পোস্টের হেডলাইন এবং ছবি দেখে সকলেই হয়তো বুঝতে পেরেছেন যে কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি আমি। কিন্তু যারা বুঝতে পারেননি তাদেরকে একটু ক্লিয়ার করে দেই আগে। The Monday Messiah খ্যাত Seth Rollins বর্তমানে WWE এর একজন অন্যতম সুপারস্টার। ২০১২ সালে Survivor Series সিরিজে Roman Reigns, Dean Ambrose এর সাথে মিলে Shield নামক দল গঠন করে ডেবিউ করেন। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। এ পর্যন্ত তার অর্জনের তালিকা বাকি অনেক অনেক লেজেন্ড বা সুপারস্টারের থেকে বেশি। তিনি তার ক্যারিয়ারে রীতিমত অনেক ভালো ভালো ফিউড উপহার দিয়ে হয়ে উঠেছিলেন সকলের চোখের পরশমণি! কিন্তু গত বছর ২০১৯ সালে তিনি যখন ক্যারিয়ারের তুমুল জনপ্রিয়তার পর্যায়ে চলে যান, ঠিক তখন থেকেই তার এই জনপ্রিয়তার পাহাড়ে ভাঙ্গন ধরে। ক্রিয়েটিভদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে তার তীল তীল করে গড়ে তোলা ক্যারিয়ারের গড়পড়তা শুরু হয়। তুমুল জনপ্রিয় এই রেসলারটির হেটার্স এর সংখ্যা বাড়তে থাকে। আর আমাদের BWC তে তো এর প্রভাব মহামারী আকার ধারণ করে। যার প্রকোপ থেকে আমাদের BWC আদৌ মুক্ত হতে পারেনি।


যাইহোক এই ছিল আজকের পোস্টের ব্যক্তিটির সম্পর্কে কিছু কথা।এখন বলি আসলে পোস্টটি কি নিয়ে। আজকে এমন কিছু সুপারস্টারের নাম বলবে যাদের Seth Rollins ফিউডে জড়াতে চেয়েছিলেন। পাশাপাশি আরো এমন কিছু ব্যক্তির নাম উল্লেখ করবো যাদের সাথে Seth Rollins ফিউডে জড়াতে চেয়েছিলেন।


5) ফেস করতে চেয়েছিল - Miz :

Wrestlemania এর সময় আমরা Seth Rollins ও Miz কে Intercontinental Title এর জন্য ফিউডে জড়াতে দেখেছিলাম এবং সেই ফিউড খুব জমজমাট ও ছিল বটে। Rollins এর সেই Intercontinental Title রেইনটা খুব উপভোগ্য ছিল যা প্রায় সবাই স্বীকার করে। আর তার এই টাইটেল রেইনের একটি অংশ ছিল The Miz এর সাথে ফিউডটি। আর এই ফিউডটি ঘটার পিছনে Seth Rollins এর হাত ছিল। কেননা তিনি The Miz এর বিপক্ষে ফিউড করতে চাচ্ছিলেন।


4) ফেস করতে চাইনি - The Fiend :

Seth Rollins এর ক্যারিয়ারের গড়পড়তার কারণ এই ফিউডটি। এরই পথ ধরে Seth Rollins সকলের থেকে ওভারপুশড ট্যাগ পেয়ে যায় এবং পাশাপাশি তার তুমুল জনপ্রিয়তার হ্রাস ঘটতে থাকে এই ফিউডের কারণেই। কিন্তু সত্যিকার বিষয়টি হচ্ছে এই যে, Seth Rollins সেই The Fiend কে ফেস করতে চাননি। তিনি মনে করেছিলেন তাদের ফেস অফটা কোনো ভাবেই মানানসই হয় না। কিন্তু ক্রিয়েটিভদের কারণে শেষ মেশ তাকে এই ফিউডটি করতেই হয় এবং ক্যারিয়ারের ১২ টাও বাজাতে হয় 😔😔


3) ফেস করতে চেয়েছিল - CM Punk :

Seth Rollins শুরুর দিক থেকেই CM Punk এর সাথে ফিউড করার জন্য মুখিয়ে আছেন এবং তিনি ক্রিয়েটিভ প্যানেলের কাছে বিশেষ অনুরোধ রেখে বসে আছেন যে আদৌ যদি CM Punk কোম্পানিতে আবার ফিরে তো যেন তার সাথে ফিউডে জড়ানোর সুযোগ যেন তাকে দেওয়া হয়। 😪😪


