1) AEW Fyter Fest এর দ্বিতীয় রাতের মেইন ইভেন্টে Orange Cassidy কে হারিয়েছেন Chris Jericho! (সম্পূর্ণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন)

ম্যাচের প্রথমার্ধে Jericho ডমিনেট করতে থাকেন, সহজ ভাষায় ম্যাচ ক্যারি করতে থাকেন। Cassidy কে ভালোভাবে ক্যারি করেছেন উনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে কামব্যাক করেন Cassidy Cassidy একের পর এক ফ্লায়িং মুভ, ফাস্ট একশন মুভ Jericho এর উপর হিট করতে থাকেন।

ম্যাচের শেষের দিকে Cassidy Jericho কে Superman Punch দিতে যায়, তবে Jericho কাউন্টার করে Judas Effect হিট করে! ১২৩ ও ম্যাচটি জিতে যায় Jericho!

আমার কাছে ম্যাচটি কেমন লেগেছে? খুব ভালো লাগেনি। আরো বেটার আশা করেছিলাম। ম্যাচে ওতো বেশি রেসলিং হয় নি। Jericho কিংবা Cassidy খুব বেশি মুভ হিট করেনি। ভালো ম্যাচ, তবে খুব ভালো বলতে পারব না এই আর কি।


2) Heist Of The Century Version Two Loading?

টান টান উত্তেজনা Dolph Ziggler McIntyre কে টানা তিনটা সুপারকিক দিলো। McIntyre কিক আউট করলো। এইবার Ziggler আরেকটা Superkick দিতে গেলো, তবে McIntyre তা কাউন্টার করে Claymore Kick দিলো। দুইজন-ই শুয়ে আছেন, রেফারি ১ ২ ৩ কাউন্ট করছে

'Heavy' মিউজিক বেজে উঠলো! Otis ব্রো চলে আসছেন। সবাই হলিশিট হলিশিট চ্যান্ট করতাছে৷ Otis ব্রো দৌড় দিতে গিয়ে ঠাস করে পইড়া যায়। Otis ব্রো উঠে রিং এ চলে আসলেন। রেফারিকে MITB কন্ট্রাক্ট জমা দিলেন। এইবার শুয়ে থাকা Ziggler এর উপর নিজের ভোটকা শরীরটা ফেলায়া দিলেন। কভারে গেলেন, ১ ২ ৩ ও Otis ব্রো নিউ চ্যাম্পিয়ন!

এরপর ম্যান্ডি আসে। তারা দুইজন মারাত্মক চুম্মাচাম্মি করতে থাকে। তাদের এইসব কাজ কাম এডজ-লিটাকেও হার মানিয়ে দিয়েছে। ওটিস ব্রো করে দেখালেন! রাখো সেথের ক্যাশ ইন, রাখো এডজ-লিটার লাইভ সেক্স সেলিব্রেশন, ওটিস ব্রো দুইটাইকেই হারিয়ে দিলেন! এইভাবেই শেষ হয়ে যায় The Horror Show At Extreme Rule পিপিভি!

Fightful এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী - Otis এর এতো পুশ পাওয়ার পিছনে Vince McMahon এর হাত রয়েছে! 😪 Otis কে Vince নিজের প্রজেক্ট ভাবেন ও ব্যাকস্টেজে Heavy Machinery কে সবাই বেশ ভালো নজরে দেখে!


3) আজকে NXT তে Keith Lee Adam Cole কে হারিয়ে NXT Championship জিতেন। তিনি এখন একইসাথে NXT North American ও NXT Champion! এর মাধ্যমে তিনি ডাবল চ্যাম্পিয়নদের তালিকায় নিজের নাম ঢুকিয়েছেন। Keith Lee সহ পূর্বে কিছু ডাবল চ্যাম্পিয়নদের নাম : Becky Lynch, Brock Lesnar, John Cena, Paige, Randy Orton, Seth Rollins, The Miz, Triple H, The Ultimate Warrior

Keith Lee বলেছেন তার এই বড় জয়টি Mark Henry এর জন্য ও এতো বড় জয়টি তিনি Mark Henry এর নামে উৎসর্গ করেছেন 💜 এছারাও Drew McIntyre এর বিপক্ষে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছেন Keith Lee! সম্প্রতি Keith Lee The Bump এ বিশেষ অতিথি ছিলেন। সাক্ষাতকারের এক সময় তাকে জিজ্ঞাসা করা হয় ভবিষ্যতে WWE Champion Drew McIntyre এর সাথে তার ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে? এর উত্তরে Keith Lee যা যা বলেছেন-

" Drew McIntyre এমন একজন যার সাথে আমার পূর্বে ম্যাচ হয়নি। আর সে আমার সাথে ম্যাচ খেলতে পছন্দ করবে। WWE ইউনিভার্স-ও এই ম্যাচ পছন্দ করবে। সে একজন সাধারণ এথলেট না, সে একজন সুপার এথলেট। এই ম্যাচের আইডিয়া আমার রক্তকে গরম করে দিচ্ছে। "

