১৯৭২ সালের ২ মে জন্মগ্রহণ করা Dwayne Johnson কে চিনিনা বর্তমানে এমন লোক বিরল। শৈশবে যারা WWF/WWE দেখতেন তাদের মধ্যে সকলেই এই ব্যক্তিকে The Rock নামে চিনেন। তার চশমার ফাক দিয়ে ভ্রু কুঁচকানো চেহারার ভংগিমাটা এখনো অনেকের পছন্দের।
♦ পেশায় তিনি একজন কুস্তিগীর, গায়ক, এবং হলিউডের একজন অত্যন্ত সফল অভিনেতা। তার বাপ দাদা সকলেই ছিলেন প্রফেশনাল রেস্লিং এর ঐতিহাসিক নাম। একই সাথে তার 'Anoa' ফ্যামিলির অধিকাংশ ব্যক্তিবর্গই প্রো রেস্লিং এর সদস্য। 'ইউনিভার্সিটি অফ মায়ামি' তে পড়াকালীন তিনি একজন কলেজ ফুটবলার ছিলেন যিনি ১৯৯১ সালে তার দলের হয়ে "ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেন" ক্যালিফোর্নিয়া তে জন্মগ্রহণ করলেও শৈশব-কিশোরকাল তিনি নিউ জিলেন্ড এবং আমেরিকার মধ্যে সম্মিলিত ভাবে কাটান।
১৯৯৬ সালে প্রো রেস্লিং এর সে সময়ের অন্যতম বিখ্যাত কোম্পানী WWF এ জয়েন করেন নিজের দাদার নাম অনুসরণ করে 'রকি মায়াভিয়া' নাম রেখে। তবে দূর্ভাগ্যবশত শুরু শুরুতে তাকে অনেকেই অপছন্দ করেন। কিন্তু পরবর্তীতে যখন খল চরিত্রে নিজেকে দর্শক দের সামনে উপস্থাপন করেন তখন তার কথা বলার ধরণ, ভাব ভংগি, লুক, স্টাইল, ক্যারিজমা দর্শক দের মন কাড়ে। এবং পররবর্তীতে একজন সফল প্রফেশনাল রেস্লার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে তাকে সহায়তা করে।
♣ তার গড গিফটেড ভংগিমা দেখে তাকে অনেকেই WWf এর শ্রেষ্ঠ এন্টারটেইনার হিসেবে দাবী করেন। আর তার এই এন্টারটেইনিং এর মনোভাব খানাই তার "অভিনয় জগতে" তাকে সফল করতে সাহায্য করে ।
• অভিনয় জগত:-
১৯৯৯ সাল থেকেই ছোটোখাটো স্থানে অভিনয় করেন তিনি। "That 70's show" নামক একটি শো তে তিনি প্রথমে তার পিতার চরিত্রে অভিনয় করেন। এছাড়াও বিভিন্ন শো এর দু এক পর্বে হঠাত বিঠাত গেস্ট এপিয়ারেন্স হিসেবে তাকে দেখা যায়। তবে 'বক্স অফিস' ধামাকা শুরু হয় ২০০০ সালের পরে যেখানে তিনি ২০০১ সালে 'The Mummy Returns' নামক মুভির মাধ্যমে অভিষেক ঘটান। পরবর্তীতে আরো অনেক অসাধারণ মুভির মাধ্যমে আমাদের এখনো বিনোদিত করে যাচ্ছেন। ক্যারিয়ারে তিনি বিভিন্ন রকমের একশন-থ্রিলিং-কমেডি মুভিতে ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। বর্তমান জেনারেশন এর সবচেয়ে বিখ্যাত সিকুয়েল সাগা "Fast and the furious" এর ৫ম সিকুয়েলে তিনি সর্বপ্রথম কাজ করেন। এবং পরবর্তী ৬ষ্ঠ, ৭ম সিকুয়েলেও তিনি আছেন।
তার এখন পর্যন্ত্য করা সকল মুভিসমূহ:-
-Beyond the Mat (1999)
-Longshot (2000)
-The Mummy Returns (2001)
-The Scorpion King (2002)
-The Rundown (2003)
-Walking Tall (2004)
-Be Cool (2005)
-Doom (2005)
-Gridiron Gang (2006)
-Reno 911!: Miami (2007)
-Southland Tales (2007)
-The Game Plan (2007)
-Get Smart (2008)
-Race to Witch Mountain (2008)
-Planet 51 (2009)
-Tooth Fairy (2010)
-Why Did I Get Married Too? (2010)
-The Other Guys (2010)
-You Again (2010)
-Faster (2010)
-Fast Five (2011)
-Journey 2: The Mysterious Island (2012)
-Snitch (2013)
-G.I. Joe: Retaliation (2013)
-Pain & Gain (2013)
-Fast & Furious 6 (2013)
-Empire State (2013)
-Hercules (2014)
-Furious 7 (2015)
-San Andreas (2015)
-Central Intelligence (2016)
-Moana (2016)
মুভিজগতের কিছু অর্জন:-
-2001: Teen Choice Awards – Choice Movie Villain
-2012: CinemaCon Action Star of the Year
-2013: Kids Choice Awards – Favorite Male Butt Kicker
-2016: People's Choice Award – Favorite Premium Cable TV Actor
-2016: People Magazine Sexiest Man Alive
-2017: Star on the Hollywood Walk of Fame
-2017: People's Choice Award for Favorite Premium Series Actor
ব্যক্তিগত জীবনে তিনি ১৯৯৭ সালে Danny Garcia এর সাথে তার প্রথম বিয়ে হয়। ২০০১ সালে তাদের এ ঘরে একটি সন্তান ও হয়। ২০০৭ সালে তারা আলাদা হয়ে যায়। ২০০৭ সাল থেকেই তিনি Lauren Hashian এর সাথে প্রেমে জড়িয়ে পড়েন। ২০১৫ সালে তাদের একটি কন্যাসন্তান জন্ম হয় যার নাম রাখা হয় জেসমিন। ২০০০ সালে 'The Rock Says...' নামক একটি অটোবায়োগ্রাফি বের করা হয় যার লেখক ছিলেন Joe Layden.
মুভির পাশাপাশি তিনি প্রো রেস্লিংএও মাঝে মাঝে আসেন। বর্তমানে WWE তে তিনি একজন পার্টটাইমার হিসেবে কর্মরত আছেন। ছেলেবেলা থেকেই নিজের পিতা এবং দাদার মত একজন সফল প্রো রেস্লার হতে চেয়েছিলেন। এবং যতদিন রেস্লিং জগতে ছিলেন সফল ই ছিলেন। এবং একই সাথে নিজের বুদ্ধিমত্তার কারণে "অভিনয় জগত" এও নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে পেরেছেন।
মজার ব্যপার তার একটি দারুণ "গিনিজ বুকের ওয়ার্ল্ড রেকর্ড" রয়েছে। যেটি হল, তিনি ২০১৫ সালে ৩মিনিটে সর্বোচ্চ (১০৫টি) সেল্ফি তুলেছেন ফ্যান দের সাথে । এছাড়াও চ্যারিটিতে সর্বোচ্চ ১মিলিয়ন ডলার অনুদান এর রেকর্ড ও রয়েছে তার।
♥♥আশা করি ভবিষ্যতে আরো অসাধারণ সব বক্স অফিস কাপানো মুভির মাধ্যমে আমাদের বিনোদনে বিনোদিত করবেন Dwayne Johnson Rocky Maiavia♥♥
• লেখক ঃ ২৪ ঘন্টা রেসলিং আড্ডা -Wrestling Altyme
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন