আসল
নাম |
Jonathan David Good |
জন্মদিন |
৭ ডিসেম্বর, ১৯৮৫ |
জন্মস্থান |
Cincinnati, Ohio, US |
বাসস্থান |
Las Vegas, Nevada, US |
উচ্চতা |
৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মি) |
ওজন |
১০৬ কেজি (২৩৪ পাউন্ড) |
ট্রেনারস |
Cody Hawk, Les Thatcher |
অভিষেক |
জুন ২০০৪ |
আসল
নাম |
Colby Lopez |
জন্মদিন |
২৮ মে, ১৯৮৬ |
জন্মস্থান |
Buffalo, Iowa, US |
বাসস্থান |
Davenport, Iowa, US |
উচ্চতা |
৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি) |
ওজন |
৯৮ কেজি (২১৭ পাউন্ড) |
ট্রেনার |
Danny Daniels |
অভিষেক |
২০০৫ সাল |
আসল
নাম |
Leati Joseph Anoa'i |
জন্মদিন |
২৫ মে, ১৯৮৫ |
জন্মস্থান |
Pensacola, Florida, US |
বাসস্থান |
Tampa, Florida, US |
উচ্চতা |
৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মি) |
ওজন |
১২০ কেজি (২৬৫ পাউন্ড) |
ট্রেনারস |
Afa Anoa'i, Sika Anoa'i, FCW |
অভিষেক |
১৯ আগস্ট, ২০১০ |
TNA, আমাদের প্রায় সবারই এই সম্পর্কে জ্ঞান আছে। TNA এর পূর্নরূপ হচ্ছে "Total Nonstop Action"। এটা WWE এর মতই একটা রেসলিং কোম্পানি যেখানে বিভিন্ন রেসলাররা রেসলিং করেন। এখানে ক্লিক করে TNA এর সংক্ষিপ্ত ইতিহাস দেখে আসতে পারেন।
TNA স্থাপন করেছেন প্রাক্তন WWE সুপারস্টার Jeff Jarret এবং Jerry Jarret। তারা দুজনে মিলে ২০০২ সালে প্রতিষ্ঠানটি স্থাপন করেন। তারপর থেকেই তারা এই কোম্পানিকে অনেক বড় করে তুলেছিলেন। কিছু সময় পূর্বেও এটি WWE এর পরেই স্থান পেত, যদিও বর্তমানে এই কোম্পানির অস্তিত্ব সঙ্কটের মুখে এবং AEW এর মতো প্রমোশন এর জায়গা নিয়ে নিয়েছে। সে যাই হোক, এই কোম্পানিতেও রেসলিং করেছেন বিখ্যাত সব রেসলাররা। আমরা উপভোগ করেছি সেরা সেরা সব ফিউড এবং ম্যাচ। TNA এর ইতিহাসেও রয়েছে সেরা সব রেসলার। আমি আপনাদের সামনে তুলে ধরব TNA ইতিহাসের সেরা সব রেসলারদের মধ্যে থেকে আমার মতে শ্রেষ্ঠ ১০ জনকে :
আসল
নাম |
Phillip Jack Brooks |
জন্মদিন |
২৬ অক্টোবর, ১৯৭৮ |
জন্মস্থান |
Chicago, Illinois, US |
বাসস্থান |
Chicago, Illinois, US |
উচ্চতা |
৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি) |
ওজন |
৯৯ কেজি (২১৮ পাউন্ড) |
ট্রেনারস |
Ace Steel, Danny Dominion, Dave Finlay, Dave Taylor, Kevin Quinn, William Regal |
অভিষেক |
১৩ মার্চ, ১৯৯৯ |
অবসর |
২০১৪ (WWE) |
খুব জোরালো রিউমর উঠেছে যে ভিন্স মিকম্যান Brendan Vink কে WWE এর নেক্সট বিগ স্টার হিসেবে পুশ দিতে চাচ্ছেন। আসলে কে এই ব্রেনডান ভিন্ক?
