গত মঙ্গলবার RAW- তে আমরা একটি নতুন সেগমেন্ট দেখতে পেয়েছি। এই সপ্তাহের Monday Night RAW তে রিটার্ন করেছেন 'THE BEST IN THE WORLD' খ্যাত Shane McMahon। তবে তিনি একা রিটার্ন করেননি, সাথে নিয়ে এসেছেন নতুন একটি সেগমেন্ট, এই সেগমেন্টের নাম RAW Underground! তবে এইটাই কেন? অন্য কিছু নয় কেন? আসলে শেন মিকম্যান হচ্ছেন বিশাল MMA ফ্যান( আসলে জন্ম থেকে প্রো রেসলিং দেখতে দেখতে বোরড, জাস্ট কিডিং)। সে MMA Fight এর বিশাল ভক্ত, এমন কী তিনি UFC কে কিনে নিতে চেয়েছিলেন!


অনেক রিউমর বের হয়েছে RAW Underground- নিয়ে। RAW Underground Title তৈরি করারও পরিকল্পনা রয়েছে ক্রিয়েটিভ টিমের। RAW- এর প্রথম স্ক্রিপ্ট বাতিল করে আবারো স্ক্রিপ্ট লেখা হয়। নতুন স্ক্রিপ্ট এ Shane McMahon সারপ্রাইজ হিসেবে RAW Underground নিয়ে আসেন। এই সেগমেন্ট এ আমরা অনেক তরুণ উঠতি স্টার কে দেখতে পাবো যারা ভবিষ্যৎ এ WWE সুপারস্টার হতে পারেন। সবার ধারণা এই সেগমেন্টের প্ল্যান করা হয়েছে ভিউয়ারশিপ বাড়ানোর তাগিদে। আমরা সবাই জানি WWE- এর ভিউয়ারশিপ দিনে দিনে নিচের দিখে যাচ্ছে। এক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কতোটা কাজে দিবে তা কিছুদিন পরই বুঝা যাবে। RAW Underground সেগমেন্ট নজর কেঁড়েছে 'LE CHAMPION' খ্যাত Chris Jericho- এর। Dave Meltzar প্রশংসা করেছেন এই সেগমেন্ট এর।


WWE BACKSTAGE শো তে Cm Punk ও মুখ খুলেছেন RAW Underground সেগমেন্ট নিয়ে! Punk বলেছেন, “এই সেগমেন্ট অনেক কাজে দিবে, WWE তাদের অবস্থার অনেক উন্নতি করতে পারবে বলে আমার ধারণা। এখানে পুরুষ রেসলারের পাশাপাশি নারী রেসলার কেও রাখা যায়। Nia Jax কে সেখানে রাখা যায়। আমার মনে হয় Nia Jax- এর জন্য সেরা জায়গা RAW Underground!” তাছাড়া Renee Young কেও পরামর্শ দিয়েছেন Baylay- এর সাথে ম্যাচ খেলার জন্য RAW Underground এ!


মূলত করোনার জন্য যখন স্ক্রিপ্ট রাইটার সংকট এবং ভিউয়ারশিপ ও একটি সমস্যা তখন শেন মিকম্যান কোম্পানী তে রিটার্ন করেন এবং RAW Underground এর এই ব্যাপার টা নিয়ে আসেন, এবং প্রথম পর্বের পর কিন্তু তিনি আমাদের মাঝে বেশ হাইপ তুলে দিয়েছেন। চলুন, এ বিষয়ে আরও কিছু আলোচনা করা যাক-


• RAW Underground টা কি জিনিস?


RAW Underground অনেকটা MMA বা UFC Style এর একটি শো, যা RAW এর ৩য় ঘন্টার স্থায়ী শো হিসেবে রাখার পরিকল্পনা চলছে।


এই সেগমেন্ট এ দেখা যায় আঁধার একটি কক্ষে রিং এর মধ্যে লড়তে হয় দুজন বডি-বিল্ডার কে। এই ম্যাচে কোনো পিন- সাবমিশন নেই। বিজয়ী হতে হলে প্রতিপক্ষ কে নক-আউট করতে হবে। দুজন শুরু করবে। একজন বিজয় লাভ করার পর রিং-সাইডের যেকোনো একজন রেসলার চ্যালেঞ্জ করতে পারবে। এভাবেই চলবে এই সেগমেন্ট। রেসলারদের বিনোদন দেয়ার জন্য চিয়ার-লিডারেরও ব্যবস্থা করা হয়েছে এই সেগমেন্ট এ।


• এটির কনসেপ্ট :