[উপরে দেওয়া পিকটিতে Triple H নিউ NXT Champion ও NXT North American Champion Keith Lee কে অভিনন্দন জানাতে দেখা যায়]


4) সম্প্রতি টুইটারে Roman Reigns নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ Royal Rumble ম্যাচ প্রতিযোগী বলে দাবী করেছেন! 😯 তিনি তার গত ৫ বছরের Royal Rumble এর পারফরম্যান্স এর উপর ভিত্তি করে এমন দাবী করেছেন! 😊


5) বিভিন্ন সোর্স মতে, Randy Orton Summerslam এ Adam Cole বা Tommaso Ciampa যেকোনো একজনের সাথে কাজ কর‍তে চান! 😍 কিন্তু যদি Raw তে মেজর হীলের ঘাটতি থাকে, তাইলে Randy Drew কে WWE টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবেন! 😯


6) 👑🎂আজ ৯ জুলাই WWE Superstar ""Shelton Benjamin"" এর ৪৫ তম জন্মদিন।🎂🎂

Shelton Benjamin ১৯৭৫ সালের এই দিনে আমেরিকার নর্থ ক্যারোলিনা শহরে জন্মগ্রহণ করেন। তার উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি এবং ওজন ১১২ কেজি। ২০০০ সালে তিনি রেসলার হিসেবে রেসলিং এ ডিবাট করেন।

বিভিন্ন প্রমোশনে তিনি কাজ করেছেন। একনজরে তার Career Achievement :

-National Junior College Athletic Association

-Junior College National Wrestling Champion

-National Collegiate Athletic Association

-All-American (1997, 1998)

-Professional wrestling

-Millennium Wrestling Federation

-MWF Heavyweight Championship (1 time)

-Ohio Valley Wrestling

-OVW Southern Tag Team Championship (4 times) – with Brock Lesnar (3) and Redd Dogg (1)
-Danny Davis Invitational Tag Team Tournament (2015) – with Charlie Haas

-Pro Wrestling Illustrated

-Tag Team of the Year (2003) with Charlie Haas
-Ranked No 9 of the 500 top wrestlers in the PWI 500 in 2005

-Ring of Honor

-ROH World Tag Team Championship (2 times) – with Charlie Haas

-World Wrestling Council

-WWC Universal Heavyweight Championship (1 time)

-World Wrestling Entertainment

-WWE Intercontinental Championship (3 times)

-WWE Tag Team Championship (2 times) – with Charlie Haas

-WWE United States Championship (1 time)

-Wish him on his birthday


7) ম্যাট রিডলকে ভিন্স ম্যাকমাহন নেক্সট শন মাইকেলস ভাবেন! 😯

রেসলিং নিউজ কো এর মতে, ব্যাকস্টেজে Riddle কে সবাইকে পছন্দ করে। এমনকি তাকে তার প্রমোতে আরো বেশি কাজ করতে বলা হয়েছে। Vince Riddle এর সাহসী মানসিকতা পছন্দ করেন ও সে তার মধ্যে Shawn Michaels এর গুণাবলি পান। Vince তাকে কল আপ করলে অনেক কিছু করতে পারবে। এমনকি সে ভবিষ্যতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ও হতে পারে!


8) করোনা পরিস্থিতির কারণে Roman Reigns Sami Zayn WM 36 এর পর নিজেদেরকে WWE থেকে প্রত্যাহার করেছিলেন। এছাড়া Kevin Owens - কেও নিয়মিত টিভি টেপিংস এ দেখা যায় না। WWE তাদের সুপারস্টারদের করোনার পরিস্থিতির কারণে নিজের ইচ্ছামতো কাজ করা বা না করার অনুমতি দিয়েছিলো।

কিন্তু এখন শোনা যাচ্ছে, WWE অনুপস্থিতিদের উপর একশন নিতে চলেছে! Wrestling Observer Radio তে এমনটাই জানিয়েছেন Dave Meltzer, Dave যা যা বলেছেন — (Kevin Owens যেহুতু দুই-তিন সপ্তাহ অনুপস্থিত ছিলো, তাই তাকে নিয়ে কিছু করা হবে না মনেহয়। Roman Reigns দীর্ঘসময় অনুপস্থিত থাকলেও তাকে নিয়ে কিছু করবে না, সে কোথাও যাবে না। তবে Sami Zayn সহ আরো কয়েকজনের কন্ট্রাক্ট Freeze করে দেওয়া হতে পারে।)


9) এবারের সামারস্লাম পারফরম্যান্স সেন্টারেই অনুষ্ঠিত হবে। কম্পানি আশা করেছিলো তারা বস্টনে ফ্যানসহ ইভেন্টটি করতে পারবে।কিন্তু পরিস্থিতির সেরকম উন্নতি না হওয়ায় ম্যানিয়ার মতই পিসিতেই হবে পিপিভিটি।

বিঃদ্রঃ একটি সিনেম্যাটিক ম্যাচ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে (ব্রন ভার্সেস ফিয়েন্ড?)


