আসল নাম

Phillip Jack Brooks

জন্মদিন

২৬ অক্টোবর, ১৯৭৮

জন্মস্থান

Chicago, Illinois, US

বাসস্থান

Chicago, Illinois, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)

ওজন

৯৯ কেজি (২১৮ পাউন্ড)

ট্রেনারস

Ace Steel, Danny Dominion, Dave Finlay, Dave Taylor, Kevin Quinn, William Regal

অভিষেক

১৩ মার্চ, ১৯৯৯

অবসর

২০১৪ (WWE)


Pipebomb এর মত ক্যারিয়ার মেকিং প্রোমো কাটার পর তার ফ্যান না হয়ে উপায় নেই। John Cena, Vince McMahon এর সাথে ফিউড, Cena এর সাথে রাইভালরি, Jericho, Bryan, Rock, Undertaker এর সাথে ম্যাচ, Paul Heyman এর সাথে ফিউড, ৪৩৪ Days Title রাখার রেকর্ড এতো সব কিছু করেছেন মাত্র ৩ বছরে। নিজে নিজে হয়েছেন পোস্টার বয়। হিল হয়েও ছিলেন সবার প্রিয়। অর্থাৎ ভিলেইন হয়েও ফ্যান ফেভারিট। 

আমি বলছি ১৯৭৮ সালের, ২৬ অক্টোবরে জন্ম নেওয়া শিকাগোর হিরো Phillip Jack Brooks ওরফে CM Punk এর কথা, যার রয়েছে অসাধারণ গড গিফটেড মাইক স্কিল, এটিটিউড, Charisma, Style, আর রিং স্কিল সম্বন্ধে কিছু না বললেও চলবে কেনোনা তিনি Cena এর সাথেও Five Star ম্যাচ খেলছেন।

♦ ব্যক্তিগত জীবন :

সি এম পাঙ্কের একটা জগদ্বিখ্যাত অভ্যেস আছে। Wrestling ইন্ডাস্ট্রির সাথে জড়িত পাঙ্কই প্রথম ব্যাক্তি যে জীবনেও কোনো রকম ড্রাগ নেয় নি। রেসলিংয়ে আসলে নিজেকে ফিট রাখার জন্যে ড্রাগ নিতে হবেই (ধারনা)। কিন্তুু এই ধারনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাঙ্ক নিজেকে সেরা প্রমান করেছেন। 

একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করা CM Punk ছোট বেলা থেকেই অভাব অনটন কাকে বলে সে বুঝেছে দেখেছে। তার বাবা একজন মাদকদ্রব্য আসক্ত ব্যাক্তি ছিলেন। খুব অল্প বয়সে CM Punk তার বাবাকে হারান। তখন থেকে তিনি শপথ করেন তিনি কোনদিন ও মাদকদ্রব্য হাত দিবেন না। ব্যাক্তিগত জীবনে পাঙ্কের স্ত্রী ছিলো LITA (WWE Diva), কিন্তুু এখন দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে। এরপরে ২০১৪ সালের ১৩ জুন পাঙ্ক AJ LEE কে বিয়ে করে।

• পাঙ্কের শরীরের বিভিন্ন ট্যাটু এবং তাদের অর্থ :

সিএম পাংকের শরীরে বেশ কয়েকটি ট্যাটু রয়েছে। একেকটি ট্যাটু একেক শখের এবং কাহিনীর। তার বডিতে আছে এক একটি শখের ট্যাটু। খুব ভালোবাসা সহকারে এই ট্যাটুগুলো করিয়েছে পাংক। চলুন তাহলে তার ট্যাটু সম্পর্কে কিছু জেনে নিই।

১) The Cobra Symbol : সিএম পাংক কার্টুন এবং কমিক্সের অনেক বড় ফ্যান। কার্টুন এবং কমিক্সের মিল বন্ধন স্বরুপ নিজের শরীরে একটি ট্যাটু করিয়েছে সিএম পাংক। যার নাম The Cobra Symbol

২) Pepsi : আমরা তার বাম কাঁধে ট্যাটু হিসেবে একটি পেপসি লগো দেখি। এর পেছনেও একটি কাহিনী আছে। ছোটবেলা থেকে পাংক বিয়ার এবং মদ্যপ জাতীয় পানীয় অপছন্দ করতো। সিএম পাংক মনে করতো যে, যদি মানুষ তাদের প্রিয় জিনিস হিসেবে মদ্যপ জাতীয় জিনিস ট্যাটু হিসেবে লাগাতে পারে তবে সে কেনো তার প্রিয় জিনিসের ট্যাটু লাগাতে পারে না? Brian Baker নামক একজন ব্যক্তির Coca-Cola ট্যাটু থেকে অনুপ্রেরণা পেয়ে পেপসি ট্যাটুটি অংকন করায় পাংক। সিএম পাংক মনে করতো যে, পেপসি খাওয়ার মাধ্যমে সে নিজেকে বিয়ার জাতীয় জিনিস থেকে দূরে রাখতে পারবে।

৩) The Four Ace Cards : এই ট্যাটু তার বডিতে আছে অত্যন্ত শ্রদ্ধার সাথে। তার দীর্ঘদিনের বন্ধু এবং ট্রেইনার Ace Steel এর নামে করেছে এই ট্যাটু। সে এটিকে ভাগ্যের চিহ্ন বলে মনে করে।

৪) Koi Fish : এটি এক ধরনের উপজাতী বিশেষ ট্যাটু। এটিও তার ভাগ্যের চিহ্ন বলে মনে করে পাংক। আগেই বলেছি পাংক একজন কার্টুন প্ৰেমী। তার একটি প্ৰিয় কার্টুন (Character Blinky The Radioactive) থেকে এই ট্যাটু করে। তার শরীরে মাকড়সার জালের মতো একটি ট্যাটু আছে যেখানে লেখা আছে ১৩ পাংকের মতে ১৩ হল তার প্রিয় নাম্বার এবং একটি লাকি নাম্বার।

৫) Knuckles Tatto : তার ডান হাতের ৪ আঙ্গুলের (বুড়ো আঙ্গুল ছাড়া) উপরের গিট এবং মাঝখানের গিটের মধ্যবর্তী অংশে একটি ট্যাটু আছে। যেখানে ৪ আঙ্গুলে একটি একটি করে মোট ৪টি অক্ষর দ্বারা একটি লেখা আছে। সেটি হল DRUG ঠিক তেমনি তার বাম হাতের ৪ আঙ্গুলের উপরের গিট এবং মাঝখানের গিটের মধ্যবর্তী অংশেও একটি ট্যাটু আছে। যেখানে ৪ আঙ্গুলে একটি একটি করে মোট ৪টি অক্ষর দ্বারা একটি লেখা আছে। সেটি হল FREE এই ট্যাটুগুলো আঙ্গুলে করার মূল কারণ হল মানুষের দৃষ্টি আকর্ষণ। যাতে করে মানুষ সহজেই এই ট্যাটুগুলো খেয়াল করে এবং ড্রাগস এডিক্টেড হওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারে। Rock ‘N Roll নামক তার একটি প্রিয় ব্যান্ডের একটি রকেট শিপও ট্যাটু করিয়েছে সিএম পাংক।

৬) Ska Band : American Ska Punk Band Operation Ivy থেকে অনুপ্রেরণা পেয়ে পাংক নিজের শরীরে একটি ট্যাটু করিয়েছে। যার নাম Purple Pez Dispenser একই ব্যান্ডের Dancing Ska Man এর একটি ট্যাটু আছে তার পায়ে।

৭) No গিমিকs Needed : Chris Candido নামক একজন ব্যক্তির প্রতি সততা এবং স্মরণের জন্য এই ট্যাটুটি করায় পাংক।

৮) Straight Edge : এই বিখ্যাত ট্যাটুটি আছে তার পাকস্থলীতে। এই ট্যাটুটি দ্বারা অনেকটা মিড ফিংগার দেখানোর মতো কিছু বোঝায়। বিষয়টি অনেকটা এরকম যে, সমাজের ভূল আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। এই ট্যাটু দ্বারা সিএম পাংক সমাজ এবং পুরো বিশ্বকে এটাই দেখিয়ে দিয়েছে যে, অ্যালকোহল এবং ড্রাগস সেবন না করেও একজন মানুষ সুস্থ ও সবলভাবে বেঁচে থাকতে পারে।

♦ পাঙ্কের রেসলিং ক্যারিয়ার :

• রেসলিং জগতে প্রবেশের ইতিহাস :

১৯৯৯ সালে কিছু বন্ধুদের সাথে ছোটোখাটো কিছু স্বাধীন রেসলিং ক্ষেত্রে শুরু করেন নিজের রেসলিং ক্যারিয়ার। ২০০০ সালে IWA, NWA এরকমত কিছু জায়গায় রেসলিং করেন। তবে প্রো রেসলিং ক্যারিয়ারের মোড় ঘুরে যখন জয়েন করেন ইন্ডি সার্কিটের সবচেয়ে বড় ও অন্যতম কোম্পানী ROH এ। যেখানে Raven, Aj Styles, Samoa Joe দের মত রেসলার দের সাথে দারুণ কিছু ফিউড এবং ম্যাচ উপহার দেন।

২০০৩ এর দিকে TNA তে মাত্র একটি ম্যাচের জন্য অংশ নেন। সামান্য সমস্যার কারণে সেখান থেকে এসে পড়েন। ROH এ নিজের ক্যারিয়ার সম্বৃদ্ধ করতে থাকেন। ২০০৪ সালে JOE vs. Punk II নামক শো তে ইন্ডি ক্যারিয়ারের সর্বপ্রথম ৫★ রেটিং প্রাপ্ত ম্যাচ খেলেন Samoa Joe এর বিপক্ষে। ২০০৬ এ Daniel Bryan এর সাথে ট্যাগ টিম গঠন করে একটি ম্যাচ ও খেলেন।

• WWE তে প্রবেশ :

CM Punk, WWE এর ডেভলোপমেন্ট টেরিটরি OVW তে সর্বপ্রথম ২০০৫ এ সাইন করেন। WWE তে পাঙ্কের প্রথম অভিষেক ম্যাচ হয় ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর। অভিষেক ম্যাচেই নিজের নাক ভেঙ্গে ফেলেন। মারাত্নক ইনজুরী সত্ত্বেও Punk ম্যাচটি চালিয়ে যান এবং দ্রুতই জয়লাভ করেন। অফিশিয়ালি WWE তে নিজের ডেবিউ করেন, ২০০৬ সালের জুন মাসে একটি হাউস শোতে। 

তবে টিভি তে ২০০৬ সালের জুন ২৪ এ, Punk WWE তে তার Official ডেবিউ ঘটান ECW Brand এ। ECW'র এক লাইভ ইভেন্টে হওয়া ম্যাচটিতে Punk হারান Stevie Richards কে। তিনি ECW তে ৬ মাস একক ম্যাচে আন্ডিফিটেড থাকেন। পরে তার এই স্ট্রিক ভাঙেন হার্ডকোর Holy, যার সাথে পরবর্তীতে আবারো ফিউডে জড়ান তিনি।

WWE তে Punk তার TV ডেবিউ করেন ২০০৬ সালের ৪ জুলাই। তিনি প্রমো কাটেন তার Straight Edge Lifestyle এবং ড্রাগ ও এলকোহল ফ্রি জীবন নিয়ে। একই বছরের আগস্ট ১ তারিখে Punk সর্বপ্রথম টিভি ম্যাচে Justin Credible কে হারান। কিছুদিন অপরাজিত থাকার পর Punk তার প্রথম WWE Feud শুরু করেন Mike Knox এর সাথে। 

ওই সময় Knox এর Girlfriend ছিলো Kelly Kelly (WWE Diva), Kelly Kelly ছিলো পাঙ্কের প্রতি দূর্বল। এটা সহ্য করতে না পেরে Knox পাঙ্কের সাথে ফিউডে জরান। এক সময় Knox vs. Punk ম্যাচে Punk জয়লাভ করলে Kelly Kelly পাঙ্কের হাত ধরে তার সাবেক Boyfriend কে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্টেজ ত্যাগ করেন। Knox কে হারানোর মাধ্যমে পাঙ্ক ডিসেম্বর To Dismember এর এলিমিনেশন চেম্বার ম্যাচে কোয়ালিফাই করেন।

• প্রথম সারভাইবর সিরিজ ম্যাচ ও MITB খেলার সুযোগ :

