২০১৬ তে WWE ড্রাফ্‌ট এর পর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে আনা হয়েছিল কারণ, ড্রাফটের নিয়ম অনুযায়ী Raw ও SmackDown এর জন্য আলাদা চ্যাম্পিয়নশিপ করতে হবে (ঠিক আগের মতো!)। এরফলে WWE চ্যাম্পিয়নশিপটি চলে যায় SmackDown এ এবং Raw এর জন্য নতুন টাইটেল তৈরি করা হয় WWE ইউনিভার্স অর্থাৎ ফ্যানদের জন্য "ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ"।

৪ সপ্তাহ পরেই Finn Balor, সেথ রলিন্সকে হারিয়ে প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করে, কিন্তু দুঃখজনক ভাবে ইনজুরির কারণে একদিনেই তার টাইটেল রেইন সমাপ্ত হয়।  এরপরে এই টাইটেল হাতে আসে একে একে : Kevin Owens (১৮৮ দিন), Goldberg (২৮ দিন), Brock Lesnar (৫০৪ দিন), Roman Reigns (৬৪ দিন), Brock Lesnar (১৫৬ দিন) এবং বর্তমানে সেটি এখন Seth Rollins (৪৩ দিন+) -এর কাছে আছে। এই পোস্টটি লেখার  সময় ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের বয়স ঠিক হাজার দিন পূরণ হয়েছে।  আমার মনে হয় এখন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে নিয়ে এতদিনের কর্মকাণ্ডর ঠিক-ভুল বিচার করা উচিত। 

১০০০ দিনের ইউনিভার্সাল টাইটেল : ভালো ও খারাপ দিক।


অনেকেই এই পোস্ট এর সাথে ক্লিক এর খানিকটা মিল পাবেন। আসলে খানিকটা নয় তবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি মাত্র ২০% মিল পাবেন। স্বাভাবিক ভাবেই আমার ধারাবাহিকও সে সময়গুলোকে তুলে ধরে আনার। তবে ব্যাক স্টেজ এবং অন্সক্রিণ এর ঘটনার পরিপ্রেক্ষিতে সাজানো পোস্ট হওয়ার কারণে বিনোদন পাওয়া যাবে এটুকু বলতে পারি । কোনো বিষয় এর ব্যাখা বড় হবে এবং কোনো গুলোর ক্ষুদ্র তবুও মনোযোগ দিয়ে পড়বেন।যেহেতু অধিকাংশ ঘটনাই আমার জন্মের আগের এবং আমার একদম ফিডার খাওয়া বয়সের তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

প্রো রেসলিং বড় রহস্যময় জায়গা যা আমরা দেখি তাইই বাস্তব নয়, এর মধ্যেও কিছু লুকায়িত সত্য থাকে যা সবাই দেখে না বা জানেনা। আমি যে বিষয় গুলো সম্পর্কে জানাবো সেগুলো সবই আমার জন্মের আগের ঘটনা তবুও নিজের ভেতর যতটুকু জ্ঞান রয়েছে তা দিয়ে সবার মাঝে যতটুকু পৌছানো যায় আমি তার যথাযথ চেষ্টা করবো। WWF এবং WCW ছিল প্রো রেসলিং জগতের সবচেয়ে বড় দুই কোম্পানী যাদের ঘিরে রয়েছে অনেক রহস্যময় কাহিনী বা বাস্তব গল্প। আসলে ছিল তাদের মধ্যে এক যুদ্ধ যে যুদ্ধ সম্পর্কে অনেকে জানেন অনেকে জানেন না তবুও যতটুকু আমি জানি সে সমন্ধে জানানোর চেষ্টা করবো। আমি আমার পোস্টের মাধ্যমে যে বিষয় গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো এই ধারাবাহিক সেগমেন্ট এর মাধ্যমে সেগুলো হল, WCW ধ্বংস হয়ে যাওয়ার কারণ, WWF এর উত্থান পতন, Attitude era এর কারণ, Invasion এর কারণ, Eric Bishchof কে ছিলেন, Kliq কারা ছিলেন ইত্যাদি কিছু বিষয় সমন্ধে জানানোর চেষ্টা করব। প্রতিটি পয়েন্ট খুব মনযোগ দিয়ে পড়বেন এবং বুঝার চেষ্টা করবেন। 


Attitude Era -এর ইতিহাস।