আসল
নাম |
Shane Brandon McMahon |
জন্মদিন |
১৫ জানুয়ারি, ১৯৭০ |
জন্মস্থান |
Gaithersburg, Maryland, US |
বাসস্থান |
New York City, New York, US |
উচ্চতা |
৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি) |
ওজন |
১০৪ কেজি ( ২৩০ পাউন্ড) |
ট্রেনারস |
Tom Prichard, Al Snow, Phil Nurse, Sgt. Slaughter, Randy Savage |
অভিষেক |
১৯৮৮ সাল |
শেন মিকম্যানকে জানেনা এমন ব্যক্তি খুব কমই আছে। তিনি একাধারে ব্যবসার সাথে সাথে রেসলিং জগতেও নাম কামিয়েছেন। খুব ছোট থাকতেই নিজের রেসলিং ক্যারিয়ার আরম্ভ করেন তিনি। শেনের ম্যাচ মানে এক্সট্রা কিছু। তার জীবনের প্রায় সব ম্যাচে কোনো কোনো অসাধারণ মোমেন্ট থাকে।
আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী ও বিখ্যাত মিকম্যান ফ্যামিলির ৩য় প্রজন্মের হার্ড কোর রেসলার "শেন মিকম্যান " ১৯৭০ সালের ১৫ ই জানুয়ারি তে শেন মিকম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের গেথবারগ, ম্যরিল্যান্ড এ জন্মগ্রহণ করেন।