Punk তার প্রথম সারভাইভর সিরিজ ম্যাচে Hardyz এবং Shawn Michaels ও Triple H এর সাথে টিম করেন এবং তারা হারান Rated RKO, Johnny Nitro, Mike Knox এবং Grogery Helms কে। ম্যাচটিতে Punk এর দলের এর সকল মেম্বারই আনএলিমিনেটেড এবং Sole Survivor ছিলেন। ডিসেম্বর To Dismember পেই-পার-ভিউতে হওয়া ECW Title এর জন্যে এলিমিনেশন চেম্বার ম্যাচে Punk জিততে ব্যর্থ হন। Punk কে এলিমিনেট করেন Rob Van Dam এবং শেষে ম্যাচটি জিতেন Bobby Lashley।

Punk হারান Johnny Nitro কে এবং তার সর্বপ্রথম মানি ইন দ্যা ব্যাংক (রেসেলমেনিয়া ২৩) ম্যাচে কোয়ালিফাই করেন। তার সর্বপ্রথম Raw ম্যাচে তিনি Kenny Dykstra কে হারান। তার স্ম্যাকডাউন ডেবিউতে তিনি Booker T কে হারান। পাঙ্কের প্রথম রেসেলমেনিয়া তে অভিষেক হয় রেসলিংম্যানিয়ার ২৩ তম আসরে। রেসেলমেনিয়া ২৩ এর মানি ইন দ্যা ব্যাংক Ladder ম্যাচে Punk জিততে ব্যর্থ হন যেহেতু ম্যাচটি জিতেন Mr. Kennedy। ঠিক এর পরপরই Punk Matt Hardy, Booker T এর সাথে দ্বন্দে জরান। এক RAW তে Punk Booker T কে সরাসরি ম্যাচে হারিয়ে দেন। ওই সময় Booker ছিলো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন!Judgement Day পেই-পার-ভিউতে পাঙ্ক তার PPV ১ On ১ ডেবিউ ম্যাচে Elijah Drake কে হারান।

এর পর Punk মানি ইন দ্যা ব্যাংক Ladder ম্যাচে খেলার সুযোগ পান। শেষ একবারে শেষ পর্যন্ত লড়াই করে Punk হেরে যান। পাঙ্ককে Ladder থেকে ধাক্কা মেরে মানি ইন দ্যা ব্যাংক জিতে নেন Mr. Kennedy। Punk, MVP, Drake, Benoit এর মধ্যে Vacant Ecw Title এর জন্যে টুর্নামেন্ট হয়। ফাইনালে যান Benoit এবং Punk। তাদের ফাইনালটি Night Of চ্যাম্পিয়নস ২০০৭ এ হওয়ার কথা ছিলো। কিন্তু সেদিনই নিজের পরিবারকে মারার পর সুইসাইড করেন Benoit। তাই বেনোয়ার জায়গায় নাইট্রো খেলেন এবং Punk কে হারিয়ে ECW চ্যাম্পিয়ন হন। 

কিন্তু বেনোয়া বেঁচে থাকলে তাকে ECW চ্যাম্পিয়ন করা হতো। Nitro vs. Punk Multiple Time হয় এবং Nitro'ই বেশির ভাগ জিতেন। তবে এক ECW টেপিং এ Punk হারান Nitro কে এবং ECW চ্যাম্পিয়ন হন। অনেক টাইটেল ডিফেন্সের পর ২০০৮ এর এক ECW Episode এ Edge এর সাহায্যে Punk কে হারিয়ে ECW চ্যাম্পিয়ন হন Chavo Guerrero।

• প্রথম MITB এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় :

Cm Punk তার প্রথম মানি ইন দ্যা ব্যাংক জিতেন রেসেলমেনিয়া ২৪ এ। ২০০৮ সালে Punk RAW Brand এর সেই মানি ইন দ্যা ব্যাংক Ladder ম্যাচ জিতে নেন। কিছুদিন পর Raw তে বাতিস্তা আক্রমণ করেন Edge কে এবং Punk সুযোগ বুঝে তার Mitb Cash In করে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। এরপরে Batista ও JBL এর বিরুদ্ধে টাইটেল ডিফেন্ড করে Unforgiven পিপিভিতে চ্যাম্পিয়নশিপ Scramble ম্যাচের আগে Punk কে আক্রমণ করে Legacy। ফলে Punk ম্যাচে অংশগ্রহণ করতে ব্যর্থ হন এবং ম্যাচটি জিতেন Chris Jericho।

CM Punk তার ক্যারিয়ারে একবারই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলো। ২০০৮ সালে অক্টোবর ২৭ এর Raw তে প্রিয় বন্ধু Kofi Kingston এর সাথে জুটি গড়ে Cody Rodes & Ted Dibiase কে হারিয়ে Punk এই গৌড়ব অর্জন করে। তার ৫ মাস পরে The Miz & John Morrison এর সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে Punk & Kofi হেরে যায়।

এর পর Punk ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এর জন্য তার ট্রেইনার William Regal এর সাথে ফিউডে জরান। ম্যাচ চলাকালে রেফারির অগোচরে Regal পাঙ্ককে অবৈধ ভাবে আক্রমন করলে পাঙ্ক ম্যাচ হেরে যায়। এজন্য Stephanie McMahon ৮ দিন পর আরেকটি রিম্যাচ পাঙ্ককে দেয়। এবারো অবৈধ ভাবে পাঙ্ককে আক্রমন করার ফলে Disqualification এর মাধ্যমে ম্যাচ হারলেও টাইটেল অক্ষুন্ন রাখে Regal। পরের সপ্তাহে Mr. McMahon আবারো রিম্যাচ দেয়। 

• প্রথম IC টাইটেল জয় এবং টানা দুবার MITB জয়ের রেকর্ড :

২০০৯ এর এক Raw তে William Regal কে হারিয়ে ম্যাচটি জিতে প্রথমবারের মতো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ অর্জন করে CM Punk। পাঙ্ক তার টাইটেল হারান Jbl এর কাছে। এরপরে একমাত্র রেসলার হিসেবে ২০০৯ সালে রেসেলমেনিয়া ২৫ এ টানা ২য় বারের মতো মানি ইন দ্যা ব্যাংক Ladder ম্যাচ জিতে নেন CM Punk। 

এক্সট্রিম রুলস পেই-পার-ভিউয়ের মেইন ইভেন্টেই Punk তার কন্ট্রাক্ট ক্যাশ ইন করেন Jeff Hardy'র উপর এবং দ্বিতীয়বার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। তখন মাত্রই Edge এর বিপক্ষে Whc হয়েছিলেন Hardy। কয়েকমাস পর Night Of Champions এ Edge vs. Jeff vs. Punk এর মধ্যকার Tripple Threat ম্যাচে Punk তার চ্যাম্পিয়নশীপ জেফ হার্ডির কাছে হারান। কয়েক মাস পর TLC তে আবারো সিঙ্গেল ম্যাচে Jeff Hardy কে হারিয়ে ক্যারিয়ারে ৩য় বারের মতো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন CM Punk। ম্যাচ শেষে তাকে এট্যাক করেন Undertaker এবং তাদের মধ্যে হওয়া Hell In Cell এর হেল ইন এ সেল ম্যাচে জিতেন আন্ডারটেকার এবং WH চ্যাম্পিয়ন হন ৩য়বারের মতো।

Cm Punk লুক গ্যালোস ও Serena এর সাথে গড়ে তুলেন Straight Edge Society। Cm Punk তার প্রথম রেসেলমেনিয়া Singles ম্যাচে হারেন Rey Mysterio থেকে। তাদের হওয়া এক্সট্রিম রুলসের ম্যাচে Punk জিতেন এক মাস্কড অচেনা রেসলারের সাহায্যে। Over The Limit পেই-পার-ভিউয়ের ম্যাচটি জিতেন Mysterio। ম্যাচের স্টিপুলেশন অনুযায়ী Punk এর চুল কেটে দেওয়া হয়। 

তারপর থেকে Punk তার টাকলা মাথা ঢাকতে মাস্ক ব্যবহার করেন। পরে এক স্ম্যাকডাউনে পাঙ্ককে আনমাস্কড করেন Big Show। সেই অচেনা মাস্কড রেসলারটিকেও আনমাস্কড করেন বিগ শো। তিনি ছিলেন John Mercury। সেপ্টেম্বরেই Straight Edge Society'র সমাপ্তি ঘটে যখন Serena কে রিলিজ করে দেওয়া হয়, Mercury ইঞ্জুর্ড হন এবং Gallows vs. Punk ও হয় এক স্ম্যাকডাউনে যেটি জিতেন Punk।

• NEXUS দলে যোগ এবং The New NEXUS গঠন :

এরপর Punk যোগ দেয় NEXUS টিমে। এটা ছিলো WWE এর ইতিহাসের অন্যতম সেরা টিম। টিমটির নেতৃত্বে ছিলো Wade Barrett। কিন্তুু টানা কয়েকটি বড় ম্যাচে Barrett হারার ফলে দলটির বেশ কয়েকজন রেসলার Barrett কে দলপতি মানতে আপত্তি উত্থাপন করে। শেষপর্যন্ত Barrett vs. Sheamus vs. Orton ম্যাচের পর NEXUS থেকে একটা অংশ বের হয়ে যায়। CM Punk তখন Mason Ryan, Micheal Mcgilocusti (Curtis Axel), David Outonga & Husky Hares (Bray Wyatt) কে নিয়ে The New NEXUS দলের নেতৃত্ব দেন। তারা ওই সময় Randy Orton এর সাথে ফিউডে জরান।

New Nexus এ Mcguillicuty, Husky, Otunga রা থেকে গেলেও Heath Slater ও Justin Gabriel লিভ নেন Barrett এর নতুন ফ্যাকশন, The Corre Join করার জন্যে। স্ম্যাকডাউন Brand এর "Corre" এ জয়েন করেন Ezekiel Jackson। ইতিহাসের প্রথম Cena vs. Punk ম্যাচে ইন্টারফেয়ারেন্স করে New Nexus এ জয়েন করেন Mason Ryan ও।

• পাঙ্কের স্মরণীয় প্রোমো "The PipeBomb" :

ঠিক এর কিছুদিন পরপরই আসে পাঙ্কের ক্যারিয়ারের সবচেয়ে স্বর্ণালী সময়। ২০১১ সালের মানি ইন দ্যা ব্যাংকে CM Punk সর্বপ্রথম WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার সুযোগ পান। ম্যাচটি ছিলো vs. JOHN CENA। WWE চ্যাম্পিয়নশিপে শট পাওয়ার পরে Punk জন সিনা বনাম R-Truth Tables ম্যাচে সিনাকে ডিস্ট্রেক্ট করেন। ফলে ম্যাচটি জিতেন R-Truth। ম্যাচের পরে পাঙ্ক তার বিখ্যাত Pipebomb ছাড়েন.! ম্যাচে পাঙ্ক স্ক্রিপ্টেড, আনস্ক্রিপ্টেড নানা কথা বলেন। Cena কে টেবিলের উপর ফেলে হেটে গিয়ে এন্ট্রেন্স এর সামনে মাইক হাতে বসেন। আর বলা শুরু করেন,

"John Cena, যেহেতু তুমি ওখানে শুয়ে আছো আশাকরি তুমি যথাসম্ভব আরামবোধ করবে কেননা আমি তোমাকে কিছু কথা হজম করাতে চাই আর তা হল আমি আগামী ৩ সপ্তাহের মধ্যে তোমার WWE Title নিয়ে চলে যাবো। তবে আমার অনেক কিছু বলার আছে যা আমি সবাইকে শুনাতে চাই। আমি তোমাকে ঘৃণা করিনা John। এমনকি তোমাকে অপছন্দ ও করিনা আমি অন্যান্য মানুষের থেকে তোমাকে অনেক বেশি পছন্দ করি। আমি শুধু এই আইডিয়াটাকে ঘৃণা করি যে তুমি বেস্ট। ! কারণ তুমি নও, I Am The Best In The ওয়ার্ল্ড। 

তবে একটা ক্ষেত্রে তুমি আমার চেয়ে ভালো সেটা হল Vince McMahon এর নিতম্ব তে চুম্বন করাতে। তুমি তেমনটাই ভালো যেমনটা ছিলেন Hulk Hogan আমি জানি না আবার Dwayne এর মত ভালো ও হতে পারো। সে অনেক ভালো নিতম্ব চুম্বন কারী ছিল এবং এখনো আছে! Oops! বেশি হয়ে গেলো!

