আসল নাম

Michael Francis Foley

জন্মদিন

৭ জুন, ১৯৬৫

জন্মস্থান

Bloomington, Indiana, US

বাসস্থান

Long lsland, New York, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)

ওজন

১৩০ কেজি (২৮৭ পাউন্ড)

ট্রেনার

Dominic DeNucci

অভিষেক

১৯৮৩ সাল

অবসর

২০১২ সাল


মিক ফোলি একজন সফল রিটায়ার্ড রেসলার, তাছাড়া তিনি একজন কমেডিয়ানও বটে।  রেসলিং ইতিহাসের একটি অন্যতম এই লেজেন্ডের প্রত্তেকটা মুহুর্তই ছিল চমকজনক। রেসলিং ইতিহাসে তিনিই একমাত্র হার্ডকোর রেসলার যিনি ভয়ানক মুহুর্ত হেসে কাটিয়ে পার করেছেন। Mick Foley ছিল রেসলিং জগতে এক ভয়ংকর নাম, একসময় তার নাম শুনে রেসলিং জগৎ কেপে উঠত। তিনি হিল বা ফেস সবখানে ভয়ংকর ছিলেন এবং রেসলার কেই Injury তে পাঠিয়েছেন। তার মার ছিল খুব যন্ত্রণাদায়ক, কাটা তারের উপরেও সে তার ফিনিশিং মুভ দিত। এমনকি কাঠের সাথে পেরেক লাগিয়ে গায়ে ডুকিয়ে দিতেও পিছুপা হত না।

WWE তে তার ৩ টা গিমিক ছিল: ক্যাকটাস জ্যাক, ডুড লাভ ও ম্যানকাইন্ড। তার রেসলিং এর স্টাইল ছিল খুবই হার্ডকোর, এর কারণে তিনি নিজেও তার ক্যারিয়ারে কয়েকটা মারাত্মক ইঞ্জুরি তে পরেন। আন্ডারটেকার এর সাথে তার Hell In A Cell ম্যাচটা আসল রেসলিং ফ্যানরা কেউ ভুলতে পারবে না। তিনি ৩ বারের WWE, ৮  বারের Tag Team, ১ বারের Hardcore আর ১ বারের TNA চ্যাম্পিয়ন। তাকে ২০১৩ সালে হল অফ ফেইমে ইন্ডাক্ট করা হয়। ডেবিউ করেন ১৯৮৩ সালে এবং Retired হয় ২০১২ সালে।

♦ ব্যক্তিগত জীবন :

৭ জুলাই, ১৯৬৫ সালে অ্যামেরিকার Blomingtion, Indiana -তে জন্মগ্রহন করেন Michael Francis Foley। তিনি Ward Melville High School এ লেখাপড়া করেন। কলেজে থাকাকালিন তৈরি হয় রেসলিং এর প্রতি তার গভির আগ্রহ। তিনি এবং তার কলেজ লাইফের ফ্রেন্ড Kevin James এক সাথে রেসলিং করা শুরু করেন। Foley এর প্রিয় রেসলার হল Jimmy Snuka।

♦ রেসলিং ক্যারিয়ার :

তিনি ১৯৮৩ সালে তার কলেজের একটি ক্লাব WCCW তে ডেবিউ করেন। ১৯৯১ সালে তিনি WCW তে ডেবিউ করেন এবং ১৯৯৪ সালে ECW তে চলে আসেন। ১৯৯৬ সালে তিনি WWF এ আসেন। WWF এ তিনি আনেক ফিউড করেন। তার সব থেকে গুরুত্বপূর্ণ ফিউড ছিল The Undertaker এর সাথে। তিনি ২০০৮ সালে TNA তে চলে যান এবং সেখানে ২০১১ সাল পর্যন্ত খেলে আবার WWE তে Return করেন। WWE তে তাকে Hall Of Fame করা হয়।

• মিক ফোলির গিমিক সমূহ :

Mick Foley প্রো রেসলিং জগতে এক অনবদ্য নাম। তিনি বিখ্যাত হয়েছিলেন তার অবিশ্বাস্য, রোমহর্ষক রিস্ক ও বাম্প নেওয়ার জন্য। তবে আরও একটা বিষয়ে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, সেটা হচ্ছে গিমিক। Mick Foley প্রথম রেসলার যিনি একটা দুইটা নয়, বরং তিনটি গিমিকে রেসলিং করেন।

MANKIND : ১৯৯৬ সালে তিনি MANKIND গিমিকে WWF এ ডেবিউ করেন। তিনি মাস্ক পরিহিত Mentally Unstable, Deranged রেসলার হিসেবে কাজ করতেন তখন। এই গিমিকে The UNDERTAKER এর সাথে হওয়া Hell In A Cell ম্যাচের কথা তো সবার মনে আছে, তাই না? মজার ব্যাপার হচ্ছে Vince McMahon একেবারেই Foley কে পছন্দ করতেন না, তাই তাকে মাস্ক পরে রেসলিং করতে বাধ্য করেন, যার থেকে জন্ম নেয় MANKIND😎, অর্থাৎ ভিন্সের এই অপছন্দের কারনেই ফোলির সর্বশ্রেষ্ঠ গিমিকের উৎপত্তি হয়।

DUDE LOVE : Foley এর Happy, Baby Boy Face হচ্ছে DUDE LOVE। রঙ্গিন টিশার্ট পরে নাচতে নাচতে এন্ট্রি নিতেন। এই গিমিকে The Rock এর সাথে Rock-N-Sock Connection গঠন করেন Foley, আর এই সেগমেন্টটি ছিল RAW এর সবচেয়ে বেশি রেটিং পাওয়া সেগমেন্ট 😍

CACTUS JACK : MICK FOLEY এর Alter Ego হচ্ছে Cactus Jack। ব্যক্তিগত ভাবে Foley এর সবচেয়ে প্রিয় গিমিক ছিল এটি। ১৯৯৭ সালে এই গিমিকের ডেবিউ হয়।

এছাড়াও তিনি Jack Foley এবং Mick Foley রিং নেমেও খেলেছেন।

• একই রয়্যাল রাম্বালে তিন গিমিকে এন্ট্রি :

১৯৯৮ সালের Royal Rumble ম্যাচে Mick Foley তার তিন গিমিকে তিনবার এন্ট্রি নেন! যা WWE এর ইতিহাসে এক ও অদ্বিতীয়। Royal Rumble ১৯৯৮ এর প্রথম এন্ট্র‍্যান্স হিসেবে ম্যাচ শুরু করেন Cactus Jack, তাকে এলিমিনেট করে দেন Chainsaw Charlie। ১৬ নাম্বারে এন্ট্রি নেন MANKIND, রিংয়ে ঢুকেই Chainsaw Charlie এর উপর ঝাপিয়ে পরেন এবং তাকে এলিমিনেট করে নিজের প্রতিশোধ হাসিল করেন। কিছুক্ষণ পর অবশ্য তাকে এলিমিনেট করে দেন GOLDDUST (Dustin Rhodes)। Dude Love এন্ট্রি নেন ২৮ নাম্বারে, ফারুকের হাতে এলিমিনেট হন তিনিও।

১৯৯৮ সালে Mick Foley এর গিমিকগুলো নিয়ে এক ঘন্টার একটি ডকুমেন্টারি মুভি বানায় WWE যার নাম ছিল ৩ Faces Of Foley। কোনো রেসলারের শুধু গিমিক নিয়ে এরকম আলাদা মুভি বানাতে দেখা যায়নি কখনো! আগেই বলেছিলাম Vince দাদু Foley কে পছন্দ করতেন না। Foley কে নিয়োগ করেছিলেন The Legendary JIM ROSS! এক সাক্ষাতকারে তিনি বলেন "Foley তার ৩টি ক্যারেকটারই অত্যন্ত নিপুণভাবে পালন করতে পারতেন। তিনি রিংয়ে আসার ঠিক আগের মুহূর্তে ঠিক করতেন কোন ক্যারেকটারে আসবেন এবং তিনি যে রোলই প্লে করতেন, সফল হতেন"।

• মিক ফোলি এবং টেকারের লেজেন্ডারি ম্যাচ :

১৯৯৮ সালের ২৮শে জুন WWF এ কিং অফ দ্যা রিং পিপিভিতে লর্ড অফ ডার্কনেস The Undertaker এবং হার্ডকোর লেজেন্ড Mick Foley এর মধ্যে ঐতিহাসিক হেল ইন এ সেল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেটা ইতিহাসের সেরা হেল ইন এ সেল ম্যাচ হিসেবে পরিচিত। মিক ফোলি তখন ম্যানকাইন্ড গিমিকে ছিলো। প্রথমেই টেকার ও ফোলি কেজের উপরে উঠে মারামারি শুরু করে দেয়। আন্ডারটেকার মিক ফোলিকে চেয়ার শট দেয়। এক পর্যায়ে টেকার ফোলিকে কেজের উপর থেকে এনাউন্স টেবিলের উপর ফেলে দেয়। মিক ফোলির হাড় ভেঙে যায়, দাঁত ভেঙে নাকের ঢুকে যায়। হাতেও খুব আঘাত পায়। সবাই এসে তাকে চেক করতে লাগলো, উপস্থিত ছিলেন স্বয়ং ভিন্স মিকম্যান ও। কমেন্টেটর বলতে লাগলো এটা সম্ভবত ইতিহাসের সবচাইতে ছোট হেল ইন এ সেল ম্যাচ।

