দীর্ঘদিনের রিউমর বাস্তবে পরিণত হতে চলেছে 'SUMMERSLAM' পিপিভিতে! Randy Orton মুখোমুখি হবেন Drew McIntyre- এর। এই ম্যাচ নিয়ে সবাই বেশ আশাবাদী। হয়ত অনেক ভালো একটি ম্যাচ দেখতে পাবো সবাই। তবে এই ম্যাচে কে বিজয়ী হতে চলেছে সেটা নিয়ে সবাই বেশ চিন্তিত! কারণ উভয় দিকের যুক্তিই বেশ শক্ত। আজ আমি উক্ত ফিউড নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।


Edge- এর উপর হিল টার্ন করেছিলেন Randy Orton। হিল টার্ন করার পর থেকে Randy আবারো 'LEGEND KILLER' গিমিক ধারণ করেছেন। এই গিমিক ধারণ করার পর থেকে Randy এখন RAW- এর সেরা হিল রেসলার! Edge, Christian এবং Big Show- এর সাথে অসাধারণ ফিউড উপহার দেয়ার পর Randy এখন অন্যতম আলোচিত রেসলারে পরিণত হয়েছেন। তবে Drew McIntyre- এর সাথে এখন ফিউড তৈরি করা কতোটা উচিত হয়েছে WWE- এর😕?

টপিক : র‍্যান্ডি বনাম, ড্রিউ

আসল নাম

Randal Keith Orton

জন্মদিন

১ এপ্রিল, ১৯৮০

জন্মস্থান

Knoxville, Tennessee, US

বাসস্থান

St. Charles, Missouri, US

উচ্চতা

৬ ফুট ৫ ইঞ্চি (১.৯৬ মি)

ওজন

১১৩ কেজি (২৫০ পাউন্ড)

ট্রেনার

Bob Orton জুনিয়র

অভিষেক

১৮ মার্চ, ২০০০


রেসলিং বিজনেসে একটি কথা মুখে মুখে প্রচারিত হতে হতে ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো, "যদি আপনি একেবারে শূন্য থেকে একটি নিখুঁত প্রোফেশনাল রেসলার বানান, তবে আপনি খুব সম্ভবত Randy Orton কেই বানাবেন।" প্রো রেসলিং ইতিহাসের সবচেয়ে প্রকৃতি প্রদত্ত প্রতিভাসম্পন্ন রেসলারদের সংক্ষিপ্ত তালিকায় খুব সহজেই থাকবেন Randy Orton!

আসল নাম Randal Keith Orton হলেও সে Randy Orton, The Legend Killer, The One Man Dynasty, The Viper, Apex Predator অ্যান্ড The Face of the WWE নামেও পরিচিত। যদিও এই বিজনেসে তার প্রভাব বা যাকে বলে "ইমপ্যাক্ট" তার সমসাময়িক অন্যান্য মেগাস্টারদের চেয়ে বেশি না, কিন্তু দিনশেষে এটাই সত্যি যে Randy Orton এর ট্যালেন্ট এদের সকলের চেয়েই বেশি।

অরটনের মধ্যে যে বিষয়টা প্রথম থেকেই ফুটে উঠেছিল সেইটা হলো তার অ্যাগ্রেসিভ ইন রিং অ্যাটিচিউড এবং হিল ক্যারেক্টার প্লে করার সক্ষমতা। যেটা তাকে পরবর্তিতে WWE এর অন্যতম হিল রেসলার হিসেবে সফলতা দিয়েছে।

তার ইনরিং ক্যারিজমার কারনে তিনি নিজের যোগ্যতা বলে হয়েছিলেন সবচেয়ে তরুণ World Heavyweight Champion! অরটনের ইন রিং স্কিল নিয়ে বলার তেমন কিছু নেই। কেননা তার রিং স্কিলে অ্যাবিলিটি কেমন সেইটা আপনারা জানেন। তবে রিং স্কিলের মধ্যেও তার এমন কিছু দিক রয়েছে যা প্রো রেসলিং থেকে এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য More Than Enough!

অরটন ২০০২ সালে ডেবিউ করে তৎকালীন World Wrestling Federation (WWF) এ। রেসলিং ট্রেনিং নিয়েছে নিজের বাবা “Cowboy” Bob Orton, South Broadway Athletic Club আর Ohio Valley Wrestling থেকে। ফিনিশিং মুভ হিসাবে RKO ইউস করলেও সাথে তার আগের Super RKO, Running Punt Kick আর O-Zone -ও আছে।

RANDY ORTON : র‍্যান্ডি অরটন