গত সপ্তাহের স্ম্যাকডাউনে অন স্ক্রিন ডেবিউ হয় নিউ ফ্যাকশন রেট্রিবিউশন-এর। মূলত এই ফ্যাকশন নিয়ে রেসলিং ফ্যানরা দুইভাগে ভাগ হয়ে গেছে। অনেকেই খুব উৎফুল্ল, উল্লাসিত এদের ডেব্যু তে। তছনছ করছে সব ইত্যাদি ইত্যাদি। অনেকে নেক্সাসের সাথে তুলনা দিচ্ছে। কেউ কেউ শিল্ডের দিকেও ইঙ্গিত দিচ্ছে.....আমার হাস্যকর লাগছে সব কিছু। কারণগুলো বলবো তবে তার আগে আরেকটা জিনিস।
এই ফ্যাকশনকে হেট করার মূল কারন হচ্ছে WWE এর জঘন্য বুকিং পলিসির হিস্টোরি। সবাই জানে এই ফ্যাকশনের কোনো ভবিষ্যত নেই, কিছুদিন পরই ছুড়ে ফেলে দেয়া হবে। Nexus, Wyatt Family, Leauge of Nations এমনকি আমার অন্যতম ফেভারিট ফ্যাকশন Sanity কেও খুব বাজেভাবে মিসইউজ করা হয়েছে। জঘন্য বুকিং এর জন্য Wade Barrett, Harper & Rowan, Rusev, Eric Young এদের মত অসাধারন রেসলারগুলো আজ কোম্পানির সাথে নেই। গত ১০ বছরে একমাত্র Shield আর New Day কেই WWE কিছুটা ভালোভাবে ইউজ করতে পেরেছে।
আর WWE এর একজন রাইটারের মতে তারা নিজেরাই জানে না এই ফ্যাকশনে কে কে থাকবে 😑। শোনা যাচ্ছে কোম্পানির অবস্থা এতটাই খারাপ যে যেদিন শো হয় সেদিনই নাকি অনেক কিছু আজকাল স্ক্রিপ্ট করা হয়! আর স্ম্যাকডাউনে যারা ছিল তারা নাকি ডিকয় মাত্র। এর থেকে হতাশাজনক কথা আর কী হতে পারে। Lance Storm আর Shane Helms দুজনেই এই ফ্যাকশনকে কটাক্ষ করেছেন। আর আপনি আমাকে বোঝাতে চান যে এই খাটো ৫'৭" রেসলাররা Ciampa, Djakovic, Gargano এরা? এরা কী কলিকাতা হারবালের ওষুধ খাওয়ার পর সাইড ইফেক্ট হয়ে খাটো হয়ে গেছে? হাস্যকর লাগলেও একটা জায়গায় মেজাজ খিঁচড়াচ্ছে কারণ আমি মোটামুটি শিওর যে এই স্টেবলে টমাসো চ্যাম্পা আছে। আমি তার ভয়েস শুনছি। অন্তত তাই মনে হলো। গোল্ডি পিরিয়ড থেকে তার পাগলা ফ্যান টাইপ আমি। আর যদি এদের সত্যিই গ্রপের মেম্বার হিসেবে রিভিল করা হয় তবে তা হবে মস্ত বড় ভুল। তীব্রভাবে আশা করি এই গ্রুপ যেন ২০৫ অথবা Evolve এর কিছু রেসলার দিয়ে করা হয়। নইলে এখনকার থেকেও বড় বিপদ আসছে ভবিষ্যতে।
এবার কারণগুলোয় আসা যাক-
১) প্রথমেই, বাচ্চাগুলার সাইজ দেখছেন? চ্যাম্পারটা মেনে নেওয়া যাবে। সে লিডার। সে প্রমাণ করছে। দুইটা মেয়ে এইটাও মানা গেলো। বাকি দুইটাতে কি একটু লার্জ বা মাসল টাইপ দেওয়া যেতো না? ডাইজাকোভিচ তো বসে আছে। ইউজ করা যেতো। মোদ্দাকথা, এদের আকার আকৃতি দেখেই সিরিয়াসলি নেওয়া অসম্ভব হয়ে পড়তেছে।
অনেকে এডাম কোল, গারগানো, চ্যাম্পা সহ অনেকের কথা টেনে আনতে পারে। কিন্তু তারা এস্টাব্লিশড হইছে বছরের পর বছর এলিট লেভেলের ওয়ার্ক দেখিয়ে। নতুন স্টেবল ইমপ্রেশন গঠনে একটা হলেও মাসল দরকার। শিল্ডে রেজন্স ছিলো, নেক্সাসে রাইব্যাক ছিলো।
