আমরা সকলেই বিগ শো কে দেখেছি। যারা নতুন নতুন তাকে দেখেছেন তাদের অনেকের মতে তার মতো এত বেশি ওজনের রেসলার আর কেউ নেই। আবার অনেকে বলেন আন্দ্রে দা জায়েন্ট এর মতো হেভিওয়েট আর কেউ নেই। বর্তমানে সোনি স্পোর্টস এ ইয়োকোজুনাকে  দেখে অনেকে ভাবছেন যে তার মতো হেভিওয়েট আর কেউ নেই। তাছাড়া, আলাদা আলাদা ইউটিউব চ্যানেলে আমরা লিস্ট টির মধ্যে অনেক পার্থক্য দেখতে পাই।

তাই আমি আজকে আপনাদের WWE তে সবচেয়ে বেশি ওজনের ১০ জন রেসলার এর আসল লিস্ট দিবো যেটি করা হয়েছে তাদের জীবনের সর্বোচ্চ ওজনের ভিত্তিতে এবং সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ওয়েব সাইট এর থেকে। তো চলুন শুরু করা যাক-


১০) Big Show - ৪৪০ পাউন্ড / ২০০ কেজি :


বিগ শো কে তো আমরা কমবেশি সবাই চিনি। তিনি তার পারফরমেন্স / মাইক স্কিল সহ সব দিক দিয়ে আমাদের প্রায় ২০ বছরের বেশি সময় ধরে এন্টারটেন করে আসছেন। তার ওজন বর্তমানে জিম করার মাধ্যমে অনেক কমলেও একসময় তার ওজন প্রায় ২০০ কেজি ছিলো।


৯) Gorilla Monsoon - ৪৪১ পাউন্ড / ২০০ কেজি :


গরিলা মনসুন কে আমরা অনেকে নাও চিনতে পারি। কারণ তিনি আমাদের জন্মের অনেক আগে রেসলিং করতেন। তিনি দেখতে যেমন লম্বা তেমন ভয়ংকরও ছিলেন। তিনি রেসলিং এর সবচয়ে বেশি দিন ধরে চ্যাম্পি়য়ন থাকা ব্রুনো সমর্টিনো এর সাথে ফিউড করার মাধ্যমে বিখ্যাত হন🤩।


৮) Vader - ৪৫০ পাউন্ড / ২০৪ কেজি :


আমরা যারা অ্যাটিটিউড এরা এর শো গুলা দেখতাম তাদের কাছে ভাদের অনেক কুপরিচিত 😑। তিনি একটা লাল রঙের আজব মাস্ক পরে আসতেন। তিনি স্টিং, মিক ফলি সহ আরো অনেক বিখ্যাত রেসলার দের বচ করার মাধ্যমে ইনজুরিতে ফেলেছেন।


৭) One Man Gang - ৪৫০ পাউন্ড / ২০৪ কেজি :


অনেক ভয়ঙ্কর একজন রেসলার। এনাকে কোনো ভুত সাজতে হয়নী তার অপন্যেন্ট এর নাইটমেয়ার হওয়ার জন্যে। তার আজব ও বিশাল দেহ আকৃতি তাই যথেষ্ট ছিলো তার প্রতিপক্ষ কে ভয় দেখানোর জন্যে😲।


৬)  Giant González - ৪৬০ পাউন্ড / ২০৯ কেজি :


ইনি তেমনটা ভালোভাবে রেসলিং করতে পারতেন না যেমনটা আন্দ্রে, শো, ইয়কজুনা করতেন। ইনি খুব অল্প সময়ের জন্য রেসলিং করেছেন এবং WWF এর অন্তর্গত ছিলেন, রিং স্কিলও দেখার মতো ছিল না। 

তাকে মনে রাখা হয় মূলত আন্ডারটেকারের সাথে ফিউডের জন্য, ইনিই একমাত্র রেসলার ছিলেন যাকে টেকার তার স্ট্রিকের মধ্যে ক্লিনলি হারাতে পারেনি। তিনি Gigantism রোগ থাকার কারণে এত বৃহৎ ছিলেন এবং অসময়ে মৃত্যুবরণ করেছিলেন।