খুব হার্ডকোর রেসলিং ফ্যান না হলে ওনাকে চেনার কথা না। রেসলিং সিনে আছেন অনেক বছর ধরেই। ২০০৮ সালে MCW তে ডেবিউ করেন। ইন্ডিতে মূলত তিনি পরিচিত ছিলেন "The Mighty Don't Kneel" এর একজন মেম্বার হিসেবে। MCW ছাড়াও NJPW, PROGRESS Wrestling এর সাথে কিছুদিন যুক্ত ছিলেন। তবে একমাত্র MCW আর Evolve ছাড়া অন্য কোথাও খুব আহামরি কোনো অর্জন ছিল না তার।
যখন ২০১৯ সালে WWE এর সাথে কন্ট্রাক্ট করেন তখন সাথে ছিলেন TMDB ফ্যাকশনমেট Shane Thorne। NXT তে আসার পর মূলত হাউজ শোতে পারফর্ম করছিলেন। তার অন স্ক্রিন NXT ডেবিউ হয় এই বছরের ২৫ শে মার্চ যেই ম্যাচে তিনি আর থর্ন লরকান আর বার্চের বিরুদ্ধে একটা ট্যাগ টিম ম্যাচে হারেন।
আশ্চর্যের বিষয় এর দুইদিন আগের RAW টেপিংয়েও তারা ডেবিউ করেন 🤷♀ এখন পর্যন্ত RAW তে টোটাল পাঁচটা সিঙ্গেলস আর ট্যাগ ম্যাচ খেলেছেন। সবকয়টাতেই হার আর একটা ম্যাচও ৫ মিনিট মার্ক ক্রস করেনি। মাঝে হেইম্যান MVP এর সাথে ভিঙ্ক আর থর্নকে নিয়ে একটা স্টেবল গড়ে তুলার চিন্তা করেছিলেন। কিন্তু হেইম্যানের ভালো কাজ কাকুর সহ্য হয় নাই 😔
পার্সোনালি আমি তার ইন্ডি আর NXT হাউজ শোর কোনো ম্যাচ এখনো দেখিনি। তবে কেইজম্যাচে টোটাল ৯ টা রিভিও মতে উনি একজন সলিড পারফরমার। ভালো কারিশমা আছে সাথে আছে গুড ইন-রিং ওয়ার্ক। কিন্তু দু : খের বিষয় হলো ভিন্স তার উপর খুশি হওয়ার মূল কারন হচ্ছে তার ফিজিক 🤦♀ আরেকটা হাস্যকর বিষয় হচ্ছে অলরেডি তারা ভিন্ক কে সিনা আর ড্রিউ এর ড্রয়িং ক্যাপাবিলিটির সাথে কম্পেয়ার করা শুরু করে দিয়েছে। তাদের এমন ভাব যে ভালো রিং স্কিল থাকুক আর না থাকুক নাই, প্রমোশনের দিক দিয়ে ভালো হলেই হলো 😑
এখনই আমি তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করতে চাই না। আরও কিছুদিন যাক, জবিং ম্যাচ বাদে উনি আরও কিছু জেনুইন ম্যাচ খেলুক। এটলিস্ট এটা শুনে খুশি যে ভিন্স তাকে আস্তে আস্তে পুশ দিতে চায়। সময়ই বলবে সে আসলেই নেক্সট বিগ স্টার হওয়ার যোগ্য কীনা।
• লেখক ঃ Abdun Nur Alif
নাম তার Claudio Castagnoli Aka Cesaro, কী পেলেন WWE তে এসে? ইন্ডিতে নাম করেছিলেন অনেক। Chris Hero এর সাথে গড়ে তুলেছিলেন The Kings Of Wrestling। তাদের ৩৬৪ দিনের রেইন ছিল ROH এর হিস্টোরিতে সবচাইতে দীর্ঘ। শুধু কী ROH; CZW, PWG, Noah সহ আরও অনেক কোম্পানিতে সিঙ্গেলস আর ট্যাগ টিম রেসলিং করেছেন। ক্রিস হিরো বাদে Ares এর সাথেও বেশ কয়েক কোম্পানিতে ট্যাগ চ্যাম্পও ছিলেন তিনি।
এই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে WWE- এর অন্যতম পিপিভি 'সামারস্ল্যাম'। উক্ত পিপিভির অন্যতম একটি ম্যাচ 'Manday Night Messiah' Seth Rollins Vs. Dominik! এই স্টোরিলাইনে রয়েছে ইমোশন, ক্রোধ ইত্যাদি। এই ফিউডের সূত্রপাত হয় Seth Rollins এবং Rey Mysterio ফিউডের সময়। এক্সট্রিম রুলস 'THE HORROR SHOW' পিপিভি তে Seth Rollins বনাম Rey Mysterio ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের নিয়ম ছিলো Eye For