2) ফেস করতে চাইনি - Dean Ambrose :

Dean Ambrose রিটার্ন পর Seth Rollins এর সাথে Raw Tag Team Champions হন। কিন্তু পরবর্তীতে তাদের টিমের ভাঙ্গন ধরে এবং তার সূত্র পাত ধরে তাদের মধ্যকার ফিউড শুরু হয়। কিন্তু Rollins Corey Graves এর পডকাস্টে গিয়ে জানান যে, তিনি সে সময় Dean Ambrose এর সাথে ফিউডে জড়াতে চাননি। কেননা Dean Ambrose রিটার্ন এর পুরোপুরি অন্য শেপে ছিলেন এবং নতুন গিমিকে ছিলেন। আর Rollins তার সাথে সেই লুক আপ ও গিমিকে ফেস করাকে ভালো মনে করছিলেন না। তিনি বলেন যে, তিনি রীতিমত Dean Ambrose এর লুনেটিক গিমিককে পছন্দ করেন এবং সেই গিমিকে থাকলে তিনি তাকে ফেস করতে অবশ্যই রাজি থাকতেন। কিন্তু পরবর্তীতে ক্রিয়েটিভ প্যানেলের কারণে তাকে Dean Ambrose এর সাথে ফিউডে জড়াতে হয়।


1) ফেস করতে চেয়েছিল - Hulk Hogan :

হ্যাঁ, আপনারা ঠিক ই দেখছেন!! Seth Rollins একবার Hulk Hogan এর সাথে ফিউড করার জন্য ক্রিয়েটিভ প্যানেলকে অনুরোধ করেছিলেন। কিন্তু ক্রিয়েটিভ প্যানেল এই আইডিয়াটাকে পছন্দ করেননি তাই তার অনুরোধ রাখতে পারেননি।


এই ছিল কিছু ব্যক্তির নাম যাদেরকে Seth Rollins ফেস করতে চেয়েছিলেন বা চাননি। পোস্টটি পড়ে কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না।

• লেখক ঃ Anik Ahmed Nishosportskeeda

সেথ রলিন্স যাদেরকে ফেস করতে চেয়েছিল এবং যাদেরকে চাইনি।


পোস্টের হেডলাইন এবং ছবি দেখে সকলেই হয়তো বুঝতে পেরেছেন যে কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি আমি। কিন্তু যারা বুঝতে পারেননি তাদেরকে একটু ক্লিয়ার করে দেই আগে। The Monday Messiah খ্যাত Seth Rollins বর্তমানে WWE এর একজন অন্যতম সুপারস্টার। ২০১২ সালে Survivor Series সিরিজে Roman Reigns, Dean Ambrose এর সাথে মিলে Shield নামক দল গঠন করে ডেবিউ করেন। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। এ পর্যন্ত তার অর্জনের তালিকা বাকি অনেক অনেক লেজেন্ড বা সুপারস্টারের থেকে বেশি। তিনি তার ক্যারিয়ারে রীতিমত অনেক ভালো ভালো ফিউড উপহার দিয়ে হয়ে উঠেছিলেন সকলের চোখের পরশমণি! কিন্তু গত বছর ২০১৯ সালে তিনি যখন ক্যারিয়ারের তুমুল জনপ্রিয়তার পর্যায়ে চলে যান, ঠিক তখন থেকেই তার এই জনপ্রিয়তার পাহাড়ে ভাঙ্গন ধরে। ক্রিয়েটিভদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে তার তীল তীল করে গড়ে তোলা ক্যারিয়ারের গড়পড়তা শুরু হয়। তুমুল জনপ্রিয় এই রেসলারটির হেটার্স এর সংখ্যা বাড়তে থাকে। আর আমাদের BWC তে তো এর প্রভাব মহামারী আকার ধারণ করে। যার প্রকোপ থেকে আমাদের BWC আদৌ মুক্ত হতে পারেনি।


যাইহোক এই ছিল আজকের পোস্টের ব্যক্তিটির সম্পর্কে কিছু কথা।এখন বলি আসলে পোস্টটি কি নিয়ে। আজকে এমন কিছু সুপারস্টারের নাম বলবে যাদের Seth Rollins ফিউডে জড়াতে চেয়েছিলেন। পাশাপাশি আরো এমন কিছু ব্যক্তির নাম উল্লেখ করবো যাদের সাথে Seth Rollins ফিউডে জড়াতে চেয়েছিলেন।


