আসন্ন রেসেলমেনিয়াকে কেন্দ্র করে বর্তমানের সবথেকে বড় খবর হচ্ছে টেক্সাস র‍্যাটেলস্নেক স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ইন রিং রিটার্ন। এই খবরের শুরু হয় যখন ট্যুইটারে WrestleVotes নামক হ্যান্ডেল ট্যুইট করে, "যেটা আমি শুনছি সেটা যদি সত্যি হয়..." এবং তারপরেই  WrestleTalk রিপোর্ট করে WWE অস্টিনের রিটার্নের প্রয়াসে আছে।


এইবারের রেসেলমেনিয়ার ৩৮ তম সংস্করণ অনুষ্ঠিত হবে অস্টিনের হোমটাউন টেক্সাসে। এর আগে যখন রেসেলমেনিয়া টেক্সাসে আয়োজিত হয়েছিল তখনও অস্টিন আরও দুজন হল ওফ ফেমার যথা Shawn Michaels এবং Mick Foley -দের সাথে মিলে League of Nations শুরু করে। সাম্প্রতিককালে ২০২০ সালের এক Raw তে সে তার সুবিখ্যাত 3:16 দিবস পালন করে, সেই Raw এর রেটিংও তার পুর্বের এপিসোডগুলির থেকে অনেক বেশী ছিল।


তাই রেসলিং ফ্যানেরা অনুমান করতে শুরু করেছে অস্টিনের রিটার্ন নিয়ে এবং অনেকের মতে যদি অস্টিন এইবার কোনভাবে রিটার্ন করে তাহলে তার অপনেন্ট হবে কেভিন ওয়েন্স। কারণ বর্তমানে কেভিন স্টোন কোল্ডের ট্রেডমার্ক ফিনিশিং মুভ স্টানার ব্যবহার করছে এবং কিছুদিন আগেই সে একটা  প্রোমো কাটে যেখানে সে টেক্সাসের ড্যালাস নিবাসী ফ্যানদের উদ্দেশ্যে কটূক্তি করে।


রেসেলমিয়ার আয়োজক রাজ্যের সঙ্গে কেভিনের ফিউড কী শেষ পর্যন্ত সেখানকার নিজস্ব রেসলার স্টিভ অস্টিনের রিটার্ন ঘটাবে? এটি তো সময়ই বলবে। কিন্তু অস্টিন এর আগে ২০১৫ সালে পল হেইম্যানকে দেওয়া একটি সাক্ষাৎকারে লেসনারের বিরুদ্ধে Texas Death ম্যাচে রিটার্ন করার সম্ভাবনার কথা বলেছিলেন, কিন্তু সে এখন রেইন্সের সাথে ফিউডে আছে।


এর আগে অস্টিন নেভাডাতে Broken Skull Ranch শো এর জন্য একটি রেসলিং রিংও তৈরি করেছিলেন। কিন্তু বেশী আশা করে বসে থাকার আগে আমাদের এটা ভুললেও চলবে না যে গত এপ্রিলে  Talk Is Jericho পডকাস্টে জেরিকোকে দেওয়া সাক্ষাৎকারে অস্টিনের ইন রিং রিটার্নের সম্ভাবনার ব্যাপারে বলেছিল- "না, এটা হওয়া কঠিন। শুধু একটা ম্যাচের জন্য এত তোড়জোড় আমার কাছে বড়ই অ্যান্টি ক্লাইম্যাকটিক মনে হয়।"। তিনি আরও বলেন-


"আমার মনে হয় ভিন্স আমাকে বেশ কয়েকবার রিটার্ন করাবার চেষ্টা করেছিল, কিন্তু কি জানো আমি এই ইন্ডাস্ট্রিকে অনেক ভালোবাসি। আমার মনে হয় আমি অন্য যে কারুর থেকে এটিকে বেশী ভালোবাসি এবং এটা ছেড়ে যাওয়া আমার পক্ষে খুবই কষ্টদায়ক ছিল। সুতরাং আমার কাছে শুধুমাত্র একটা ম্যাচের জন্য ফিরে আসা... কেন? আমি কি প্রমাণের চেষ্টা করছি এখনও? সবাই কোন জিনিসটা মনে রাখবে? এটা টাকার বিষয় নই। এই বিজনেস ছাড়ার পরে আমাকে খুবই লম্বা সময়, দীর্ঘ ৩ বছর লেগেছিল হজম করার জন্য যে আমি রেসলিং ছেড়ে দিয়েছি।"


