ইতিহাসের পাতায় লেখা আছে যে Chris Benoit তার স্ত্রী ও পুত্রকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছিলেন। তবে এখনো তার মৃত্যু অনেকের কাছে রহস্যই রয়ে গেছে। আজ আমি Benoit -এর মৃত্যু রহস্য নিয়েই বিস্তারিত আলোচনা করবো।

২৫ জুন ২০০৭ এর ব্রেকিং নিউজ ছিল : "Chris Benoit is no more! Benoit & his family members were found dead"। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে যায়। Raw বাতিল করে WWE সম্প্রচার করে Benoit -কে ট্রিবিউট দিয়ে ৩ ঘণ্টার একটি শো। পুলিশ তদন্ত শুরু করে ঘটনার তলানিতে পৌঁছাতে।

সব ঘটনা ঘটেছিলো ২২ থেকে ২৪ জুনের মধ্যে। Benoit -এর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় সুইমিংপুল এর সামনে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী Nancy - এর শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যার পর Nancy -এর লাশ অনেক দূর পর্যন্ত মাটিতে ঘসে নেয়া হয়। Benoit -এর ছেলে Daniel -কে শ্বাসরোধ করে হত্যা করা হয়, তার শরীরে হরমোনের ইনজেকশন দেওয়া হয়।

এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে Chris Benoit হত্যা করেছেন তার স্ত্রী ও ছেলেকে৷ কারণ Benoit -এর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। Benoit তার সর্বশেষ শোতে একটি প্রমো কাট করেছিলেন। উক্ত প্রমোতে Benoit বলেছিলেন, "আমি এমন কিছু করতে চলেছি যা সবাই চিরকাল মনে রাখবে।" ঐ প্রমোটিতে নিজের পরিবার নিয়েও কথা বলেন Benoit। টেকনিক্যাল রেসলিং করার পাশাপাশি Benoit অনেক হার্ড-হিটিং মুভও ব্যবহার করতেন, যেমনঃ Diving Headbutt, মাথায় চেয়ারশট নেওয়া ইত্যাদি। এসব মুভ ব্যবহার করার ফলে তার মস্তিষ্কে অনেক বাজেভাবে ক্ষয় হয়ে যায়। মাঝেধ্যে তিনি অকারণেই রেগে যেতেন, স্মৃতিশক্তিও অনেক কমে গিয়েছিলো। Benoit -এর সহধর্মিণী Nancy -এর সাথে প্রায় সময়ই ঝগড়া বিবাদ করতেন। এজন্য Benoit -এর উপর ক্ষুব্ধ হয়ে ডিভোর্স ফাইল করেছিলেন Nancy। অবশ্য পরে ডিভোর্স ফাইলের আবেদন বাতিল করেছিলেন।

তবে Benoit -এর বিরুদ্ধে যেমন প্রমাণ আছে, তার পক্ষেও কিছু প্রমাণ রয়েছে। FBI এই প্রমাণ গুলো একটি ওয়েবসাইটে প্রকাশ করে। আমি একে একে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি৷

Benoit এর মৃত্যুর একদিন আগে অর্থাৎ ২৩শে জুন Chris Benoit কথা বলেন বন্ধু Chavo Guerreo -এর সাথে! Chavo বলেন, “আমি ২৩ তারিখ রাতে Benoit কে অনেকবার ফোন করার পর একবার রিসিভ করে। আমাকে সে বলে যে সে তখন ব্যস্ত ছিল তাই ফোন রিসিভ করতে পারেনি। পরের দিন আমাদের শো ছিলো টেক্সাসে, আমরা সবাই ইতিমধ্যেই টেক্সাসে পৌঁছে গিয়েছিলাম। Benoit তখনো সেখানে পৌঁছায়নি৷ আমি ফোন করলে সে রিসিভ করেনা৷ অতঃপর রাত ২টা ৩০ মিনিটে আমি তাকে ভয়েস মেসেজ পাঠাই। অনেক পর সে আমাকে মেসেজ করে বলে, "আমি ফ্লাইট মিস করেছি, পরের ফ্লাইটে আমি আসবো।" পরে আমরা সবাই খবর পাই সে আর বেঁচে নেই।" Chavo - এর বক্তব্যটি আরেকটি অংক মেলাতে সাহায্য করবে।

অনেকদিন তদন্ত করার পর Benoit -এর পক্ষে অনেক প্রমাণ প্রকাশিত হয়। প্রমাণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো Kevin Sullivan। Kevin sullivan হলেন Chris Benoit -এর স্ত্রী Nancy -এর প্রথম স্বামী। Chris Benoit -কে হত্যা করার হুমকি দিয়েছিলেন Kevin। চমকে দেওয়ার মতো একটি বিষয় হলো Chris Benoit যেদিন মৃত্যুবরণ করেছিলেন অর্থাৎ ২৪শে জুন ২০০৭, এর থেকে ঠিক ১০ বছর পূর্বে ১৯৯৭ সালে Nancy -এর সাথে Sullivan -এর ডিভোর্স হয়।

আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে Chris Benoit মৃত্যুর পূর্বে নেশা জাতীয় দ্রব্য পান করেছিলেন, তার লাশের পাশেও অনেক এলকোহল জাতীয় দ্রব্য ছিলো। কিন্তু ময়নাতদন্তের সময় তার শরীরের মধ্যে কোনো এলকোহল জাতীয় দ্রব্য পাওয়া যায়নি।

রিপোর্ট অনুযায়ী, Benoit মৃত্যুর পূর্বে Chavo -এর সাথে কথা বলেন, তখন হঠাৎ কেউ বাসায় আসে এবং ফোনের লাইন কেটে যায়। মৃত্যুর পর তার মোবাইল থেকে মেসেজ পাঠানো হয়। আমি আগেই বলেছিলাম Chavo -এর বক্তব্যগুলো একটি অংক মেলাতে সাহায্য করবে। FBI -এর রিপোর্ট অনুযায়ী Benoit -এর মৃত্যুর পর তার মোবাইল থেকে মেসেজ পাঠানো হয়, Chavo বলেছিলেন তিনি ভয়েস মেসেজ পাঠানোর অনেক পর Benoit মেসেজ দিয়ে বলেন যে তিনি ফ্লাইট মিস করেছেন, পরের ফ্লাইটে আসবেন। আশ্চর্যের বিষয় হলযে মেসেজটি Benoit -এর মৃত্যুর পর পাঠানো হয়!

Benoit -এর মৃতদেহ উদ্ধার হওয়ার আগেই তার মৃত্যুর খবর ছড়িয়ে যায়। পুলিশ খবর পেয়ে আসার সময় Benoit -এর বাসা থেকে একটি গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়।

এতো প্রমাণ থাকার পরও সবাই আজো Benoit -কে তার স্ত্রী-সন্তানের হত্যাকারী বলে মনে করে। WWE তার সমস্ত স্মৃতি তাদের ইতিহাস থেকে মুছে দেয়৷ নিচে Benoit এর স্বপরিবার ছবি দেওয়া হল :


• লেখক : Mohathir Ahmed

Chris Benoit কি আসলেই খুনি ছিলেন?


ইতিহাসের পাতায় লেখা আছে যে Chris Benoit তার স্ত্রী ও পুত্রকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছিলেন। তবে এখনো তার মৃত্যু অনেকের কাছে রহস্যই রয়ে গেছে। আজ আমি Benoit -এর মৃত্যু রহস্য নিয়েই বিস্তারিত আলোচনা করবো।

২৫ জুন ২০০৭ এর ব্রেকিং নিউজ ছিল : "Chris Benoit is no more! Benoit & his family members were found dead"। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে যায়। Raw বাতিল করে WWE সম্প্রচার করে Benoit -কে ট্রিবিউট দিয়ে ৩ ঘণ্টার একটি শো। পুলিশ তদন্ত শুরু করে ঘটনার তলানিতে পৌঁছাতে।

সব ঘটনা ঘটেছিলো ২২ থেকে ২৪ জুনের মধ্যে। Benoit -এর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় সুইমিংপুল এর সামনে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী Nancy - এর শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যার পর Nancy -এর লাশ অনেক দূর পর্যন্ত মাটিতে ঘসে নেয়া হয়। Benoit -এর ছেলে Daniel -কে শ্বাসরোধ করে হত্যা করা হয়, তার শরীরে হরমোনের ইনজেকশন দেওয়া হয়।

এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে Chris Benoit হত্যা করেছেন তার স্ত্রী ও ছেলেকে৷ কারণ Benoit -এর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। Benoit তার সর্বশেষ শোতে একটি প্রমো কাট করেছিলেন। উক্ত প্রমোতে Benoit বলেছিলেন, "আমি এমন কিছু করতে চলেছি যা সবাই চিরকাল মনে রাখবে।" ঐ প্রমোটিতে নিজের পরিবার নিয়েও কথা বলেন Benoit। টেকনিক্যাল রেসলিং করার পাশাপাশি Benoit অনেক হার্ড-হিটিং মুভও ব্যবহার করতেন, যেমনঃ Diving Headbutt, মাথায় চেয়ারশট নেওয়া ইত্যাদি। এসব মুভ ব্যবহার করার ফলে তার মস্তিষ্কে অনেক বাজেভাবে ক্ষয় হয়ে যায়। মাঝেধ্যে তিনি অকারণেই রেগে যেতেন, স্মৃতিশক্তিও অনেক কমে গিয়েছিলো। Benoit -এর সহধর্মিণী Nancy -এর সাথে প্রায় সময়ই ঝগড়া বিবাদ করতেন। এজন্য Benoit -এর উপর ক্ষুব্ধ হয়ে ডিভোর্স ফাইল করেছিলেন Nancy। অবশ্য পরে ডিভোর্স ফাইলের আবেদন বাতিল করেছিলেন।

