নাম তার Claudio Castagnoli Aka Cesaro, কী পেলেন WWE তে এসে? ইন্ডিতে নাম করেছিলেন অনেক। Chris Hero এর সাথে গড়ে তুলেছিলেন The Kings Of Wrestling। তাদের ৩৬৪ দিনের রেইন ছিল ROH এর হিস্টোরিতে সবচাইতে দীর্ঘ। শুধু কী ROH; CZW, PWG, Noah সহ আরও অনেক কোম্পানিতে সিঙ্গেলস আর ট্যাগ টিম রেসলিং করেছেন। ক্রিস হিরো বাদে Ares এর সাথেও বেশ কয়েক কোম্পানিতে ট্যাগ চ্যাম্পও ছিলেন তিনি।
এতকিছুর পরও WWE তাকে সিঙ্গেলস পুশ দিল না। এত বছরে মাত্র একবার US চ্যাম্প 😑 ২০১৩-২০১৬ সাল পর্যন্ত টানা ৪ বছর মোস্ট আন্ডাররেটেড রেসলার ছিলেন তিনি 😮। ট্যাগ টিম রেসলিং ছিল তার স্পেশালিটি। সেদিক থেকে তাকে কিছুটা সফল বলা যায়। টাইসন কিডের সাথে ১ বার, শেমাসের সাথে ৪ বার আর নাকামুরার সাথে ২ বার ট্যাগ ট্যাগ টাইটেল জিতেছেন।
কিন্তু শেমাস আর নাকামুরার সাথে এই টাইটেল রেইনগুলো কী আসলেই অনেক কিছু? ট্যাগ টিম ডিভিশনের এমন রূগ্ন দশায় এই রেইনগুলো কী কোনো বড় অর্থ বহন করে? প্রশ্ন রইলো আপনাদের কাছে। ভবিষ্যতেও যে সিজারো ঠিকমতো পুশ পাবেননা তার ১০০% গ্যারান্টি দেওয়া সম্ভব। কোম্পানি প্রতি ভালোবাসা আর সম্মানের জন্য তিনি এখনো রয়ে গেছেন। WWE এর কী উচিত না তার আনুগত্যের উপহার তাকে দেওয়া? আর কত অযোগ্য লোককে পুশ দেওয়া হবে?
অন্যদিকে এরকম আর একজন রেসলার হলেন Rami Sebei, বর্তমানে সবাই তাকে চেনে Sami Zayn হিসেবে। তবে যদি ইন্ডি রেসলিং এর পুরোনো ফ্যান হন তবে তাকে চিনবেন El Generico নামে।
এক কথায় বলতে গেলে PWG এর লিভিং লেজেন্ড 😎। ওখানের এমন কোনো টাইটেল, এমন কোনো ট্রফি নেই যার মধ্যে তার নাম লেখা হয়নি। ওয়ার্ল্ড টাইটেল, ট্যাগ টাইটেল থেকে শুরু করে দুইটা হেভিওয়েট টুর্নামেন্টেরও উইনার ছিলেন। ROH, ডিডিটি, WXw মত একেকটা রেপুটেটেড কোম্পানিতেও তার এই সফলতার ধারা বজায় ছিল।
অবশেষে ২০১৩ সালে আসলেন WWE তে। NXT এর তৎকালীন দুর্বল রোস্টারে বেশ ভালো পারফরমেন্স দেখালেন। ফলশ্রুতিতে অল্প কয়েকদিনেই দিনেই ঢুকে গেলেন NXT টাইটেল সিনে। মাইক স্কিল, রিং স্কিল কোনোটাতেই ঘাটতি ছিল না। আস্থার প্রমান দিয়ে ২০১৫ তে RAW তে Cena এর সাথে ইনজুরড অবস্থাতেই অসাধারন একটা ম্যাচও উপহার দিলেন। মেইন রোস্টারেও প্রথম দিকেও কিছুটা পুশ পেয়েছিলেন। হারিয়েছিলেন মিডকার্ডের বেশ কয়েকজন নামি রেসলারকে। কিন্তু WWE তার ওপর আস্থা না রাখায় কোনো বেল্টই কোমরে বাধতে পারছিলেন না।
অবশেষে ৩রা মার্চ, ২০২০ এর RAW টেপিং-এ তার কছে ধরা দেয় কাঙ্খিত IC টাইটেল। কিন্তু আসলেই কী এই টাইটেল জয়ের কোনো মূল্য ছিল? একটা চরম হাস্যকর 3 On 1 Handicap ম্যাচে ব্রন কে হারান সিজারো, নাকামুরা আর জেইন। এ কেমন মশকরা? তিনজন এত ট্যালেন্টেড রেসলারকে আপনি এমন জঘন্য বুকিং কীভাবে দেন? তারা কী ইন্ডিভিজুয়াল রেসলার হিসেবে পুশ পাওয়ার যোগ্যতা রাখেন না? 😡
যাই হোক তারপরও একটু আশা ছিল যে অবশেষে হয়তো স্যামি তার প্রাপ্য পুশটা পাবেন। কিন্তু না, গোলমাল বাধালো Covid-19। এই প্যানডেমিক সিচুয়েশনে পারফর্ম করতে অনিচ্ছুক হওয়ায় কেড়ে নেয়া হলো তার টাইটেল 😢😢। এর থেকে বড় দুর্ভাগ্য আর কী হতে পারে!
অনেকেই ধারনা করছে অলরেডি তিনি কোম্পানির ব্যাডবুকে চলে গেছেন। তাই এই কোভিড ঘটনার পর যে তিনি আর পুশ পাবেন না এটা বলার অপেক্ষা থাকে না। দুঃখজনক হলেও সত্য আবারও আমরা সিজারোর মতো একজন ম্যাসিভ আন্ডারপুশ রেসলার পেতে চলেছি। দেখার বিষয় স্যামি WWE তে থাকেন না অ্যামব্রোস, হারপারদের মতো চলে যান। সময়ই বলে দেবে।
• লেখক : Abdun Nur Alif
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!