বর্তমানে WWE এর ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে কারণ লেসনার এবং  Ronda Rousey রিটার্ন করার পরে ২০২২ সালের রেসেলমেনিয়া ছিল রেসেলমেনিয়ার টানা ১২ তম সংস্করণ যেটাকে পার্ট টাইমারেরা হেডলাইন করছে, স্টিভ অস্টিন রিটার্ন হলে পরের বছরও একই হাল হবে। অর্থাৎ WWE পরবর্তী প্রজন্মের স্টার তৈরিতে ব্যর্থ হয়েছে।


রয়্যাল রাম্বালেও এখন এমন রেসলারেরা জিতছে যারা অনেক বছর আগে রাম্বাল জিতেছিল যেমন ১১ বছর আগে জেতা এজ ও ১৯ বছর আগে জেতা ব্রক লেসনার। এছাড়াও গোল্ডবার্গ, ববি ল্যাশলি, শন মাইকেলস, বাতিস্তা এইসব রেসলারের ইন রিং রিটার্নের ফলে এটা পরিষ্কার যে WWE এখন ক্রমেই পার্ট টাইমার এবং পুরনো রেসলারদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সেই হিসাবে অস্টিনের রিটার্নের খবরও উড়িয়ে দেওয়া যায় না।

স্টোন কোল্ড স্টিভ অস্টিন কী WWE তে রিটার্ন করছেন?

WWE এর ইতিহাসে যদি রুকি রেসলার হিসাবে কেউ সবথেকে বেশী নাম করে থাকে তাহলে সে হল ব্রক লেসনার। সে রেসলিং ইন্ডাস্ট্রির সমস্ত বড় স্টারদের সঙ্গেই ম্যাচ খেলেছে এবং প্রায় সকলকেই পরাজিত করেছে কিন্তু একজন রেসলারের সঙ্গে সে এখনও পর্যন্ত কোন ম্যাচ খেলেনি, তিনি হলেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন।


এই ব্যাপারে সম্প্রতি ব্রক বলেছেন - "আমি হাল্ক হোগানের সঙ্গে রেসলিং করেছি, আপনারা জানেন আমি দ্যা রক, দ্যা আন্ডারটেকার, রিক ফ্লেয়ার সকলের সাথেই রেসলিং করেছি কিন্তু স্টিভ অস্টিনের সাথে করার সুযোগ পায়নি যেটা নিয়ে আমি এখনও পর্যন্ত চিন্তা করি।" আপনারা জানলে অবাক হবেন অস্টিনও কিছু সময় আগে ব্রকের সঙ্গে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

অস্টিন লেসনারের সাথে ম্যাচ না খেলতে WWE ত্যাগ করেন!

রেসেলমেনিয়া যত নিকটে আসছে রেসলিং জগত ততই বেশী আনপ্রেডিকটেবল হয়ে যাচ্ছে, আর এইধরনের একটি সাম্প্রতিক অপ্রত্যাশিত খবর হচ্ছে Cody Rhodes এর WWE রিটার্নের সম্ভাবনা। Cody সম্প্রতি জানিয়েছেন তিনি এবং তার স্ত্রী Brandi আর AEW তে রিটার্ন করবেন না। কোডি টোনি খান এবং অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে ট্যুইটারে এই পোস্টটি করেছেন- 


এর আগে স্টিভ অস্টিনের ইন রিং রিটার্নের খবর শুনে ভাবতে পারা যায়নি এর থেকেও বেশী আশ্চর্যের খবর কিছু হতে পারে কিন্তু তার পরেই জানা যাচ্ছে AEW এর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন কোডি WWE তে পুনরায় রিটার্ন করতে পারে, সে বর্তমানে AEW এর সাথে কোন কন্ট্রাক্টে নাই।

Cody Rhodes কী AEW ছেড়ে WWE তে ফিরছেন?

