Pro Wrestling থেকে বিদায় জানালেন সবার প্রিয় একজন রেসলার The Undertaker😩। তিনি তার “Last Ride” ডকুমেন্টারিতে নিজের রেসলিং ক্যারিয়ারের এন্ডিং ঘোষণা দিলেন। হুট করে এমন খবর শুনতে হবে, কখনো ভাবিনি 😣। আর হয়ত দেখা হবে না রেসলিং রিং-এ। তিনি নিজেই বলেছেন, WM36 -ই ছিলো তার ক্যারিয়ার এন্ডিং এর বেস্ট মোমেন্ট। আর কখনো শোনা হবে না বিদ্যুৎ চকমকানো সেই আওয়াজ। যার জন্য রেসলিং এর প্রতি একটা নেশা চলে আসছিলো, তিনি আজ তার রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন। তার বয়স হয়েছে, এটা আমাদেরকে মানতেই হবে তার রিটায়ারমেন্ট আবশ্যক ছিলো। তবুও যেনো মানতে পারছি না। 

চলে গেলেন “One Of The Greatest” রেসলার, দাড়ান দাড়ান!! তিনি তো ‘One Of The’ Greatest না😅। তিনি-ই হচ্ছে “The Greatest Of All Time” তাকে নিয়ে কিছু লেখার মতো খুজে পাচ্ছি না, নাকি তার এই দুঃসংবাদ টা লেখালেখি থামিয়ে দিলো :') আর হয়ত দীর্ঘ সময় ধরে র‍্যাম্পে আসার মুহুর্ত টা পাবো না, রিং এনাউন্সারের দীর্ঘক্ষণ ধরে "The Undertaker" বলা টা আর শোনা হবে না, শিহরণ জাগানো সেই মিউজিক টা আর বাজবে না, আর না। আশা করবো, আর একবারের জন্য হলেও যেনো তিনি রিটার্ন করেন। 💔 জাস্ট একবার। জাস্ট একবার।

Thank You ‘The Phenom’, ‘The Deadman’, ‘The God Of Wrestling’ The Undertaker!!

• লেখক ঃ Mon Mahmud

রেসলিং থেকে বিদায় নিলেন Undertaker!



Pro Wrestling থেকে বিদায় জানালেন সবার প্রিয় একজন রেসলার The Undertaker😩। তিনি তার “Last Ride” ডকুমেন্টারিতে নিজের রেসলিং ক্যারিয়ারের এন্ডিং ঘোষণা দিলেন। হুট করে এমন খবর শুনতে হবে, কখনো ভাবিনি 😣। আর হয়ত দেখা হবে না রেসলিং রিং-এ। তিনি নিজেই বলেছেন, WM36 -ই ছিলো তার ক্যারিয়ার এন্ডিং এর বেস্ট মোমেন্ট। আর কখনো শোনা হবে না বিদ্যুৎ চকমকানো সেই আওয়াজ। যার জন্য রেসলিং এর প্রতি একটা নেশা চলে আসছিলো, তিনি আজ তার রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন। তার বয়স হয়েছে, এটা আমাদেরকে মানতেই হবে তার রিটায়ারমেন্ট আবশ্যক ছিলো। তবুও যেনো মানতে পারছি না। 

চলে গেলেন “One Of The Greatest” রেসলার, দাড়ান দাড়ান!! তিনি তো ‘One Of The’ Greatest না😅। তিনি-ই হচ্ছে “The Greatest Of All Time” তাকে নিয়ে কিছু লেখার মতো খুজে পাচ্ছি না, নাকি তার এই দুঃসংবাদ টা লেখালেখি থামিয়ে দিলো :') আর হয়ত দীর্ঘ সময় ধরে র‍্যাম্পে আসার মুহুর্ত টা পাবো না, রিং এনাউন্সারের দীর্ঘক্ষণ ধরে "The Undertaker" বলা টা আর শোনা হবে না, শিহরণ জাগানো সেই মিউজিক টা আর বাজবে না, আর না। আশা করবো, আর একবারের জন্য হলেও যেনো তিনি রিটার্ন করেন। 💔 জাস্ট একবার। জাস্ট একবার।

Thank You ‘The Phenom’, ‘The Deadman’, ‘The God Of Wrestling’ The Undertaker!!

• লেখক ঃ Mon Mahmud

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!