দীর্ঘ ৭ মাসের বহুল প্রতিক্ষার পর কয়েক সপ্তাহ পূর্বে Monday Night RAW -তে রিটার্ন করেন Mustafa Ali। The Hurt Business -এর বিপক্ষে একটি ম্যাচে Ricochet ও Cedric Alexander -এর মিস্টেরি পার্টনার হিসেবে তিনি তার চমকপ্রদ রিটার্নটি করেন। দেখে আমাদের কম-বেশি সকলেরই মনে হচ্ছিল যে এবার হয়তো Mustafa -কে স্ট্রং বুকিং দেয়া হবে। খুব শীঘ্রই তাকে মিড কার্ডের কোনো একটা টাইটেল জেতানো হতে পারো -আমাদের ভেতর এ ধারণারও ঘাটতি ছিল না।
কিন্তু তার পরের সপ্তাহেই তাকে আবারো Bobby Lashley -এর নিকট পরাজয় বরণ করে হেনস্তার শিকার হতে হয়। তাছাড়া লাইভ ইভেন্টে Riddick Moss -এর কাছেও হার মানতে হয় Mustafa Ali -কে। ম্যাচ হারাটা আমার কাছে বড় কথা নয়। কিন্তু তাকে যদি প্রপার বুকিং দিয়ে ম্যাচ হারাতো তাহলে আমি কোনো আলোচনা-সমালোচনা করতাম না। যেদিন তিনি রিটার্ন করলেন, শুধুমাত্র সেদিনই তাকে একটু হলেও ভালো বুকিং দেয়া হয়েছিল। তার পরের সপ্তাহ থেকেই সেটা যেন প্রদীপের মতো নিভে গেল।
বিভিন্ন সাইটের রিউমর অনুযায়ী, Smackdown -এ হ্যাকার বেশে Mustafa Ali -কে রাখা হয়েছিল। খুবই অল্প সময়ে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন ঐ হ্যাকাররূপী ব্যক্তি। কিন্তু করোনা মহামারীর কারণে যথার্থ স্টোরিলাইনের অভাব থাকায় সেই হ্যাকার গিমিক থেকে Mustafa -কে সরিয়ে আনতে হয়। তার পরিবর্তে তাকে RAW -তে পাঠানোর পরিকল্পনা করা হয়। অন্তত হ্যাকার গিমিকটা থাকলে কিছুটা হলেও স্পটলাইট থাকত Mustafa Ali -এর ওপর।
কিন্ত মূল সমস্যাটা যেখানে সেটা হলো Vince McMahon ব্যক্তিগতভাবে Mustafa Ali -কে পছন্দ করেন না। এছাড়া তিনি তুলনামূলক ক্ষুদ্র দেহের অধিকারী রেসলারদেরও অপছন্দ করেন। এটা আমাদের অনেকেরই জানা বিষয় যে, বিশাল দেহের হেভিওয়েট রেসলারদের ছাড়া Vince কাউকে কোম্পানির টপ গাই বানানো তো ভালো কথা, নূন্যতম পুশটুকুও দিতে কুণ্ঠাবোধ করেন। তবে এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত চিন্তাধারার অধিকারী হলেন NXT -এর CEO Triple H। Hunter সর্বদা কোন রেসলারের মধ্যে কতটুকু ট্যালেন্ট আছে সেটাই পর্যবেক্ষণ করেন। এর কারণেই আমরা Mustafa Ali, Samy Zayn, Ricochet -এর মতো মেধাবী ও পরিশ্রমী রেসলারদের NXT -তে যথাযথ পুশ পেতে দেখেছি। আর NXT -তে কাজ করে আসা এসব বাঘা বাঘা রেসলাররা মেইন রোস্টারে এসে বিড়ালে রূপান্তরিত হন। Adam Cole, Johnny Gargano, Tomasso Ciampa -এর মতো রেসলারদের ক্ষেত্রেও যদি কখনো অনুরূপ ব্যাপার ঘটে তবেও আমি আশ্চর্য হবো না। যদিও Ciampa তো একটি ইন্টারভিউতে বলেই দিয়েছেন, "আমাকে যদি NXT থেকে মেইন রোস্টারে মুভ করা হয়, তাহলে আমি রেসলিং থেকে অবসর নিয়ে একজন ব্যাকস্টেজ প্রডিউসার হিসেবে কাজ শুরু করবো। "
যাই হোক, আমার মনে হয় Mustafa Ali যদি একান্ত WWE -তে কাজ করতেই চান তবে তাকে আবারো NXT -তে পাঠিয়ে দেয়া উচিত। যদিও অনেক রেসলারের অর্থের প্রতি প্রবল আকর্ষণ থাকার ফলে WWE -তে যতই বাজে বুকিং দেয়া হোক না কেন, তারা মাটি কামড়ে সেখানেই বছরের পর বছর ধরে জবারের মতো কাজ করে যান। তাই Mustafa কি চিন্তা করছেন, সেটা হয়তো আমার চেয়ে তিনিই ভালো বলতে পারবেন!
• লেখক : Stephen Truman
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!