BWC এমন জায়গা যেখানে সবার ই নিজস্ব কিছু ভিন্ন ধর্মী পোস্ট থাকে। যে পোস্ট গুলো একজন রাইটারের পরিচয় বহন করে, তার ই মধ্যে একটি আমার লেখা এটি। ছোটো বেলা থেকেই Dragon Ball Z এর Brolly, Tekken এর Jinpachi এর মত দানবীয় কিন্তু কৌশলী, স্কিলফুল এনিম বা গেম ক্যারেক্টারের প্রতি আমার অন্যরকম একটা টান ছিল। যার কারণে Undertaker এর মত ডার্ক ক্যারেক্টার এর প্রতিও অন্যরকম একটা টান ছিল আমার। কিন্তু টান আর আবেগ দিয়ে তো আর পোস্ট হয়না না হওয়া যায় গ্রেটেস্ট লেজেন্ড। এসব হতে গেলে লাগে স্কিল, টেক্নিক, ক্যারিজমা, গোল্ড হার্টেড ইত্যাদি কিছু বৈশিষ্ট্য বা বিশিষ্ট গুণাবলী। আর আজকে বলবো প্রো রেস্লিং জগতের সেই Undead Wizard এর গল্প। একজন Grim Reaper এর গল্প যেকি না ছিল সবার থেকে আলাদা এবং এখনো আছেন। কেনো আছেন?
পোস্টের শিরোনাম দেখে ইতিমধ্যে সামান্য মাথায় ঢুকে গিয়েছে পোস্ট টি কাকে নিয়ে। Undertaker কে নিয়ে পোস্ট দিতে গেলে তার মহাকাব্য লিখতে গেলে সময় টা কম লাগবেনা। তাই সময় নষ্ট না করে শুরু করি সরাসরি। আচ্ছা, প্রো রেস্লিং ইতিহাসের সর্বকালের সেরা রেস্লার কে? মানুষ হিসেবে সকলের মত ভিন্ন। Kenta Kobaishi, Jushcin Liger, Mitsuaro Mishwa, Lou Thesz, Ric Flair কে অতীতের প্রো রেস্লিং এ রাজত্বের কারণে সেরা হিসেবে