Eye! নিয়ম অনুযায়ী যে আগে তার প্রতিপক্ষের চোখ বের করতে আনতে পারবে সে বিজয়ী হবে। WWE পিজি এরাতে মোটামুটি আনন্দময় একটি ম্যাচ উপহার হিসেবে দিয়েছিলো। ম্যাচে Seth Rollins বিজয় লাভ করেন। ম্যাচের পরের রাতে 'RAW' তে Seth Rollins প্রমো কাট করেন। Dominik ইন্টারাপ করেন। Seth Rollins বলেন, “যা হয়েছে ভুলে যাও। ” Dominik আক্রমণ করেন Seth Rollins কে! দর্শকদের সামনে সাধারণত সেখান থেকেই তাদের ফিউড শুরু হয়। পরবর্তী সপ্তাহে আবারো Dominik আক্রমণ করেন Seth Rollins কে। 'সামারস্ল্যাম' পিপিভি তে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করলে Seth Rollins সেটা গ্রহণ করেন।
গত সপ্তাহের স্ম্যাকডাউনে অন স্ক্রিন ডেবিউ হয় নিউ ফ্যাকশন রেট্রিবিউশন-এর। মূলত এই ফ্যাকশন নিয়ে রেসলিং ফ্যানরা দুইভাগে ভাগ হয়ে গেছে। অনেকেই খুব উৎফুল্ল, উল্লাসিত এদের ডেব্যু তে। তছনছ করছে সব ইত্যাদি ইত্যাদি। অনেকে নেক্সাসের সাথে তুলনা দিচ্ছে। কেউ কেউ শিল্ডের দিকেও ইঙ্গিত দিচ্ছে.....আমার হাস্যকর লাগছে সব কিছু। কারণগুলো বলবো তবে তার আগে আরেকটা জিনিস।
এই ফ্যাকশনকে হেট করার মূল কারন হচ্ছে WWE এর জঘন্য বুকিং পলিসির হিস্টোরি। সবাই জানে এই ফ্যাকশনের কোনো ভবিষ্যত নেই, কিছুদিন পরই ছুড়ে ফেলে দেয়া হবে। Nexus, Wyatt Family, Leauge of Nations এমনকি আমার অন্যতম ফেভারিট ফ্যাকশন Sanity কেও খুব বাজেভাবে মিসইউজ করা হয়েছে। জঘন্য বুকিং এর জন্য Wade Barrett, Harper & Rowan, Rusev, Eric Young এদের মত অসাধারন রেসলারগুলো আজ কোম্পানির সাথে নেই। গত ১০ বছরে একমাত্র Shield আর New Day কেই WWE কিছুটা ভালোভাবে ইউজ করতে পেরেছে।
গত মঙ্গলবার RAW- তে আমরা একটি নতুন সেগমেন্ট দেখতে পেয়েছি। এই সপ্তাহের Monday Night RAW তে রিটার্ন করেছেন 'THE BEST IN THE WORLD' খ্যাত Shane McMahon। তবে তিনি একা রিটার্ন করেননি, সাথে নিয়ে এসেছেন নতুন একটি সেগমেন্ট, এই সেগমেন্টের নাম RAW Underground! তবে এইটাই কেন? অন্য কিছু নয় কেন? আসলে শেন মিকম্যান হচ্ছেন বিশাল MMA ফ্যান( আসলে জন্ম থেকে প্রো রেসলিং দেখতে দেখতে বোরড, জাস্ট কিডিং)। সে MMA Fight এর বিশাল ভক্ত, এমন কী তিনি UFC কে কিনে নিতে চেয়েছিলেন!
অনেক রিউমর বের হয়েছে RAW Underground- নিয়ে। RAW Underground Title তৈরি করারও পরিকল্পনা রয়েছে ক্রিয়েটিভ টিমের। RAW- এর প্রথম স্ক্রিপ্ট বাতিল করে আবারো স্ক্রিপ্ট লেখা হয়। নতুন স্ক্রিপ্ট এ Shane McMahon সারপ্রাইজ হিসেবে RAW Underground নিয়ে আসেন। এই সেগমেন্ট এ আমরা অনেক তরুণ উঠতি স্টার কে দেখতে পাবো যারা ভবিষ্যৎ এ WWE সুপারস্টার হতে পারেন। সবার ধারণা এই সেগমেন্টের প্ল্যান করা হয়েছে ভিউয়ারশিপ বাড়ানোর তাগিদে। আমরা সবাই জানি WWE- এর ভিউয়ারশিপ দিনে দিনে নিচের দিখে যাচ্ছে। এক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কতোটা কাজে দিবে তা কিছুদিন পরই বুঝা যাবে। RAW Underground সেগমেন্ট নজর কেঁড়েছে 'LE CHAMPION' খ্যাত Chris Jericho- এর। Dave Meltzar প্রশংসা করেছেন এই সেগমেন্ট এর।
