নাম তার Claudio Castagnoli Aka Cesaro, কী পেলেন WWE তে এসে? ইন্ডিতে নাম করেছিলেন অনেক। Chris Hero এর সাথে গড়ে তুলেছিলেন The Kings Of Wrestling। তাদের ৩৬৪ দিনের রেইন ছিল ROH এর হিস্টোরিতে সবচাইতে দীর্ঘ। শুধু কী ROH; CZW, PWG, Noah সহ আরও অনেক কোম্পানিতে সিঙ্গেলস আর ট্যাগ টিম রেসলিং করেছেন। ক্রিস হিরো বাদে Ares এর সাথেও বেশ কয়েক কোম্পানিতে ট্যাগ চ্যাম্পও ছিলেন তিনি।
এই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে WWE- এর অন্যতম পিপিভি 'সামারস্ল্যাম'। উক্ত পিপিভির অন্যতম একটি ম্যাচ 'Manday Night Messiah' Seth Rollins Vs. Dominik! এই স্টোরিলাইনে রয়েছে ইমোশন, ক্রোধ ইত্যাদি। এই ফিউডের সূত্রপাত হয় Seth Rollins এবং Rey Mysterio ফিউডের সময়। এক্সট্রিম রুলস 'THE HORROR SHOW' পিপিভি তে Seth Rollins বনাম Rey Mysterio ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের নিয়ম ছিলো Eye For Eye! নিয়ম অনুযায়ী যে আগে তার প্রতিপক্ষের চোখ বের করতে আনতে পারবে সে বিজয়ী হবে। WWE পিজি এরাতে মোটামুটি আনন্দময় একটি ম্যাচ উপহার হিসেবে দিয়েছিলো। ম্যাচে Seth Rollins বিজয় লাভ করেন। ম্যাচের পরের রাতে 'RAW' তে Seth Rollins প্রমো কাট করেন। Dominik ইন্টারাপ করেন। Seth Rollins বলেন, “যা হয়েছে ভুলে যাও। ” Dominik আক্রমণ করেন Seth Rollins কে! দর্শকদের সামনে সাধারণত সেখান থেকেই তাদের ফিউড শুরু হয়। পরবর্তী সপ্তাহে আবারো Dominik আক্রমণ করেন Seth Rollins কে। 'সামারস্ল্যাম' পিপিভি তে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করলে Seth Rollins সেটা গ্রহণ করেন।