মুস্তাফা আলির যেসব ফ্যানেরা তার রিলিজের এবং AEW তে জয়েনের অপেক্ষাই ছিল তাদেরকে নিরাশ করার মতো খবর পাওয়া গেছে। আলি নিজে ট্যুইট করে জানিয়েছেন যে ফ্যানেরা তাকে হয়তো আরও আড়াই বছর রিঙে দেখতে পাবে না-


এখন আলি মেপে মেপে আড়াই বছরের সময় কেন বললেন সেই ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকতে পারে, আসলে ব্যাপারটা হল তার সঙ্গে করা WWE এর চুক্তির বৈধতা থাকবে এখনও আড়াই বছর পর্যন্ত, আর এই সময়ে WWE না চাইলে মুস্তাফা নিজে থেকে রিলিজও হতে পারবে না আর অন্য কোন কোম্পানিতে যোগও দিতে পারবে না। WWE যদি তাকে TV তে না নিয়ে আসতে চাই তাহলে তাকে এই আড়াই বছর বেকার ঘরে বসেই কাাটাতে হতে পারে যেটা তার রেসলিং ক্যারিয়ারের মারাত্বক প্রকারের ক্ষতিসাধন করতে পারে।

মুস্তফা আলিকে রিলিজ দিতে অস্বীকার করলো WWE!

গোল্ডবার্গের বিরুদ্ধে ইউনিভার্সাল টাইটেল ডিফেন্ড করার আগে রোমান রেইন্স তার উদ্দেশ্যে একটা ওয়ার্নিং ম্যাসেজ দিয়ে রাখলেন। এই সপ্তাহের স্ম্যাকডাউনে রেইন্স তার ইন্টারভিউ সেগমেন্টে বিতর্কিতভাবে বলেন, যদি তিনি WCW তে থাকতেন তাহলে কোম্পানিটি ডুবতো না! স্ম্যাকডাউন শেষ হবার পরে রেইন্স নিজেকে রেসলিং ইন্ড্রাস্ট্রির মহানতম প্লেয়ার হিসাবে দাবি করে একটি বোল্ড ট্যুইট করেন -


স্ম্যাকডাউনে রেইন্সের ইন্টারভিউর শেষের দিকে তিনি বলেন, ২ বছর আগে রেসেলমেনিয়াতে গোল্ডবার্গের হয়তো একটা সুযোগ ছিল, কিন্তু এখন পরিস্থিতি একদম ভিন্ন এবং বর্তমান ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রেইন্স এলিমিনেশন চেম্বারের ম্যাচ নিয়ে নিজের উপরে পুরো আত্মবিশ্বাসী আছেন। দ্যা ট্রাইবাল চিফ ইন্টারভিউ শেষ করেন গোল্ডবার্গের উদ্দেশ্যে এই টিপ্পনী কেটে যে- তিনি 'গোল্ডবার্গকে গোল্ডবার্গ করবেন' অর্থাৎ ধ্বংস করে দেবেন।

গোল্ডবার্গের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন রেইন্স!

Royal Rumble ২০২২ এর আগে স্ক্রিপ্ট নিয়ে ব্যাকস্টেজে যে ঝামেলা হচ্ছিল সেটা আমরা সবাই জানি, তার মধ্যে নাকি দ্যা ভাইপার র‍্যান্ডি অরটনও জড়িয়ে ছিল। দর্শক এবং ক্রিটিকদের একটা বড় অংশ প্রেডিক্ট করেছিল অরটনের জয় হবে, যদিও শেষ পর্যন্ত ব্রক লেসনারকেই বিজয়ী করা হয়। সম্প্রতি Monday's Mailbag পডকাস্টে WWE এর প্রাক্তন রেফারি  Mike Chioda অরটনকে কেন্দ্র করে উঠা রিউমরের জবাব দেন। মাইক মনে করেন অরটন প্রাক্তন UFC স্টার ম্যাট রিডলের সঙ্গে যে কাজ করেছে তার জন্য তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানোই যেত।  Mike বলেন,

প্রাক্তন রেফারির মতে অরটনের রাম্বাল জিতার কথা ছিল।

জন সিনার থেকে বেশী সময় ধরে WWE এর ফেস হিসাবে প্রতিনিধিত্ব করেছে এমন কোন রেসলারের নাম করা মুশকিল। যদিও সিনার পূর্বে আসা হাল্ক হোগেন, স্টিভ অস্টিন এবং দ্যা রক-দেরকেও WWE এর মেগাস্টার বলা চলে কিন্তু তাদের কেউই সিনার মতো এত বছর ধরে কোম্পানির ফেস হিসাবে রাজত্ব করেনি। যদিও জন সিনার এক প্রাক্তন ম্যানেজারের মতে এইসব কিছুই সম্ভব ছিল না একজন রেসলারের অবদান ছাড়া।

সিনাকে যখন প্রায় রিলিজ করে দেওয়া হয়েছিল!

