আমরা সকলেই বিগ শো কে দেখেছি। যারা নতুন নতুন তাকে দেখেছেন তাদের অনেকের মতে তার মতো এত বেশি ওজনের রেসলার আর কেউ নেই। আবার অনেকে বলেন আন্দ্রে দা জায়েন্ট এর মতো হেভিওয়েট আর কেউ নেই। বর্তমানে সোনি স্পোর্টস এ ইয়োকোজুনাকে  দেখে অনেকে ভাবছেন যে তার মতো হেভিওয়েট আর কেউ নেই। তাছাড়া, আলাদা আলাদা ইউটিউব চ্যানেলে আমরা লিস্ট টির মধ্যে অনেক পার্থক্য দেখতে পাই।

তাই আমি আজকে আপনাদের WWE তে সবচেয়ে বেশি ওজনের ১০ জন রেসলার এর আসল লিস্ট দিবো যেটি করা হয়েছে তাদের জীবনের সর্বোচ্চ ওজনের ভিত্তিতে এবং সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ওয়েব সাইট এর থেকে। তো চলুন শুরু করা যাক-

সর্বোচ্চ ওজনের ১০ জন জায়েন্ট রেসলার!