৫) King Kong Bundy - ৪৫৮ পাউন্ড / ২০৭ কেজি :


ইনার নাম যেমন কিং কং ঠিক তেমনি দেহটাও ছিলো কিং কং এর মতো। রেসলিং কে বিশ্ববিখ্যাত করতে জায়েন্টদের অসামান্য অবদান কখনোই ভুলবার মতো নয়। তিনিও অনেক করেছেন রেসলিং এর জন্য👏👏👏। যদিও খুব সম্প্রতি তার মৃত্যু হয়েছে।


৪) Earthquake - ৪৬৮ পাউন্ড / ২১২ কেজি :


ইনার নাম যেমন আর্থকুয়াক / ভূমিকম্প ঠিক তেমনই রিং এও দু একবার ভূমিকম্প এনেছিলেন তিনি-

  • একবার গোল্ডেন বয় হাল্ক হোগান কে স্প্ল্যাশ দেবার মাধ্যমে,
  • আরেকবার জেক রবার্টস এর পাইথন সাপ দেমিয়েন কে বস্তায় ভরে স্প্ল্যাশ দেবার মাধ্যমে।


৩) Viscera - ৫০০ পাউন্ড / ২২৫ কেজি :


ইনাকে আমরা অনেকে চিনি। ভিস্কেরা এর অনেক গিমিকও WWE তে বিখ্যাত ছিল। যেমন : King Mable, World's Largest Love machine, Big Daddy V।

তিনি একবার কিং অফ দা রিং ও হন। এছাড়া তিনি আন্ডারটেকার এর একসময়কার ডার্ক স্ট্যাবল এর ও সদস্য ছিলেন। যদিও তিনিও খুব সম্প্রতি মৃত্যু বরণ করেছেন মাত্র ৪৩ বছর বয়সে।


২) Andre The GIANT - ৫৪০ পাউন্ড / ২৪৫ কেজি :


আন্দ্রে কে হয় তো আমরা অনেকে চিনি। ইনি অনেক বেশি ওজনের হলেও আমাদের অনেক ভালো কিছু ম্যাচ ও ফিউড উপহার দিয়ে গেছেন এবং তার একটা ১৫ বছর এর অপরাজিত স্ট্রিক ও ছিলো যা সোনার ছেলে হাল্ক হোগান ভেঙেছেন😑।

তিনি অনেক কম বয়সেই মারা যান। তাও প্রায় ২৫ - ৩০ বছর আগে।


১) Yokozuna - ৬০০ পাউন্ড / ২৭০কেজি :


আমরা অনেকে তার ম্যাচ ও দেখে থাকবো। ইনি রোমান রেইংস, উসোস, রক এর বংশধর। অনেক ওজন হাওয়ার পরও অনেক দৌড়াতে ও লাফাতে পারতেন তিনি। তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন দুই কি তিন বার + একবার রয়াল রাম্বল ও জিতেছিলেন। 👌 এই লেজেন্ড ও অনেক কম বয়শেই মারা যান। 🙂

আমরা রেসলিং এ বর্তমানেও অনেক জায়েন্টদের দেখতে পারি। এদের দেখে আমরা অনেকে অনেক এন্টারটেইন হলেও আমরা যেনো সবাই এই প্রার্থনা করি যাতে কেউ এতো ভারী না হই। কারণ একমাত্র যাদের এরকম দৈহিক সমস্যা থাকে তারাই বুঝে এই দেহ নিয়ে থাকার অভিশাপটি।

আর এছাড়াও যদি তাদের কোনো অসুখ থাকে আর তা ঠিকমতো চিকিৎসা না করা হয় তবে তারা অনেক কম বয়সেও মৃত্যুর মুখে চলে যেতে পারেন😭।

আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তূ? সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ আপনাকে। ❤️

• লেখক : Ayaan Ahsan, রেসলিং বাংলা।

সর্বোচ্চ ওজনের ১০ জন জায়েন্ট রেসলার!