আমি পৃথিবীর সেরা রেসলার। আমি সেই প্রথম দিন থেকেই সেরা যেদিন থেকে আমি এই কোম্পানীতে এসেছি। কিন্তু আমাকে শুরু থেকেই ঘৃণা করা হয় কারণ Paul Heyman আমার মধ্যে কিছু একটা দেখেছিলেন যা আর কেউ মানতে চায়নি। হুম এটা সত্য আমি একজন Paul Heyman Guy। আপনারা কি জানেন পল হেয়ম্যান গায় কে ছিলেন? Brock Lesnar এবং তিনিও ছেড়ে দিয়েছেন যেভাবে আমি ছাড়তে যাচ্ছি। 

কিন্তু আমার Brock এর মধ্যকার সবচেয়ে বড় পার্থক্য হল আমি এই কোম্পানী থেকে চলে যাবো WWE চ্যাম্পিয়নশিপ নিয়ে। আর Vincent K McMahon এর কাছ থেকে কেড়ে নিবো অনেক কিছু যাতে সকলেই বুঝতে পারে এখানে আমার মর্ম। দিনের পর দিন প্রায় ৬বছর আমি প্রমাণ করেছি সবাইকে যে আমি মাইক্রোফোনে সেরা, রিং এও এমনকি কমেন্ট্রিতেও কেউ আমাকে ছুঁতে পারবেনা। কিন্তু তাতে কিছুই যায় আসেনা আমি কতবার তা প্রমাণ করি।

আমি WWE চ্যাম্পিয়ন, নিয়ে জুলাই ১৭ তে চলে যাবো। হয়ত এটি আমি ডিফেন্ড করবো New Japan Pro Wrestling এ অথবা আমি আবারো ফিরে যাবো Ring Of Honor এ। হেয় Colt Caban! খবর কি!? 😃 (ক্যামেরাতে হাত নাড়িয়ে) যে কারণে আমি চলেই যাবো সেটি হল আমি যাওয়ার পরেও আপনারা আপনাদের ভুরি ভুরি অর্থ এই কোম্পানীতে ঢালবেন। আসলে ঘুরিয়ে ফিরিয়ে যা বলতে চাচ্ছি তা হল, Vince McMahon নিজেকে ঘৃণা করানোর মাধ্যমে টাকা বানাতে চান, যিনি একজন Millionaire যার হওয়ার কথা আসলে Billionaire। 

আপনারা জানেন তিনি Billionaire নয় কেন? এর কারণ তিনি নিজেকে ঘিরে রেখেছেন কিছু বোকা প্রকৃতির Yes Type লোক যেমন John Laurinites যিনি তাই বলবেন যা Vince শুনতে চান। আমার মনে হয় এই কোম্পানী আরও দারুণ হবে Vince McMahon এর মৃত্যুর পর। কথা হল এটা চলবে তার বেকুব মেয়ে এবং জামাই এবং বেয়াক্কেল পরিবার দ্বারা। এবার একটি ব্যক্তিগত কথা বলবো, আমরা যে এসব মারামারি করি তা...." ঠিক সেই মুহুর্তে তার মাইক বন্ধ হয়ে যায়। আর তার কথা অপূর্ণ থেকে যায়!

• সিনাকে ৫ স্টার ম্যাচে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ জয় :

মানি ইন দ্যা ব্যাংক ২০১১ তে পাঙ্ক তার হোমটাউনের সামনে অনেক পপ ও চিয়ার্সের সহিত সিনাকে হারিয়ে WWE চ্যাম্পিয়ন হন যা এখনো Attitude Era'র পর একমাত্র ৫ Star ম্যাচ। ম্যাচের পর Del Rio ক্যাশ ইন করতে গেলেও ব্যর্থ হন। ওই দিন ছিলো পাঙ্কের কন্ট্রাক্টের শেষ দিন। রেসলিং বিশেষজ্ঞরা গত ৮ বছরের সেরা ৫টি ম্যাচের একটা লিস্ট তৈরি করেছিলো, যেখানে স্থান করে নিয়েছিলো এই ম্যাচটি। কথা ছিলো ওদিনের পর থেকে Punk অবসর নিবে। যদিও পরে Punk কন্ট্রাক্ট Renew করে। সেদিন ওই ম্যাচে সিনাকে হারিয়ে নিজ ক্যারিয়ারের প্রথম WWE চ্যাম্পিয়নশিপ অর্জন করে CM Punk। কিন্তুু Punk চ্যাম্পিয়ন থাকা অবস্থাতেই অবসর নেয়। পাঙ্কের কন্ট্রাক্ট শেষ হওয়ার জন্যে তাকে টাইটেলটি ভ্যাকান্ট করতে হয়।

এদিকে WWE চ্যাম্পিয়নশিপ এর জন্য নতুন করে ম্যাচ আয়োজন করে WWE। যেখানে Rey Misterio কে হারিয়ে আবারো চ্যাম্পিয়নশিপ অর্জন করে John Cena। কিন্তুু যেই না ম্যাচটি জিতে সিনা তার চ্যাম্পিয়নশীপ উদযাপন করতে যাবে ওমনি নতুন মিউজিক (Cult Of Personality) দিয়ে WWE চ্যাম্পিয়নশিপ সহ তার নিউ কন্ট্রাক্টে রিটার্ন করেন জুলাই ২৫ তারিখে সি এম পাঙ্ক। তিনি এসে সিনার সাথে ফেস টু ফেস হন।

এখন সমস্যা দেখা দিলো দুইজনেই WWE চ্যাম্পিয়ন। এজন্যে নতুন COO এর দায়িত্ব পাওয়া HHH তাদের মধ্যে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ ঠিক করেন সামারস্ল্যাম এ, যেই ম্যাচে পর একজনেই WWE চ্যাম্পিয়ন থাকবেন। ম্যাচটিতে সিনাকে হারিয়ে নিজের দ্বিতীয় WWE চ্যাম্পিয়নশিপ জিতেন Punk। Punk যখন তার WWE চ্যাম্পিয়নশিপ উদযাপন করতে যাবে তখনই Alberto Del Rio এসে তার MITB, Cash In করে পাঙ্ককে হারিয়ে WWE চ্যাম্পিয়ন হয়ে যায়।

• ৪৩৪ দিনের বিখ্যাত টাইটেল রেইন :

কয়েকমাসে দুজনের মধ্যে ফিউডের পর ২০১১ সালের সারভাইভর সিরিজে Alberto Del Rio কে হারিয়ে ২য় বারের মতো WWE চ্যাম্পিয়ন হন CM Punk। এতেই শুরু হয় Punk এর ৪৩৪ দিনের টাইটেল রেইন। এটি WWE চ্যাম্পিয়নশিপে মডার্ন এরার সবচেয়ে বেশিদিন চ্যাম্পিয়ন থাকার রেকর্ড। পাঙ্ক ডেল রিওর বিপক্ষে সফল টাইটেল ডিফেন্সের পর TLC পেই-পার-ভিউতে Del Rio ও Miz, দুইজনকেই Triple Threat ম্যাচে হারান।

Punk এর বিপক্ষে একটি নন-টাইটেল ম্যাচ জিতেন Ziggler। পরে পাঙ্ক কে Count Out এ হারান Ziggler। ফল অনুযায়ী চ্যাম্পিয়নশিপ রিটেইন করেন Punk। ২০১২ রয়েল রাম্বল পেই-পার-ভিউতে Ziggler কে হারিয়ে এবং ২০১২ এর এলিমিনেশন চেম্বার ম্যাচে ৫ জনের বিপক্ষে WWE চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেন Punk। রেসেলমেনিয়া ২৮ এ জেরিকোকে সাবমিট করে WWE Title Retain করেন Punk।

পরের দুই Raw তে Mark Henry যথাক্রমে Disqualification ও Count Out এর মাধ্যমে হারান Punk কে। পরের Raw তে Punk No Dq, No Count Out ম্যাচে Henry কে হারিয়ে WWE Title Retain করেন। এক্সট্রিম রুলসে Chicago Street Fight ম্যাচে Punk হারান Jericho কে এবং টাইটেল রিটেইন করেন। Over The Limit পেই-পার-ভিউতে Daniel Bryan কে রল-আপের মাধ্যমে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ আবারো সফলভাবে রিটেইন করেন। কোনো এক স্ম্যাকডাউনে Kane vs. Punk, WWE চ্যাম্পিয়নশিপ এর জন্যে হয়। ম্যাচে পাঙ্ক ও কেইন দুইজনকেই এট্যাক করেন Daniel Bryan। ফলে ম্যাচ ডাবল ডিস্কোয়ালিফকেশনে শেষ হয়।

No Way Out পেই-পার-ভিউতে, WWE চ্যাম্পিয়নশিপ এর জন্যে, Punk হারান Kane ও Bryan কে। মানি ইন দ্যা ব্যাংক ২০১২ তে No Disqualification WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচে Punk হারান Bryan কে। ম্যাচের স্পেশাল গেস্ট রেফারি ছিলেন এইজে লি।

• পাঙ্কের হিল টার্ন ও দ্যা রকের সাথে ফিউড :

Raw ১০০০ এ Punk এর উপর Mitb Contract ক্যাশ ইন করেন সিনা। তাদের মধ্যে হওয়া ম্যাচটির শেষ মূহুর্তে বিগ শো এসে সিনাকে আক্রমণ করেন। ফলে ম্যাচ Disqualification এ শেষ হয়। তারপর রক এসে সিনাকে সেভ করেন। রককে আক্রমণ এর মাধ্যমে হিল টার্ন করেন পাঙ্ক। সামারস্ল্যামে Punk হারান Big Show ও সিনাকে এবং তার টাইটেল আবার রিটেইন করেন।

Night Of Champions এ সিনা বনাম পাঙ্ক ম্যাচ No Contest এ শেষ হয়। ফলাফল অনুযায়ী Punk তার টাইটেল রিটেইন করেন। হেল ইন এ সেল পেই-পার-ভিউতে Brad Maddox এর সহায়তায় WWE Title Retain করেন পাঙ্ক। সারভাইভর সিরিজ পেই-পার-ভিউতে শিল্ডের ডেবিউ এবং শিল্ডের সাহায্যে Cena ও Ryback কে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেন। এক Raw তে আবারো শিল্ডের সাহায্যে পাঙ্ক TLC ম্যাচে রাইবেককে হারিয়ে টাইটেল রিটেইন করেন।

দেখতে দেখতে রয়্যাল রাম্বাল এর সময় হাজির হয়ে গেলো। Punk তার টাইটেল ডিফেন্ড করার জন্য প্রস্তুত The Rock এর বিপক্ষে। কিন্তু শর্ত মোতাবেক সেখানে The Shield ইন্টারফেয়ার করলে Punk তার টাইটেল হারাবেন। শর্ত এটাই ছিলো কিন্তু সেটা গ্রাহ্য করেনি The Shield। ইভেন্টের দিন ঠিকই এনাউন্স টেবিলের ওপর Triple পাওয়ারবম্ব হিট করে The Rock কে। পিন করে Rock কে হারালেও Vince তখন তার শর্তকে স্মরণ করিয়ে দিলেন Punk কে।

• ৪৩৪ দিনের টাইটেল রেইনের সমাপ্তি :

কিন্তু Rock সেটাকে না মেনে ম্যাচ রিস্টার্ট করার নির্দেশ দেন। আর ঠিক তারপরই Rockbottom কেড়ে নেয় Punk এর ৪৩৪ দিনের টাইটেল রেইনের রেকর্ড। ফলে পাঙ্কের ৪৩৪ দিন সংখ্যাটা আর বদলাই না। তবে এই ৪৩৪ দিনে আমরা এতগুলো ভালো ও এক্সাইটিং ম্যাচ পেয়েছি তা কিন্তু ভুলার মতো নই।

শেষপর্যন্ত, Rock এর সেলিব্রেশনের আড়ালে Punk এর সেদিনের আক্ষেপটা হয়তো ঢাকা পড়ে গিয়েছিলো। শেষ মানেই নতুন শুরু, কিন্তু Punk এর বেলায় এই শেষটাই যেনো তিলে তিলে তাকে শেষ করে দিচ্ছিলো। তখন তার পিঠের ইঞ্জুরি ধরা পড়ে যদিও সেটাকে গুরুত্ব দেয়নি WWE। কিন্তু এটাই ছিলো তার ক্যারিয়ারের সবথেকে ভয়ানক বিষয়। যেটাতে তার প্রান নাশের আশংকাও ছিলো বলে দাবি করেছিলেন তার স্ত্রীর চিকিৎসক। এভাবেই WWE এর সাথে তার মনমালিন্যের শুরুটা হয়। রেইনিংটা ৪৩৪ দিনের, সেখানে Punk ১২ টি পেইভারভিউ সহ ৭ বার Monday Night Raw কিংবা Smack Down এ তার টাইটেল ডিফেন্ড করেছেন।