প্রফেশনাল রেসলার এবং WWE এর প্রাক্তন সুপারস্টার Dalip Singh Rana ওরফে  The Great Khali আজকে বৃহস্পতিবারে ভারতীয় জনতা পার্টি বা BJP জয়েন করলেন। আজকে সকালে খালি দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে পৌঁছালে তাকে বিজেপির তরফ থেকে সংবর্ধনা জানানো হয়।


পরবর্তীতে দুপুর ১ টা নাগাদ অনুষ্ঠানের মাধ্যমে তাকে পার্টিতে স্বাগত জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সিনিয়র লিডার জিতেন্দ্র সিং বলেন "আমাদের সাথে খালির যোগ দেওয়া দেশের যুবক সহ সাধারণ মানুষকে প্রেরণা যোগাবে।" 

দ্যা গ্রেট খালি বিজেপিতে যোগ দিলেন!

২০০৩ সালে ট্রিপল এইচ একটা ফ্যাকশন তৈরি করার নির্ণয় নিলে জন্ম নেই WWE ইতিহাসের অন্যতম সেরা ফ্যাকশনের মধ্যে একটি "ইভোলিউশন"। এই গ্রুপের সদস্যরা ছিলেন দ্যা গেম ট্রিপল এইচ নিজে, নেচার বয় রিক ফ্লেয়ার, দ্যা ভাইপার র‍্যান্ডি অরটন এবং দ্যা অ্যানিম্যাল খ্যাত বাতিস্তা। এই গ্রুপের প্রত্যেকেই তখন WWE এর মুখ্য ভূমিকায় ছিলেন ফলে গ্রুপটি আগামী কয়েক বছর ধরেই রাজত্ব করে যায়।


মনে করা হয় এভোলিউশনের আইডিয়াটা এসেছিল আগেকার একটা রেসলিং স্টেবল 'The Four Horsemen' থেকে, যার ৪ মেম্বারের মধ্যে একজন ছিলেন রিক ফ্লেয়ার নিজেই। ইভোলিউশনের লিডার ছিলেন ট্রিপল এইচ, মেন্টর ছিলেন রিক ফ্লেয়ার এবং বাকি দুই যুবক র‍্যান্ডি ও বাতিস্তা ছিল WWE এর আগামী প্রজন্মের প্রতীক। অর্থাৎ এই গ্রুপের মধ্যে রেসলিং এর ৩ টি জেনারেশন একত্রে ছিল অতীত- রিক, বর্তমান- ট্রিপল এইচ এবং ভবিষ্যৎ- র‍্যান্ডি এবং বাতিস্তা। এই কারণেই গ্রুপটার নাম ছিল ইভোলিউশন যার অর্থ হল বিবর্তন।

Evolution যেভাবে WWE কে চিরতরে বদলে দিয়েছিল!

১) WWE Ronda Rousey এর সঙ্গে আলোচনা করেছিল Raw এর প্রোমো নিয়ে। গত Raw তে Ronda বেকির সঙ্গে যে প্রোমো করে সেটার মান নিয়ে অনেক ফ্যান অভিযোগ করেছিল। WWE তে রিটার্ন করে মহিলাদের রয়্যাল রাম্বাল জিতা এই ডিভার সঙ্গে ফ্যানেদের আগেও ঝামেলা লেগেছিল, যদিও পরের স্ম্যাকডাউনে রন্ডা ভালোই প্রোমো কাটে।


২) আমরা জানি গত মাসে Samoa Joe কে WWE রিলিজ করে দিয়েছিল। এটা নিয়ে জো সোশ্যাল মিডিয়াই তেমন একটা কথা বলেননি। রিসেন্টলি জো এই ব্যাপারে ট্যুইট করে জানান," আমার ট্যুইটার ব্যবহার না করার কারণ ছিল আমি এমনিতেই খুশি ছিলাম"। তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলে বেশী খুশি ও আশাবাদী থাকার কথা বলেন।

