TNA, আমাদের প্রায় সবারই এই সম্পর্কে জ্ঞান আছে। TNA এর পূর্নরূপ হচ্ছে "Total Nonstop Action"। এটা WWE এর মতই একটা রেসলিং কোম্পানি যেখানে বিভিন্ন রেসলাররা রেসলিং করেন। এখানে ক্লিক করে TNA এর সংক্ষিপ্ত ইতিহাস দেখে আসতে পারেন।
TNA স্থাপন করেছেন প্রাক্তন WWE সুপারস্টার Jeff Jarret এবং Jerry Jarret। তারা দুজনে মিলে ২০০২ সালে প্রতিষ্ঠানটি স্থাপন করেন। তারপর থেকেই তারা এই কোম্পানিকে অনেক বড় করে তুলেছিলেন। কিছু সময় পূর্বেও এটি WWE এর পরেই স্থান পেত, যদিও বর্তমানে এই কোম্পানির অস্তিত্ব সঙ্কটের মুখে এবং AEW এর মতো প্রমোশন এর জায়গা নিয়ে নিয়েছে। সে যাই হোক, এই কোম্পানিতেও রেসলিং করেছেন বিখ্যাত সব রেসলাররা। আমরা উপভোগ করেছি সেরা সেরা সব ফিউড এবং ম্যাচ। TNA এর ইতিহাসেও রয়েছে সেরা সব রেসলার। আমি আপনাদের সামনে তুলে ধরব TNA ইতিহাসের সেরা সব রেসলারদের মধ্যে থেকে আমার মতে শ্রেষ্ঠ ১০ জনকে :