BWC এমন জায়গা যেখানে সবার ই নিজস্ব কিছু ভিন্ন ধর্মী পোস্ট থাকে। যে পোস্ট গুলো একজন রাইটারের পরিচয় বহন করে, তার ই মধ্যে একটি আমার লেখা এটি। ছোটো বেলা থেকেই Dragon Ball Z এর Brolly, Tekken এর Jinpachi এর মত দানবীয় কিন্তু কৌশলী, স্কিলফুল এনিম বা গেম ক্যারেক্টারের প্রতি আমার অন্যরকম একটা টান ছিল। যার কারণে Undertaker এর মত ডার্ক ক্যারেক্টার এর প্রতিও অন্যরকম একটা টান ছিল আমার। কিন্তু টান আর আবেগ দিয়ে তো আর পোস্ট হয়না না হওয়া যায় গ্রেটেস্ট লেজেন্ড। এসব হতে গেলে লাগে স্কিল, টেক্নিক, ক্যারিজমা, গোল্ড হার্টেড ইত্যাদি কিছু বৈশিষ্ট্য বা বিশিষ্ট গুণাবলী। আর আজকে বলবো প্রো রেস্লিং জগতের সেই Undead Wizard এর গল্প। একজন Grim Reaper এর গল্প যেকি না ছিল সবার থেকে আলাদা এবং এখনো আছেন। কেনো আছেন?

পোস্টের শিরোনাম দেখে ইতিমধ্যে সামান্য মাথায় ঢুকে গিয়েছে পোস্ট টি কাকে নিয়ে। Undertaker কে নিয়ে পোস্ট দিতে গেলে তার মহাকাব্য লিখতে গেলে সময় টা কম লাগবেনা। তাই সময় নষ্ট না করে শুরু করি সরাসরি। আচ্ছা, প্রো রেস্লিং ইতিহাসের সর্বকালের সেরা রেস্লার কে? মানুষ হিসেবে সকলের মত ভিন্ন। Kenta Kobaishi, Jushcin Liger, Mitsuaro Mishwa, Lou Thesz, Ric Flair কে অতীতের প্রো রেস্লিং এ রাজত্বের কারণে সেরা হিসেবে

The Undertaker -এর মাহাত্ম্য!


১৯৭২ সালের  মে জন্মগ্রহণ করা Dwayne Johnson কে চিনিনা বর্তমানে এমন লোক বিরল। শৈশবে যারা WWF/WWE দেখতেন তাদের মধ্যে সকলেই এই ব্যক্তিকে The Rock নামে চিনেন। তার চশমার ফাক দিয়ে ভ্রু কুঁচকানো চেহারার ভংগিমাটা এখনো অনেকের পছন্দের।

♦ পেশায় তিনি একজন কুস্তিগীর, গায়ক, এবং হলিউডের একজন অত্যন্ত সফল অভিনেতা। তার বাপ দাদা সকলেই ছিলেন প্রফেশনাল রেস্লিং এর ঐতিহাসিক নাম। একই সাথে তার 'Anoa' ফ্যামিলির অধিকাংশ ব্যক্তিবর্গই প্রো রেস্লিং এর সদস্য। 'ইউনিভার্সিটি অফ মায়ামি' তে পড়াকালীন তিনি একজন কলেজ ফুটবলার ছিলেন যিনি ১৯৯১ সালে তার দলের হয়ে "ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেন" ক্যালিফোর্নিয়া তে জন্মগ্রহণ করলেও শৈশব-কিশোরকাল তিনি নিউ জিলেন্ড এবং আমেরিকার মধ্যে সম্মিলিত ভাবে কাটান। 

১৯৯৬ সালে প্রো রেস্লিং এর সে সময়ের অন্যতম বিখ্যাত কোম্পানী WWF এ জয়েন করেন নিজের দাদার নাম অনুসরণ করে 'রকি মায়াভিয়া' নাম রেখে। তবে দূর্ভাগ্যবশত শুরু শুরুতে তাকে অনেকেই অপছন্দ করেন। কিন্তু পরবর্তীতে যখন খল চরিত্রে নিজেকে দর্শক দের সামনে উপস্থাপন করেন তখন তার কথা বলার ধরণ, ভাব ভংগি, লুক, স্টাইল, ক্যারিজমা দর্শক দের মন কাড়ে। এবং পররবর্তীতে একজন সফল প্রফেশনাল রেস্লার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে তাকে সহায়তা করে।

♣ তার গড গিফটেড ভংগিমা দেখে তাকে অনেকেই WWf এর শ্রেষ্ঠ এন্টারটেইনার হিসেবে দাবী করেন। আর তার এই এন্টারটেইনিং এর মনোভাব খানাই তার "অভিনয় জগতে" তাকে সফল করতে সাহায্য করে ।

হলিউড অভিনেতা হিসাবে Dwayne Johnson



Pro Wrestling থেকে বিদায় জানালেন সবার প্রিয় একজন রেসলার The Undertaker😩। তিনি তার “Last Ride” ডকুমেন্টারিতে নিজের রেসলিং ক্যারিয়ারের এন্ডিং ঘোষণা দিলেন। হুট করে এমন খবর শুনতে হবে, কখনো ভাবিনি 😣। আর হয়ত দেখা হবে না রেসলিং রিং-এ। তিনি নিজেই বলেছেন, WM36 -ই ছিলো তার ক্যারিয়ার এন্ডিং এর বেস্ট মোমেন্ট। আর কখনো শোনা হবে না বিদ্যুৎ চকমকানো সেই আওয়াজ। যার জন্য রেসলিং এর প্রতি একটা নেশা চলে আসছিলো, তিনি আজ তার রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন। তার বয়স হয়েছে, এটা আমাদেরকে মানতেই হবে তার রিটায়ারমেন্ট আবশ্যক ছিলো। তবুও যেনো মানতে পারছি না। 

চলে গেলেন “One Of The Greatest” রেসলার, দাড়ান দাড়ান!! তিনি তো ‘One Of The’ Greatest না😅। তিনি-ই হচ্ছে “The Greatest Of All Time” তাকে নিয়ে কিছু লেখার মতো খুজে পাচ্ছি না, নাকি তার এই দুঃসংবাদ টা লেখালেখি থামিয়ে দিলো :') আর হয়ত দীর্ঘ সময় ধরে র‍্যাম্পে আসার মুহুর্ত টা পাবো না, রিং এনাউন্সারের দীর্ঘক্ষণ ধরে "The Undertaker" বলা টা আর শোনা হবে না, শিহরণ জাগানো সেই মিউজিক টা আর বাজবে না, আর না। আশা করবো, আর একবারের জন্য হলেও যেনো তিনি রিটার্ন করেন। 💔 জাস্ট একবার। জাস্ট একবার।

Thank You ‘The Phenom’, ‘The Deadman’, ‘The God Of Wrestling’ The Undertaker!!

• লেখক ঃ Mon Mahmud

রেসলিং থেকে বিদায় নিলেন Undertaker!