আন্ডারটেকার তখনো সেলের উপরে ছিল। এক পর্যায়ে সেল তুলে নেয়া হচ্ছিলো টেকার উপরে থাকতেই, তবে পরে আবার নামানো হয়। ফোলিকে নিয়ে যাওয়া হচ্ছিলো, কিন্তু অর্ধেক পথ যেতেই সবাইকে তাক লাগিয়ে মিক ফোলি আবার ফিরে আসলো। আন্ডারটেকার আর মিক ফোলি আবার সেলের উপরর উঠে মারামারি শুরু করলো। টেকার ফোলিকে চেয়ার সহ সেলের উপর থেকে চোকস্ল্যাম দিয়ে রিঙে ফেলে দেয়। টেরি ফান্ক ফোলিকে চেক করতে আসলে টেকার তাকেও চোকস্ল্যাম দেয়। তাদের মধ্যে পুনরায় ম্যাচ শুরু হয়।

মিক ফোলি স্টীল স্টেয়ার ব্যবহার করতে গিয়ে হাতের ইঞ্জুরির জন্য সেটা তুলতে সক্ষম হতে পারলো না। আন্ডারটেকার স্টেয়ার দিয়ে তাকে আঘাত করতে করতে লাগলো। এক পর্যায়ে মিক ফোলি আন্ডারটেকারকে চেয়ারের উপর পাইলড্রাইভার দেয়। তারপর লেগড্রপ, শেষমেশ ডিডিটি। তাদের দুজনেরই প্রচন্ড ব্লীডিং হচ্ছিলো।

মিক ফোলি ব্যাগ থেকে রিঙে পিন ফেলতে লাগলো। তারপর টেকারকে Mandible Claw দিয়েও ব্যার্থ হয় মিক ফোলি। আন্ডারটেকার ফোলিকে পেছনে নিয়ে উঠে দাঁড়ায়, এবং পিন গুলোর উপর ল্যান্ড করে। ফোলির পুরো পিঠে পিন গুলো ঢুকে গিয়েছিলো। কিন্তু টেকার এতেও থেমে যায়নি। মিক ফোলিকে আবারো সেই পিনগুলোর উপর চোকস্ল্যাম দেয়। তারপর টুম্বস্টন পাইলড্রাইভার দিয়ে ম্যাচ জিতে যায়। মিক ফোলি এই চরম হার্ডকোর ম্যাচের পর বেশ কয়েকবছর গুরুতর ইঞ্জুরিতে ভুগেছেন। কিন্তু সবাইকে অবাক করে আবারো রেসলিং- এ ফিরে এসেছিলেন।

• মিক ফোলির ক্যারিয়ারের অজানা তথ্য :

১) টিভি শো তে তার মোট ম্যাচ সংখ্যা ৪০৯টি এবং ৯১টি PPV তে অংশগ্রহন করেছেন।

২) ৩২টি ম্যাচে Main Eventer হল ফোলি।

৩) Location অনুযায়ী তার অন্যতম সেরা ম্যাচের স্থান St Louis মানে Randy Orton এর বাসস্থানে।

৪) সবথেকে বেশি টিভি শো তে ম্যাচ খেলেছেন ১৯৯৯ সালে - ৬৮টি ম্যাচ।

৫) সব থেকে বেশি ট্যাগ টিম হেন্ডিকেফ ম্যাচ খেলেছেন The Rock এর সাথে - ১১টি ম্যাচ।

৬) সবথেকে বেশি পিন করে হারিয়েছেন Road Dogg কে - ১০বার।

৭) সব থেকে বেশি জয় Pinfall এর মাধ্যমে - ৮৫টি।

৮) সবথেকে দীর্ঘতম ম্যাচ খেলেছেন ১৯৯৬ সালে WWF এ - ২৬ মিনিট ২৫ সেকেন্ড।

৯) সবথেকে দীর্ঘতম Royal Rumble ম্যাচ খেলেছেন ২০০৪ সালে - ৬১ মিনিট ৩০ সেকেন্ড।

১০) সবথেকে বেশি দিন টাইটেল ধরে রেখেছেন ECW World Tag Team Championship - ১০৬ দিন।