তবে Benoit -এর বিরুদ্ধে যেমন প্রমাণ আছে, তার পক্ষেও কিছু প্রমাণ রয়েছে। FBI এই প্রমাণ গুলো একটি ওয়েবসাইটে প্রকাশ করে। আমি একে একে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি৷

Benoit এর মৃত্যুর একদিন আগে অর্থাৎ ২৩শে জুন Chris Benoit কথা বলেন বন্ধু Chavo Guerreo -এর সাথে! Chavo বলেন, “আমি ২৩ তারিখ রাতে Benoit কে অনেকবার ফোন করার পর একবার রিসিভ করে। আমাকে সে বলে যে সে তখন ব্যস্ত ছিল তাই ফোন রিসিভ করতে পারেনি। পরের দিন আমাদের শো ছিলো টেক্সাসে, আমরা সবাই ইতিমধ্যেই টেক্সাসে পৌঁছে গিয়েছিলাম। Benoit তখনো সেখানে পৌঁছায়নি৷ আমি ফোন করলে সে রিসিভ করেনা৷ অতঃপর রাত ২টা ৩০ মিনিটে আমি তাকে ভয়েস মেসেজ পাঠাই। অনেক পর সে আমাকে মেসেজ করে বলে, "আমি ফ্লাইট মিস করেছি, পরের ফ্লাইটে আমি আসবো।" পরে আমরা সবাই খবর পাই সে আর বেঁচে নেই।" Chavo - এর বক্তব্যটি আরেকটি অংক মেলাতে সাহায্য করবে।

অনেকদিন তদন্ত করার পর Benoit -এর পক্ষে অনেক প্রমাণ প্রকাশিত হয়। প্রমাণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো Kevin Sullivan। Kevin sullivan হলেন Chris Benoit -এর স্ত্রী Nancy -এর প্রথম স্বামী। Chris Benoit -কে হত্যা করার হুমকি দিয়েছিলেন Kevin। চমকে দেওয়ার মতো একটি বিষয় হলো Chris Benoit যেদিন মৃত্যুবরণ করেছিলেন অর্থাৎ ২৪শে জুন ২০০৭, এর থেকে ঠিক ১০ বছর পূর্বে ১৯৯৭ সালে Nancy -এর সাথে Sullivan -এর ডিভোর্স হয়।

আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে Chris Benoit মৃত্যুর পূর্বে নেশা জাতীয় দ্রব্য পান করেছিলেন, তার লাশের পাশেও অনেক এলকোহল জাতীয় দ্রব্য ছিলো। কিন্তু ময়নাতদন্তের সময় তার শরীরের মধ্যে কোনো এলকোহল জাতীয় দ্রব্য পাওয়া যায়নি।

রিপোর্ট অনুযায়ী, Benoit মৃত্যুর পূর্বে Chavo -এর সাথে কথা বলেন, তখন হঠাৎ কেউ বাসায় আসে এবং ফোনের লাইন কেটে যায়। মৃত্যুর পর তার মোবাইল থেকে মেসেজ পাঠানো হয়। আমি আগেই বলেছিলাম Chavo -এর বক্তব্যগুলো একটি অংক মেলাতে সাহায্য করবে। FBI -এর রিপোর্ট অনুযায়ী Benoit -এর মৃত্যুর পর তার মোবাইল থেকে মেসেজ পাঠানো হয়, Chavo বলেছিলেন তিনি ভয়েস মেসেজ পাঠানোর অনেক পর Benoit মেসেজ দিয়ে বলেন যে তিনি ফ্লাইট মিস করেছেন, পরের ফ্লাইটে আসবেন। আশ্চর্যের বিষয় হলযে মেসেজটি Benoit -এর মৃত্যুর পর পাঠানো হয়!

Benoit -এর মৃতদেহ উদ্ধার হওয়ার আগেই তার মৃত্যুর খবর ছড়িয়ে যায়। পুলিশ খবর পেয়ে আসার সময় Benoit -এর বাসা থেকে একটি গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়।

এতো প্রমাণ থাকার পরও সবাই আজো Benoit -কে তার স্ত্রী-সন্তানের হত্যাকারী বলে মনে করে। WWE তার সমস্ত স্মৃতি তাদের ইতিহাস থেকে মুছে দেয়৷ নিচে Benoit এর স্বপরিবার ছবি দেওয়া হল :


• লেখক : Mohathir Ahmed

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!