আজকের WWE Extreme Rules এর মাধ্যমে শেষ হয়ে গেল আরেকটি উত্তেজনাদায়ক PPV.আর সব বারের মত এইবার ও WWE Universe কে হতাশ হতে হলো। আসলে WWE ক্রিয়েটিভ টিমের প্ল্যানিং থেকে আমরা যেইটা ইমেজিং করি অইটাই বেশি ভালো হয়। তো কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের পোস্ট- রেজাল্ট, রিভিউ ও সময়সূচী নিয়ে। 

• ম্যাচ 1 -  B team Vs Matt and Bray©

মোটামুটি মানের ভালোই ম্যাচ ছিল। 

নিঃসন্দেহে B Team just got what they deserves and they are still undefeated.

♦ Winner : B Team.
★ Rating: 2.5/5


• ম্যাচ 2 -  Bludgeon Brothers© Vs Team Hell No.

আমি অনেক আগে থেকেই বলতেসিলাম শুধু মাত্র Bludgeon Brothers দেরকে পুশ দিতেই Kane এর আগমন। Return এর পর খেলা ২ টি Tag team • ম্যাচ এর একটিতেও তাকে ঠিক করে পার্ফর্ম করতে দেখা যায় নি এবং আজ ও সেইম। ম্যাচের আগেই তাদেরকে ইঞ্জুরড করে দেয়। হতাশ হতে হয় WWE Universe কে।  হয়তো Kane আবার Daniel কে Attack করে চলে যাবে। অথবা WWE তাকে এমনেই সরিয়ে ফেলবে।

♦ Winner : Bludgeon Brothers.
★ Rating: 3.5/5 (Daniel ভালো খেলেছে তাই)

Extreme Rules ২০১৮ রেজাল্ট ও সময়সূচী।