১১) Jack Foley এবং Cactus Jack Manson রিং নামে থাকাকালিন কোন ম্যাচ না হারার চমৎকার রেকর্ড আছে মিক ফোলির।

১২) বিভিন্ন রেসলিং কোম্পানিতে তার কিছু রেকর্ড :

  • World Wrestling Entertainment এ তার সর্ভমোট সংখ্যা ৬৪৮টি - জয় পেয়েছেন ৩০৭টি।
  • World Champinship Wrestling এ তার মোট ম্যাচ সংখ্যা ২৩৮টি - জয় পেয়েছেন ১০৫টি।
  • Extreme Championship Wrestling এ তার মোট ম্যাচ সংখ্যা ৬৪টি - জয় পেয়েছেন ৩২টি।
  • World Class Wrestling Association এ তার মোট ম্যাচ সংখ্যা ৩৭টি - জয় পেয়েছেন ১০টি।
  • Continental Wrestling Associathon এ তার মোট ম্যাচ সংখ্যা ২৩টি - জয় পেয়েছেন ১৩টি।
  • Total Nonstop Action Wrestling এ তার মোট ম্যাচ সংখ্যা ২২টি - জয় পেয়েছেন মাত্র ৬টি।
  • All Japan Pro Wrestling এ তার মোট ম্যাচ সংখ্যা ২২টি - জয় পেয়েছেন ৯টি।
  • Universal Wrestling Federation এ তার মোট ম্যাচ সংখ্যা ১৮টি - জয় পেয়েছেন ৯টি।
  • Smoky Mountain Wrestling এ তার মোট ম্যাচ সংখ্যা ১৬টি - জয় পেয়েছেন ১০টি।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Continental Wrestling Association

CWA Tag Team Championship (১ বার) – সঙ্গে : Gary Young

Extreme Championship Wrestling

ECW World Tag Team Championship (২ বার) – সঙ্গে : Mikey Whipwreck

Extreme Mid-South Wrestling

North American Championship (৩ বার)

Freelance Shows

Tri-Cities Tag Team Championships (১ বার) - with Shane Douglas

George Tragos/Lou Thesz Professional Wrestling Hall of Fame

Frank Gotch Award (২০১০)

International Wrestling Association of Japan

IWA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Tracy Smothers

King of the Deathmatch (১৯৯৫)

North American Wrestling

NAW Heavyweight Championship (১ বার)

National Wrestling League

NWL Heavyweight Championship (১ বার)

Ozark Mountain Wrestling

OMW North American Heavyweight Championship (১ বার)

Pro Wrestling Illustrated

Inspirational Wrestler of the Year (১৯৯৩)

Match of the Year (১৯৯৮) vs. The Undertaker in a Hell in a Cell match at King of the Ring

Match of the Year (১৯৯৯) vs. The Rock in an "I Quit" match at Royal Rumble

Ranked No. ১৯ of the top ৫০০ singles wrestlers in the PWI ৫০০ in ১৯৯৯

Ranked No. ৪৬ of the ৫০০ best singles wrestlers of the PWI Years in ২০০৩

Professional Wrestling Hall of Fame

Class of ২০১৭

Steel City Wrestling

SCW Heavyweight Championship (১ বার)

SCW Tag Team Championship (১ বার) – সঙ্গে : The Blue Meanie

Suffolk Sports Hall of Fame

Class of ১৯৯৯ (Category Wrestling)

Total Nonstop Action Wrestling

TNA Legends Championship (১ বার)

TNA World Heavyweight Championship (১ বার)

World Championship Wrestling

WCW World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Kevin Sullivan

World Class Championship Wrestling

USWA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Scott Braddock

WCWA World Light Heavyweight Championship (১ বার)

WCWA World Tag Team Championship (২ বার) – সঙ্গে : Super Zodiak II (১) এবং Scott Braddock (১)

World Wrestling Federation/WWE

WWF Championship (৩ বার)

WWF Hardcore Championship (১ বার)

WWF Tag Team Championship (৮ বার) – সঙ্গে : Stone Cold Steve Austin (১), Chainsaw Charlie (১), Kane (২), The Rock (৩) এবং Al Snow (১)

Tag Team Royal Rumble (১৯৯৮) – সঙ্গে : Kane

WWE Hall of Fame (Class of ২০১৩)

Wrestling Observer Newsletter

Best Brawler (১৯৯১)

Best on Interviews (১৯৯৫, ২০০৪, ২০০৬)