10) Dan Beltzer এর মতে, WWE গত Raw তে US টাইটেল এর ডিজাইল চেঞ্জ করার পর এইবার NXT Championship বেল্টের ডিজাইন-ও চেঞ্জ কর‍তে চলেছে! 😍

[Dan Beltzer একজন বেল্ট কালেক্টর। পূর্বে টাইটেল বেল্ট চেঞ্জ করা নিয়ে তার প্রেডিকশনগুলো মিলেছিলো। এমনকি US টাইটেল নিয়ে তার প্রেডিকশনটিও মিলেছিলো]


11) সম্প্রতি Edge কে জিজ্ঞাসা করা হয় তিনি ভবিষ্যতে কার কার সাথে ম্যাচ খেলতে চান? Edge এর উত্তরে বলেন তিনি ভবিষ্যতে Seth Rollins, Cesaro, Shinsuke Nakamura, Matt Riddle, Ricochet and WWE Intercontinental Champion AJ Styles - এদের বিপক্ষে ম্যাচ খেলতে চান! 😇❤


12) Ringside news এর একদম রিসেন্ট Rumors এ পাওয়া গেছে যে WWE তাদের রিসেন্টলি রিলিজ করে দেওয়া কয়েকজন ব্যাক স্টেজ কর্মীদের রি - হায়ার করেছে।

এইটা একটা খুশির সংবাদ যদিও!চলতি বছরের এপ্রিল মাসের ১৫ তারিখ WWE তাদের কোম্পানি থেকে বেশ কতজন রেসলার এবং কর্মীদেরকে রিলিজ করে দিয়েছিল! তাদের থেকে অনেককেই ব্যাক করানোর চিন্তা করেছে কতৃপক্ষ এবং অনেক ব্যাক স্টেজ কর্মীদের ব্যাক করানো হয়েছে ।ইতিমধ্যে গত Monday Night Raw তে আমরা Heath Slater কে রিটার্ন করতে দেখেছি! কিন্তু এই রিলিজ করে দেওয়ার পরে যারা অন্য প্রমোশনে গিয়েছেন তাদের রি - হায়ার করা হবে না এবং এই কোম্পানি তে কোনোদিনও ব্যাক করানো ও হবে না!

এখন দেখার পালা মেইনলি কোন কোন রেসলার দের কোন কোন ব্র্যান্ড এ রিটার্ন করানো হয়!


13) Luke Gallows এবং Karl Anderson ১৮ জুলাই একটি বড় ঘোষণা করবেন। সাবেক WWE RAW Tag Team Championরা তার আগে বড় পদক্ষেপ নিচ্ছে, Wrestling Observer Newshelter এর রিপোর্ট অনুযায়ী তারা NJPW এর সাথে একটি চুক্তি চূড়ান্ত করছে, Impact Wrestling এ সাইন করার সাথে সাথেই।

তাদের বড় ঘোষণার দিনটি কাছে আসার সাথে সাথে তাদের ঘোষণাকে ঘিরে হাইপ বাড়ছে।


14) Keepin It 100 পোডকাস্টে Konnan বলেছে AEW গত বছর Cm Punk কে সাইন করাতে চেয়েছিলো! কিন্তু Cm Punk AEW এর কাছে প্রচুর বড় একটি বেতন দাবী করেন, যার কারণে AEW তাকে সাইন করায়নি। এছাড়া পূর্বে এটাও শোনা গিয়েছি যে, Cm Punk WWE ব্যাক করতেন যদি তাকে ২০-২৫ মিলিয়ন ডলার বার্ষিক বেতন হিসাবে দেওয়া হতো!

সোমবার রাতে সম্প্রতি Karl Anderson Impact Wrestling টি-শার্টে Luke Gallows এর একটি ফটো পোস্ট করেছেন নিজের টুইটার একাউন্টে।


15) AEW এর সাথে কাউন্টার প্রোগ্রামিং এর ব্যাপারে কথা বললেন Triple H!

আচ্ছা হুটহাট করে Great American Bash করানো হলো কেন? এর কারণ কি? এর কারণ হলো AEW Fyter Fest AEW Fyter Fest কে টক্কর দেওয়ার জন্য NXT Great American Bash ইভেন্ট করছে? এইসব প্রশ্নের উত্তর দিলেন Triple H

Triple H যা যা বলেছেন — "এগুলো সুস্থ প্র‍তিযোগিতার অংশ। প্রফেশনাল রেসলিং এ কাউন্টার প্রোগ্রামিং নতুন না। এর আগে WrestleMania IV কে টক্কর দেওয়ার জন্য WCW Clash of Champions পিপিভি করেছিলো। তবে আসলে NXT Great American Bash কাউন্টার প্রোগ্রামিং এর জন্য করছে না। NXT Takeover In Your House ও Summerslam Takeover এর মাঝে অনেক সময় গ্যাপ ছিলো। এই অনেক সময়কে অর্ধেক করার জন্য Great American Bash করানো হচ্ছে। আমি যেটা করেছি সেটা NXT এর ভালোর জন্য করেছেন, কাউন্টার প্রোগ্রামিং এর জন্য না।"


16) সাবেক ৬ বার WWE Champion এর ক্যারিয়ার রক্ষা করেছিলেন Brock Lesnar!

