দীর্ঘদিনের রিউমর বাস্তবে পরিণত হতে চলেছে 'SUMMERSLAM' পিপিভিতে! Randy Orton মুখোমুখি হবেন Drew McIntyre- এর। এই ম্যাচ নিয়ে সবাই বেশ আশাবাদী। হয়ত অনেক ভালো একটি ম্যাচ দেখতে পাবো সবাই। তবে এই ম্যাচে কে বিজয়ী হতে চলেছে সেটা নিয়ে সবাই বেশ চিন্তিত! কারণ উভয় দিকের যুক্তিই বেশ শক্ত। আজ আমি উক্ত ফিউড নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।
Edge- এর উপর হিল টার্ন করেছিলেন Randy Orton। হিল টার্ন করার পর থেকে Randy আবারো 'LEGEND KILLER' গিমিক ধারণ করেছেন। এই গিমিক ধারণ করার পর থেকে Randy এখন RAW- এর সেরা হিল রেসলার! Edge, Christian এবং Big Show- এর সাথে অসাধারণ ফিউড উপহার দেয়ার পর Randy এখন অন্যতম আলোচিত রেসলারে পরিণত হয়েছেন। তবে Drew McIntyre- এর সাথে এখন ফিউড তৈরি করা কতোটা উচিত হয়েছে WWE- এর😕?