MICK FOLEY : মিক ফোলি


আসল নাম

Michael Francis Foley

জন্মদিন

৭ জুন, ১৯৬৫

জন্মস্থান

Bloomington, Indiana, US

বাসস্থান

Long lsland, New York, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)

ওজন

১৩০ কেজি (২৮৭ পাউন্ড)

ট্রেনার

Dominic DeNucci

অভিষেক

১৯৮৩ সাল

অবসর

২০১২ সাল


মিক ফোলি একজন সফল রিটায়ার্ড রেসলার, তাছাড়া তিনি একজন কমেডিয়ানও বটে।  রেসলিং ইতিহাসের একটি অন্যতম এই লেজেন্ডের প্রত্তেকটা মুহুর্তই ছিল চমকজনক। রেসলিং ইতিহাসে তিনিই একমাত্র হার্ডকোর রেসলার যিনি ভয়ানক মুহুর্ত হেসে কাটিয়ে পার করেছেন। Mick Foley ছিল রেসলিং জগতে এক ভয়ংকর নাম, একসময় তার নাম শুনে রেসলিং জগৎ কেপে উঠত। তিনি হিল বা ফেস সবখানে ভয়ংকর ছিলেন এবং রেসলার কেই Injury তে পাঠিয়েছেন। তার মার ছিল খুব যন্ত্রণাদায়ক, কাটা তারের উপরেও সে তার ফিনিশিং মুভ দিত। এমনকি কাঠের সাথে পেরেক লাগিয়ে গায়ে ডুকিয়ে দিতেও পিছুপা হত না।

WWE তে তার ৩ টা গিমিক ছিল: ক্যাকটাস জ্যাক, ডুড লাভ ও ম্যানকাইন্ড। তার রেসলিং এর স্টাইল ছিল খুবই হার্ডকোর, এর কারণে তিনি নিজেও তার ক্যারিয়ারে কয়েকটা মারাত্মক ইঞ্জুরি তে পরেন। আন্ডারটেকার এর সাথে তার Hell In A Cell ম্যাচটা আসল রেসলিং ফ্যানরা কেউ ভুলতে পারবে না। তিনি ৩ বারের WWE, ৮  বারের Tag Team, ১ বারের Hardcore আর ১ বারের TNA চ্যাম্পিয়ন। তাকে ২০১৩ সালে হল অফ ফেইমে ইন্ডাক্ট করা হয়। ডেবিউ করেন ১৯৮৩ সালে এবং Retired হয় ২০১২ সালে।

♦ ব্যক্তিগত জীবন :

৭ জুলাই, ১৯৬৫ সালে অ্যামেরিকার Blomingtion, Indiana -তে জন্মগ্রহন করেন Michael Francis Foley। তিনি Ward Melville High School এ লেখাপড়া করেন। কলেজে থাকাকালিন তৈরি হয় রেসলিং এর প্রতি তার গভির আগ্রহ। তিনি এবং তার কলেজ লাইফের ফ্রেন্ড Kevin James এক সাথে রেসলিং করা শুরু করেন। Foley এর প্রিয় রেসলার হল Jimmy Snuka।

♦ রেসলিং ক্যারিয়ার :

তিনি ১৯৮৩ সালে তার কলেজের একটি ক্লাব WCCW তে ডেবিউ করেন। ১৯৯১ সালে তিনি WCW তে ডেবিউ করেন এবং ১৯৯৪ সালে ECW তে চলে আসেন। ১৯৯৬ সালে তিনি WWF এ আসেন। WWF এ তিনি আনেক ফিউড করেন। তার সব থেকে গুরুত্বপূর্ণ ফিউড ছিল The Undertaker এর সাথে। তিনি ২০০৮ সালে TNA তে চলে যান এবং সেখানে ২০১১ সাল পর্যন্ত খেলে আবার WWE তে Return করেন। WWE তে তাকে Hall Of Fame করা হয়।

• মিক ফোলির গিমিক সমূহ :

Mick Foley প্রো রেসলিং জগতে এক অনবদ্য নাম। তিনি বিখ্যাত হয়েছিলেন তার অবিশ্বাস্য, রোমহর্ষক রিস্ক ও বাম্প নেওয়ার জন্য। তবে আরও একটা বিষয়ে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, সেটা হচ্ছে গিমিক। Mick Foley প্রথম রেসলার যিনি একটা দুইটা নয়, বরং তিনটি গিমিকে রেসলিং করেন।

