২০১৬ তে WWE ড্রাফ্ট এর পর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে আনা হয়েছিল কারণ, ড্রাফটের নিয়ম অনুযায়ী Raw ও SmackDown এর জন্য আলাদা চ্যাম্পিয়নশিপ করতে হবে (ঠিক আগের মতো!)। এরফলে WWE চ্যাম্পিয়নশিপটি চলে যায় SmackDown এ এবং Raw এর জন্য নতুন টাইটেল তৈরি করা হয় WWE ইউনিভার্স অর্থাৎ ফ্যানদের জন্য "ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ"।
৪ সপ্তাহ পরেই Finn Balor, সেথ রলিন্সকে হারিয়ে প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করে, কিন্তু দুঃখজনক ভাবে ইনজুরির কারণে একদিনেই তার টাইটেল রেইন সমাপ্ত হয়। এরপরে এই টাইটেল হাতে আসে একে একে : Kevin Owens (১৮৮ দিন), Goldberg (২৮ দিন), Brock Lesnar (৫০৪ দিন), Roman Reigns (৬৪ দিন), Brock Lesnar (১৫৬ দিন) এবং বর্তমানে সেটি এখন Seth Rollins (৪৩ দিন+) -এর কাছে আছে। এই পোস্টটি লেখার সময় ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের বয়স ঠিক হাজার দিন পূরণ হয়েছে। আমার মনে হয় এখন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে নিয়ে এতদিনের কর্মকাণ্ডর ঠিক-ভুল বিচার করা উচিত।
১) নেতিবাচক : ফিন ব্যালরের ইঞ্জুরি :-
WWE ইউনিভার্স SummerSlam 2016 পর্যন্ত ফিন ব্যালরের বিল্ডাপটাকে খুবই পছন্দ করেছিল কারণ ব্যালর NXT থেকে WWE তে এসেই অনেক দর্শকদের অপছন্দের রোমান রেইন্স সহ আরও তিনজনের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল, অর্থাৎ Fatal 4-Way ম্যাচে জিতে বড় পুশ পেয়েছিল। এখন গত কয়েক বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যায় NXT থেকে যারা WWE এর মেইন রোস্টারে এসেছে, তারা টাইটেল তো পাইই নি পেয়েছে শুধু অবহেলা! সুতরাং ডব্লিউডব্লিউই ইউনিভার্স প্রথম পেই পার ভিউ তেই রলিন্সকে হারিয়ে বেলরকে জিততে দেখে সতিই খুব খুশি হয়েছিল।
দুঃখজনকভাবে ম্যাচ চলাকালীন শোল্ডার ইনজুরির কারণে ব্যালরকে তার টাইটেল এক দিন পরের Raw তেই ছেরে দিতে হয়, এবং তার সাথে সাত মাসের জন্য WWE এর বাইরে চলে যেতে হয়। যদিও সে এর পরেও রোমান রেইন্স ও ব্রক লেসনার এর বিরুদ্ধে খেলেছে তবে আগের পুশের ধারে কাছেও সেগুলো যায় না।
২) ইতিবাচক : কেভিন ওয়েন্সের জয় :-
WWE অসাধারণ বুদ্ধির পরিচয় দিয়েছিল বেলোরের ইনজুরির পর, তারা মিড কার্ডে পরে থাকা কেভিন ওয়েন্সকে এনে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন করে দেই। Big Cass, Roman Reigns এবং Seth Rollins -দের বিরুদ্ধে Fatal 4-Way ম্যাচ জিতে কেভিন এই টাইটেল অর্জন করে। এরপরে কেভিনের শুভ ভাগ্য শুরু হয় এবং সে পরস্পর তিনটি Raw পেই পার ভিউ এর মেইন ইভেন্টে অংশগ্রহণ করে এবং Rollins (Clash of Champions) এবং Reigns (Roadblock) -দেরকে হারিয়ে টাইটেল রিটেইন করে, যদিও এর পরের পিপিভি Fastlane -এ Goldberg এর কাছে পরাজিত হয়ে টাইটেল রেইন সমাপ্ত করে। এই ফিউড চলাকালীন কেভিন ক্রিস জেরিকোর সঙ্গে টীম আপ করে (Chris & Kevin বা Kevin & Chris নামে পরিচিত) এটিই ছিল ফ্যানদের কাছে সবথেকে এন্টারটেইনিং।
