Survivor Series এ ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে তখন মুখোমুখি Alberto Del Rio এবং CM Punk। মাসের পর মাস, পিপিভির পর পিপিভি, এভাবেই চলতে থাকা CM Punk এবং World Title ফিউড অবশেষে শেষ হলো। Del Rio কে সাবমিশনের মাধ্যমে হারিয়ে অবশেষে নিজের টাইটেল কে নিজের কাছে ফিরে ফেলেন Punk। আর শুরুটাও এখান থেকেই, ২০ নভেম্বর, ২০১১
এরপর একের পর এক পিপিভি আর প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে একের পর এক টাইটেল ডিফেন্ড। Royal Rumble ২০১২ থেকে Raw 1000, Dolph Ziggler থেকে শুরু করে Chris Jericho, Mark Henry, Daniel Bryan, John Cena, কেউই জিততে পারেনি, কেউই থামাতে পারেনি। আস্তে আস্তে করে দিনের সংখ্যাটা দীর্ঘ হতে হতে সেটা তখন ২৫০ দিনের কাছাকাছি চলে গেছে। Raw 1000 এ এসে Rock এর এনাউন্সমেন্ট, Royal Rumble 2013 পিপিভিতে তিনি অংশ হতে যাচ্ছেন World Championship ম্যাচের। এমন ঘোষণার প্রতিবাদ করতে পিছ পা হননি Punk। কিন্তু রাগে ক্ষোভে Punk এর ওইদিনের হিল টার্ন আর Rock কে এট্যাক করাটা ছিলো তারই রাজত্বের সমাপ্তির সূচনাপর্ব মাত্র।