MANKIND : ১৯৯৬ সালে তিনি MANKIND গিমিকে WWF এ ডেবিউ করেন। তিনি মাস্ক পরিহিত Mentally Unstable, Deranged রেসলার হিসেবে কাজ করতেন তখন। এই গিমিকে The UNDERTAKER এর সাথে হওয়া Hell In A Cell ম্যাচের কথা তো সবার মনে আছে, তাই না? মজার ব্যাপার হচ্ছে Vince McMahon একেবারেই Foley কে পছন্দ করতেন না, তাই তাকে মাস্ক পরে রেসলিং করতে বাধ্য করেন, যার থেকে জন্ম নেয় MANKIND😎, অর্থাৎ ভিন্সের এই অপছন্দের কারনেই ফোলির সর্বশ্রেষ্ঠ গিমিকের উৎপত্তি হয়।

DUDE LOVE : Foley এর Happy, Baby Boy Face হচ্ছে DUDE LOVE। রঙ্গিন টিশার্ট পরে নাচতে নাচতে এন্ট্রি নিতেন। এই গিমিকে The Rock এর সাথে Rock-N-Sock Connection গঠন করেন Foley, আর এই সেগমেন্টটি ছিল RAW এর সবচেয়ে বেশি রেটিং পাওয়া সেগমেন্ট 😍

CACTUS JACK : MICK FOLEY এর Alter Ego হচ্ছে Cactus Jack। ব্যক্তিগত ভাবে Foley এর সবচেয়ে প্রিয় গিমিক ছিল এটি। ১৯৯৭ সালে এই গিমিকের ডেবিউ হয়।

এছাড়াও তিনি Jack Foley এবং Mick Foley রিং নেমেও খেলেছেন।

• একই রয়্যাল রাম্বালে তিন গিমিকে এন্ট্রি :

১৯৯৮ সালের Royal Rumble ম্যাচে Mick Foley তার তিন গিমিকে তিনবার এন্ট্রি নেন! যা WWE এর ইতিহাসে এক ও অদ্বিতীয়। Royal Rumble ১৯৯৮ এর প্রথম এন্ট্র‍্যান্স হিসেবে ম্যাচ শুরু করেন Cactus Jack, তাকে এলিমিনেট করে দেন Chainsaw Charlie। ১৬ নাম্বারে এন্ট্রি নেন MANKIND, রিংয়ে ঢুকেই Chainsaw Charlie এর উপর ঝাপিয়ে পরেন এবং তাকে এলিমিনেট করে নিজের প্রতিশোধ হাসিল করেন। কিছুক্ষণ পর অবশ্য তাকে এলিমিনেট করে দেন GOLDDUST (Dustin Rhodes)। Dude Love এন্ট্রি নেন ২৮ নাম্বারে, ফারুকের হাতে এলিমিনেট হন তিনিও।

১৯৯৮ সালে Mick Foley এর গিমিকগুলো নিয়ে এক ঘন্টার একটি ডকুমেন্টারি মুভি বানায় WWE যার নাম ছিল ৩ Faces Of Foley। কোনো রেসলারের শুধু গিমিক নিয়ে এরকম আলাদা মুভি বানাতে দেখা যায়নি কখনো! আগেই বলেছিলাম Vince দাদু Foley কে পছন্দ করতেন না। Foley কে নিয়োগ করেছিলেন The Legendary JIM ROSS! এক সাক্ষাতকারে তিনি বলেন "Foley তার ৩টি ক্যারেকটারই অত্যন্ত নিপুণভাবে পালন করতে পারতেন। তিনি রিংয়ে আসার ঠিক আগের মুহূর্তে ঠিক করতেন কোন ক্যারেকটারে আসবেন এবং তিনি যে রোলই প্লে করতেন, সফল হতেন"।

• মিক ফোলি এবং টেকারের লেজেন্ডারি ম্যাচ :

১৯৯৮ সালের ২৮শে জুন WWF এ কিং অফ দ্যা রিং পিপিভিতে লর্ড অফ ডার্কনেস The Undertaker এবং হার্ডকোর লেজেন্ড Mick Foley এর মধ্যে ঐতিহাসিক হেল ইন এ সেল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেটা ইতিহাসের সেরা হেল ইন এ সেল ম্যাচ হিসেবে পরিচিত। মিক ফোলি তখন ম্যানকাইন্ড গিমিকে ছিলো। প্রথমেই টেকার ও ফোলি কেজের উপরে উঠে মারামারি শুরু করে দেয়। আন্ডারটেকার মিক ফোলিকে চেয়ার শট দেয়। এক পর্যায়ে টেকার ফোলিকে কেজের উপর থেকে এনাউন্স টেবিলের উপর ফেলে দেয়। মিক ফোলির হাড় ভেঙে যায়, দাঁত ভেঙে নাকের ঢুকে যায়। হাতেও খুব আঘাত পায়। সবাই এসে তাকে চেক করতে লাগলো, উপস্থিত ছিলেন স্বয়ং ভিন্স মিকম্যান ও। কমেন্টেটর বলতে লাগলো এটা সম্ভবত ইতিহাসের সবচাইতে ছোট হেল ইন এ সেল ম্যাচ।

