আসল নাম

Phillip Jack Brooks

জন্মদিন

২৬ অক্টোবর, ১৯৭৮

জন্মস্থান

Chicago, Illinois, US

বাসস্থান

Chicago, Illinois, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)

ওজন

৯৯ কেজি (২১৮ পাউন্ড)

ট্রেনারস

Ace Steel, Danny Dominion, Dave Finlay, Dave Taylor, Kevin Quinn, William Regal

অভিষেক

১৩ মার্চ, ১৯৯৯

অবসর

২০১৪ (WWE)


Pipebomb এর মত ক্যারিয়ার মেকিং প্রোমো কাটার পর তার ফ্যান না হয়ে উপায় নেই। John Cena, Vince McMahon এর সাথে ফিউড, Cena এর সাথে রাইভালরি, Jericho, Bryan, Rock, Undertaker এর সাথে ম্যাচ, Paul Heyman এর সাথে ফিউড, ৪৩৪ Days Title রাখার রেকর্ড এতো সব কিছু করেছেন মাত্র ৩ বছরে। নিজে নিজে হয়েছেন পোস্টার বয়। হিল হয়েও ছিলেন সবার প্রিয়। অর্থাৎ ভিলেইন হয়েও ফ্যান ফেভারিট। 

আমি বলছি ১৯৭৮ সালের, ২৬ অক্টোবরে জন্ম নেওয়া শিকাগোর হিরো Phillip Jack Brooks ওরফে CM Punk এর কথা, যার রয়েছে অসাধারণ গড গিফটেড মাইক স্কিল, এটিটিউড, Charisma, Style, আর রিং স্কিল সম্বন্ধে কিছু না বললেও চলবে কেনোনা তিনি Cena এর সাথেও Five Star ম্যাচ খেলছেন।

CM PUNK : সি এম পাঙ্ক

খুব জোরালো রিউমর উঠেছে যে ভিন্স মিকম্যান Brendan Vink কে WWE এর নেক্সট বিগ স্টার হিসেবে পুশ দিতে চাচ্ছেন। আসলে কে এই ব্রেনডান ভিন্ক?


খুব হার্ডকোর রেসলিং ফ্যান না হলে ওনাকে চেনার কথা না। রেসলিং সিনে আছেন অনেক বছর ধরেই। ২০০৮ সালে MCW তে ডেবিউ করেন। ইন্ডিতে মূলত তিনি পরিচিত ছিলেন "The Mighty Don't Kneel" এর একজন মেম্বার হিসেবে। MCW ছাড়াও NJPW, PROGRESS Wrestling এর সাথে কিছুদিন যুক্ত ছিলেন। তবে একমাত্র MCW আর Evolve ছাড়া অন্য কোথাও খুব আহামরি কোনো অর্জন ছিল না তার।


যখন ২০১৯ সালে WWE এর সাথে কন্ট্রাক্ট করেন তখন সাথে ছিলেন TMDB ফ্যাকশনমেট Shane Thorne। NXT তে আসার পর মূলত হাউজ শোতে পারফর্ম করছিলেন। তার অন স্ক্রিন NXT ডেবিউ হয় এই বছরের ২৫ শে মার্চ যেই ম্যাচে তিনি আর থর্ন লরকান আর বার্চের বিরুদ্ধে একটা ট্যাগ টিম ম্যাচে হারেন।


আশ্চর্যের বিষয় এর দুইদিন আগের RAW টেপিংয়েও তারা ডেবিউ করেন 🤷‍♀ এখন পর্যন্ত RAW তে টোটাল পাঁচটা সিঙ্গেলস আর ট্যাগ ম্যাচ খেলেছেন। সবকয়টাতেই হার আর একটা ম্যাচও ৫ মিনিট মার্ক ক্রস করেনি। মাঝে হেইম্যান MVP এর সাথে ভিঙ্ক আর থর্নকে নিয়ে একটা স্টেবল গড়ে তুলার চিন্তা করেছিলেন। কিন্তু হেইম্যানের ভালো কাজ কাকুর সহ্য হয় নাই 😔


পার্সোনালি আমি তার ইন্ডি আর NXT হাউজ শোর কোনো ম্যাচ এখনো দেখিনি। তবে কেইজম্যাচে টোটাল ৯ টা রিভিও মতে উনি একজন সলিড পারফরমার। ভালো কারিশমা আছে সাথে আছে গুড ইন-রিং ওয়ার্ক। কিন্তু দু : খের বিষয় হলো ভিন্স তার উপর খুশি হওয়ার মূল কারন হচ্ছে তার ফিজিক 🤦‍♀ আরেকটা হাস্যকর বিষয় হচ্ছে অলরেডি তারা ভিন্ক কে সিনা আর ড্রিউ এর ড্রয়িং ক্যাপাবিলিটির সাথে কম্পেয়ার করা শুরু করে দিয়েছে। তাদের এমন ভাব যে ভালো রিং স্কিল থাকুক আর না থাকুক নাই, প্রমোশনের দিক দিয়ে ভালো হলেই হলো 😑


এখনই আমি তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করতে চাই না। আরও কিছুদিন যাক, জবিং ম্যাচ বাদে উনি আরও কিছু জেনুইন ম্যাচ খেলুক। এটলিস্ট এটা শুনে খুশি যে ভিন্স তাকে আস্তে আস্তে পুশ দিতে চায়। সময়ই বলবে সে আসলেই নেক্সট বিগ স্টার হওয়ার যোগ্য কীনা। 


• লেখক ঃ Abdun Nur Alif

Brendan Vink - কি হবেন WWE এর ভবিষ্যৎ?