষণ কি?
কেউ যদি এমন কোনো প্রশ্ন করে থাকে তাহলে তার উত্তর হিসেবে আমরা এর গ্রাফিক্স, থিমস আর স্টোরিলাইনসের পাশাপাশি আর যে বিষয়টার কথা উল্লেখ করতে চাইবো সেটা হলো এর পেই-পার-ভিউ গুলো! হ্যাঁ, WWE এর মূল আকর্ষণের একটি বড় অংশ জুড়ে রয়েছে এর বিভিন্ন PPV আর তাদের ভিন্ন ভিন্ন থিম গুলো। বছরের বিভিন্ন সময়ে আমরা উপভোগ করে থাকি এই কোম্পানির বিভিন্ন পেই-পার-ভিউ গুলো। কোনোটি মেজর, কোনোটি গিমিক আবার কোনোটি কমন। আর এইসব PPV গুলোর একটি হলো WWE Backlash। যার শুরুটা হয়েছিলো ১৯৯৯ সালের একটি In Your House ইভেন্টের ধারা। শুরুতে এটি In Your House ইভেন্টের সাথে যুক্ত থাকলেও পরের বছরগুলো থেকেই এটি পরিণত হয়ে যায় WWE এর নিয়মিত PPV গুলোর একটাতে।