আসল নাম

Jonathan David Good

জন্মদিন

৭ ডিসেম্বর, ১৯৮৫

জন্মস্থান

Cincinnati, Ohio, US

বাসস্থান

Las Vegas, Nevada, US

উচ্চতা

৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মি)

ওজন

১০৬ কেজি (২৩৪ পাউন্ড)

ট্রেনারস

Cody Hawk, Les Thatcher

অভিষেক

জুন ২০০৪


১৯৮৫ সালের ৭ ডিসেম্বর অ্যামেরিকার ওহাইওর সিনসিনাটি শহরে জন্মগ্রহন করেন "Lunatic Fringe" খ্যাত Dean Ambrose, যিনি এখন Jon Moxley নামেই অধিক পরিচিত। তার আসল নাম জনাথান "জন" গুড। রেসলিং ক্যারিয়ারে হার্ডকোর রেসলার হিসেবেই খ্যাতি পেয়েছে Moxley (ডিন অ্যামব্রোস)। রেসলিং ক্যারিয়ারে Moxley এখনও পর্যন্ত WWE, AEW, NJPW, CZW, Dragon Gate USA সহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতে খেলেছেন।

জন জিতেছেন AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, FIP ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, CZW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সহ WWE চ্যাম্পিয়নশিপ, WWE ইউনাইটেড স্টেটস, ইন্টারকন্টিনেন্টাল, ট্যাগ টিমের মতো প্রায় সমস্ত চ্যাম্পিয়নশিপ। সে রেসলিং জগতে পদার্পণ করে ২০০৪ সালে। WWE-তে অভিষেক হয় ২০১২ সালের সারভাইভর সিরিজে "The Shield" এর সদস্য হয়ে। ২০১৯ এ সে নতুন রেসলিং প্রমোশন AEW তে গিয়ে সেখানকার শোভা বাড়ায়।

Jon Moxley, AEW এর বর্তমানে রোষ্টারের অন্যতম সেরা হার্ডকোর রেসলার, WWE এর একজন গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন। বর্তমানে New Japan Pro-Wrestling (NJPW) এর সঙ্গেও চুক্তিবদ্ধ আছে। WWE তে তিনি বেবিফেস হিসেবে নাম ধারি থাকলেও এ্যান্টিহিরো হিসেবে বেশ পরিচিত ছিলেন। তাছাড়া পাগলভাবটা তার গিমিকটাকে আরও ফুটিয়ে তুলেছিল। অনেকে তাকে Stone Cold সাথেও তুলনা করেন।

তাছাড়া Jon Moxley এর রয়েছে অসাধারণ মাইক স্কিল দিয়ে দারুন প্রমো কাটানোর অভিজ্ঞতা। অনেকেই তার রিংস্কিল কে দূর্বল বলে। সেটা কেন? তা জানা নেই, যদিও তার মুভসেটে অনেক ভালো ভালো মুভ রয়েছে। যেগুলা কোনো সাধারণ রিংস্কিল সম্পূর্ণ রেসলার দ্বারা সম্ভব না। তাছাড়া Jon Moxley অসাধারণ একজন ব্রলার রেসলারও বটে। এর ফলশ্রুতিতেই জন The Shield এর অন্যান্য সদস্য থেকে অনেক ভালো ত্রাউড রিয়েকশন পেয়েছেন। যতবারই তাকে মিডকার্ডে নামানো হতো দর্শক সাপোর্টে তাকে আবার আপার কার্ডে আনা হয়েছে।

Jon Moxley : জন মক্সলি


আসল নাম

Colby Lopez

জন্মদিন

২৮ মে, ১৯৮৬

জন্মস্থান

Buffalo, Iowa, US

বাসস্থান

Davenport, Iowa, US

উচ্চতা

৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মি)

ওজন

৯৮ কেজি (২১৭ পাউন্ড)

ট্রেনার

Danny Daniels

অভিষেক

২০০৫ সাল


সেথ রলিন্স এর আসল নাম কলবি ডেনিয়েল লোপেজ। সেথের জন্ম হয় ১৯৮৬ সালের ২৮ মে। ক্যারেক্টার এর দিক থেকে একজন উদয়মান তরুণ প্রফেশনাল রেসলার। সে বর্তমানে সে রিং নেম "Seth Rollins" দ্বারা WWE এর সাথে চুক্তিবদ্ধ আছে এবং সেই সঙ্গে সে ফর্মার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, যদিও সে কোন ম্যাচে এই চ্যাম্পিয়নশিপ হারেনি, ইঞ্জুরির কারনে তাকে সেই চ্যাম্পিয়নশিপ ছেড়ে দিতে হয়।

The Shield এ থাকাকালীন সময়ে তিনি রোমান রেইন্স এর সাথে ওয়ার্ল্ড ট্যাগ টীম চ্যাম্পিয়ন ছিলেন। সেথ রলিন্সই একমাত্র রেসলার, যিনি সর্ব প্রথম NXT চাম্পিয়ন হয়েছেন। তিনি AIW, AAW, FCW, FIP, IWA Mid-South, MCPW, NWA Midwest, PWG, ROH এবং WWE এর মতো প্রমোশনে রেসলিং করেছেন।

SETH ROLLINS : সেথ রলিন্স


আসল নাম

Leati Joseph Anoa'i

জন্মদিন

২৫ মে, ১৯৮৫

জন্মস্থান

Pensacola, Florida, US

বাসস্থান

Tampa, Florida, US

উচ্চতা

৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মি)

ওজন

১২০ কেজি (২৬৫ পাউন্ড)

ট্রেনারস

Afa Anoa'i, Sika Anoa'i, FCW

অভিষেক

১৯ আগস্ট, ২০১০


১৯৮৫ সালের ২৫ শে মে -তে আমেরিকার ফ্লোরিডার পেনসাকেলোর Anoai পরিবারে জন্মগ্রহন করেন বর্তমানের জনপ্রিয় রেসলার Leati Joseph 'Joe' Anoai, যিনি রোমান রেইন্স নামে সমধিক পরিচিত। বন্ধু মহলে তাকে Joe Anoai নামেই ডাকা হয়।

WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোমান একজন আমেরিকান পেশাদার কুস্তিগীর এবং Canadian Football টীমের ডিফেন্সিভ ট্যাকেল এর প্রাক্তন ফুটবল খেলোয়াড়। তার ওজন ১২০ কেজি ও উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। তিনি WWE তে যোগ দেন Anoa'i তথা Samoan-American পরিবারের রেসলিং ভবিষ্যত বজায় রাখতে। বর্তমানে তিনি WWE তে ৬ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

ROMAN REIGNS : রোমান রেইন্স