শো এর কনসেপ্ট মূলত USA এর বিভিন্ন জায়গায় চলতে থাকা Bar Fight এবং Underground Mafia Fight থেকে নেয়া। আমেরিকার প্রায় প্রতিটি Bar এর মধ্যেই এই ধরণের ফাইট দেখা যায় হরহামেশা। এছাড়াও WWE তে একসময় চলে আসা Brawl for All এর কথাও মনে করিয়ে দিয়েছে আমাকে শো টি। আর সাথে যোগ আছে Mixed Martial Arts Fighting Style, আমার কাছে শো টি ব্যক্তিগতভাবে ভালো লেগেছে 👌🏾


• এটি করার কারন :


হ্ঠাত এমন একটি শো কেন নিয়ে আসা হল তা ভেবে তো অনেকেই চিন্তিত। চলুন, ব্যাখ্যা করা যাক- গত কয়েক সপ্তাহ ধরেই RAW এর ভিউয়ারশিপ অস্বাভাবিকভাবে কমে গেছে, বিশেষ করে ৩য় ঘন্টায় তো ভিউয়ার ই নেই। রেটিংসের অবস্থা যাচ্ছেতাই 🥺 এই অবস্থা থেকে উত্তরণের জন্যই শেষ একটা চেষ্টা করতে যাচ্ছে WWE।


আর এই চেষ্টায় যোগ করা হয়েছে কিছু পুরাতন টেকনিক। ECW নিয়ে কিভাবে হ্ঠাত হাজির হয়েছিলেন Shane O'Mac মনে আছে আপনাদের?😎 আজ তেমনই ভাবে RAW Underground নিয়ে হাজির হলেন।


• তারা কি সফল হয়েছে এর মাধ্যমে?


আমি বলবো, হ্যাঁ, কিছুটা হলেও কাজ দিয়েছে। অনেক সপ্তাহ পর আজ আবারো Twitter এ ট্রেন্ডিং হয়েছে RAW, তবে মূল আকর্ষণ ছিল RAW Underground কে নিয়েই!এমনকি স্বঘোষিত Demo God Chris Jericho ও কমেন্ট করেছেন। হ্যাঁ, কমেন্ট যদিও নেগেটিভ ছিল, কিন্ত তার নজর এদিকে নিয়ে আসতে সক্ষম হয়েছে WWE। শুধু তারই নয়, অনেক দর্শক ও আগ্রহ পেয়েছে, এমনকি Rating God Dave Meltzer ও 😱


তো, আপনাদের কেমন লাগলো RAW Underground? এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্ত!


• লেখক : ‎Omi Robin‎, ‎Mohathir Ahmed

AEW কে টেক্কা দিতে এলো- RAW Underground!


গত মঙ্গলবার RAW- তে আমরা একটি নতুন সেগমেন্ট দেখতে পেয়েছি। এই সপ্তাহের Monday Night RAW তে রিটার্ন করেছেন 'THE BEST IN THE WORLD' খ্যাত Shane McMahon। তবে তিনি একা রিটার্ন করেননি, সাথে নিয়ে এসেছেন নতুন একটি সেগমেন্ট, এই সেগমেন্টের নাম RAW Underground! তবে এইটাই কেন? অন্য কিছু নয় কেন? আসলে শেন মিকম্যান হচ্ছেন বিশাল MMA ফ্যান( আসলে জন্ম থেকে প্রো রেসলিং দেখতে দেখতে বোরড, জাস্ট কিডিং)। সে MMA Fight এর বিশাল ভক্ত, এমন কী তিনি UFC কে কিনে নিতে চেয়েছিলেন!


অনেক রিউমর বের হয়েছে RAW Underground- নিয়ে। RAW Underground Title তৈরি করারও পরিকল্পনা রয়েছে ক্রিয়েটিভ টিমের। RAW- এর প্রথম স্ক্রিপ্ট বাতিল করে আবারো স্ক্রিপ্ট লেখা হয়। নতুন স্ক্রিপ্ট এ Shane McMahon সারপ্রাইজ হিসেবে RAW Underground নিয়ে আসেন। এই সেগমেন্ট এ আমরা অনেক তরুণ উঠতি স্টার কে দেখতে পাবো যারা ভবিষ্যৎ এ WWE সুপারস্টার হতে পারেন। সবার ধারণা এই সেগমেন্টের প্ল্যান করা হয়েছে ভিউয়ারশিপ বাড়ানোর তাগিদে। আমরা সবাই জানি WWE- এর ভিউয়ারশিপ দিনে দিনে নিচের দিখে যাচ্ছে। এক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কতোটা কাজে দিবে তা কিছুদিন পরই বুঝা যাবে। RAW Underground সেগমেন্ট নজর কেঁড়েছে 'LE CHAMPION' খ্যাত Chris Jericho- এর। Dave Meltzar প্রশংসা করেছেন এই সেগমেন্ট এর।


WWE BACKSTAGE শো তে Cm Punk ও মুখ খুলেছেন RAW Underground সেগমেন্ট নিয়ে! Punk বলেছেন, “এই সেগমেন্ট অনেক কাজে দিবে, WWE তাদের অবস্থার অনেক উন্নতি করতে পারবে বলে আমার ধারণা। এখানে পুরুষ রেসলারের পাশাপাশি নারী রেসলার কেও রাখা যায়। Nia Jax কে সেখানে রাখা যায়। আমার মনে হয় Nia Jax- এর জন্য সেরা জায়গা RAW Underground!” তাছাড়া Renee Young কেও পরামর্শ দিয়েছেন Baylay- এর সাথে ম্যাচ খেলার জন্য RAW Underground এ!