জ্বি, আমি Big Show এর কথা বলেছি। সত্য বলতে, Big Show কখনো "দ্যা গায়' ছিলো না, তাকে সব সময় অন্যদের পুট ওভার করার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু তবুও সে অনেক কিছু অর্জন করেছে ও সে এখন একজন লিজেন্ড। সম্প্রতি Talk Sports এর সাথে এক সাক্ষাতকারে Big Show একটি ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করেন!

Big Show বলেন — আমার ক্যারিয়ার ডুবে যাওয়া থেকে রক্ষা করে Brock Lesnar! একবার Big Show এর হাঁটুতে ইঞ্জুরি হয়েছিলো। Big Show হাঁটুতে সার্জারি করার পর তাকে Louisville এ রিহ্যাবিলিটেশন এর পাঠানো হয়। WWE তাকে ১০ মাস সেখানে রাখতে চেয়েছিলো। তারা Big Show কে নিয়ে কোনো রকম ক্রিয়েটিভ কাজ করতে আগ্রহী ছিলো না ও তারা ভেবেছিলো Big Show এর আরো অনেক কিছু শেখার বাকি।

Big Show আরো বলেন - Vince তার কাছে এসে জিজ্ঞাসা করে আমি কি Brock এর সাথে ভালোভাবে কাজ করতে পারব? আমি উত্তরে হ্যাঁ বলেছি। তারপর তারা Brock কে জিজ্ঞাসা করে সে কি আমার সাথে কাজ কর‍তে চাই? Brock বলে আমার মতো Giant এর সাথে কাজ করতে পারবে। বলতে গেলে ক্রিয়েটিভ টিম একপ্রকার বাধ্য হয়ে, Brock এর ইচ্ছার কারণে আমাকে Brock এর সাথে ফিউডে রাখে। এইভাবে Brock এর কারণে আমার ক্যারিয়ার রক্ষা পায়!


17) আপনারা অনেকেই জানেন যে, Rey Mysterio এর সাথে WWE এর কন্ট্রাক্ট অনেক আগেই শেষ হয়ে গেছে এবং তিনি বর্তমানে একজন ফ্রি এজেন্ট হিসেবে WWE তে কাজ করে যাচ্ছেন। এমনকি Extreme Rules PPV তে তার সাথে Seth Rollins এর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি Wrestling Observer Newsletter এর একটি নতুন পর্বে বিখ্যাত রেসলিং বিশারদ Dave Meltzer, WWE এর সাথে Rey Mysterio এর চুক্তি নবায়ন না করার বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেন। এ বিষয়ে তিনি বলেন,"আসলে Rey Mysterio, WWE এর কাছ থেকে আরো মোটা অংকের অর্থ দাবি করেছিলেন। যেটা এই করোনামহামারীর কারণে Vince McMahon এর পক্ষে দেওয়া সম্ভবপর নয়। কয়েক মাস আগে Rey Mysterio এর অবসর নেওয়ার পরিকল্পনা ছিল। এর কারণেই মূলত WWE তার চোখের আঘাত পাওয়ার স্টোরিলাইন তৈরি করে। যাতে এই কারণ দেখিয়ে তিনি WWE থেকে অবসর নিতে পারেন। বর্তমানে Rey এর অবসর গ্রহণ করা ইচ্ছা নেই। বলতে গেলে বিগত দু-এক মাস ধরেই তিনি চুক্তি ব্যতীতই কাজ করে যাচ্ছেন। তবে খুব তাড়াতাড়ি WWE হয়তো তার সাথে নতুন কন্ট্রাক্ট সাইন করে নেবে, অন্য কোনো কোম্পানিতে Vince তাকে নিশ্চয়ই যেতে দেবেন না।"


18) WWE কনফার্ম করেছে যে রে মিস্টেরিও ভার্সেস সেথ রলিন্সের মধ্যকার হতে যাওয়া "EYE FOR AN EYE" ম্যাচটি একমাত্র জেতা সম্ভব যখন একজন অন্যজনের চোখ সকেট থেকে খুলে আনবে -_- হরর শো এর মায়রেবাপ। প্লাস্টিকের ২০$ আইবল ইজ লোডিং😒

বিঃদ্রঃ ব্যক্তিগত মতামত, কিন্তু এরকম সিরিয়াস ফিউডে এরকম হাস্যকর স্টিপুলেশন অ্যাড করার খুব দরকার ছিলো? কি লাভ হলো? একটা সিম্পল এক্সট্রিম রুলস বা লাস্ট ম্যান স্টান্ডিং দেওয়া যেত না? ম্যাচটা যত অ্যাথলেটিক যত ভালো যত জোসই হোক ফিনিশটা কিরকম বিচ্ছিরি হবে চিন্তা করে দেখেন।