কেভিনের টাইটেল রেইন সমাপ্ত হওয়ার পরেও মনে হচ্ছিল অনেক কিছু বাকি ছিল, কিন্তু তার সেই ১৮৮ দিনের টাইটেল রেইন তার ক্যারিয়ারের সেরা সময়ের মধ্যে একটি হয়ে থাকবে।
৩) নেতিবাচক : পার্ট-টাইম চ্যাম্পিয়ন :-
Goldberg কে নিয়ে WWE ফ্যানদের মাঝে অনেক উন্মাদনা ছিল যখন সে অনেক বছর পরে রিটার্ন করে প্রথম ম্যাচে ব্রক লেসনারকে হারিয়েছিল (Survivor Series 2016 -তে)। কিন্তু মাস তিনেক পরেই সেই উন্মাদনা ইতিবাচক থেকে নেতিবাচকে পরিণত হয় যখন সে কেভিন ওয়েন্সকে মাত্র ২২ সেকেন্ডে হারিয়ে দেই এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করে। এরপরে Raw তে পার্ট-টাইমারদের রাজত্ব শুরু হয় - গোল্ডবার্গ এবং লেসনার এই দুজন পার্ট-টাইমারদের হাতে ২৩ মাস ধরে টাইটেল থাকে, অর্থাৎ প্রায় দুই বছর।
এরফলে যারা কোনদিন কন সাধারণ ম্যাচে অংশগ্রহণ করে না তারা মাঝে মাঝে Raw তে এসে মেঘা সেগমেন্ট করে যায়, আর যারা আসলেই পরিশ্রম করে তারা সেই Intercontinental Championship এর পেছনে লেগে থাকে, এর ফলে WWE ফ্যানেরাও চিন্তিত হয়ে ওঠে। WrestleMania 34 এর মতো একটা বড় ইভেন্টে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এর ম্যাচটি টেকনিক্যালি খুব বড় ম্যাচ কিন্তু আসলে দেখা যাচ্ছে ফ্যানেরা সেরকম আগ্রহই দেখায়নি, ম্যাচ না দেখে ক্রমাগত বু এবং চিয়ার একসাথেই করতে থাকে, কারণ সেরকম কিছু বিল্ডআপই করা হয়নি এত বড় ম্যাচের আগে, ব্রক লেসনারের অনুপস্থিতির সৌজন্যে, যেটা মোটেও ইতিবাচক হতে পারে না।
৪) ইতিবাচক : SummerSlam 2018 বুকিং :-
রেসেলমেনিয়ার চার মাস বাদে, SummerSlam 2018 -তে রোমান রেইন্স Bobby Lashley কে হারিয়ে ইউনিভার্সাল টাইটেলের জন্য #১ কন্টেন্ডার হয়।
সামারস্লামে WWE ফ্যানদের একই রকম আচরণকরার ভয়ে WWE একটা দারুণ চাল চালে এবং ফ্যান ফেবারিট তথা মানি ইন দ্যা বাঙ্কধারী Braun Strowman কে রিং সাইটে দার করিয়ে দেই তার সুটকেস হাতে, যার ফলে ফ্যানেরা ইন্টারেসটীং কিছু ঘটার আশায় ধ্যান না দিয়ে পারে নি! শেষে রোমান বিজয়ী হয় এবং লেসনারের সৌজন্যে স্ট্রোম্যানও তার কন্ট্রাক্ট সাইন করতে পারেনি।
এটা সবাই জানতো যে রোমানের জেতার চান্স অনেক বেশি কিন্তু যেভাবে WWE সেটাকে এক্সিকিউট করলো তাতে তাদেরকে বাহবা না দিয়ে পারা যায় না।
৫) নেতিবাচক : রোমান রেইন্সের হাল ছাড়া :-