রেসলিং খাস খবর, ৮ ফেব্রুয়ারি ২০২২

আপনারা অনেকেই হয়তো শুনেছেন শেন মিকম্যান এবং WWE এর মধ্যে চলা ঝামেলার ব্যাপারে। যারা জানেন না তাদেরকে বলে দেই রয়্যাল রাম্বালের পরেই নাকি শেনকে রিলিজ করে দেওয়া হয়, কারণ হিসাবে মনে করা হচ্ছে রয়্যাল রাম্বালের প্রোডিউসার হিসাবে ব্যর্থতা এবং স্ক্রিপ্টের উপর বেজায় হস্তক্ষেপ।


শেনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে রয়্যাল রাম্বালে নিজেকে স্পটলাইটে আনার জন্য তিনি অনেক রেসলারের বুকিং খারাপ করেন। এমন রিউমর শোনা গেছে যে শেন নাকি রাম্বাল ম্যাচে ১ নম্বর স্থানে প্রবেশ করতে চেয়েছিলেন যাতে নিজেকে হাইলাইট করা যায় কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি এবং শেন শেষের দিকে প্রবেশ করেন।

রিলিজের পর শেন নতুন রেসলিং কোম্পানি খুলছেন?

WWE এর সর্বশ্রেষ্ঠ ম্যানেজারদের মধ্যে অন্যতম পল হেইম্যান রোমান রেইন্স এবং ব্রক লেসনারের সাম্প্রতিক কালের মাইক স্কিলের প্রশংসা করেছেন। দ্যা রিংগার এর "The Masked Man Show" নামক পডক্যাস্টে হেইমেন জানিয়েছেন যে তিনি তার ক্লায়েন্টদের রিসেন্ট মাইক পারফরমেন্সে প্রভাবিত হয়েছেন। সেই ব্যাপারে বিস্তারিত বলতে গিয়ে হেইমেন প্রথমে দ্যা ট্রাইব্যাল চিফ রোমান রেইন্সের কথা বলেন-


"ট্রাইব্যাল চিফের ভূমিকা যে মানুষ পালন করবে তাকে ২০ বছর বয়সী নির্মল-সুদর্শন ব্যক্তি হলে চলবে না। তাকে আরও বেশী পরিপক্ব এবং দৃঢ় হতে হবে। ট্রাইব্যাল চিফ হওয়ার যোগ্যতা পাওয়ার আগেই ট্রাইব্যাল চিফ হিসাবে কথা বলা শোভা পায়না। তাই রোমান এতদিনে গিয়ে এই রোলে বেশ মানানসয়ী হয়েছে কারণ এটাই তার আসল রূপ, এইভাবেই সে নিজেকে দেখে। আমি বলতে চাই যে বর্তমানে স্ম্যাকডাউন হল সর্বশ্রেষ্ঠ রিয়্যালিটি শো কারণ আপনারা প্রকৃত রোমান রেইন্সকে প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন।"


রোমানের নিজের আসল রূপ দেখাবার প্রশংসা করে পল দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের ব্যাপারে কথা বলা শুরু করেন-


"ব্রকের ব্যাপারে বললে বলা যায়, ব্রক কখনও কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেনি। ব্রক লেসনার সেটাই করে যেটা সে নিজে করতে চাই এবং ব্রক লেসনার এমন কিছু করে না যেটা সে করতে অনিচ্ছুক। যখন ব্রক রিটার্ন করলো তখন এতদিন বাদে আসার পরে তার পারসোনালিটি পরিবর্তিত হয় এবং সে নিজের উপরে আত্মবিশ্বাস পেয়ে হয়তো বলে 'ধুর, আমি নিজের মতোই কাজ করবো এবং সবাই এই কাজকেই পছন্দ করলে করবে নাহলে করবে না! আমি সবাইকে আসল ব্রক লেসনারের ঝলক দেখাবো', যেটা আমাদের সবাইয়ের প্রত্যাশার থেকেও অনেক বেশী উজ্জ্বল, তীক্ষ্ণ ও বেটার ভার্সন ছিল ব্রক লেসনারের।"