আন্ডারটেকার তখনো সেলের উপরে ছিল। এক পর্যায়ে সেল তুলে নেয়া হচ্ছিলো টেকার উপরে থাকতেই, তবে পরে আবার নামানো হয়। ফোলিকে নিয়ে যাওয়া হচ্ছিলো, কিন্তু অর্ধেক পথ যেতেই সবাইকে তাক লাগিয়ে মিক ফোলি আবার ফিরে আসলো। আন্ডারটেকার আর মিক ফোলি আবার সেলের উপরর উঠে মারামারি শুরু করলো। টেকার ফোলিকে চেয়ার সহ সেলের উপর থেকে চোকস্ল্যাম দিয়ে রিঙে ফেলে দেয়। টেরি ফান্ক ফোলিকে চেক করতে আসলে টেকার তাকেও চোকস্ল্যাম দেয়। তাদের মধ্যে পুনরায় ম্যাচ শুরু হয়।

মিক ফোলি স্টীল স্টেয়ার ব্যবহার করতে গিয়ে হাতের ইঞ্জুরির জন্য সেটা তুলতে সক্ষম হতে পারলো না। আন্ডারটেকার স্টেয়ার দিয়ে তাকে আঘাত করতে করতে লাগলো। এক পর্যায়ে মিক ফোলি আন্ডারটেকারকে চেয়ারের উপর পাইলড্রাইভার দেয়। তারপর লেগড্রপ, শেষমেশ ডিডিটি। তাদের দুজনেরই প্রচন্ড ব্লীডিং হচ্ছিলো।

মিক ফোলি ব্যাগ থেকে রিঙে পিন ফেলতে লাগলো। তারপর টেকারকে Mandible Claw দিয়েও ব্যার্থ হয় মিক ফোলি। আন্ডারটেকার ফোলিকে পেছনে নিয়ে উঠে দাঁড়ায়, এবং পিন গুলোর উপর ল্যান্ড করে। ফোলির পুরো পিঠে পিন গুলো ঢুকে গিয়েছিলো। কিন্তু টেকার এতেও থেমে যায়নি। মিক ফোলিকে আবারো সেই পিনগুলোর উপর চোকস্ল্যাম দেয়। তারপর টুম্বস্টন পাইলড্রাইভার দিয়ে ম্যাচ জিতে যায়। মিক ফোলি এই চরম হার্ডকোর ম্যাচের পর বেশ কয়েকবছর গুরুতর ইঞ্জুরিতে ভুগেছেন। কিন্তু সবাইকে অবাক করে আবারো রেসলিং- এ ফিরে এসেছিলেন।

• মিক ফোলির ক্যারিয়ারের অজানা তথ্য :

১) টিভি শো তে তার মোট ম্যাচ সংখ্যা ৪০৯টি এবং ৯১টি PPV তে অংশগ্রহন করেছেন।

২) ৩২টি ম্যাচে Main Eventer হল ফোলি।

৩) Location অনুযায়ী তার অন্যতম সেরা ম্যাচের স্থান St Louis মানে Randy Orton এর বাসস্থানে।

৪) সবথেকে বেশি টিভি শো তে ম্যাচ খেলেছেন ১৯৯৯ সালে - ৬৮টি ম্যাচ।

৫) সব থেকে বেশি ট্যাগ টিম হেন্ডিকেফ ম্যাচ খেলেছেন The Rock এর সাথে - ১১টি ম্যাচ।

৬) সবথেকে বেশি পিন করে হারিয়েছেন Road Dogg কে - ১০বার।

৭) সব থেকে বেশি জয় Pinfall এর মাধ্যমে - ৮৫টি।

৮) সবথেকে দীর্ঘতম ম্যাচ খেলেছেন ১৯৯৬ সালে WWF এ - ২৬ মিনিট ২৫ সেকেন্ড।

৯) সবথেকে দীর্ঘতম Royal Rumble ম্যাচ খেলেছেন ২০০৪ সালে - ৬১ মিনিট ৩০ সেকেন্ড।

১০) সবথেকে বেশি দিন টাইটেল ধরে রেখেছেন ECW World Tag Team Championship - ১০৬ দিন।