অক্টোবর ২০১৮ তে রোমান আনাউন্স করে যে তার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার ধরা পরেছে, এবং তার ফলে তাকে টাইটেল ছেরে দিতে হচ্ছে। এর ফলে তাকে সৌদি আরবের Crown Jewel পিপিভিতে ব্রক লেসনার এবং Braun Strowman এর বিরুদ্ধে ট্রিপল থ্রেট ম্যাচ থেকে বাদ দেওয়া হয়।
সৌভাগ্যবশত ৪ মাস পরে ২০১৯ এর ফেব্রুয়ারিতে রোমান রিটার্ন করে এবং তার লিউকেমিয়াও কন্ট্রোলে আসে। এরপরে সে অনেক ম্যাচ খেলে, SHIELD এর সাথে পুনর্মিলন করে এবং WrestleMania 35 এও Drew McIntyre এর বিরুদ্ধে জয়লাভ করে, এখন সে Raw এবং SmackDown দুটোতেই ফিউডে আছে এবং ভবিষ্যতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলারও সুযোগ পাবে।
৬) নেতিবাচক : Braun Strowman এর পরাজয় :-
The Wyatt ফ্যামিলিতে ১ বছর মতো থাকার পরে ব্রাউন একা পথ চলা শুরু করে এবং ক্রমেই ফ্যান ফেবারিট হয়ে উঠে। যদিও স্ট্রোম্যানের টাইটেল ভাগ্য তার ফ্যানদের আশা অনুযায়ী এগোয়নি, ৬ টার মধ্যে ৬ টা ম্যাচেই সে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জয় করতে অক্ষম হয়, যথা, vs. Kevin Owens (Raw, January 2017), Fatal 4-Way (SummerSlam 2017), vs. Brock Lesnar (No Mercy 2017), vs. Lesnar and Kane (Royal Rumble 2018), vs. Roman Reigns (Hell In A Cell 2018), vs. Lesnar (Crown Jewel 2018)।
পরপর হারের পরেও তার গুরুত্ব বজায় ছিল কিন্তু সেই হারের সারি শেষ না হওয়াই শেষ পর্যন্ত তার গুরুত্ব হারিয়ে যেতে বসে, এমনকি তাকে আরও একটা ইউনিভার্সাল চ্যাম ম্যাচ থেকে সরিয়ে ফেলা হয় কারণ এরপরে আবার হারলে হয়তো সে একদম গুরুত্বহীন হয়ে যাবে, যেটা একদম কাম্য নয়, যেমন কাম্য নয় WWE এর ডিসিশন মেকারদের স্যালারি।
৭) ইতিবাচক : সেথ রলিন্সের বিস্ট বধ :-
রোমান রেইন্স যাওয়ার পরে ইউনিভার্সাল টাইটেলটির মালিক হয় দ্যা বিস্ট ব্রক লেসনার, এবং তারপরে সে পার্ট টাইম হওয়া সত্বেও আবার ১৫৬ দিনের লম্বা টাইটেল রেইন করে ঠিক আগের মতো, এবং তার এই রেইন সমাপ্ত করে সেথ রলিন্স, রেসেলমেনিয়া ৩৫ -এ গিয়ে।
ব্রক লেসনারের আগের পার্ট টাইম অবস্থার কথা ভেবে ফ্যানেরা তা ক্রাউন জুয়েল জেতায় বিক্ষুব্ধ হয়, সুতরাং তাকে যখন রলিন্স পরাজিত করলো তখন স্বভাবতই WWE ইউনিভার্স খুব খুশি হয়েছিল। এর পরিণাম ছিল Raw তে এখন চ্যাম্পিয়ন ফুল টাইম থাকবে, যেটা স্বাভাবিক হওয়া উচিত।
রিউমর শোনা যাচ্ছে লেসনার আবার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ জানাবে, যেটা অনুষ্ঠিত হবে ৭ই জুন, সৌদি আরবের Super ShowDown ইভেন্টে, এখন আপনারাই বিচার করুন WWE আবার পার্ট টাইমেই ফিরে যাবে না কি ফুল টাইমে থাকবে! কিছু বলা যায় না তো...!
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদেরকে ফলো করুন।।
• লেখক : রেসলিং বাংলা ওরিজিনাল, Content : sportskeeda.