• লেখক : Nazim Uddin, Nafis Khondoker, Asm Shafin, Radi Jawad Chowdhury।

রেসলিং নিউজ আপডেট - ০৯/০৭/২০২০



1) AEW Fyter Fest এর দ্বিতীয় রাতের মেইন ইভেন্টে Orange Cassidy কে হারিয়েছেন Chris Jericho! (সম্পূর্ণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন)

ম্যাচের প্রথমার্ধে Jericho ডমিনেট করতে থাকেন, সহজ ভাষায় ম্যাচ ক্যারি করতে থাকেন। Cassidy কে ভালোভাবে ক্যারি করেছেন উনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে কামব্যাক করেন Cassidy Cassidy একের পর এক ফ্লায়িং মুভ, ফাস্ট একশন মুভ Jericho এর উপর হিট করতে থাকেন।

ম্যাচের শেষের দিকে Cassidy Jericho কে Superman Punch দিতে যায়, তবে Jericho কাউন্টার করে Judas Effect হিট করে! ১২৩ ও ম্যাচটি জিতে যায় Jericho!

আমার কাছে ম্যাচটি কেমন লেগেছে? খুব ভালো লাগেনি। আরো বেটার আশা করেছিলাম। ম্যাচে ওতো বেশি রেসলিং হয় নি। Jericho কিংবা Cassidy খুব বেশি মুভ হিট করেনি। ভালো ম্যাচ, তবে খুব ভালো বলতে পারব না এই আর কি।


2) Heist Of The Century Version Two Loading?

টান টান উত্তেজনা Dolph Ziggler McIntyre কে টানা তিনটা সুপারকিক দিলো। McIntyre কিক আউট করলো। এইবার Ziggler আরেকটা Superkick দিতে গেলো, তবে McIntyre তা কাউন্টার করে Claymore Kick দিলো। দুইজন-ই শুয়ে আছেন, রেফারি ১ ২ ৩ কাউন্ট করছে

'Heavy' মিউজিক বেজে উঠলো! Otis ব্রো চলে আসছেন। সবাই হলিশিট হলিশিট চ্যান্ট করতাছে৷ Otis ব্রো দৌড় দিতে গিয়ে ঠাস করে পইড়া যায়। Otis ব্রো উঠে রিং এ চলে আসলেন। রেফারিকে MITB কন্ট্রাক্ট জমা দিলেন। এইবার শুয়ে থাকা Ziggler এর উপর নিজের ভোটকা শরীরটা ফেলায়া দিলেন। কভারে গেলেন, ১ ২ ৩ ও Otis ব্রো নিউ চ্যাম্পিয়ন!

এরপর ম্যান্ডি আসে। তারা দুইজন মারাত্মক চুম্মাচাম্মি করতে থাকে। তাদের এইসব কাজ কাম এডজ-লিটাকেও হার মানিয়ে দিয়েছে। ওটিস ব্রো করে দেখালেন! রাখো সেথের ক্যাশ ইন, রাখো এডজ-লিটার লাইভ সেক্স সেলিব্রেশন, ওটিস ব্রো দুইটাইকেই হারিয়ে দিলেন! এইভাবেই শেষ হয়ে যায় The Horror Show At Extreme Rule পিপিভি!

Fightful এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী - Otis এর এতো পুশ পাওয়ার পিছনে Vince McMahon এর হাত রয়েছে! 😪 Otis কে Vince নিজের প্রজেক্ট ভাবেন ও ব্যাকস্টেজে Heavy Machinery কে সবাই বেশ ভালো নজরে দেখে!


3) আজকে NXT তে Keith Lee Adam Cole কে হারিয়ে NXT Championship জিতেন। তিনি এখন একইসাথে NXT North American ও NXT Champion! এর মাধ্যমে তিনি ডাবল চ্যাম্পিয়নদের তালিকায় নিজের নাম ঢুকিয়েছেন। Keith Lee সহ পূর্বে কিছু ডাবল চ্যাম্পিয়নদের নাম : Becky Lynch, Brock Lesnar, John Cena, Paige, Randy Orton, Seth Rollins, The Miz, Triple H, The Ultimate Warrior

Keith Lee বলেছেন তার এই বড় জয়টি Mark Henry এর জন্য ও এতো বড় জয়টি তিনি Mark Henry এর নামে উৎসর্গ করেছেন 💜 এছারাও Drew McIntyre এর বিপক্ষে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছেন Keith Lee! সম্প্রতি Keith Lee The Bump এ বিশেষ অতিথি ছিলেন। সাক্ষাতকারের এক সময় তাকে জিজ্ঞাসা করা হয় ভবিষ্যতে WWE Champion Drew McIntyre এর সাথে তার ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে? এর উত্তরে Keith Lee যা যা বলেছেন-

" Drew McIntyre এমন একজন যার সাথে আমার পূর্বে ম্যাচ হয়নি। আর সে আমার সাথে ম্যাচ খেলতে পছন্দ করবে। WWE ইউনিভার্স-ও এই ম্যাচ পছন্দ করবে। সে একজন সাধারণ এথলেট না, সে একজন সুপার এথলেট। এই ম্যাচের আইডিয়া আমার রক্তকে গরম করে দিচ্ছে। "