Cm Punk ২০১৩ Old School Raw তে Big Show, Sheamus ও Orton কে হারিয়ে Wrestlemania ২৯ এ Punk The Undertaker এর সাথে ম্যাচ খেলার সুযোগ পান। Punk নিজেই বলেছেন ওটা ছিলো তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ। ম্যাচটিতে Tombstone পাইলড্রাইভার মেরে পাঙ্ককে হারিয়ে দেয় The Undertaker।

এর পরে পাঙ্কের ক্যারিয়ারে উল্লেখ যোগ্য আর কোনো বড়সড় ফিউড হয়নি। মাঝখানে Deniyel Bryan এর সাথে টিম গড়ে অথরিটির সাথে ফিউডে জরান CM Punk। Cm Punk এর সর্বশেষ ফিউডগুলো ছিলো Paul Heyman Guy (RybAxel), Wyatt Family, Shield দের সাথে।

• পাঙ্কের WWE পরিত্যাগ ও তার কারন :

২০১৪ রয়্যাল রাম্বালে প্রবল একটা সম্ভাবনা ছিলো পাঙ্কের জেতার, সেখানে তিনি প্রথম এন্ট্রি ছিলেন। ৪৯ মিনিট পর্যন্ত টিকে থাকার পর বাহির থেকে অথরিটি সদস্য Kane এসে পাঙ্ককে Eliminate করে দেয়। ঠিক তার পরের RAW তে শো চলাকালীন এরিনা ত্যাগ করে চলে যায় CM Punk। এরপরে তিনি আর WWE তে ফেরেননি।

অনেকেই WWE ছাড়ার কারণে CM Punk কে স্বার্থপর, বিশ্বাসঘাতক সহ নানা কিছু বলে সম্মোধন করেন। Punk কেন WWE থেকে লিভ নেন আর কেনই বা তাকে ফায়ার করা হয় এই ব্যাপারে Art Of Wrestling নামক একটি শো তে Colt Cabana কে CM Punk নিচের কথাগুলি বলেন-

১) WWE "CM Punk" এর বেতন আটকিয়ে রাখতো। তিনি অনেক বড় লোক ছিলেন। কিন্তু তারপরও কাজ করার পর তার পারিশ্রমিক কাওকে না দিলে কেমন লাগবে।

২) প্রত্যেক রেসলার কে পেইন কিলার ড্রাগ গ্রহন করতে হয়। কিন্তু CM Punk ছিলেন Straight Edge তিনি ধূমপান এবং মাদক দ্রব্য থেকে সব সময় দূরে থাকতেন। WWE তাকে মাঝে মাঝে জোর করতো।

৩) পাশাপাশি তাকে চিকিৎসা দেওয়া হত না। Ryback এর সাথে ফিউড এর সময় তার পিঠে প্রচুর আঘাত পান। তিনি কিছুদিন এর জন্য লিভ নিতে চেয়েছিলেন কিন্তু তাকে ছুটি দেওয়া হয় নি। পিঠে ব্যাথা নিয়েই তাকে Ryback এর সাথে খেলতে হয়!

৪) Triple H তাকে ব্যাক্তিগত ভাবেই অপছন্দ করতেন। এখন আমাদের কারো তো জানার বাকি নেই Vince এর সাথে Triple H এর কেমন সম্পর্ক। তাকে ব্যাকস্টেজে নানা ভাবে অপমান এবং বাজে ব্যাবহার করা হত।

৫) CM Punk শুধুমাত্র WWE তে একবার রেসেলমেনিয়া হেডলাইন করতে চেয়েছিলেন। এবং ম্যাচ টাতে সে স্কুয়াশ হলেও খেলতে চেয়েছিলেন + ট্রিপল থ্রেড ম্যাচ হলেও চলবে কিন্তু তাকে তাও করতে দেয় নি। Twice In A Lifetime এর আগে Vince Mcmahon কে রিকুয়েস্ট করেছিলেন তাকে এড করার জন্য। তাও করেন নি। কিছু কিছু ওয়েবসাইটে এও জানা যাই ১২ Round ২ তে CM Punk এর জাইগায় Randy Orton কে এড করানো হয়।

৬) SHIELD -এর পুরো Plan ছিল CM Punk এর! শুরুতে পাঙ্ক Chris Hero কে এড করতে চেয়েছিলেন কিন্তু সেই জাইগায় Roman Reigns কে এড করে ট্রিপল এইচ Shield কে নিজের প্ল্যান বলে দাবী করে বসেন। এতো কিছুর পর কেউই আর WWE এর সাথে থাকবেনা। ভিন্স তাকে অনেকবার ফেরানোর জন্য রিকুয়েস্ট করেন। কিন্তু তারপরও তিনি প্রতিবারই না বলে দিয়েছেন। ২০১৪ সালে যখন Aj Lee & CM Punk বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই দিনই তাদের ফাইয়ার্ড করে দেওয়া হয়।


♦ পাঙ্কের MMA ক্যারিয়ার :

• UFC তে সি এম পাঙ্কের আগমন :

২০১৪ সালের ডিসেম্বরে UFC ১৮১ ইভেন্টে পাঙ্ক জানায় যে সে Ultimate Fighting চ্যাম্পিয়নশিপ (UFC) এর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে, এবং সেখানেও সে সি এম পাঙ্ক নামেই অংশগ্রহন করবে। ২০১৫ সালের জানুয়ারি থেকে Duke Roufus এর কাছ থেকে পাঙ্ক তার MMA ট্রেনিং নেওয়া শুরু করে।

এরপরে ইঞ্জুরির কারণে কয়েক দফা পেছানোর পরে ১০ সেপ্টেম্বরে UFC ২০৩ ইভেন্টে Mickey Gall এর সঙ্গে Welterweight ডিভিশনে পাঙ্কের ম্যাচ ঠিক হয়। WWE তে পাঙ্ক যেখানে ক্যুইট করেছিল সেই Quicken Loans Arena তে অনুষ্ঠিত সেই ম্যাচে ২ : ১৪ মিনিটে প্রথম রাউন্ডেই পাঙ্ক পরাজিত হয়। এই ম্যাচের জন্য তাকে $৫০০, ০০০ দেওয়া হয়েছিল।

• মাইক জ্যাকসনের বিরুদ্ধে ম্যাচ :

এরপরে ২০১৮ এর ৯ জুনে পাঙ্কের হোমটাউন চিকাগোতে অনুষ্ঠিত UFC ২২৫ ইভেন্টে Mike Jackson এর কাছে পাঙ্ক পরাজিত হয়। এরপরে পাঙ্ক আর UFC তে কোন ম্যাচ খেলেনি এবং ২০১৮ সালের নভেম্বরে UFC এর একটি সহ কোম্পানি Cage Fury Fighting চ্যাম্পিয়নশিপs (CFFC) তে পাঙ্ক কমেন্টেটর হিসাবে যোগদান করে।

২০১৯ সালের ১২ নভেম্বর ফক্স স্পর্টস ১ এ হওয়া WWE ব্যাকস্টেজ শোতে পাঙ্ক সারপ্রাইজ আপিয়ারেন্স দেন, যার ফলে WWE এর সঙ্গে তার পুনরায় কাজ করার সম্ভাবনা দেখা দেই কিন্তু Covid-১৯ চলাকালীন পরিস্থিতিতে সেই শোকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া রেসলিং বিশেষজ্ঞ ডেভ মেল্টজার দাবি করেছিলেন ভিন্সের ইচ্ছা নাই পাঙ্ককে রিটার্ন করানোর!

২০২১ সালে পাঙ্কের সাথে জ্যাকসনের খেলা ম্যাচটিকে নো কন্টেস্ট ঘোষিত করা হয় কারণ জ্যাকসনের শরীরে নিষিদ্ধ পদার্থ মারিজুয়ানা পাওয়া গিয়েছিল। আগস্ট মাসে পাঙ্ক UFC তথা MMA থেকে অবসর নেওয়ার ঘোষণা করে এবং প্রো রেসলিং -এ ফিরে যায়।


♦ রেসলিং জগতে পাঙ্কের পুনঃপ্রবেশ :

AEW তে পাঙ্কের প্রবেশ :

২০২১ সালের ২০ আগস্ট আয়োজিত All Elite Wrestling (AEW) এর Rampage নামক অনুষ্ঠানের The First Dance ইভেন্টে সি এম পাঙ্ক ডেবিউ করে এবং দীর্ঘ ৭ বছর পরে প্রো রেসলিং জগতে আবারও পদার্পণ করে। ডেবিউ এর পরে সে Darby Allin কে All Out পিপিভিতে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে, ৫ সেপ্টেম্বরে আয়োজিত সেই ম্যাচে পাঙ্ক ডার্বিকে হারাতে সক্ষম হয়।

এরপরে পাঙ্ক MJF এর সাথে ফিউড শুরু করে এবং ডাইনামাইটে তার হাতে AEW তে আসার পরে প্রথমবারের মতো পরাজিত হয়।


♦ রেসলিং জগতে অর্জনসমূহ :

Independent Wrestling Association Mid-South

IWA Mid-South Heavyweight Championship ( বার)

IWA Mid-South Light Heavyweight Championship ( বার)

International Wrestling Cartel

IWC World Heavyweight Championship ( বার)

Mid-American Wrestling

MAW Heavyweight Championship ( বার)

NWA Cyberspace

NWA Cyberspace Tag Team Championship ( বার) – সঙ্গে : Julio Dinero

Ohio Valley Wrestling

OVW Heavyweight Championship ( বার)

OVW Southern Tag Team Championship ( বার) – সঙ্গে : Seth Skyfire

OVW Television Championship ( বার)

Pro Wrestling Illustrated

Feud Of The Year (২০১১) Vs. John Cena

Match Of The Year (২০১১) Vs. John Cena At Money In The Bank

Most Popular Wrestler Of The Year (২০১১)

Most Hated Wrestler Of The Year (২০১২)

Wrestler Of The Year (২০১১, ২০১২)

Ranked No. Of The Top ৫০০ Singles Wrestlers In The PWI ৫০০ In ২০১২

Revolver

Golden Gods Award For Most Metal Athlete (২০১২)

Ring Of Honor

ROH World Championship ( বার)

ROH Tag Team Championship ( বার) – সঙ্গে : Colt Cabana

St. Paul Championship Wrestling/Steel Domain Wrestling

SPCW Northern States Light Heavyweight Championship/SDW Television Championship ( বার)

World Wrestling Entertainment / WWE

ECW Championship ( বার)

World Heavyweight Championship ( বার)

World Tag Team Championship ( বার) – সঙ্গে : Kofi Kingston

WWE Championship ( বার)

WWE Intercontinental Championship ( বার)

Money In The Bank (২০০৮, ২০০৯)

Nineteenth Triple Crown Champion

Slammy Award

"OMG" Moment Of The Year (২০০৮) – Cashing In Money In The Bank To Win The World Heavyweight Championship

Shocker Of The Year (২০০৯) – Forcing Jeff Hardy Out Of The WWE After Steel Cage Match Victory

Despicable Me (২০১০) – Harassing Rey Mysterio এবং His Family

Superstar Of The Year (২০১১)

"Pipe Bomb" Of The Year (২০১১)

T-Shirt Of The Year (২০১১) – "Best In The World"

Extreme Moment Of The Year (২০১৩) – For Exacting Revenge On Paul Heyman At Hell In A Cell

Wrestling Observer Newsletter

Best Gimmick (২০০৯, ২০১১)

Best On Interviews (২০১১, ২০১২)

Feud Of The Year (২০০৯) Vs. Jeff Hardy

Feud Of The Year (২০১১) Vs. John Cena

Match Of The Year (২০১১) Vs. John Cena At Money In The Bank

Most Disgusting Promotional Tactic (২০১২) Exploiting Jerry Lawler's Legitimate Heart Attack

Most Disgusting Promotional Tactic (২০১৩) Exploiting The Death Of Paul Bearer



• লেখক : Cerebral Assassins Fahad, LorD Of DarknessRK, রেসলিং বাংলা।

CM PUNK : সি এম পাঙ্ক

 