লেসনার ২০২২ এর রয়্যাল রাম্বাল বিজয়ী হয় এবং খুব সম্ভবত রেসেলমেনিয়াতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্সকে ফেস করবে। আপনাদের কি মতামত ব্রক ও রোমানের বর্তমান মাইক স্কিল নিয়ে? তারা কি পল হেইমানের আন্ডারে থেকে কিছু উন্নতি করতে পেরেছে? কমেন্টে জানাবেন।

রোমান ও ব্রকের মাইক স্কিলের প্রশংসা করলেন পল হেইম্যান

ট্রিপল এইচ - এনার ব্যাপারে জানেনা এরকম রেসলিং ফ্যান পাওয়া দুঃসাধ্য কাজ কিন্তু দ্যা গেমের ব্যাপারে কথা বলতে গেলেই মাথাতে আসে অন্য রেসলারদের ক্যারিয়ার ধ্বংস করার কথা। আমরা সবাই জানি যে দ্যা গেম এককালে WWE তে একাই রাজত্ব করতো এবং তার পথে যারাই আসতো তাদেরকেই বারি করে দেওয়া হতো বা স্পটলাইট থেকে সরিয়ে দেওয়া হত। কিন্তু অনেক ফ্যানই হয়তো জানেনা যে ট্রিপল এইচ বেশ কয়েকজন রেসলারের ক্যারিয়ারও তৈরি করে দিয়েছে।

দ্যা রক, স্টিভ অস্টিন, দ্যা আন্ডারটেকার, হাল্ক হোগেন, শন মাইকেল ইত্যাদি লেজেন্ডদের সঙ্গে সমসাময়িক ট্রিপল এইচ অ্যাটিটিউড এরার পরে রুথলেস আগ্রেশন এরা এবং পরবর্তীতে পিজি এরার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ট্রিপল এইচের তৈরি করা সেরা ৫ রেসলার!

রেসলিং জগতকে চমকে দেওয়ার মতো নিউজ শোনা গেছে, ব্রক লেসনারের নাকি রয়্যাল রাম্বাল জেতার কোন কথাই ছিল না! PWInsider এর রিপোর্ট অনুযায়ী রয়্যাল রাম্বাল ২০২২ জেতার কথা ছিল আসলে Riddle এর। সেই রিপোর্টে আরও বলা হয় যে রয়্যাল রাম্বাল অনুষ্ঠিত হওয়ার সপ্তাহ খানেক আগে থেকে স্ক্রিপ্টে অনেক ধরনের পরিবর্তন করা হয় যার মধ্যে নাকি মেইন ইভেন্ট রাম্বাল ম্যাচও বাদ যায়নি। শেষ মুহূর্তে ডিসিশন নেওয়া হয়েছিল যে ব্রক সারপ্রাইজ এন্ট্রান্স করবে এবং রাম্বালের বিজয়ী হবে। 


রিপোর্টে বলা হয়, প্রথমে দ্যা ভাইপার র‍্যান্ডি অরটনের জেতার জন্য কথা শুরু হয় কিন্তু পরবর্তীতে রিডলকেই বেছে নেওয়া হয় উইনার হিসাবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তাকে পালটিয়ে ব্রককে জেতানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য রিডল হল র‍্যান্ডির ট্যাগ টিম পার্টনার, তারা দুজনে মিলে RK-Bro টিম তৈরি করে এবং কিছুদিন আগেই তারা Otis ও Chad Gable এর টিমের কাছে তাদের RAW Tag Team চ্যাম্পিয়নশিপের খেতাব হারায়।

ব্রেকিং: লেসনারের রাম্বাল জেতার কথাই ছিল না!

প্রাক্তন WWE এবং TNA সুপারস্টার এবং United States চ্যাম্পিয়ন Ken Anderson যাকে আমরা Mr. Kennedy নামে চিনতাম তার নামে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অ্যান্ডারসন নিজে একটা রেসলিং স্কুল চালাতেন যার নাম ছিল School of Professional Wrestling, তো এই স্কুলের ছাত্রদেরকেই প্রতারণার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।


তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে যে তার প্রতিষ্ঠান অনেক দিন ধরেই বন্ধ আছে এবং এলাকার অন্যান্য জিম খুলে গেলেও তার প্রতিষ্ঠান এখনও খুলেনি। এমনও অভিযোগ আছে যে ২ বছর কেটে যাওয়ার পরেও অনেক ছাত্রকে কোনরকমের ট্রেইনিং দেওয়া শুরু করাই হয়নি নাকি!


