অনেকেই এই পোস্ট এর সাথে ক্লিক এর খানিকটা মিল পাবেন। আসলে খানিকটা নয় তবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি মাত্র ২০% মিল পাবেন। স্বাভাবিক ভাবেই আমার ধারাবাহিকও সে সময়গুলোকে তুলে ধরে আনার। তবে ব্যাক স্টেজ এবং অন্সক্রিণ এর ঘটনার পরিপ্রেক্ষিতে সাজানো পোস্ট হওয়ার কারণে বিনোদন পাওয়া যাবে এটুকু বলতে পারি । কোনো বিষয় এর ব্যাখা বড় হবে এবং কোনো গুলোর ক্ষুদ্র তবুও মনোযোগ দিয়ে পড়বেন।যেহেতু অধিকাংশ ঘটনাই আমার জন্মের আগের এবং আমার একদম ফিডার খাওয়া বয়সের তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

প্রো রেসলিং বড় রহস্যময় জায়গা যা আমরা দেখি তাইই বাস্তব নয়, এর মধ্যেও কিছু লুকায়িত সত্য থাকে যা সবাই দেখে না বা জানেনা। আমি যে বিষয় গুলো সম্পর্কে জানাবো সেগুলো সবই আমার জন্মের আগের ঘটনা তবুও নিজের ভেতর যতটুকু জ্ঞান রয়েছে তা দিয়ে সবার মাঝে যতটুকু পৌছানো যায় আমি তার যথাযথ চেষ্টা করবো। WWF এবং WCW ছিল প্রো রেসলিং জগতের সবচেয়ে বড় দুই কোম্পানী যাদের ঘিরে রয়েছে অনেক রহস্যময় কাহিনী বা বাস্তব গল্প। আসলে ছিল তাদের মধ্যে এক যুদ্ধ যে যুদ্ধ সম্পর্কে অনেকে জানেন অনেকে জানেন না তবুও যতটুকু আমি জানি সে সমন্ধে জানানোর চেষ্টা করবো। আমি আমার পোস্টের মাধ্যমে যে বিষয় গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করবো এই ধারাবাহিক সেগমেন্ট এর মাধ্যমে সেগুলো হল, WCW ধ্বংস হয়ে যাওয়ার কারণ, WWF এর উত্থান পতন, Attitude era এর কারণ, Invasion এর কারণ, Eric Bishchof কে ছিলেন, Kliq কারা ছিলেন ইত্যাদি কিছু বিষয় সমন্ধে জানানোর চেষ্টা করব। প্রতিটি পয়েন্ট খুব মনযোগ দিয়ে পড়বেন এবং বুঝার চেষ্টা করবেন। 


Attitude Era -এর ইতিহাস।