গত সপ্তাহের স্ম্যাকডাউনে অন স্ক্রিন ডেবিউ হয় নিউ ফ্যাকশন রেট্রিবিউশন-এর। মূলত এই ফ্যাকশন নিয়ে রেসলিং ফ্যানরা দুইভাগে ভাগ হয়ে গেছে। অনেকেই খুব উৎফুল্ল, উল্লাসিত এদের ডেব্যু তে। তছনছ করছে সব ইত্যাদি ইত্যাদি। অনেকে নেক্সাসের সাথে তুলনা দিচ্ছে। কেউ কেউ শিল্ডের দিকেও ইঙ্গিত দিচ্ছে.....আমার হাস্যকর লাগছে সব কিছু। কারণগুলো বলবো তবে তার আগে আরেকটা জিনিস।


এই ফ্যাকশনকে হেট করার মূল কারন হচ্ছে WWE এর জঘন্য বুকিং পলিসির হিস্টোরি। সবাই জানে এই ফ্যাকশনের কোনো ভবিষ্যত নেই, কিছুদিন পরই ছুড়ে ফেলে দেয়া হবে। Nexus, Wyatt Family, Leauge of Nations এমনকি আমার অন্যতম ফেভারিট ফ্যাকশন Sanity কেও খুব বাজেভাবে মিসইউজ করা হয়েছে। জঘন্য বুকিং এর জন্য Wade Barrett, Harper & Rowan, Rusev, Eric Young এদের মত অসাধারন রেসলারগুলো আজ কোম্পানির সাথে নেই। গত ১০ বছরে একমাত্র Shield আর New Day কেই WWE কিছুটা ভালোভাবে ইউজ করতে পেরেছে।

'RETRIBUTION' - এক ব্যর্থ প্রয়াস।


গত মঙ্গলবার RAW- তে আমরা একটি নতুন সেগমেন্ট দেখতে পেয়েছি। এই সপ্তাহের Monday Night RAW তে রিটার্ন করেছেন 'THE BEST IN THE WORLD' খ্যাত Shane McMahon। তবে তিনি একা রিটার্ন করেননি, সাথে নিয়ে এসেছেন নতুন একটি সেগমেন্ট, এই সেগমেন্টের নাম RAW Underground! তবে এইটাই কেন? অন্য কিছু নয় কেন? আসলে শেন মিকম্যান হচ্ছেন বিশাল MMA ফ্যান( আসলে জন্ম থেকে প্রো রেসলিং দেখতে দেখতে বোরড, জাস্ট কিডিং)। সে MMA Fight এর বিশাল ভক্ত, এমন কী তিনি UFC কে কিনে নিতে চেয়েছিলেন!


অনেক রিউমর বের হয়েছে RAW Underground- নিয়ে। RAW Underground Title তৈরি করারও পরিকল্পনা রয়েছে ক্রিয়েটিভ টিমের। RAW- এর প্রথম স্ক্রিপ্ট বাতিল করে আবারো স্ক্রিপ্ট লেখা হয়। নতুন স্ক্রিপ্ট এ Shane McMahon সারপ্রাইজ হিসেবে RAW Underground নিয়ে আসেন। এই সেগমেন্ট এ আমরা অনেক তরুণ উঠতি স্টার কে দেখতে পাবো যারা ভবিষ্যৎ এ WWE সুপারস্টার হতে পারেন। সবার ধারণা এই সেগমেন্টের প্ল্যান করা হয়েছে ভিউয়ারশিপ বাড়ানোর তাগিদে। আমরা সবাই জানি WWE- এর ভিউয়ারশিপ দিনে দিনে নিচের দিখে যাচ্ছে। এক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কতোটা কাজে দিবে তা কিছুদিন পরই বুঝা যাবে। RAW Underground সেগমেন্ট নজর কেঁড়েছে 'LE CHAMPION' খ্যাত Chris Jericho- এর। Dave Meltzar প্রশংসা করেছেন এই সেগমেন্ট এর।

AEW কে টেক্কা দিতে এলো- RAW Underground!


দীর্ঘ ৭ মাসের বহুল প্রতিক্ষার পর কয়েক সপ্তাহ পূর্বে Monday Night RAW -তে রিটার্ন করেন Mustafa Ali। The Hurt Business -এর বিপক্ষে একটি ম্যাচে Ricochet ও Cedric Alexander -এর মিস্টেরি পার্টনার হিসেবে তিনি তার চমকপ্রদ রিটার্নটি করেন। দেখে আমাদের কম-বেশি সকলেরই মনে হচ্ছিল যে এবার হয়তো Mustafa -কে স্ট্রং বুকিং দেয়া হবে। খুব শীঘ্রই তাকে মিড কার্ডের কোনো একটা টাইটেল জেতানো হতে পারো -আমাদের ভেতর এ ধারণারও ঘাটতি ছিল না।


কিন্তু তার পরের সপ্তাহেই তাকে আবারো Bobby Lashley -এর নিকট পরাজয় বরণ করে হেনস্তার শিকার হতে হয়। তাছাড়া লাইভ ইভেন্টে Riddick Moss -এর কাছেও হার মানতে হয় Mustafa Ali -কে। ম্যাচ হারাটা আমার কাছে বড় কথা নয়। কিন্তু তাকে যদি প্রপার বুকিং দিয়ে ম্যাচ হারাতো তাহলে আমি কোনো আলোচনা-সমালোচনা করতাম না। যেদিন তিনি রিটার্ন করলেন, শুধুমাত্র সেদিনই তাকে একটু হলেও ভালো বুকিং দেয়া হয়েছিল। তার পরের সপ্তাহ থেকেই সেটা যেন প্রদীপের মতো নিভে গেল।

এখন মুস্তাফা আলির ভবিষ্যৎ কী?