আমরা সকলেই বিগ শো কে দেখেছি। যারা নতুন নতুন তাকে দেখেছেন তাদের অনেকের মতে তার মতো এত বেশি ওজনের রেসলার আর কেউ নেই। আবার অনেকে বলেন আন্দ্রে দা জায়েন্ট এর মতো হেভিওয়েট আর কেউ নেই। বর্তমানে সোনি স্পোর্টস এ ইয়োকোজুনাকে  দেখে অনেকে ভাবছেন যে তার মতো হেভিওয়েট আর কেউ নেই। তাছাড়া, আলাদা আলাদা ইউটিউব চ্যানেলে আমরা লিস্ট টির মধ্যে অনেক পার্থক্য দেখতে পাই।

তাই আমি আজকে আপনাদের WWE তে সবচেয়ে বেশি ওজনের ১০ জন রেসলার এর আসল লিস্ট দিবো যেটি করা হয়েছে তাদের জীবনের সর্বোচ্চ ওজনের ভিত্তিতে এবং সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ওয়েব সাইট এর থেকে। তো চলুন শুরু করা যাক-


১০) Big Show - ৪৪০ পাউন্ড / ২০০ কেজি :


বিগ শো কে তো আমরা কমবেশি সবাই চিনি। তিনি তার পারফরমেন্স / মাইক স্কিল সহ সব দিক দিয়ে আমাদের প্রায় ২০ বছরের বেশি সময় ধরে এন্টারটেন করে আসছেন। তার ওজন বর্তমানে জিম করার মাধ্যমে অনেক কমলেও একসময় তার ওজন প্রায় ২০০ কেজি ছিলো।


৯) Gorilla Monsoon - ৪৪১ পাউন্ড / ২০০ কেজি :


গরিলা মনসুন কে আমরা অনেকে নাও চিনতে পারি। কারণ তিনি আমাদের জন্মের অনেক আগে রেসলিং করতেন। তিনি দেখতে যেমন লম্বা তেমন ভয়ংকরও ছিলেন। তিনি রেসলিং এর সবচয়ে বেশি দিন ধরে চ্যাম্পি়য়ন থাকা ব্রুনো সমর্টিনো এর সাথে ফিউড করার মাধ্যমে বিখ্যাত হন🤩।


৮) Vader - ৪৫০ পাউন্ড / ২০৪ কেজি :


আমরা যারা অ্যাটিটিউড এরা এর শো গুলা দেখতাম তাদের কাছে ভাদের অনেক কুপরিচিত 😑। তিনি একটা লাল রঙের আজব মাস্ক পরে আসতেন। তিনি স্টিং, মিক ফলি সহ আরো অনেক বিখ্যাত রেসলার দের বচ করার মাধ্যমে ইনজুরিতে ফেলেছেন।


৭) One Man Gang - ৪৫০ পাউন্ড / ২০৪ কেজি :


অনেক ভয়ঙ্কর একজন রেসলার। এনাকে কোনো ভুত সাজতে হয়নী তার অপন্যেন্ট এর নাইটমেয়ার হওয়ার জন্যে। তার আজব ও বিশাল দেহ আকৃতি তাই যথেষ্ট ছিলো তার প্রতিপক্ষ কে ভয় দেখানোর জন্যে😲।


৬)  Giant González - ৪৬০ পাউন্ড / ২০৯ কেজি :


ইনি তেমনটা ভালোভাবে রেসলিং করতে পারতেন না যেমনটা আন্দ্রে, শো, ইয়কজুনা করতেন। ইনি খুব অল্প সময়ের জন্য রেসলিং করেছেন এবং WWF এর অন্তর্গত ছিলেন, রিং স্কিলও দেখার মতো ছিল না। 

তাকে মনে রাখা হয় মূলত আন্ডারটেকারের সাথে ফিউডের জন্য, ইনিই একমাত্র রেসলার ছিলেন যাকে টেকার তার স্ট্রিকের মধ্যে ক্লিনলি হারাতে পারেনি। তিনি Gigantism রোগ থাকার কারণে এত বৃহৎ ছিলেন এবং অসময়ে মৃত্যুবরণ করেছিলেন।