[উপরে দেওয়া পিকটিতে Triple H নিউ NXT Champion ও NXT North American Champion Keith Lee কে অভিনন্দন জানাতে দেখা যায়]


4) সম্প্রতি টুইটারে Roman Reigns নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ Royal Rumble ম্যাচ প্রতিযোগী বলে দাবী করেছেন! 😯 তিনি তার গত ৫ বছরের Royal Rumble এর পারফরম্যান্স এর উপর ভিত্তি করে এমন দাবী করেছেন! 😊


5) বিভিন্ন সোর্স মতে, Randy Orton Summerslam এ Adam Cole বা Tommaso Ciampa যেকোনো একজনের সাথে কাজ কর‍তে চান! 😍 কিন্তু যদি Raw তে মেজর হীলের ঘাটতি থাকে, তাইলে Randy Drew কে WWE টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবেন! 😯


6) 👑🎂আজ ৯ জুলাই WWE Superstar ""Shelton Benjamin"" এর ৪৫ তম জন্মদিন।🎂🎂

Shelton Benjamin ১৯৭৫ সালের এই দিনে আমেরিকার নর্থ ক্যারোলিনা শহরে জন্মগ্রহণ করেন। তার উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি এবং ওজন ১১২ কেজি। ২০০০ সালে তিনি রেসলার হিসেবে রেসলিং এ ডিবাট করেন।

বিভিন্ন প্রমোশনে তিনি কাজ করেছেন। একনজরে তার Career Achievement :

-National Junior College Athletic Association

-Junior College National Wrestling Champion

-National Collegiate Athletic Association

-All-American (1997, 1998)

-Professional wrestling

-Millennium Wrestling Federation

-MWF Heavyweight Championship (1 time)

-Ohio Valley Wrestling

-OVW Southern Tag Team Championship (4 times) – with Brock Lesnar (3) and Redd Dogg (1)
-Danny Davis Invitational Tag Team Tournament (2015) – with Charlie Haas

-Pro Wrestling Illustrated

-Tag Team of the Year (2003) with Charlie Haas
-Ranked No 9 of the 500 top wrestlers in the PWI 500 in 2005

-Ring of Honor

-ROH World Tag Team Championship (2 times) – with Charlie Haas

-World Wrestling Council

-WWC Universal Heavyweight Championship (1 time)

-World Wrestling Entertainment

-WWE Intercontinental Championship (3 times)

-WWE Tag Team Championship (2 times) – with Charlie Haas

-WWE United States Championship (1 time)

-Wish him on his birthday


7) ম্যাট রিডলকে ভিন্স ম্যাকমাহন নেক্সট শন মাইকেলস ভাবেন! 😯

রেসলিং নিউজ কো এর মতে, ব্যাকস্টেজে Riddle কে সবাইকে পছন্দ করে। এমনকি তাকে তার প্রমোতে আরো বেশি কাজ করতে বলা হয়েছে। Vince Riddle এর সাহসী মানসিকতা পছন্দ করেন ও সে তার মধ্যে Shawn Michaels এর গুণাবলি পান। Vince তাকে কল আপ করলে অনেক কিছু করতে পারবে। এমনকি সে ভবিষ্যতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ও হতে পারে!


8) করোনা পরিস্থিতির কারণে Roman Reigns Sami Zayn WM 36 এর পর নিজেদেরকে WWE থেকে প্রত্যাহার করেছিলেন। এছাড়া Kevin Owens - কেও নিয়মিত টিভি টেপিংস এ দেখা যায় না। WWE তাদের সুপারস্টারদের করোনার পরিস্থিতির কারণে নিজের ইচ্ছামতো কাজ করা বা না করার অনুমতি দিয়েছিলো।

কিন্তু এখন শোনা যাচ্ছে, WWE অনুপস্থিতিদের উপর একশন নিতে চলেছে! Wrestling Observer Radio তে এমনটাই জানিয়েছেন Dave Meltzer, Dave যা যা বলেছেন — (Kevin Owens যেহুতু দুই-তিন সপ্তাহ অনুপস্থিত ছিলো, তাই তাকে নিয়ে কিছু করা হবে না মনেহয়। Roman Reigns দীর্ঘসময় অনুপস্থিত থাকলেও তাকে নিয়ে কিছু করবে না, সে কোথাও যাবে না। তবে Sami Zayn সহ আরো কয়েকজনের কন্ট্রাক্ট Freeze করে দেওয়া হতে পারে।)


9) এবারের সামারস্লাম পারফরম্যান্স সেন্টারেই অনুষ্ঠিত হবে। কম্পানি আশা করেছিলো তারা বস্টনে ফ্যানসহ ইভেন্টটি করতে পারবে।কিন্তু পরিস্থিতির সেরকম উন্নতি না হওয়ায় ম্যানিয়ার মতই পিসিতেই হবে পিপিভিটি।

বিঃদ্রঃ একটি সিনেম্যাটিক ম্যাচ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে (ব্রন ভার্সেস ফিয়েন্ড?)