আসল নাম

Phillip Jack Brooks

জন্মদিন

২৬ অক্টোবর, ১৯৭৮

জন্মস্থান

Chicago, Illinois, US

বাসস্থান

Chicago, Illinois, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)

ওজন

৯৯ কেজি (২১৮ পাউন্ড)

ট্রেনারস

Ace Steel, Danny Dominion, Dave Finlay, Dave Taylor, Kevin Quinn, William Regal

অভিষেক

১৩ মার্চ, ১৯৯৯

অবসর

২০১৪ (WWE)


Pipebomb এর মত ক্যারিয়ার মেকিং প্রোমো কাটার পর তার ফ্যান না হয়ে উপায় নেই। John Cena, Vince McMahon এর সাথে ফিউড, Cena এর সাথে রাইভালরি, Jericho, Bryan, Rock, Undertaker এর সাথে ম্যাচ, Paul Heyman এর সাথে ফিউড, ৪৩৪ Days Title রাখার রেকর্ড এতো সব কিছু করেছেন মাত্র ৩ বছরে। নিজে নিজে হয়েছেন পোস্টার বয়। হিল হয়েও ছিলেন সবার প্রিয়। অর্থাৎ ভিলেইন হয়েও ফ্যান ফেভারিট। 

আমি বলছি ১৯৭৮ সালের, ২৬ অক্টোবরে জন্ম নেওয়া শিকাগোর হিরো Phillip Jack Brooks ওরফে CM Punk এর কথা, যার রয়েছে অসাধারণ গড গিফটেড মাইক স্কিল, এটিটিউড, Charisma, Style, আর রিং স্কিল সম্বন্ধে কিছু না বললেও চলবে কেনোনা তিনি Cena এর সাথেও Five Star ম্যাচ খেলছেন।

♦ ব্যক্তিগত জীবন :

সি এম পাঙ্কের একটা জগদ্বিখ্যাত অভ্যেস আছে। Wrestling ইন্ডাস্ট্রির সাথে জড়িত পাঙ্কই প্রথম ব্যাক্তি যে জীবনেও কোনো রকম ড্রাগ নেয় নি। রেসলিংয়ে আসলে নিজেকে ফিট রাখার জন্যে ড্রাগ নিতে হবেই (ধারনা)। কিন্তুু এই ধারনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাঙ্ক নিজেকে সেরা প্রমান করেছেন। 

একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করা CM Punk ছোট বেলা থেকেই অভাব অনটন কাকে বলে সে বুঝেছে দেখেছে। তার বাবা একজন মাদকদ্রব্য আসক্ত ব্যাক্তি ছিলেন। খুব অল্প বয়সে CM Punk তার বাবাকে হারান। তখন থেকে তিনি শপথ করেন তিনি কোনদিন ও মাদকদ্রব্য হাত দিবেন না। ব্যাক্তিগত জীবনে পাঙ্কের স্ত্রী ছিলো LITA (WWE Diva), কিন্তুু এখন দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে। এরপরে ২০১৪ সালের ১৩ জুন পাঙ্ক AJ LEE কে বিয়ে করে।

• পাঙ্কের শরীরের বিভিন্ন ট্যাটু এবং তাদের অর্থ :

সিএম পাংকের শরীরে বেশ কয়েকটি ট্যাটু রয়েছে। একেকটি ট্যাটু একেক শখের এবং কাহিনীর। তার বডিতে আছে এক একটি শখের ট্যাটু। খুব ভালোবাসা সহকারে এই ট্যাটুগুলো করিয়েছে পাংক। চলুন তাহলে তার ট্যাটু সম্পর্কে কিছু জেনে নিই।

১) The Cobra Symbol : সিএম পাংক কার্টুন এবং কমিক্সের অনেক বড় ফ্যান। কার্টুন এবং কমিক্সের মিল বন্ধন স্বরুপ নিজের শরীরে একটি ট্যাটু করিয়েছে সিএম পাংক। যার নাম The Cobra Symbol

২) Pepsi : আমরা তার বাম কাঁধে ট্যাটু হিসেবে একটি পেপসি লগো দেখি। এর পেছনেও একটি কাহিনী আছে। ছোটবেলা থেকে পাংক বিয়ার এবং মদ্যপ জাতীয় পানীয় অপছন্দ করতো। সিএম পাংক মনে করতো যে, যদি মানুষ তাদের প্রিয় জিনিস হিসেবে মদ্যপ জাতীয় জিনিস ট্যাটু হিসেবে লাগাতে পারে তবে সে কেনো তার প্রিয় জিনিসের ট্যাটু লাগাতে পারে না? Brian Baker নামক একজন ব্যক্তির Coca-Cola ট্যাটু থেকে অনুপ্রেরণা পেয়ে পেপসি ট্যাটুটি অংকন করায় পাংক। সিএম পাংক মনে করতো যে, পেপসি খাওয়ার মাধ্যমে সে নিজেকে বিয়ার জাতীয় জিনিস থেকে দূরে রাখতে পারবে।

৩) The Four Ace Cards : এই ট্যাটু তার বডিতে আছে অত্যন্ত শ্রদ্ধার সাথে। তার দীর্ঘদিনের বন্ধু এবং ট্রেইনার Ace Steel এর নামে করেছে এই ট্যাটু। সে এটিকে ভাগ্যের চিহ্ন বলে মনে করে।

৪) Koi Fish : এটি এক ধরনের উপজাতী বিশেষ ট্যাটু। এটিও তার ভাগ্যের চিহ্ন বলে মনে করে পাংক। আগেই বলেছি পাংক একজন কার্টুন প্ৰেমী। তার একটি প্ৰিয় কার্টুন (Character Blinky The Radioactive) থেকে এই ট্যাটু করে। তার শরীরে মাকড়সার জালের মতো একটি ট্যাটু আছে যেখানে লেখা আছে ১৩ পাংকের মতে ১৩ হল তার প্রিয় নাম্বার এবং একটি লাকি নাম্বার।

৫) Knuckles Tatto : তার ডান হাতের ৪ আঙ্গুলের (বুড়ো আঙ্গুল ছাড়া) উপরের গিট এবং মাঝখানের গিটের মধ্যবর্তী অংশে একটি ট্যাটু আছে। যেখানে ৪ আঙ্গুলে একটি একটি করে মোট ৪টি অক্ষর দ্বারা একটি লেখা আছে। সেটি হল DRUG ঠিক তেমনি তার বাম হাতের ৪ আঙ্গুলের উপরের গিট এবং মাঝখানের গিটের মধ্যবর্তী অংশেও একটি ট্যাটু আছে। যেখানে ৪ আঙ্গুলে একটি একটি করে মোট ৪টি অক্ষর দ্বারা একটি লেখা আছে। সেটি হল FREE এই ট্যাটুগুলো আঙ্গুলে করার মূল কারণ হল মানুষের দৃষ্টি আকর্ষণ। যাতে করে মানুষ সহজেই এই ট্যাটুগুলো খেয়াল করে এবং ড্রাগস এডিক্টেড হওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারে। Rock ‘N Roll নামক তার একটি প্রিয় ব্যান্ডের একটি রকেট শিপও ট্যাটু করিয়েছে সিএম পাংক।

৬) Ska Band : American Ska Punk Band Operation Ivy থেকে অনুপ্রেরণা পেয়ে পাংক নিজের শরীরে একটি ট্যাটু করিয়েছে। যার নাম Purple Pez Dispenser একই ব্যান্ডের Dancing Ska Man এর একটি ট্যাটু আছে তার পায়ে।

৭) No গিমিকs Needed : Chris Candido নামক একজন ব্যক্তির প্রতি সততা এবং স্মরণের জন্য এই ট্যাটুটি করায় পাংক।

৮) Straight Edge : এই বিখ্যাত ট্যাটুটি আছে তার পাকস্থলীতে। এই ট্যাটুটি দ্বারা অনেকটা মিড ফিংগার দেখানোর মতো কিছু বোঝায়। বিষয়টি অনেকটা এরকম যে, সমাজের ভূল আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। এই ট্যাটু দ্বারা সিএম পাংক সমাজ এবং পুরো বিশ্বকে এটাই দেখিয়ে দিয়েছে যে, অ্যালকোহল এবং ড্রাগস সেবন না করেও একজন মানুষ সুস্থ ও সবলভাবে বেঁচে থাকতে পারে।

♦ পাঙ্কের রেসলিং ক্যারিয়ার :

• রেসলিং জগতে প্রবেশের ইতিহাস :

১৯৯৯ সালে কিছু বন্ধুদের সাথে ছোটোখাটো কিছু স্বাধীন রেসলিং ক্ষেত্রে শুরু করেন নিজের রেসলিং ক্যারিয়ার। ২০০০ সালে IWA, NWA এরকমত কিছু জায়গায় রেসলিং করেন। তবে প্রো রেসলিং ক্যারিয়ারের মোড় ঘুরে যখন জয়েন করেন ইন্ডি সার্কিটের সবচেয়ে বড় ও অন্যতম কোম্পানী ROH এ। যেখানে Raven, Aj Styles, Samoa Joe দের মত রেসলার দের সাথে দারুণ কিছু ফিউড এবং ম্যাচ উপহার দেন।

২০০৩ এর দিকে TNA তে মাত্র একটি ম্যাচের জন্য অংশ নেন। সামান্য সমস্যার কারণে সেখান থেকে এসে পড়েন। ROH এ নিজের ক্যারিয়ার সম্বৃদ্ধ করতে থাকেন। ২০০৪ সালে JOE vs. Punk II নামক শো তে ইন্ডি ক্যারিয়ারের সর্বপ্রথম ৫★ রেটিং প্রাপ্ত ম্যাচ খেলেন Samoa Joe এর বিপক্ষে। ২০০৬ এ Daniel Bryan এর সাথে ট্যাগ টিম গঠন করে একটি ম্যাচ ও খেলেন।

• WWE তে প্রবেশ :

CM Punk, WWE এর ডেভলোপমেন্ট টেরিটরি OVW তে সর্বপ্রথম ২০০৫ এ সাইন করেন। WWE তে পাঙ্কের প্রথম অভিষেক ম্যাচ হয় ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর। অভিষেক ম্যাচেই নিজের নাক ভেঙ্গে ফেলেন। মারাত্নক ইনজুরী সত্ত্বেও Punk ম্যাচটি চালিয়ে যান এবং দ্রুতই জয়লাভ করেন। অফিশিয়ালি WWE তে নিজের ডেবিউ করেন, ২০০৬ সালের জুন মাসে একটি হাউস শোতে। 

তবে টিভি তে ২০০৬ সালের জুন ২৪ এ, Punk WWE তে তার Official ডেবিউ ঘটান ECW Brand এ। ECW'র এক লাইভ ইভেন্টে হওয়া ম্যাচটিতে Punk হারান Stevie Richards কে। তিনি ECW তে ৬ মাস একক ম্যাচে আন্ডিফিটেড থাকেন। পরে তার এই স্ট্রিক ভাঙেন হার্ডকোর Holy, যার সাথে পরবর্তীতে আবারো ফিউডে জড়ান তিনি।

WWE তে Punk তার TV ডেবিউ করেন ২০০৬ সালের ৪ জুলাই। তিনি প্রমো কাটেন তার Straight Edge Lifestyle এবং ড্রাগ ও এলকোহল ফ্রি জীবন নিয়ে। একই বছরের আগস্ট ১ তারিখে Punk সর্বপ্রথম টিভি ম্যাচে Justin Credible কে হারান। কিছুদিন অপরাজিত থাকার পর Punk তার প্রথম WWE Feud শুরু করেন Mike Knox এর সাথে। 

ওই সময় Knox এর Girlfriend ছিলো Kelly Kelly (WWE Diva), Kelly Kelly ছিলো পাঙ্কের প্রতি দূর্বল। এটা সহ্য করতে না পেরে Knox পাঙ্কের সাথে ফিউডে জরান। এক সময় Knox vs. Punk ম্যাচে Punk জয়লাভ করলে Kelly Kelly পাঙ্কের হাত ধরে তার সাবেক Boyfriend কে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্টেজ ত্যাগ করেন। Knox কে হারানোর মাধ্যমে পাঙ্ক ডিসেম্বর To Dismember এর এলিমিনেশন চেম্বার ম্যাচে কোয়ালিফাই করেন।

• প্রথম সারভাইবর সিরিজ ম্যাচ ও MITB খেলার সুযোগ :

