• আমাদের Brock Lesnar WWE এবং Ultimate Fighting Club (UFC) এর সাথে নতুন চুক্তি করেছেন! নতুন চুক্তি অনুযায়ী তিনি UFC এবং WWE তে উভয় জায়গায় Perform করতে পারবেন💜। উল্লেখ্য, গত UFC 230 এ ম্যাচ জেতার পর Daniel Cormier ব্রককে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন ব্রক যেনো এখানে এসে তার বিরুদ্ধে লড়াই করে, সেটাই হয়তো সত্যি হতে চলেছে। 


• WrestleVotes এর রিপোর্ট অনুসারে, Drew McIntyre কে পুশ দেয়া শুরু করেছে WWE এবং ২০১৯ সালে তাকে নিয়ে বড় ধরণের প্ল্যান রয়েছে। মূলত, Roman Reigns এর পরিবর্তে কোম্পানির টপ ফেস হিসেবে এখন McIntyre কে নিয়ে পরিকল্পনা করছে তারা। সম্প্রতি এক সাক্ষাতকারে Drew McIntyre জানান, WWE তে তার পরবর্তী টার্গেট হচ্ছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জেতা 👌👌 

রেসলিং নিউজ আপডেট, ০৮/১১/২০১৮



•• Kickoff Show ••

•"Hulk Hogan make his returning at 'WWE Crown Jewel' and hosts the show"

'Wrestlemania XXX' এরপর অবশেষে 'WWE' এর কোনো শো হোস্ট করতে রিটার্ন করলেন 'Hulk Hogan'। সৌদি ক্রাউডের ব্যাপক চিয়ার্স 'Hogan' এর রিটার্নকে স্বাগতম জানায়। 'Hogan' তার প্রমোতে বলেন, " Let me tell you something brother, ম্যানিয়া এক্স অনেকদিন পর wwe ইউনিভার্সের কাছে এসে ভালো বোধ করছি এবং আমার Hulkamania ও Hulkamania X ক্রাউন জুয়েল হোস্ট করে অনেক স্ট্রং বোধ করছে। তোমাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে, শোটি এই মুহূর্তে শুরু করতে অনুরোধ করছি, Whatcha gonna do when the power hulkamania and crown jewel running on you brorher✌

• ম্যাচ নং 01 : [Shinsuke Nakamura © V/S Rusev for 'WWE United States Championship']

ম্যাচটি সেটআপ করা হয় ক্রাউন জুয়েলের একদিন আগে এবং এটিকে কিকঅফ ম্যাচআপ হিসেবে সেট করা হয়। ১০ মিনিটের ম্যাচে সবাই মোটামুটি ডমিনেট করে। ম্যাচের শেষ পর্যায়ে নাকামুরা রেফারিকে ডিসট্রাক্ট করে এবং রুসেভকে টেকনিক্যাল লো ব্লো হিট করে। সেই মোমেন্টার্মে রুসেভের উপর নিজের ফিনিশার 'Kinshasa' হিট করে পিনফল তুলে নেয় নাকামুরা এবং অনেকদিন পর নিজের US টাইটেল ডিফেন্ড করলেন নাকামুরা।

♦ Winner : Shinsuke Nakamura (still the champion)

WWE Crown Jewel রেজাল্ট, ৩ নভেম্বর ২০১৮।