5) ফেস করতে চেয়েছিল - Miz :

Wrestlemania এর সময় আমরা Seth Rollins ও Miz কে Intercontinental Title এর জন্য ফিউডে জড়াতে দেখেছিলাম এবং সেই ফিউড খুব জমজমাট ও ছিল বটে। Rollins এর সেই Intercontinental Title রেইনটা খুব উপভোগ্য ছিল যা প্রায় সবাই স্বীকার করে। আর তার এই টাইটেল রেইনের একটি অংশ ছিল The Miz এর সাথে ফিউডটি। আর এই ফিউডটি ঘটার পিছনে Seth Rollins এর হাত ছিল। কেননা তিনি The Miz এর বিপক্ষে ফিউড করতে চাচ্ছিলেন।


4) ফেস করতে চাইনি - The Fiend :

Seth Rollins এর ক্যারিয়ারের গড়পড়তার কারণ এই ফিউডটি। এরই পথ ধরে Seth Rollins সকলের থেকে ওভারপুশড ট্যাগ পেয়ে যায় এবং পাশাপাশি তার তুমুল জনপ্রিয়তার হ্রাস ঘটতে থাকে এই ফিউডের কারণেই। কিন্তু সত্যিকার বিষয়টি হচ্ছে এই যে, Seth Rollins সেই The Fiend কে ফেস করতে চাননি। তিনি মনে করেছিলেন তাদের ফেস অফটা কোনো ভাবেই মানানসই হয় না। কিন্তু ক্রিয়েটিভদের কারণে শেষ মেশ তাকে এই ফিউডটি করতেই হয় এবং ক্যারিয়ারের ১২ টাও বাজাতে হয় 😔😔


3) ফেস করতে চেয়েছিল - CM Punk :

Seth Rollins শুরুর দিক থেকেই CM Punk এর সাথে ফিউড করার জন্য মুখিয়ে আছেন এবং তিনি ক্রিয়েটিভ প্যানেলের কাছে বিশেষ অনুরোধ রেখে বসে আছেন যে আদৌ যদি CM Punk কোম্পানিতে আবার ফিরে তো যেন তার সাথে ফিউডে জড়ানোর সুযোগ যেন তাকে দেওয়া হয়। 😪😪


2) ফেস করতে চাইনি - Dean Ambrose :

Dean Ambrose রিটার্ন পর Seth Rollins এর সাথে Raw Tag Team Champions হন। কিন্তু পরবর্তীতে তাদের টিমের ভাঙ্গন ধরে এবং তার সূত্র পাত ধরে তাদের মধ্যকার ফিউড শুরু হয়। কিন্তু Rollins Corey Graves এর পডকাস্টে গিয়ে জানান যে, তিনি সে সময় Dean Ambrose এর সাথে ফিউডে জড়াতে চাননি। কেননা Dean Ambrose রিটার্ন এর পুরোপুরি অন্য শেপে ছিলেন এবং নতুন গিমিকে ছিলেন। আর Rollins তার সাথে সেই লুক আপ ও গিমিকে ফেস করাকে ভালো মনে করছিলেন না। তিনি বলেন যে, তিনি রীতিমত Dean Ambrose এর লুনেটিক গিমিককে পছন্দ করেন এবং সেই গিমিকে থাকলে তিনি তাকে ফেস করতে অবশ্যই রাজি থাকতেন। কিন্তু পরবর্তীতে ক্রিয়েটিভ প্যানেলের কারণে তাকে Dean Ambrose এর সাথে ফিউডে জড়াতে হয়।


1) ফেস করতে চেয়েছিল - Hulk Hogan :

হ্যাঁ, আপনারা ঠিক ই দেখছেন!! Seth Rollins একবার Hulk Hogan এর সাথে ফিউড করার জন্য ক্রিয়েটিভ প্যানেলকে অনুরোধ করেছিলেন। কিন্তু ক্রিয়েটিভ প্যানেল এই আইডিয়াটাকে পছন্দ করেননি তাই তার অনুরোধ রাখতে পারেননি।


এই ছিল কিছু ব্যক্তির নাম যাদেরকে Seth Rollins ফেস করতে চেয়েছিলেন বা চাননি। পোস্টটি পড়ে কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না।

• লেখক ঃ Anik Ahmed Nishosportskeeda

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!