Punk তার প্রথম সারভাইভর সিরিজ ম্যাচে Hardyz এবং Shawn Michaels ও Triple H এর সাথে টিম করেন এবং তারা হারান Rated RKO, Johnny Nitro, Mike Knox এবং Grogery Helms কে। ম্যাচটিতে Punk এর দলের এর সকল মেম্বারই আনএলিমিনেটেড এবং Sole Survivor ছিলেন। ডিসেম্বর To Dismember পেই-পার-ভিউতে হওয়া ECW Title এর জন্যে এলিমিনেশন চেম্বার ম্যাচে Punk জিততে ব্যর্থ হন। Punk কে এলিমিনেট করেন Rob Van Dam এবং শেষে ম্যাচটি জিতেন Bobby Lashley।

Punk হারান Johnny Nitro কে এবং তার সর্বপ্রথম মানি ইন দ্যা ব্যাংক (রেসেলমেনিয়া ২৩) ম্যাচে কোয়ালিফাই করেন। তার সর্বপ্রথম Raw ম্যাচে তিনি Kenny Dykstra কে হারান। তার স্ম্যাকডাউন ডেবিউতে তিনি Booker T কে হারান। পাঙ্কের প্রথম রেসেলমেনিয়া তে অভিষেক হয় রেসলিংম্যানিয়ার ২৩ তম আসরে। রেসেলমেনিয়া ২৩ এর মানি ইন দ্যা ব্যাংক Ladder ম্যাচে Punk জিততে ব্যর্থ হন যেহেতু ম্যাচটি জিতেন Mr. Kennedy। ঠিক এর পরপরই Punk Matt Hardy, Booker T এর সাথে দ্বন্দে জরান। এক RAW তে Punk Booker T কে সরাসরি ম্যাচে হারিয়ে দেন। ওই সময় Booker ছিলো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন!Judgement Day পেই-পার-ভিউতে পাঙ্ক তার PPV ১ On ১ ডেবিউ ম্যাচে Elijah Drake কে হারান।

এর পর Punk মানি ইন দ্যা ব্যাংক Ladder ম্যাচে খেলার সুযোগ পান। শেষ একবারে শেষ পর্যন্ত লড়াই করে Punk হেরে যান। পাঙ্ককে Ladder থেকে ধাক্কা মেরে মানি ইন দ্যা ব্যাংক জিতে নেন Mr. Kennedy। Punk, MVP, Drake, Benoit এর মধ্যে Vacant Ecw Title এর জন্যে টুর্নামেন্ট হয়। ফাইনালে যান Benoit এবং Punk। তাদের ফাইনালটি Night Of চ্যাম্পিয়নস ২০০৭ এ হওয়ার কথা ছিলো। কিন্তু সেদিনই নিজের পরিবারকে মারার পর সুইসাইড করেন Benoit। তাই বেনোয়ার জায়গায় নাইট্রো খেলেন এবং Punk কে হারিয়ে ECW চ্যাম্পিয়ন হন। 

কিন্তু বেনোয়া বেঁচে থাকলে তাকে ECW চ্যাম্পিয়ন করা হতো। Nitro vs. Punk Multiple Time হয় এবং Nitro'ই বেশির ভাগ জিতেন। তবে এক ECW টেপিং এ Punk হারান Nitro কে এবং ECW চ্যাম্পিয়ন হন। অনেক টাইটেল ডিফেন্সের পর ২০০৮ এর এক ECW Episode এ Edge এর সাহায্যে Punk কে হারিয়ে ECW চ্যাম্পিয়ন হন Chavo Guerrero।

• প্রথম MITB এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় :

Cm Punk তার প্রথম মানি ইন দ্যা ব্যাংক জিতেন রেসেলমেনিয়া ২৪ এ। ২০০৮ সালে Punk RAW Brand এর সেই মানি ইন দ্যা ব্যাংক Ladder ম্যাচ জিতে নেন। কিছুদিন পর Raw তে বাতিস্তা আক্রমণ করেন Edge কে এবং Punk সুযোগ বুঝে তার Mitb Cash In করে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। এরপরে Batista ও JBL এর বিরুদ্ধে টাইটেল ডিফেন্ড করে Unforgiven পিপিভিতে চ্যাম্পিয়নশিপ Scramble ম্যাচের আগে Punk কে আক্রমণ করে Legacy। ফলে Punk ম্যাচে অংশগ্রহণ করতে ব্যর্থ হন এবং ম্যাচটি জিতেন Chris Jericho।

CM Punk তার ক্যারিয়ারে একবারই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলো। ২০০৮ সালে অক্টোবর ২৭ এর Raw তে প্রিয় বন্ধু Kofi Kingston এর সাথে জুটি গড়ে Cody Rodes & Ted Dibiase কে হারিয়ে Punk এই গৌড়ব অর্জন করে। তার ৫ মাস পরে The Miz & John Morrison এর সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে Punk & Kofi হেরে যায়।

এর পর Punk ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এর জন্য তার ট্রেইনার William Regal এর সাথে ফিউডে জরান। ম্যাচ চলাকালে রেফারির অগোচরে Regal পাঙ্ককে অবৈধ ভাবে আক্রমন করলে পাঙ্ক ম্যাচ হেরে যায়। এজন্য Stephanie McMahon ৮ দিন পর আরেকটি রিম্যাচ পাঙ্ককে দেয়। এবারো অবৈধ ভাবে পাঙ্ককে আক্রমন করার ফলে Disqualification এর মাধ্যমে ম্যাচ হারলেও টাইটেল অক্ষুন্ন রাখে Regal। পরের সপ্তাহে Mr. McMahon আবারো রিম্যাচ দেয়। 

• প্রথম IC টাইটেল জয় এবং টানা দুবার MITB জয়ের রেকর্ড :

২০০৯ এর এক Raw তে William Regal কে হারিয়ে ম্যাচটি জিতে প্রথমবারের মতো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ অর্জন করে CM Punk। পাঙ্ক তার টাইটেল হারান Jbl এর কাছে। এরপরে একমাত্র রেসলার হিসেবে ২০০৯ সালে রেসেলমেনিয়া ২৫ এ টানা ২য় বারের মতো মানি ইন দ্যা ব্যাংক Ladder ম্যাচ জিতে নেন CM Punk। 

এক্সট্রিম রুলস পেই-পার-ভিউয়ের মেইন ইভেন্টেই Punk তার কন্ট্রাক্ট ক্যাশ ইন করেন Jeff Hardy'র উপর এবং দ্বিতীয়বার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। তখন মাত্রই Edge এর বিপক্ষে Whc হয়েছিলেন Hardy। কয়েকমাস পর Night Of Champions এ Edge vs. Jeff vs. Punk এর মধ্যকার Tripple Threat ম্যাচে Punk তার চ্যাম্পিয়নশীপ জেফ হার্ডির কাছে হারান। কয়েক মাস পর TLC তে আবারো সিঙ্গেল ম্যাচে Jeff Hardy কে হারিয়ে ক্যারিয়ারে ৩য় বারের মতো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন CM Punk। ম্যাচ শেষে তাকে এট্যাক করেন Undertaker এবং তাদের মধ্যে হওয়া Hell In Cell এর হেল ইন এ সেল ম্যাচে জিতেন আন্ডারটেকার এবং WH চ্যাম্পিয়ন হন ৩য়বারের মতো।

Cm Punk লুক গ্যালোস ও Serena এর সাথে গড়ে তুলেন Straight Edge Society। Cm Punk তার প্রথম রেসেলমেনিয়া Singles ম্যাচে হারেন Rey Mysterio থেকে। তাদের হওয়া এক্সট্রিম রুলসের ম্যাচে Punk জিতেন এক মাস্কড অচেনা রেসলারের সাহায্যে। Over The Limit পেই-পার-ভিউয়ের ম্যাচটি জিতেন Mysterio। ম্যাচের স্টিপুলেশন অনুযায়ী Punk এর চুল কেটে দেওয়া হয়। 

তারপর থেকে Punk তার টাকলা মাথা ঢাকতে মাস্ক ব্যবহার করেন। পরে এক স্ম্যাকডাউনে পাঙ্ককে আনমাস্কড করেন Big Show। সেই অচেনা মাস্কড রেসলারটিকেও আনমাস্কড করেন বিগ শো। তিনি ছিলেন John Mercury। সেপ্টেম্বরেই Straight Edge Society'র সমাপ্তি ঘটে যখন Serena কে রিলিজ করে দেওয়া হয়, Mercury ইঞ্জুর্ড হন এবং Gallows vs. Punk ও হয় এক স্ম্যাকডাউনে যেটি জিতেন Punk।

• NEXUS দলে যোগ এবং The New NEXUS গঠন :

এরপর Punk যোগ দেয় NEXUS টিমে। এটা ছিলো WWE এর ইতিহাসের অন্যতম সেরা টিম। টিমটির নেতৃত্বে ছিলো Wade Barrett। কিন্তুু টানা কয়েকটি বড় ম্যাচে Barrett হারার ফলে দলটির বেশ কয়েকজন রেসলার Barrett কে দলপতি মানতে আপত্তি উত্থাপন করে। শেষপর্যন্ত Barrett vs. Sheamus vs. Orton ম্যাচের পর NEXUS থেকে একটা অংশ বের হয়ে যায়। CM Punk তখন Mason Ryan, Micheal Mcgilocusti (Curtis Axel), David Outonga & Husky Hares (Bray Wyatt) কে নিয়ে The New NEXUS দলের নেতৃত্ব দেন। তারা ওই সময় Randy Orton এর সাথে ফিউডে জরান।

New Nexus এ Mcguillicuty, Husky, Otunga রা থেকে গেলেও Heath Slater ও Justin Gabriel লিভ নেন Barrett এর নতুন ফ্যাকশন, The Corre Join করার জন্যে। স্ম্যাকডাউন Brand এর "Corre" এ জয়েন করেন Ezekiel Jackson। ইতিহাসের প্রথম Cena vs. Punk ম্যাচে ইন্টারফেয়ারেন্স করে New Nexus এ জয়েন করেন Mason Ryan ও।

• পাঙ্কের স্মরণীয় প্রোমো "The PipeBomb" :

ঠিক এর কিছুদিন পরপরই আসে পাঙ্কের ক্যারিয়ারের সবচেয়ে স্বর্ণালী সময়। ২০১১ সালের মানি ইন দ্যা ব্যাংকে CM Punk সর্বপ্রথম WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার সুযোগ পান। ম্যাচটি ছিলো vs. JOHN CENA। WWE চ্যাম্পিয়নশিপে শট পাওয়ার পরে Punk জন সিনা বনাম R-Truth Tables ম্যাচে সিনাকে ডিস্ট্রেক্ট করেন। ফলে ম্যাচটি জিতেন R-Truth। ম্যাচের পরে পাঙ্ক তার বিখ্যাত Pipebomb ছাড়েন.! ম্যাচে পাঙ্ক স্ক্রিপ্টেড, আনস্ক্রিপ্টেড নানা কথা বলেন। Cena কে টেবিলের উপর ফেলে হেটে গিয়ে এন্ট্রেন্স এর সামনে মাইক হাতে বসেন। আর বলা শুরু করেন,

"John Cena, যেহেতু তুমি ওখানে শুয়ে আছো আশাকরি তুমি যথাসম্ভব আরামবোধ করবে কেননা আমি তোমাকে কিছু কথা হজম করাতে চাই আর তা হল আমি আগামী ৩ সপ্তাহের মধ্যে তোমার WWE Title নিয়ে চলে যাবো। তবে আমার অনেক কিছু বলার আছে যা আমি সবাইকে শুনাতে চাই। আমি তোমাকে ঘৃণা করিনা John। এমনকি তোমাকে অপছন্দ ও করিনা আমি অন্যান্য মানুষের থেকে তোমাকে অনেক বেশি পছন্দ করি। আমি শুধু এই আইডিয়াটাকে ঘৃণা করি যে তুমি বেস্ট। ! কারণ তুমি নও, I Am The Best In The ওয়ার্ল্ড। 

তবে একটা ক্ষেত্রে তুমি আমার চেয়ে ভালো সেটা হল Vince McMahon এর নিতম্ব তে চুম্বন করাতে। তুমি তেমনটাই ভালো যেমনটা ছিলেন Hulk Hogan আমি জানি না আবার Dwayne এর মত ভালো ও হতে পারো। সে অনেক ভালো নিতম্ব চুম্বন কারী ছিল এবং এখনো আছে! Oops! বেশি হয়ে গেলো!