দীর্ঘ ৭ মাসের বহুল প্রতিক্ষার পর কয়েক সপ্তাহ পূর্বে Monday Night RAW -তে রিটার্ন করেন Mustafa Ali। The Hurt Business -এর বিপক্ষে একটি ম্যাচে Ricochet ও Cedric Alexander -এর মিস্টেরি পার্টনার হিসেবে তিনি তার চমকপ্রদ রিটার্নটি করেন। দেখে আমাদের কম-বেশি সকলেরই মনে হচ্ছিল যে এবার হয়তো Mustafa -কে স্ট্রং বুকিং দেয়া হবে। খুব শীঘ্রই তাকে মিড কার্ডের কোনো একটা টাইটেল জেতানো হতে পারো -আমাদের ভেতর এ ধারণারও ঘাটতি ছিল না।
কিন্তু তার পরের সপ্তাহেই তাকে আবারো Bobby Lashley -এর নিকট পরাজয় বরণ করে হেনস্তার শিকার হতে হয়। তাছাড়া লাইভ ইভেন্টে Riddick Moss -এর কাছেও হার মানতে হয় Mustafa Ali -কে। ম্যাচ হারাটা আমার কাছে বড় কথা নয়। কিন্তু তাকে যদি প্রপার বুকিং দিয়ে ম্যাচ হারাতো তাহলে আমি কোনো আলোচনা-সমালোচনা করতাম না। যেদিন তিনি রিটার্ন করলেন, শুধুমাত্র সেদিনই তাকে একটু হলেও ভালো বুকিং দেয়া হয়েছিল। তার পরের সপ্তাহ থেকেই সেটা যেন প্রদীপের মতো নিভে গেল।
দীর্ঘদিনের রিউমর বাস্তবে পরিণত হতে চলেছে 'SUMMERSLAM' পিপিভিতে! Randy Orton মুখোমুখি হবেন Drew McIntyre- এর। এই ম্যাচ নিয়ে সবাই বেশ আশাবাদী। হয়ত অনেক ভালো একটি ম্যাচ দেখতে পাবো সবাই। তবে এই ম্যাচে কে বিজয়ী হতে চলেছে সেটা নিয়ে সবাই বেশ চিন্তিত! কারণ উভয় দিকের যুক্তিই বেশ শক্ত। আজ আমি উক্ত ফিউড নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।
Edge- এর উপর হিল টার্ন করেছিলেন Randy Orton। হিল টার্ন করার পর থেকে Randy আবারো 'LEGEND KILLER' গিমিক ধারণ করেছেন। এই গিমিক ধারণ করার পর থেকে Randy এখন RAW- এর সেরা হিল রেসলার! Edge, Christian এবং Big Show- এর সাথে অসাধারণ ফিউড উপহার দেয়ার পর Randy এখন অন্যতম আলোচিত রেসলারে পরিণত হয়েছেন। তবে Drew McIntyre- এর সাথে এখন ফিউড তৈরি করা কতোটা উচিত হয়েছে WWE- এর😕?
আসল
নাম |
Randal Keith Orton |
জন্মদিন |
১ এপ্রিল, ১৯৮০ |
জন্মস্থান |
Knoxville, Tennessee, US |
বাসস্থান |
St. Charles, Missouri, US |
উচ্চতা |
৬ ফুট ৫ ইঞ্চি (১.৯৬ মি) |
ওজন |
১১৩ কেজি (২৫০ পাউন্ড) |
ট্রেনার |
Bob Orton জুনিয়র |
অভিষেক |
১৮ মার্চ, ২০০০ |
আসল
নাম |
Kurt Steven Angle |
জন্মদিন |
৯ ডিসেম্বর, ১৯৬৮ |
জন্মস্থান |
Allegheny, Pennsylvania, US |
বাসস্থান |
Pittsburgh, Pennsylvania, US |
উচ্চতা |
৬ ফুট (১.৮৩ মি) |
ওজন |
১০০ কেজি (২২০ পাউন্ড) |
ট্রেনার |
Dory Funk জুনিয়র |
অভিষেক |
২০ আগস্ট, ১৯৯৮ |
অবসর |
৭ এপ্রিল, ২০১৯ |
আসল নাম |
Michael Francis Foley |
জন্মদিন |
৭ জুন, ১৯৬৫ |
জন্মস্থান |
Bloomington, Indiana, US |
বাসস্থান |
Long lsland, New York, US |
উচ্চতা |
৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি) |
ওজন |
১৩০ কেজি (২৮৭ পাউন্ড) |
ট্রেনার |
Dominic DeNucci |
অভিষেক |
১৯৮৩ সাল |
অবসর |
২০১২ সাল |