২) এরপরে দেখা যাক এদের অঙ্গভঙ্গি। কোনো রূপ বিগ ডিল এরকম দেখাইতেছেই না। ফিফায় ল্যাগ করলে যেরম প্লেয়ার নাচানাচি করে এই অবস্থা এখানে। এরা ক্যাওস বা বিশৃঙ্খলা আনতে চাচ্ছে গ্রেট। তাদের কাজ দিয়ে করুক। যে বিশৃঙ্খলা করতেছে সে লাফালাফি করলে ব্যাপারটার ওয়েট কমে যায়। হয়তো এগ্রেশন দেখাতে চাচ্ছে। কিন্তু ব্যাপারটা ১৬ বছরের উত্তেজিত ছেলে যখন ক্রাশের সাথে ফার্স্ট টাইম কথা বলতে যায় তখন যেমন এক্সট্রা কুল হয়ে তিড়িংবিড়িং করে এইটা হয়ে গেছে।
৩) ভাই, জিন্দেগীতে দেখছেন হার্ড ক্যামেরা শেক করতে? হার্ড ক্যাম মানে কি? একটা ফিক্সড ক্যামেরা যেইটায় সব একটা পয়েন্ট থেকে রেকর্ড হবে। আর টেম্পোরারি যা থাকে ওগুলো রিং এর আশেপাশে ক্যামেরাম্যানরা অপারেট করে। এইটা আর্টিস্টিক ভাবেও দেখানো যেতো। ধরেন ক্যামেরাম্যান পালায়ে গেছে। যাওয়ার সময় ক্যামেরায় ধাক্কা লেগে সাইড হয়ে একটা এঙ্গেল থেকে সব এদের কাজকাম দেখাচ্ছে। সিম্পল। ঝাঁকাঝাঁকি করলে যে একশনের ইমপ্যাক্ট বাড়ে না বরং কমে এইটা কবে শিখবে কে জানে।
৪) এবার তাদের একচুয়াল একশনে আসি। অর্থাৎ কি কি করছে। র তে জেনারেটার ব্লাস্ট করছে👏👏👏 অনেক বিশৃঙ্খলা ভাই। ব্লাস্ট করার সময়েও এমনে করতেছিলো যেনো পিকনিকে আসছে। তারপর ব্যাকস্টেজে একটা বাক্স ফেলায়ে দিছে (সত্যি)। লাইট জ্বালাইছে নিভাইছে। A bunch of kids। এসডিতেও লাইটিং নিয়ে খেলছে।
৫) শো ক্লোজিং এর লজিক বেখাপ্পা। আপনি এইরকম বিপ্লবী সংস্থা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন টিভি শো তে। কখন করবেন? শো এর শুরুতে যাতে সবাই দেখতে পারে? নাকি সব সুন্দরমত শেষ হয়ে যাওয়ার পর তারপর এসে রিং রোপ টোপ কাটবেন? আজিব। এদের কোনোভাবেই বিগ ডিল লাগতেছে না। আকিরার নিঞ্জাদের থেকে এক লেভেল উপরে ধরা যায়। not saying much। ওহ ভুলেই গেছলাম। ২০৫ শুরু হতেই আবার সব সুন্দরমত ফিক্স করা শেষ। আচ্ছা ২০৫ দেখে কয়জনে? ওইটা টেকনিক্যাল ডিফিকালিটিজ এর কারণে এয়ার করা যাচ্ছে না বললে এই একশনের ওজন বাড়তো না?
মোটমাট এইসব কারণ মিলিতে এই স্টেবল নিয়ে মোটেও আশাবাদী না। রিভিল, ডিরেকশন সহ সবই বাকি। কিন্তু এদের প্রেমিসই ছেলেখেলার লেভেলে তো ওইদিকে আর কতটুক উঠবে? আসলে এই Retribution আর RAW Underground দুইটাই সাময়িক রেটিং কামানোর ধান্দা। কিন্ত কয়দিন? ১ সপ্তাহ? ২ সপ্তাহ? ১ মাস? তারপর? রেটিং ধসই নামবেই, নামতে বাধ্য। প্রপার বুকিং আর ভালো স্টোরিলাইন না বানালে এই কোম্পানির কপালে অশেষ দু : খ আছে। ভিন্স আর ব্রুস দুজনে কোম্পানিটাকে ধ্বংস করেই ছাড়বে যা মনে হয় 😔
• লেখক : Asm Shafin, Abdun Nur Alif
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!