অনেক ছাত্রই বলেছে যে অ্যান্ডারসন  তাদের সাথে খুব কমই যোগাযোগ রাখতো এবং নতুন করে আর সেই প্রতিষ্ঠান খুলবে বলেও মনে হয়না।  এই সন্দেহের আগুনে ঘি ঢালার কাজ করেছে অ্যান্ডারসনের স্কুলের ওয়েবসাইট ডাউন হওয়া।

প্রাক্তন রেসলারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

অনেক মাস অপেক্ষার পরে ফাইনালি রয়্যাল রাম্বেল ২০২২ আয়োজিত হল, কিন্তু পুরুষের ৩০ জনের রাম্বেল যেটা কিনা পুরো পিপিভির মেইন ইভেন্ট ছিল সেটা শেষ হতে মাত্র সারে ৫১ মিনিট সময় লাগলো, যেটা ২০১০ এর পরে সবথেকে কম সময়ে শেষ হওয়া রাম্বাল ম্যাচ। অর্থাৎ খুব কম রেসলারই নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করার সুযোগ পেয়েছে এইবারের রাম্বালে।

নিয়ম অনুযায়ী ৩০ জনের রাম্বালে বিজয়ী হবে একজনই, অর্থাৎ বাদ যাবে বাকি ২৯ জন, যাদের মধ্যে অনেক জনের কাছ থেকেই ভালো পারফর্মেন্সের আশা করেছিলাম আমরা যেটা বাস্তবায়িত হয়নি। আজকের পোস্টে এমন ৫ জনের নাম করবো যাদের আরো বেশিক্ষণ টিকে থাকা উচিত ছিল।

৫ রেসলার যারা রয়্যাল রাম্বালে হতাশ করেছে!

Royal Rumble, WWE এর সবচেয়ে বড় ৪ পিপিভি এর স্টার্টার প্যাক। নানা রকম এক্সপেক্টেশন, রিটার্ন, স্যারপ্রাইজ ও ম্যাচ কোয়ালিটির জন্য বিখ্যাত এই PPV, প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে এই এক্সপেক্টেশন পূরণ করে এই Royal Rumble! কিন্তু এবছর কোনো ভাবেই পূরণ হলো না। কেনো, কোন দিক দিয়ে খারাপ লেগেছে আগে তাই বলি!

১) Roman Vs Rollins Underwhelming Finish :


এ বছর Rumble এর সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ ছিলো এটা। অপোনেন্ট Seth হওয়ার রেজাল্ট টা নিয়ে টেনশন হচ্ছিলো। প্রোমো কাট, ইন্টেন্স সব দিক দিয়ে জোস ছিলো। এখন অপেক্ষা ছিলো কেমন ডেলিভার করে। ম্যাচের শুরুতে Seth এর Shield এর থিম, ভেস্ট পড়ে আসাটা মাস্টারপিস স্টোরিটেলিং ছিলো। কিন্তু ভাই এটুকুই শেষ। ম্যাচটা মোর দ্যান এ্যাভারেজ, আশা অনুযায়ী অনেক কম পেলাম। তারপরে আবার DQ ফিনিশ! চিন্তা করা যায়? অন্তত সেথ কে সোজাসুজি হারাতেও পারতো, অন্তত একটা ভালো ম্যাচ পেতাম। কিন্তু তাও হলো না৷ এটা First Disappointment!