৫) King Kong Bundy - ৪৫৮ পাউন্ড / ২০৭ কেজি :


ইনার নাম যেমন কিং কং ঠিক তেমনি দেহটাও ছিলো কিং কং এর মতো। রেসলিং কে বিশ্ববিখ্যাত করতে জায়েন্টদের অসামান্য অবদান কখনোই ভুলবার মতো নয়। তিনিও অনেক করেছেন রেসলিং এর জন্য👏👏👏। যদিও খুব সম্প্রতি তার মৃত্যু হয়েছে।


৪) Earthquake - ৪৬৮ পাউন্ড / ২১২ কেজি :


ইনার নাম যেমন আর্থকুয়াক / ভূমিকম্প ঠিক তেমনই রিং এও দু একবার ভূমিকম্প এনেছিলেন তিনি-

  • একবার গোল্ডেন বয় হাল্ক হোগান কে স্প্ল্যাশ দেবার মাধ্যমে,
  • আরেকবার জেক রবার্টস এর পাইথন সাপ দেমিয়েন কে বস্তায় ভরে স্প্ল্যাশ দেবার মাধ্যমে।


৩) Viscera - ৫০০ পাউন্ড / ২২৫ কেজি :


ইনাকে আমরা অনেকে চিনি। ভিস্কেরা এর অনেক গিমিকও WWE তে বিখ্যাত ছিল। যেমন : King Mable, World's Largest Love machine, Big Daddy V।

তিনি একবার কিং অফ দা রিং ও হন। এছাড়া তিনি আন্ডারটেকার এর একসময়কার ডার্ক স্ট্যাবল এর ও সদস্য ছিলেন। যদিও তিনিও খুব সম্প্রতি মৃত্যু বরণ করেছেন মাত্র ৪৩ বছর বয়সে।


২) Andre The GIANT - ৫৪০ পাউন্ড / ২৪৫ কেজি :


আন্দ্রে কে হয় তো আমরা অনেকে চিনি। ইনি অনেক বেশি ওজনের হলেও আমাদের অনেক ভালো কিছু ম্যাচ ও ফিউড উপহার দিয়ে গেছেন এবং তার একটা ১৫ বছর এর অপরাজিত স্ট্রিক ও ছিলো যা সোনার ছেলে হাল্ক হোগান ভেঙেছেন😑।

তিনি অনেক কম বয়সেই মারা যান। তাও প্রায় ২৫ - ৩০ বছর আগে।


১) Yokozuna - ৬০০ পাউন্ড / ২৭০কেজি :


আমরা অনেকে তার ম্যাচ ও দেখে থাকবো। ইনি রোমান রেইংস, উসোস, রক এর বংশধর। অনেক ওজন হাওয়ার পরও অনেক দৌড়াতে ও লাফাতে পারতেন তিনি। তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন দুই কি তিন বার + একবার রয়াল রাম্বল ও জিতেছিলেন। 👌 এই লেজেন্ড ও অনেক কম বয়শেই মারা যান। 🙂

আমরা রেসলিং এ বর্তমানেও অনেক জায়েন্টদের দেখতে পারি। এদের দেখে আমরা অনেকে অনেক এন্টারটেইন হলেও আমরা যেনো সবাই এই প্রার্থনা করি যাতে কেউ এতো ভারী না হই। কারণ একমাত্র যাদের এরকম দৈহিক সমস্যা থাকে তারাই বুঝে এই দেহ নিয়ে থাকার অভিশাপটি।

আর এছাড়াও যদি তাদের কোনো অসুখ থাকে আর তা ঠিকমতো চিকিৎসা না করা হয় তবে তারা অনেক কম বয়সেও মৃত্যুর মুখে চলে যেতে পারেন😭।

আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তূ? সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ আপনাকে। ❤️

• লেখক : Ayaan Ahsan, রেসলিং বাংলা।

২টি মন্তব্য:

কমেন্ট করার জন্য ধন্যবাদ!