আমি পৃথিবীর সেরা রেসলার। আমি সেই প্রথম দিন থেকেই সেরা যেদিন থেকে আমি এই কোম্পানীতে এসেছি। কিন্তু আমাকে শুরু থেকেই ঘৃণা করা হয় কারণ Paul Heyman আমার মধ্যে কিছু একটা দেখেছিলেন যা আর কেউ মানতে চায়নি। হুম এটা সত্য আমি একজন Paul Heyman Guy। আপনারা কি জানেন পল হেয়ম্যান গায় কে ছিলেন? Brock Lesnar এবং তিনিও ছেড়ে দিয়েছেন যেভাবে আমি ছাড়তে যাচ্ছি। 

কিন্তু আমার Brock এর মধ্যকার সবচেয়ে বড় পার্থক্য হল আমি এই কোম্পানী থেকে চলে যাবো WWE চ্যাম্পিয়নশিপ নিয়ে। আর Vincent K McMahon এর কাছ থেকে কেড়ে নিবো অনেক কিছু যাতে সকলেই বুঝতে পারে এখানে আমার মর্ম। দিনের পর দিন প্রায় ৬বছর আমি প্রমাণ করেছি সবাইকে যে আমি মাইক্রোফোনে সেরা, রিং এও এমনকি কমেন্ট্রিতেও কেউ আমাকে ছুঁতে পারবেনা। কিন্তু তাতে কিছুই যায় আসেনা আমি কতবার তা প্রমাণ করি।

আমি WWE চ্যাম্পিয়ন, নিয়ে জুলাই ১৭ তে চলে যাবো। হয়ত এটি আমি ডিফেন্ড করবো New Japan Pro Wrestling এ অথবা আমি আবারো ফিরে যাবো Ring Of Honor এ। হেয় Colt Caban! খবর কি!? 😃 (ক্যামেরাতে হাত নাড়িয়ে) যে কারণে আমি চলেই যাবো সেটি হল আমি যাওয়ার পরেও আপনারা আপনাদের ভুরি ভুরি অর্থ এই কোম্পানীতে ঢালবেন। আসলে ঘুরিয়ে ফিরিয়ে যা বলতে চাচ্ছি তা হল, Vince McMahon নিজেকে ঘৃণা করানোর মাধ্যমে টাকা বানাতে চান, যিনি একজন Millionaire যার হওয়ার কথা আসলে Billionaire। 

আপনারা জানেন তিনি Billionaire নয় কেন? এর কারণ তিনি নিজেকে ঘিরে রেখেছেন কিছু বোকা প্রকৃতির Yes Type লোক যেমন John Laurinites যিনি তাই বলবেন যা Vince শুনতে চান। আমার মনে হয় এই কোম্পানী আরও দারুণ হবে Vince McMahon এর মৃত্যুর পর। কথা হল এটা চলবে তার বেকুব মেয়ে এবং জামাই এবং বেয়াক্কেল পরিবার দ্বারা। এবার একটি ব্যক্তিগত কথা বলবো, আমরা যে এসব মারামারি করি তা...." ঠিক সেই মুহুর্তে তার মাইক বন্ধ হয়ে যায়। আর তার কথা অপূর্ণ থেকে যায়!

• সিনাকে ৫ স্টার ম্যাচে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ জয় :

মানি ইন দ্যা ব্যাংক ২০১১ তে পাঙ্ক তার হোমটাউনের সামনে অনেক পপ ও চিয়ার্সের সহিত সিনাকে হারিয়ে WWE চ্যাম্পিয়ন হন যা এখনো Attitude Era'র পর একমাত্র ৫ Star ম্যাচ। ম্যাচের পর Del Rio ক্যাশ ইন করতে গেলেও ব্যর্থ হন। ওই দিন ছিলো পাঙ্কের কন্ট্রাক্টের শেষ দিন। রেসলিং বিশেষজ্ঞরা গত ৮ বছরের সেরা ৫টি ম্যাচের একটা লিস্ট তৈরি করেছিলো, যেখানে স্থান করে নিয়েছিলো এই ম্যাচটি। কথা ছিলো ওদিনের পর থেকে Punk অবসর নিবে। যদিও পরে Punk কন্ট্রাক্ট Renew করে। সেদিন ওই ম্যাচে সিনাকে হারিয়ে নিজ ক্যারিয়ারের প্রথম WWE চ্যাম্পিয়নশিপ অর্জন করে CM Punk। কিন্তুু Punk চ্যাম্পিয়ন থাকা অবস্থাতেই অবসর নেয়। পাঙ্কের কন্ট্রাক্ট শেষ হওয়ার জন্যে তাকে টাইটেলটি ভ্যাকান্ট করতে হয়।

এদিকে WWE চ্যাম্পিয়নশিপ এর জন্য নতুন করে ম্যাচ আয়োজন করে WWE। যেখানে Rey Misterio কে হারিয়ে আবারো চ্যাম্পিয়নশিপ অর্জন করে John Cena। কিন্তুু যেই না ম্যাচটি জিতে সিনা তার চ্যাম্পিয়নশীপ উদযাপন করতে যাবে ওমনি নতুন মিউজিক (Cult Of Personality) দিয়ে WWE চ্যাম্পিয়নশিপ সহ তার নিউ কন্ট্রাক্টে রিটার্ন করেন জুলাই ২৫ তারিখে সি এম পাঙ্ক। তিনি এসে সিনার সাথে ফেস টু ফেস হন।

এখন সমস্যা দেখা দিলো দুইজনেই WWE চ্যাম্পিয়ন। এজন্যে নতুন COO এর দায়িত্ব পাওয়া HHH তাদের মধ্যে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ ঠিক করেন সামারস্ল্যাম এ, যেই ম্যাচে পর একজনেই WWE চ্যাম্পিয়ন থাকবেন। ম্যাচটিতে সিনাকে হারিয়ে নিজের দ্বিতীয় WWE চ্যাম্পিয়নশিপ জিতেন Punk। Punk যখন তার WWE চ্যাম্পিয়নশিপ উদযাপন করতে যাবে তখনই Alberto Del Rio এসে তার MITB, Cash In করে পাঙ্ককে হারিয়ে WWE চ্যাম্পিয়ন হয়ে যায়।

• ৪৩৪ দিনের বিখ্যাত টাইটেল রেইন :

কয়েকমাসে দুজনের মধ্যে ফিউডের পর ২০১১ সালের সারভাইভর সিরিজে Alberto Del Rio কে হারিয়ে ২য় বারের মতো WWE চ্যাম্পিয়ন হন CM Punk। এতেই শুরু হয় Punk এর ৪৩৪ দিনের টাইটেল রেইন। এটি WWE চ্যাম্পিয়নশিপে মডার্ন এরার সবচেয়ে বেশিদিন চ্যাম্পিয়ন থাকার রেকর্ড। পাঙ্ক ডেল রিওর বিপক্ষে সফল টাইটেল ডিফেন্সের পর TLC পেই-পার-ভিউতে Del Rio ও Miz, দুইজনকেই Triple Threat ম্যাচে হারান।

Punk এর বিপক্ষে একটি নন-টাইটেল ম্যাচ জিতেন Ziggler। পরে পাঙ্ক কে Count Out এ হারান Ziggler। ফল অনুযায়ী চ্যাম্পিয়নশিপ রিটেইন করেন Punk। ২০১২ রয়েল রাম্বল পেই-পার-ভিউতে Ziggler কে হারিয়ে এবং ২০১২ এর এলিমিনেশন চেম্বার ম্যাচে ৫ জনের বিপক্ষে WWE চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেন Punk। রেসেলমেনিয়া ২৮ এ জেরিকোকে সাবমিট করে WWE Title Retain করেন Punk।

পরের দুই Raw তে Mark Henry যথাক্রমে Disqualification ও Count Out এর মাধ্যমে হারান Punk কে। পরের Raw তে Punk No Dq, No Count Out ম্যাচে Henry কে হারিয়ে WWE Title Retain করেন। এক্সট্রিম রুলসে Chicago Street Fight ম্যাচে Punk হারান Jericho কে এবং টাইটেল রিটেইন করেন। Over The Limit পেই-পার-ভিউতে Daniel Bryan কে রল-আপের মাধ্যমে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ আবারো সফলভাবে রিটেইন করেন। কোনো এক স্ম্যাকডাউনে Kane vs. Punk, WWE চ্যাম্পিয়নশিপ এর জন্যে হয়। ম্যাচে পাঙ্ক ও কেইন দুইজনকেই এট্যাক করেন Daniel Bryan। ফলে ম্যাচ ডাবল ডিস্কোয়ালিফকেশনে শেষ হয়।

No Way Out পেই-পার-ভিউতে, WWE চ্যাম্পিয়নশিপ এর জন্যে, Punk হারান Kane ও Bryan কে। মানি ইন দ্যা ব্যাংক ২০১২ তে No Disqualification WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচে Punk হারান Bryan কে। ম্যাচের স্পেশাল গেস্ট রেফারি ছিলেন এইজে লি।

• পাঙ্কের হিল টার্ন ও দ্যা রকের সাথে ফিউড :

Raw ১০০০ এ Punk এর উপর Mitb Contract ক্যাশ ইন করেন সিনা। তাদের মধ্যে হওয়া ম্যাচটির শেষ মূহুর্তে বিগ শো এসে সিনাকে আক্রমণ করেন। ফলে ম্যাচ Disqualification এ শেষ হয়। তারপর রক এসে সিনাকে সেভ করেন। রককে আক্রমণ এর মাধ্যমে হিল টার্ন করেন পাঙ্ক। সামারস্ল্যামে Punk হারান Big Show ও সিনাকে এবং তার টাইটেল আবার রিটেইন করেন।

Night Of Champions এ সিনা বনাম পাঙ্ক ম্যাচ No Contest এ শেষ হয়। ফলাফল অনুযায়ী Punk তার টাইটেল রিটেইন করেন। হেল ইন এ সেল পেই-পার-ভিউতে Brad Maddox এর সহায়তায় WWE Title Retain করেন পাঙ্ক। সারভাইভর সিরিজ পেই-পার-ভিউতে শিল্ডের ডেবিউ এবং শিল্ডের সাহায্যে Cena ও Ryback কে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ সফলভাবে ডিফেন্ড করেন। এক Raw তে আবারো শিল্ডের সাহায্যে পাঙ্ক TLC ম্যাচে রাইবেককে হারিয়ে টাইটেল রিটেইন করেন।

দেখতে দেখতে রয়্যাল রাম্বাল এর সময় হাজির হয়ে গেলো। Punk তার টাইটেল ডিফেন্ড করার জন্য প্রস্তুত The Rock এর বিপক্ষে। কিন্তু শর্ত মোতাবেক সেখানে The Shield ইন্টারফেয়ার করলে Punk তার টাইটেল হারাবেন। শর্ত এটাই ছিলো কিন্তু সেটা গ্রাহ্য করেনি The Shield। ইভেন্টের দিন ঠিকই এনাউন্স টেবিলের ওপর Triple পাওয়ারবম্ব হিট করে The Rock কে। পিন করে Rock কে হারালেও Vince তখন তার শর্তকে স্মরণ করিয়ে দিলেন Punk কে।

• ৪৩৪ দিনের টাইটেল রেইনের সমাপ্তি :

কিন্তু Rock সেটাকে না মেনে ম্যাচ রিস্টার্ট করার নির্দেশ দেন। আর ঠিক তারপরই Rockbottom কেড়ে নেয় Punk এর ৪৩৪ দিনের টাইটেল রেইনের রেকর্ড। ফলে পাঙ্কের ৪৩৪ দিন সংখ্যাটা আর বদলাই না। তবে এই ৪৩৪ দিনে আমরা এতগুলো ভালো ও এক্সাইটিং ম্যাচ পেয়েছি তা কিন্তু ভুলার মতো নই।

শেষপর্যন্ত, Rock এর সেলিব্রেশনের আড়ালে Punk এর সেদিনের আক্ষেপটা হয়তো ঢাকা পড়ে গিয়েছিলো। শেষ মানেই নতুন শুরু, কিন্তু Punk এর বেলায় এই শেষটাই যেনো তিলে তিলে তাকে শেষ করে দিচ্ছিলো। তখন তার পিঠের ইঞ্জুরি ধরা পড়ে যদিও সেটাকে গুরুত্ব দেয়নি WWE। কিন্তু এটাই ছিলো তার ক্যারিয়ারের সবথেকে ভয়ানক বিষয়। যেটাতে তার প্রান নাশের আশংকাও ছিলো বলে দাবি করেছিলেন তার স্ত্রীর চিকিৎসক। এভাবেই WWE এর সাথে তার মনমালিন্যের শুরুটা হয়। রেইনিংটা ৪৩৪ দিনের, সেখানে Punk ১২ টি পেইভারভিউ সহ ৭ বার Monday Night Raw কিংবা Smack Down এ তার টাইটেল ডিফেন্ড করেছেন।

