গত সপ্তাহের স্ম্যাকডাউনে অন স্ক্রিন ডেবিউ হয় নিউ ফ্যাকশন রেট্রিবিউশন-এর। মূলত এই ফ্যাকশন নিয়ে রেসলিং ফ্যানরা দুইভাগে ভাগ হয়ে গেছে। অনেকেই খুব উৎফুল্ল, উল্লাসিত এদের ডেব্যু তে। তছনছ করছে সব ইত্যাদি ইত্যাদি। অনেকে নেক্সাসের সাথে তুলনা দিচ্ছে। কেউ কেউ শিল্ডের দিকেও ইঙ্গিত দিচ্ছে.....আমার হাস্যকর লাগছে সব কিছু। কারণগুলো বলবো তবে তার আগে আরেকটা জিনিস।
এই ফ্যাকশনকে হেট করার মূল কারন হচ্ছে WWE এর জঘন্য বুকিং পলিসির হিস্টোরি। সবাই জানে এই ফ্যাকশনের কোনো ভবিষ্যত নেই, কিছুদিন পরই ছুড়ে ফেলে দেয়া হবে। Nexus, Wyatt Family, Leauge of Nations এমনকি আমার অন্যতম ফেভারিট ফ্যাকশন Sanity কেও খুব বাজেভাবে মিসইউজ করা হয়েছে। জঘন্য বুকিং এর জন্য Wade Barrett, Harper & Rowan, Rusev, Eric Young এদের মত অসাধারন রেসলারগুলো আজ কোম্পানির সাথে নেই। গত ১০ বছরে একমাত্র Shield আর New Day কেই WWE কিছুটা ভালোভাবে ইউজ করতে পেরেছে।