Survivor Series এ ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে তখন মুখোমুখি Alberto Del Rio এবং CM Punk। মাসের পর মাস, পিপিভির পর পিপিভি, এভাবেই চলতে থাকা CM Punk এবং World Title ফিউড অবশেষে শেষ হলো। Del Rio কে সাবমিশনের মাধ্যমে হারিয়ে অবশেষে নিজের টাইটেল কে নিজের কাছে ফিরে ফেলেন Punk। আর শুরুটাও এখান থেকেই, ২০ নভেম্বর, ২০১১

এরপর একের পর এক পিপিভি আর প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে একের পর এক টাইটেল ডিফেন্ড। Royal Rumble ২০১২ থেকে Raw 1000, Dolph Ziggler থেকে শুরু করে Chris Jericho, Mark Henry, Daniel Bryan, John Cena, কেউই জিততে পারেনি, কেউই থামাতে পারেনি। আস্তে আস্তে করে দিনের সংখ্যাটা দীর্ঘ হতে হতে সেটা তখন ২৫০ দিনের কাছাকাছি চলে গেছে। Raw 1000 এ এসে Rock এর এনাউন্সমেন্ট, Royal Rumble 2013 পিপিভিতে তিনি অংশ হতে যাচ্ছেন World Championship ম্যাচের। এমন ঘোষণার প্রতিবাদ করতে পিছ পা হননি Punk। কিন্তু রাগে ক্ষোভে Punk এর ওইদিনের হিল টার্ন আর Rock কে এট্যাক করাটা ছিলো তারই রাজত্বের সমাপ্তির সূচনাপর্ব মাত্র। 

CM Punk এর ৪৩৪ দিন!


প্রো রেসলিং ইতিহাসের অন্যতম একটি প্রমোশন হচ্ছে WWE অন্যসব প্রমোশনে যতই যা থেকে থাকুক না কেনো WWE কেই সর্বকালের সেরা প্রো রেসলিং প্রমোশন বলা হয়ে থাকে! এর কিছু কারণও আছে তবে আজ আর এটা আলোচনা করতে চাই না! এই প্রথম আমি Part আকারে কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি! So, ভালোভাবেই এটা শেষ করার চেষ্টা করব!

এখানে আমি পোস্ট করব এমন সব WWE Facts নিয়ে যেগুলো আপনারা জানেন অথবা জানেন না! অবশ্য যারা জানে না তাদের উদ্দেশ্যেই এটা করা! তো কথামতো আজ প্রথম Part নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি! প্রতি Part এই আমি মোট ৫টি Facts নিয়ে আসবো! এবং আমার বিনীত অনুরোধ থাকবে আপনার নিজস্ব মতামত না জানিয়ে যাবেন না! তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক :

WWE তথ্যভাণ্ডার : অজানা তথ্য সমূহ!


WWE তে থাকাকালীন সময়ে WWE যে রেসলারদের কোনো কদর করে নি তারা WWE থেকে লিভ নেওয়ার পর হয়ে গেছে অনেক Rich। 

১০) Cody Rhodes, WWE তে থাকাকালীন সময়ে WWE তাকে StarDust নামক খারাপ গিমিকে রাখে। জবারের জবার বানিয়ে রাখে তাকে। কিন্তু WWE থেকে যাওয়ার পর Cody NJPW, Sponsorship, Merchandise ইত্যাদি এর কারনে অনেক লাভবান হয়। যেখানে সে WWE তে থাকাকালীন সময়ে বেতন পেত 500Thousand Dollar প্রত্যেক বছর সেখানে সে ২ মিলিয়ন Dollar পায় বিভিন্ন কারনে। 

৯) RyBack, WWE থেকে চলে যাওয়ার পর Ryback অনেক লাভবান হয়। সে WWE থেকে পেত ১.৫ মিলিয়ন ডলার যেখানে সে এখন বিভিন্ন কারনে পায় ৪.৫ মিলিয়ন। 

রেসলার যারা WWE ছাড়ার পরে ধনি হয়েছেন!


"The Dominator" খ্যাত Lashley 'কে প্রায় সকলেই চিনে! সে আগে থেকেই একজন "WWE Superstar" ছিলেন, কিন্তু মাঝেই সে WWE 'ছেড়ে দেয় এবং পুনরায় "RAW After Mania" তে সারপ্রাইজ রিটার্ন করে 😇। আজ আপনাদের সাথে আলোচনা করব "Bobby Lashley" 'র কিছু অজানা ফ্যাক্টস নিয়ে, তাহলে চলুন শুরু করা যাক :- 

• WWE 'তে জয়েন করার পুর্বে "Bobby Lashley" প্রতিনিয়তই ট্রেনিং করতো "Olympics Training Centre" এ। তার ইচ্ছা ছিলো সে অলিম্পিকে গোল্ড মেডেল জিতবে, কিন্তু তা হয় নি! এমনকি তার Idol 'ও হলো "Olympic Gold Medalist Kurt Angle"। পাশাপাশি একটি রিপোর্টে জানা যায়, এবার যে সে (Lashley) WWE 'তে আসে এর পিছনে সবথেকে বড় হাত হলো Kurt Angle 'এর! 😊

Bobby Lashley এর ব্যাপারে ৫ টি অজানা তথ্য