মূলত করোনার জন্য যখন স্ক্রিপ্ট রাইটার সংকট এবং ভিউয়ারশিপ ও একটি সমস্যা তখন শেন মিকম্যান কোম্পানী তে রিটার্ন করেন এবং RAW Underground এর এই ব্যাপার টা নিয়ে আসেন, এবং প্রথম পর্বের পর কিন্তু তিনি আমাদের মাঝে বেশ হাইপ তুলে দিয়েছেন। চলুন, এ বিষয়ে আরও কিছু আলোচনা করা যাক-


• RAW Underground টা কি জিনিস?


RAW Underground অনেকটা MMA বা UFC Style এর একটি শো, যা RAW এর ৩য় ঘন্টার স্থায়ী শো হিসেবে রাখার পরিকল্পনা চলছে।


এই সেগমেন্ট এ দেখা যায় আঁধার একটি কক্ষে রিং এর মধ্যে লড়তে হয় দুজন বডি-বিল্ডার কে। এই ম্যাচে কোনো পিন- সাবমিশন নেই। বিজয়ী হতে হলে প্রতিপক্ষ কে নক-আউট করতে হবে। দুজন শুরু করবে। একজন বিজয় লাভ করার পর রিং-সাইডের যেকোনো একজন রেসলার চ্যালেঞ্জ করতে পারবে। এভাবেই চলবে এই সেগমেন্ট। রেসলারদের বিনোদন দেয়ার জন্য চিয়ার-লিডারেরও ব্যবস্থা করা হয়েছে এই সেগমেন্ট এ।


• এটির কনসেপ্ট :


শো এর কনসেপ্ট মূলত USA এর বিভিন্ন জায়গায় চলতে থাকা Bar Fight এবং Underground Mafia Fight থেকে নেয়া। আমেরিকার প্রায় প্রতিটি Bar এর মধ্যেই এই ধরণের ফাইট দেখা যায় হরহামেশা। এছাড়াও WWE তে একসময় চলে আসা Brawl for All এর কথাও মনে করিয়ে দিয়েছে আমাকে শো টি। আর সাথে যোগ আছে Mixed Martial Arts Fighting Style, আমার কাছে শো টি ব্যক্তিগতভাবে ভালো লেগেছে 👌🏾


• এটি করার কারন :


হ্ঠাত এমন একটি শো কেন নিয়ে আসা হল তা ভেবে তো অনেকেই চিন্তিত। চলুন, ব্যাখ্যা করা যাক- গত কয়েক সপ্তাহ ধরেই RAW এর ভিউয়ারশিপ অস্বাভাবিকভাবে কমে গেছে, বিশেষ করে ৩য় ঘন্টায় তো ভিউয়ার ই নেই। রেটিংসের অবস্থা যাচ্ছেতাই 🥺 এই অবস্থা থেকে উত্তরণের জন্যই শেষ একটা চেষ্টা করতে যাচ্ছে WWE।


আর এই চেষ্টায় যোগ করা হয়েছে কিছু পুরাতন টেকনিক। ECW নিয়ে কিভাবে হ্ঠাত হাজির হয়েছিলেন Shane O'Mac মনে আছে আপনাদের?😎 আজ তেমনই ভাবে RAW Underground নিয়ে হাজির হলেন।


• তারা কি সফল হয়েছে এর মাধ্যমে?


আমি বলবো, হ্যাঁ, কিছুটা হলেও কাজ দিয়েছে। অনেক সপ্তাহ পর আজ আবারো Twitter এ ট্রেন্ডিং হয়েছে RAW, তবে মূল আকর্ষণ ছিল RAW Underground কে নিয়েই!এমনকি স্বঘোষিত Demo God Chris Jericho ও কমেন্ট করেছেন। হ্যাঁ, কমেন্ট যদিও নেগেটিভ ছিল, কিন্ত তার নজর এদিকে নিয়ে আসতে সক্ষম হয়েছে WWE। শুধু তারই নয়, অনেক দর্শক ও আগ্রহ পেয়েছে, এমনকি Rating God Dave Meltzer ও 😱


তো, আপনাদের কেমন লাগলো RAW Underground? এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্ত!


• লেখক : ‎Omi Robin‎, ‎Mohathir Ahmed

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!