10) Dan Beltzer এর মতে, WWE গত Raw তে US টাইটেল এর ডিজাইল চেঞ্জ করার পর এইবার NXT Championship বেল্টের ডিজাইন-ও চেঞ্জ কর‍তে চলেছে! 😍

[Dan Beltzer একজন বেল্ট কালেক্টর। পূর্বে টাইটেল বেল্ট চেঞ্জ করা নিয়ে তার প্রেডিকশনগুলো মিলেছিলো। এমনকি US টাইটেল নিয়ে তার প্রেডিকশনটিও মিলেছিলো]


11) সম্প্রতি Edge কে জিজ্ঞাসা করা হয় তিনি ভবিষ্যতে কার কার সাথে ম্যাচ খেলতে চান? Edge এর উত্তরে বলেন তিনি ভবিষ্যতে Seth Rollins, Cesaro, Shinsuke Nakamura, Matt Riddle, Ricochet and WWE Intercontinental Champion AJ Styles - এদের বিপক্ষে ম্যাচ খেলতে চান! 😇❤


12) Ringside news এর একদম রিসেন্ট Rumors এ পাওয়া গেছে যে WWE তাদের রিসেন্টলি রিলিজ করে দেওয়া কয়েকজন ব্যাক স্টেজ কর্মীদের রি - হায়ার করেছে।

এইটা একটা খুশির সংবাদ যদিও!চলতি বছরের এপ্রিল মাসের ১৫ তারিখ WWE তাদের কোম্পানি থেকে বেশ কতজন রেসলার এবং কর্মীদেরকে রিলিজ করে দিয়েছিল! তাদের থেকে অনেককেই ব্যাক করানোর চিন্তা করেছে কতৃপক্ষ এবং অনেক ব্যাক স্টেজ কর্মীদের ব্যাক করানো হয়েছে ।ইতিমধ্যে গত Monday Night Raw তে আমরা Heath Slater কে রিটার্ন করতে দেখেছি! কিন্তু এই রিলিজ করে দেওয়ার পরে যারা অন্য প্রমোশনে গিয়েছেন তাদের রি - হায়ার করা হবে না এবং এই কোম্পানি তে কোনোদিনও ব্যাক করানো ও হবে না!

এখন দেখার পালা মেইনলি কোন কোন রেসলার দের কোন কোন ব্র্যান্ড এ রিটার্ন করানো হয়!


13) Luke Gallows এবং Karl Anderson ১৮ জুলাই একটি বড় ঘোষণা করবেন। সাবেক WWE RAW Tag Team Championরা তার আগে বড় পদক্ষেপ নিচ্ছে, Wrestling Observer Newshelter এর রিপোর্ট অনুযায়ী তারা NJPW এর সাথে একটি চুক্তি চূড়ান্ত করছে, Impact Wrestling এ সাইন করার সাথে সাথেই।

তাদের বড় ঘোষণার দিনটি কাছে আসার সাথে সাথে তাদের ঘোষণাকে ঘিরে হাইপ বাড়ছে।


14) Keepin It 100 পোডকাস্টে Konnan বলেছে AEW গত বছর Cm Punk কে সাইন করাতে চেয়েছিলো! কিন্তু Cm Punk AEW এর কাছে প্রচুর বড় একটি বেতন দাবী করেন, যার কারণে AEW তাকে সাইন করায়নি। এছাড়া পূর্বে এটাও শোনা গিয়েছি যে, Cm Punk WWE ব্যাক করতেন যদি তাকে ২০-২৫ মিলিয়ন ডলার বার্ষিক বেতন হিসাবে দেওয়া হতো!

সোমবার রাতে সম্প্রতি Karl Anderson Impact Wrestling টি-শার্টে Luke Gallows এর একটি ফটো পোস্ট করেছেন নিজের টুইটার একাউন্টে।


15) AEW এর সাথে কাউন্টার প্রোগ্রামিং এর ব্যাপারে কথা বললেন Triple H!

আচ্ছা হুটহাট করে Great American Bash করানো হলো কেন? এর কারণ কি? এর কারণ হলো AEW Fyter Fest AEW Fyter Fest কে টক্কর দেওয়ার জন্য NXT Great American Bash ইভেন্ট করছে? এইসব প্রশ্নের উত্তর দিলেন Triple H

Triple H যা যা বলেছেন — "এগুলো সুস্থ প্র‍তিযোগিতার অংশ। প্রফেশনাল রেসলিং এ কাউন্টার প্রোগ্রামিং নতুন না। এর আগে WrestleMania IV কে টক্কর দেওয়ার জন্য WCW Clash of Champions পিপিভি করেছিলো। তবে আসলে NXT Great American Bash কাউন্টার প্রোগ্রামিং এর জন্য করছে না। NXT Takeover In Your House ও Summerslam Takeover এর মাঝে অনেক সময় গ্যাপ ছিলো। এই অনেক সময়কে অর্ধেক করার জন্য Great American Bash করানো হচ্ছে। আমি যেটা করেছি সেটা NXT এর ভালোর জন্য করেছেন, কাউন্টার প্রোগ্রামিং এর জন্য না।"


16) সাবেক ৬ বার WWE Champion এর ক্যারিয়ার রক্ষা করেছিলেন Brock Lesnar!

