২০১৬ তে WWE ড্রাফ্ট এর পর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে আনা হয়েছিল কারণ, ড্রাফটের নিয়ম অনুযায়ী Raw ও SmackDown এর জন্য আলাদা চ্যাম্পিয়নশিপ করতে হবে (ঠিক আগের মতো!)। এরফলে WWE চ্যাম্পিয়নশিপটি চলে যায় SmackDown এ এবং Raw এর জন্য নতুন টাইটেল তৈরি করা হয় WWE ইউনিভার্স অর্থাৎ ফ্যানদের জন্য "ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ"।
৪ সপ্তাহ পরেই Finn Balor, সেথ রলিন্সকে হারিয়ে প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করে, কিন্তু দুঃখজনক ভাবে ইনজুরির কারণে একদিনেই তার টাইটেল রেইন সমাপ্ত হয়। এরপরে এই টাইটেল হাতে আসে একে একে : Kevin Owens (১৮৮ দিন), Goldberg (২৮ দিন), Brock Lesnar (৫০৪ দিন), Roman Reigns (৬৪ দিন), Brock Lesnar (১৫৬ দিন) এবং বর্তমানে সেটি এখন Seth Rollins (৪৩ দিন+) -এর কাছে আছে। এই পোস্টটি লেখার সময় ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের বয়স ঠিক হাজার দিন পূরণ হয়েছে। আমার মনে হয় এখন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে নিয়ে এতদিনের কর্মকাণ্ডর ঠিক-ভুল বিচার করা উচিত।