Cm Punk ২০১৩ Old School Raw তে Big Show, Sheamus ও Orton কে হারিয়ে Wrestlemania ২৯ এ Punk The Undertaker এর সাথে ম্যাচ খেলার সুযোগ পান। Punk নিজেই বলেছেন ওটা ছিলো তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ। ম্যাচটিতে Tombstone পাইলড্রাইভার মেরে পাঙ্ককে হারিয়ে দেয় The Undertaker।

এর পরে পাঙ্কের ক্যারিয়ারে উল্লেখ যোগ্য আর কোনো বড়সড় ফিউড হয়নি। মাঝখানে Deniyel Bryan এর সাথে টিম গড়ে অথরিটির সাথে ফিউডে জরান CM Punk। Cm Punk এর সর্বশেষ ফিউডগুলো ছিলো Paul Heyman Guy (RybAxel), Wyatt Family, Shield দের সাথে।

• পাঙ্কের WWE পরিত্যাগ ও তার কারন :

২০১৪ রয়্যাল রাম্বালে প্রবল একটা সম্ভাবনা ছিলো পাঙ্কের জেতার, সেখানে তিনি প্রথম এন্ট্রি ছিলেন। ৪৯ মিনিট পর্যন্ত টিকে থাকার পর বাহির থেকে অথরিটি সদস্য Kane এসে পাঙ্ককে Eliminate করে দেয়। ঠিক তার পরের RAW তে শো চলাকালীন এরিনা ত্যাগ করে চলে যায় CM Punk। এরপরে তিনি আর WWE তে ফেরেননি।

অনেকেই WWE ছাড়ার কারণে CM Punk কে স্বার্থপর, বিশ্বাসঘাতক সহ নানা কিছু বলে সম্মোধন করেন। Punk কেন WWE থেকে লিভ নেন আর কেনই বা তাকে ফায়ার করা হয় এই ব্যাপারে Art Of Wrestling নামক একটি শো তে Colt Cabana কে CM Punk নিচের কথাগুলি বলেন-

১) WWE "CM Punk" এর বেতন আটকিয়ে রাখতো। তিনি অনেক বড় লোক ছিলেন। কিন্তু তারপরও কাজ করার পর তার পারিশ্রমিক কাওকে না দিলে কেমন লাগবে।

২) প্রত্যেক রেসলার কে পেইন কিলার ড্রাগ গ্রহন করতে হয়। কিন্তু CM Punk ছিলেন Straight Edge তিনি ধূমপান এবং মাদক দ্রব্য থেকে সব সময় দূরে থাকতেন। WWE তাকে মাঝে মাঝে জোর করতো।

৩) পাশাপাশি তাকে চিকিৎসা দেওয়া হত না। Ryback এর সাথে ফিউড এর সময় তার পিঠে প্রচুর আঘাত পান। তিনি কিছুদিন এর জন্য লিভ নিতে চেয়েছিলেন কিন্তু তাকে ছুটি দেওয়া হয় নি। পিঠে ব্যাথা নিয়েই তাকে Ryback এর সাথে খেলতে হয়!

৪) Triple H তাকে ব্যাক্তিগত ভাবেই অপছন্দ করতেন। এখন আমাদের কারো তো জানার বাকি নেই Vince এর সাথে Triple H এর কেমন সম্পর্ক। তাকে ব্যাকস্টেজে নানা ভাবে অপমান এবং বাজে ব্যাবহার করা হত।

৫) CM Punk শুধুমাত্র WWE তে একবার রেসেলমেনিয়া হেডলাইন করতে চেয়েছিলেন। এবং ম্যাচ টাতে সে স্কুয়াশ হলেও খেলতে চেয়েছিলেন + ট্রিপল থ্রেড ম্যাচ হলেও চলবে কিন্তু তাকে তাও করতে দেয় নি। Twice In A Lifetime এর আগে Vince Mcmahon কে রিকুয়েস্ট করেছিলেন তাকে এড করার জন্য। তাও করেন নি। কিছু কিছু ওয়েবসাইটে এও জানা যাই ১২ Round ২ তে CM Punk এর জাইগায় Randy Orton কে এড করানো হয়।

৬) SHIELD -এর পুরো Plan ছিল CM Punk এর! শুরুতে পাঙ্ক Chris Hero কে এড করতে চেয়েছিলেন কিন্তু সেই জাইগায় Roman Reigns কে এড করে ট্রিপল এইচ Shield কে নিজের প্ল্যান বলে দাবী করে বসেন। এতো কিছুর পর কেউই আর WWE এর সাথে থাকবেনা। ভিন্স তাকে অনেকবার ফেরানোর জন্য রিকুয়েস্ট করেন। কিন্তু তারপরও তিনি প্রতিবারই না বলে দিয়েছেন। ২০১৪ সালে যখন Aj Lee & CM Punk বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই দিনই তাদের ফাইয়ার্ড করে দেওয়া হয়।


♦ পাঙ্কের MMA ক্যারিয়ার :

• UFC তে সি এম পাঙ্কের আগমন :

২০১৪ সালের ডিসেম্বরে UFC ১৮১ ইভেন্টে পাঙ্ক জানায় যে সে Ultimate Fighting চ্যাম্পিয়নশিপ (UFC) এর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে, এবং সেখানেও সে সি এম পাঙ্ক নামেই অংশগ্রহন করবে। ২০১৫ সালের জানুয়ারি থেকে Duke Roufus এর কাছ থেকে পাঙ্ক তার MMA ট্রেনিং নেওয়া শুরু করে।

এরপরে ইঞ্জুরির কারণে কয়েক দফা পেছানোর পরে ১০ সেপ্টেম্বরে UFC ২০৩ ইভেন্টে Mickey Gall এর সঙ্গে Welterweight ডিভিশনে পাঙ্কের ম্যাচ ঠিক হয়। WWE তে পাঙ্ক যেখানে ক্যুইট করেছিল সেই Quicken Loans Arena তে অনুষ্ঠিত সেই ম্যাচে ২ : ১৪ মিনিটে প্রথম রাউন্ডেই পাঙ্ক পরাজিত হয়। এই ম্যাচের জন্য তাকে $৫০০, ০০০ দেওয়া হয়েছিল।

• মাইক জ্যাকসনের বিরুদ্ধে ম্যাচ :

এরপরে ২০১৮ এর ৯ জুনে পাঙ্কের হোমটাউন চিকাগোতে অনুষ্ঠিত UFC ২২৫ ইভেন্টে Mike Jackson এর কাছে পাঙ্ক পরাজিত হয়। এরপরে পাঙ্ক আর UFC তে কোন ম্যাচ খেলেনি এবং ২০১৮ সালের নভেম্বরে UFC এর একটি সহ কোম্পানি Cage Fury Fighting চ্যাম্পিয়নশিপs (CFFC) তে পাঙ্ক কমেন্টেটর হিসাবে যোগদান করে।

২০১৯ সালের ১২ নভেম্বর ফক্স স্পর্টস ১ এ হওয়া WWE ব্যাকস্টেজ শোতে পাঙ্ক সারপ্রাইজ আপিয়ারেন্স দেন, যার ফলে WWE এর সঙ্গে তার পুনরায় কাজ করার সম্ভাবনা দেখা দেই কিন্তু Covid-১৯ চলাকালীন পরিস্থিতিতে সেই শোকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া রেসলিং বিশেষজ্ঞ ডেভ মেল্টজার দাবি করেছিলেন ভিন্সের ইচ্ছা নাই পাঙ্ককে রিটার্ন করানোর!

২০২১ সালে পাঙ্কের সাথে জ্যাকসনের খেলা ম্যাচটিকে নো কন্টেস্ট ঘোষিত করা হয় কারণ জ্যাকসনের শরীরে নিষিদ্ধ পদার্থ মারিজুয়ানা পাওয়া গিয়েছিল। আগস্ট মাসে পাঙ্ক UFC তথা MMA থেকে অবসর নেওয়ার ঘোষণা করে এবং প্রো রেসলিং -এ ফিরে যায়।


♦ রেসলিং জগতে পাঙ্কের পুনঃপ্রবেশ :

AEW তে পাঙ্কের প্রবেশ :

২০২১ সালের ২০ আগস্ট আয়োজিত All Elite Wrestling (AEW) এর Rampage নামক অনুষ্ঠানের The First Dance ইভেন্টে সি এম পাঙ্ক ডেবিউ করে এবং দীর্ঘ ৭ বছর পরে প্রো রেসলিং জগতে আবারও পদার্পণ করে। ডেবিউ এর পরে সে Darby Allin কে All Out পিপিভিতে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে, ৫ সেপ্টেম্বরে আয়োজিত সেই ম্যাচে পাঙ্ক ডার্বিকে হারাতে সক্ষম হয়।

এরপরে পাঙ্ক MJF এর সাথে ফিউড শুরু করে এবং ডাইনামাইটে তার হাতে AEW তে আসার পরে প্রথমবারের মতো পরাজিত হয়।


♦ রেসলিং জগতে অর্জনসমূহ :

Independent Wrestling Association Mid-South

IWA Mid-South Heavyweight Championship ( বার)

IWA Mid-South Light Heavyweight Championship ( বার)

International Wrestling Cartel

IWC World Heavyweight Championship ( বার)

Mid-American Wrestling

MAW Heavyweight Championship ( বার)

NWA Cyberspace

NWA Cyberspace Tag Team Championship ( বার) – সঙ্গে : Julio Dinero

Ohio Valley Wrestling

OVW Heavyweight Championship ( বার)

OVW Southern Tag Team Championship ( বার) – সঙ্গে : Seth Skyfire

OVW Television Championship ( বার)

Pro Wrestling Illustrated

Feud Of The Year (২০১১) Vs. John Cena

Match Of The Year (২০১১) Vs. John Cena At Money In The Bank

Most Popular Wrestler Of The Year (২০১১)

Most Hated Wrestler Of The Year (২০১২)

Wrestler Of The Year (২০১১, ২০১২)

Ranked No. Of The Top ৫০০ Singles Wrestlers In The PWI ৫০০ In ২০১২

Revolver

Golden Gods Award For Most Metal Athlete (২০১২)

Ring Of Honor

ROH World Championship ( বার)

ROH Tag Team Championship ( বার) – সঙ্গে : Colt Cabana

St. Paul Championship Wrestling/Steel Domain Wrestling

SPCW Northern States Light Heavyweight Championship/SDW Television Championship ( বার)

World Wrestling Entertainment / WWE

ECW Championship ( বার)

World Heavyweight Championship ( বার)

World Tag Team Championship ( বার) – সঙ্গে : Kofi Kingston

WWE Championship ( বার)

WWE Intercontinental Championship ( বার)

Money In The Bank (২০০৮, ২০০৯)

Nineteenth Triple Crown Champion

Slammy Award

"OMG" Moment Of The Year (২০০৮) – Cashing In Money In The Bank To Win The World Heavyweight Championship

Shocker Of The Year (২০০৯) – Forcing Jeff Hardy Out Of The WWE After Steel Cage Match Victory

Despicable Me (২০১০) – Harassing Rey Mysterio এবং His Family

Superstar Of The Year (২০১১)

"Pipe Bomb" Of The Year (২০১১)

T-Shirt Of The Year (২০১১) – "Best In The World"

Extreme Moment Of The Year (২০১৩) – For Exacting Revenge On Paul Heyman At Hell In A Cell

Wrestling Observer Newsletter

Best Gimmick (২০০৯, ২০১১)

Best On Interviews (২০১১, ২০১২)

Feud Of The Year (২০০৯) Vs. Jeff Hardy

Feud Of The Year (২০১১) Vs. John Cena

Match Of The Year (২০১১) Vs. John Cena At Money In The Bank

Most Disgusting Promotional Tactic (২০১২) Exploiting Jerry Lawler's Legitimate Heart Attack

Most Disgusting Promotional Tactic (২০১৩) Exploiting The Death Of Paul Bearer



• লেখক : Cerebral Assassins Fahad, LorD Of DarknessRK, রেসলিং বাংলা।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!