১১) Jack Foley এবং Cactus Jack Manson রিং নামে থাকাকালিন কোন ম্যাচ না হারার চমৎকার রেকর্ড আছে মিক ফোলির।

১২) বিভিন্ন রেসলিং কোম্পানিতে তার কিছু রেকর্ড :

  • World Wrestling Entertainment এ তার সর্ভমোট সংখ্যা ৬৪৮টি - জয় পেয়েছেন ৩০৭টি।
  • World Champinship Wrestling এ তার মোট ম্যাচ সংখ্যা ২৩৮টি - জয় পেয়েছেন ১০৫টি।
  • Extreme Championship Wrestling এ তার মোট ম্যাচ সংখ্যা ৬৪টি - জয় পেয়েছেন ৩২টি।
  • World Class Wrestling Association এ তার মোট ম্যাচ সংখ্যা ৩৭টি - জয় পেয়েছেন ১০টি।
  • Continental Wrestling Associathon এ তার মোট ম্যাচ সংখ্যা ২৩টি - জয় পেয়েছেন ১৩টি।
  • Total Nonstop Action Wrestling এ তার মোট ম্যাচ সংখ্যা ২২টি - জয় পেয়েছেন মাত্র ৬টি।
  • All Japan Pro Wrestling এ তার মোট ম্যাচ সংখ্যা ২২টি - জয় পেয়েছেন ৯টি।
  • Universal Wrestling Federation এ তার মোট ম্যাচ সংখ্যা ১৮টি - জয় পেয়েছেন ৯টি।
  • Smoky Mountain Wrestling এ তার মোট ম্যাচ সংখ্যা ১৬টি - জয় পেয়েছেন ১০টি।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Continental Wrestling Association

CWA Tag Team Championship (১ বার) – সঙ্গে : Gary Young

Extreme Championship Wrestling

ECW World Tag Team Championship (২ বার) – সঙ্গে : Mikey Whipwreck

Extreme Mid-South Wrestling

North American Championship (৩ বার)

Freelance Shows

Tri-Cities Tag Team Championships (১ বার) - with Shane Douglas

George Tragos/Lou Thesz Professional Wrestling Hall of Fame

Frank Gotch Award (২০১০)

International Wrestling Association of Japan

IWA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Tracy Smothers

King of the Deathmatch (১৯৯৫)

North American Wrestling

NAW Heavyweight Championship (১ বার)

National Wrestling League

NWL Heavyweight Championship (১ বার)

Ozark Mountain Wrestling

OMW North American Heavyweight Championship (১ বার)

Pro Wrestling Illustrated

Inspirational Wrestler of the Year (১৯৯৩)

Match of the Year (১৯৯৮) vs. The Undertaker in a Hell in a Cell match at King of the Ring

Match of the Year (১৯৯৯) vs. The Rock in an "I Quit" match at Royal Rumble

Ranked No. ১৯ of the top ৫০০ singles wrestlers in the PWI ৫০০ in ১৯৯৯

Ranked No. ৪৬ of the ৫০০ best singles wrestlers of the PWI Years in ২০০৩

Professional Wrestling Hall of Fame

Class of ২০১৭

Steel City Wrestling

SCW Heavyweight Championship (১ বার)

SCW Tag Team Championship (১ বার) – সঙ্গে : The Blue Meanie

Suffolk Sports Hall of Fame

Class of ১৯৯৯ (Category Wrestling)

Total Nonstop Action Wrestling

TNA Legends Championship (১ বার)

TNA World Heavyweight Championship (১ বার)

World Championship Wrestling

WCW World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Kevin Sullivan

World Class Championship Wrestling

USWA World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Scott Braddock

WCWA World Light Heavyweight Championship (১ বার)

WCWA World Tag Team Championship (২ বার) – সঙ্গে : Super Zodiak II (১) এবং Scott Braddock (১)

World Wrestling Federation/WWE

WWF Championship (৩ বার)

WWF Hardcore Championship (১ বার)

WWF Tag Team Championship (৮ বার) – সঙ্গে : Stone Cold Steve Austin (১), Chainsaw Charlie (১), Kane (২), The Rock (৩) এবং Al Snow (১)

Tag Team Royal Rumble (১৯৯৮) – সঙ্গে : Kane

WWE Hall of Fame (Class of ২০১৩)

Wrestling Observer Newsletter

Best Brawler (১৯৯১)

Best on Interviews (১৯৯৫, ২০০৪, ২০০৬)


কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!