জ্বি, আমি Big Show এর কথা বলেছি। সত্য বলতে, Big Show কখনো "দ্যা গায়' ছিলো না, তাকে সব সময় অন্যদের পুট ওভার করার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু তবুও সে অনেক কিছু অর্জন করেছে ও সে এখন একজন লিজেন্ড। সম্প্রতি Talk Sports এর সাথে এক সাক্ষাতকারে Big Show একটি ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করেন!

Big Show বলেন — আমার ক্যারিয়ার ডুবে যাওয়া থেকে রক্ষা করে Brock Lesnar! একবার Big Show এর হাঁটুতে ইঞ্জুরি হয়েছিলো। Big Show হাঁটুতে সার্জারি করার পর তাকে Louisville এ রিহ্যাবিলিটেশন এর পাঠানো হয়। WWE তাকে ১০ মাস সেখানে রাখতে চেয়েছিলো। তারা Big Show কে নিয়ে কোনো রকম ক্রিয়েটিভ কাজ করতে আগ্রহী ছিলো না ও তারা ভেবেছিলো Big Show এর আরো অনেক কিছু শেখার বাকি।

Big Show আরো বলেন - Vince তার কাছে এসে জিজ্ঞাসা করে আমি কি Brock এর সাথে ভালোভাবে কাজ করতে পারব? আমি উত্তরে হ্যাঁ বলেছি। তারপর তারা Brock কে জিজ্ঞাসা করে সে কি আমার সাথে কাজ কর‍তে চাই? Brock বলে আমার মতো Giant এর সাথে কাজ করতে পারবে। বলতে গেলে ক্রিয়েটিভ টিম একপ্রকার বাধ্য হয়ে, Brock এর ইচ্ছার কারণে আমাকে Brock এর সাথে ফিউডে রাখে। এইভাবে Brock এর কারণে আমার ক্যারিয়ার রক্ষা পায়!


17) আপনারা অনেকেই জানেন যে, Rey Mysterio এর সাথে WWE এর কন্ট্রাক্ট অনেক আগেই শেষ হয়ে গেছে এবং তিনি বর্তমানে একজন ফ্রি এজেন্ট হিসেবে WWE তে কাজ করে যাচ্ছেন। এমনকি Extreme Rules PPV তে তার সাথে Seth Rollins এর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি Wrestling Observer Newsletter এর একটি নতুন পর্বে বিখ্যাত রেসলিং বিশারদ Dave Meltzer, WWE এর সাথে Rey Mysterio এর চুক্তি নবায়ন না করার বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেন। এ বিষয়ে তিনি বলেন,"আসলে Rey Mysterio, WWE এর কাছ থেকে আরো মোটা অংকের অর্থ দাবি করেছিলেন। যেটা এই করোনামহামারীর কারণে Vince McMahon এর পক্ষে দেওয়া সম্ভবপর নয়। কয়েক মাস আগে Rey Mysterio এর অবসর নেওয়ার পরিকল্পনা ছিল। এর কারণেই মূলত WWE তার চোখের আঘাত পাওয়ার স্টোরিলাইন তৈরি করে। যাতে এই কারণ দেখিয়ে তিনি WWE থেকে অবসর নিতে পারেন। বর্তমানে Rey এর অবসর গ্রহণ করা ইচ্ছা নেই। বলতে গেলে বিগত দু-এক মাস ধরেই তিনি চুক্তি ব্যতীতই কাজ করে যাচ্ছেন। তবে খুব তাড়াতাড়ি WWE হয়তো তার সাথে নতুন কন্ট্রাক্ট সাইন করে নেবে, অন্য কোনো কোম্পানিতে Vince তাকে নিশ্চয়ই যেতে দেবেন না।"


18) WWE কনফার্ম করেছে যে রে মিস্টেরিও ভার্সেস সেথ রলিন্সের মধ্যকার হতে যাওয়া "EYE FOR AN EYE" ম্যাচটি একমাত্র জেতা সম্ভব যখন একজন অন্যজনের চোখ সকেট থেকে খুলে আনবে -_- হরর শো এর মায়রেবাপ। প্লাস্টিকের ২০$ আইবল ইজ লোডিং😒

বিঃদ্রঃ ব্যক্তিগত মতামত, কিন্তু এরকম সিরিয়াস ফিউডে এরকম হাস্যকর স্টিপুলেশন অ্যাড করার খুব দরকার ছিলো? কি লাভ হলো? একটা সিম্পল এক্সট্রিম রুলস বা লাস্ট ম্যান স্টান্ডিং দেওয়া যেত না? ম্যাচটা যত অ্যাথলেটিক যত ভালো যত জোসই হোক ফিনিশটা কিরকম বিচ্ছিরি হবে চিন্তা করে দেখেন।

• লেখক : Nazim Uddin, Nafis Khondoker, Asm Shafin, Radi Jawad Chowdhury।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!