রয়্যাল রাম্বাল ২০২২: হতাশাজনক রিভিউ ও রেজাল্ট

বিঃদ্রঃ এই পোস্টে লেখা সমস্ত তথ্য লেখকের একান্ত মতামত, আমাদের তরফে কোন তথ্যের ক্রেডিট বা দায়িত্ব নেওয়া হচ্ছে না। পোস্টটি বৃহতাকার হলেও অতি গুরুত্বপূর্ণ, তাই একবারে না পারলে কয়েকবারে পড়ুন।

কটা বড় পোস্ট নিয়ে আবারো লেখার ইচ্ছা হলো। এবারের পোস্টটা ক্লিক (Kliq) নিয়ে। যারা এই ব্যাপারে খুব পরিস্কারভাবে জানেন না, তাদের জন্য ক্লিকের ব্যাপারে আগে একটু বিষদ বলে নেই। ক্লিক হলো পেশাদার রেসলারদের নিয়ে একটা গ্রুপবিশেষ, যারা নিজেদের স্বার্থে রেসলিং কোম্পানিতে একটা রেভোলিউশন জাতীয় করেছিলো, এবং রেসলিং ইন্ডাস্ট্রি কিছুটা লাভ, এবং ভয়াবহরকম ক্ষতির সম্মুখীন হয়েছিলো এদের একতাবদ্ধতার ফলস্বরূপ; যার প্রমান এখনো পাওয়া যায়।

ক্লিকের এইসব রেসলারেরা ছিলেন যথাক্রমে শন মাইকেলস, ট্রিপল এইচ, কেভিন ন্যাশ, স্কট হল, শন ওয়ালটম্যান, প্রমুখ। ক্লিকের ইতিহাস হলো প্রো-রেসলিং জগতের সবচেয়ে নিন্দনীয় ইতিহাসের একটি, যার ভেতরে মন্ট্রিয়ল স্ক্রিউজবসহ আরও অনেক ঘটনাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ক্লিকের গঠন ও বিচরন বিস্ময়করভাবে প্রো-রেসলিং ইতিহাসের অনেক মাইলফলকের প্রত্যক্ষ কারন, আবার অনেক অঘটনের নেপথ্য মাধ্যমও বটে।

এখানে অনেকের অনেক প্রিয় রেসলার বা পারসোনালিটি সম্পর্কে হয়তো অনেক ঘৃণ্য তথ্য জানা যাবে, সেক্ষেত্রে আমি চাই, প্রকৃত সত্যটা সবাই জানুক, আমাদের প্রিয় রেসলারেরা সবসময়েই আমাদের মনোরঞ্জন করেন, তবে প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে পৃথক, আমাদের মতো তাদেরও সবারই কিছু ব্যক্তিগত ব্যাপার আছে যেগুলো তারা চান না কেউ জানুক। আসুন জেনে নেই, ক্লিক ও তাদের এসব ইতিহাস সম্পর্কে।

The Kliq : রেসলিং ইন্ডাস্ট্রির গোপন ইতিহাস


রেসলিং ফ্যানেদের মধ্যে সকলেরই জানার ইচ্ছা থাকে তাদের প্রিয় রেসলার বা তাদের প্রতিপক্ষ ঠিক কত টাকা আয় করে, তাই আজকে নিয়ে এলাম WWE এবং AEW রেসলারদের বার্ষিক আয় এবং তাদের ব্রান্ড সম্পর্কিত তথ্য।

বেশিরভাগ রেসলারদের সঙ্গেই কোম্পানির দীর্ঘস্থায়ী চুক্তি করা থাকে, সাধারনত কোন রেসলারের ট্যালেন্টের কথা বিচার করে ১ থেকে ১০ বছরের চুক্তি করা হয়। এই কন্ট্রাক্টের সঙ্গে রেসলারেরা বার্ষিক বেতন, মার্চেন্ডাইস বিক্রির অংশ এবং পরিবহনের খরচ পায়। একজন সাধারণ রেসলার গড়ে  ৫ লাখ থেকে ১০ লাখ ডলার পর্যন্ত আয় করে থাকে।

আপনাদের সুবিধার্থে মিলিয়ন বা বিলিয়নের পরিবর্তে আমাদের এখানে প্রচলিত অঙ্কে আয়ের রাশি দেওয়া হয়েছে, প্রতিটি রাশিই আমেরিকান ডলার বা USD তে দেওয়া আছে। উল্লেখ্য, বর্তমানে Covid-19 চলাকালীন পরিস্থিতিতে অনেক রেসলারকে কোম্পানি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে বা হচ্ছে, ফলে কিছু রেসলার চুক্তির আওতায় নাও থাকতে পারে।

রেসলারদের বার্ষিক আয় ২০২২!