১) Roman Vs Rollins Underwhelming Finish :
এ বছর Rumble এর সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ ছিলো এটা। অপোনেন্ট Seth হওয়ার রেজাল্ট টা নিয়ে টেনশন হচ্ছিলো। প্রোমো কাট, ইন্টেন্স সব দিক দিয়ে জোস ছিলো। এখন অপেক্ষা ছিলো কেমন ডেলিভার করে। ম্যাচের শুরুতে Seth এর Shield এর থিম, ভেস্ট পড়ে আসাটা মাস্টারপিস স্টোরিটেলিং ছিলো। কিন্তু ভাই এটুকুই শেষ। ম্যাচটা মোর দ্যান এ্যাভারেজ, আশা অনুযায়ী অনেক কম পেলাম। তারপরে আবার DQ ফিনিশ! চিন্তা করা যায়? অন্তত সেথ কে সোজাসুজি হারাতেও পারতো, অন্তত একটা ভালো ম্যাচ পেতাম। কিন্তু তাও হলো না৷ এটা First Disappointment!
২) Women's Rumble Hypocrisy :
Summer Rae, Michelle Mccoll, Ivory, Cameroon তথাকথিত লেজেন্ড এর ট্যাগলাইনে যখন ম্যাচ, তখন এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায়। ম্যাচে শুরুর দিকে সাশা কে এলিমিনেট করাটা লজিকলেস লাগলো। আসকা, অ্যালেক্সা কে মিস করতেছিলাম লেজিট! তবে সবচেয়ে বাজে জিনিস লাগলো এতো ওভার হওয়া লিভ মর্গান কে Bella দের হাতে এলিমিনেট করিয়ে! একদম বাজে লেগেছে!
শার্লটের আসার কোনো যুক্তিই না, তারপরেও! Forbidden Door লাথি মেরে ভেঙে ফেলা Mickie James কে আহামরি বুকিং ও দেয়া হয়নি। ঐ বরাবরের মতো জবার টাইপ। যদিও রন্ডার রিটার্ন + জেতাটা খারাপ না। যথেষ্ট লজিক আছে৷ তবুও কিছু মিস ক্যালকুলেশনস ছিলো! বেইলি কে ছাড়া অনেক ফাঁকা ফাঁকা লাগছিলো💔।
৩) WWE Championship Match Bobby Lashley Vs Brock Lesner :
খাতা কলমে এ অনেক বিরাট ম্যাচ, রেসেলম্যানিয়া মেইন ইভেন্ট ক্যালিবার। ৩০ মিনিটের ম্যাচ না হলেও আমাদের সবার প্রত্যাশা ছিলো ১০ মিনিটের মারমুখী স্লগফেস্ট। ম্যাচটা অপ্রত্যাশিতভাবে অনেক বাজে লেগেছে। ল্যাশলির সেলিং অনেক বাজে লেগেছে। ম্যাচটাতে আরো অনেক কিছু এক্সপেক্ট করছিলাম।
এন্ডিং ভালো ছিল। হেইম্যান-রোমান সাগা টা জোস লাগলো, রোমান যেভাবে স্পিয়ার দেওয়ার পরে এক্সপ্রেশনটা দিলো ভাই😻 বাট এতো কিছুর পরও আমাদের বক্স অফিস হিট ড্রিম ম্যাচ ফ্লপই হয়ে গেলো। সাথে ল্যাশলির উইনটাও কোনো প্রতিক্রিয়া করতে পারবেনা রোমান-ব্রকের জন্য!
৪) Clown Miz & Seducing Maryse Vs Edge & Beth :
এই পুরো রাম্বলের সবচেয়ে বিরক্তিকর ম্যাচ একটা। বেশ লং লেংথের ছিলো। আপনার অপোনেন্ট যখন ক্লাউন মিজ, তখন আপনি কি ই বা আর আশা করবেন। আমি সিরিয়াসলি তব্দা খেয়েছি Edge Miz এর কর্ণারের কিকটা কিকরে এতো ডিপ সেল করলো। সিরিয়াসলি কমেডি। Miz এর এমনিতেই এখন কোনো ইফেক্টিভ ফিনিশার নাই, মুখস্থ করা মুভসেট, তাও আবার ব্রায়ানের থেকে চুরি করা, এই লোকের ম্যাচ এখন আর ওয়াচেবল না। তবে টিভিটা এই সময় চালিয়েছিলাম শুধু মাত্র Maryse কে দেখার জন্য।
৫) Men's Royal Rumble :
Brock Lesner ঐরকম দৃষ্টিকটু হারের কারণে টু মাচ প্রেডিক্টেবল ছিলো Royal Rumble! তাও Aj Styles, Riddle, Orton এর জন্য দেখতে বসেছিলাম। ম্যাচের প্রথম অর্ধে 1 No. এ নামা Styles অনেক সুন্দর করে ক্যারি করছিলো। সব থেকে রাগ হয়েছে যখন Madcap MF Moss Aj Styles কে এলিমিনেট করলো।
এরপর পুরো বাজে লেগেছে, রয়্যাল রাম্বলের লাস্ট ৬ একদম বেকায়দা বাজে লেগেছে। Bad Bunny কিছু ভালো মোমেন্টস দিয়েছে বাট ওভারঅল ও ইউজলেস ছিলো। Shane McMahon এর আসাটা ভালো লাগলো তাও ইউজলেস। অন্তত ইমপ্যাক্ট থেকে কাউকে আনতে পারতো🙂 তারপর তো ব্রকের উইন। আরে ভাই ব্রক এমনিতেও রাম্বল না জিতে রোমানকে রেসেলম্যানিয়া তে চ্যালেঞ্জ করতে পারতো! বেকার রাম্বল জেতানো লাগতো না!
এক কথায় আমার দেখা সব থেকে বাজে রাম্বল। কোনোটার ম্যাচ কোয়ালিটি ভালো হয়নি। নাই কোনো রিটার্ন এক রন্ডা ছাড়া। একই রোমান vs ব্রক ৬৯ বার করার জন্য সব কিছু লন্ডভন্ড করা একদম ইউজলেস। কষ্ট হচ্ছে যে ঘণ্টা চারেক নষ্ট করলাম। যাই হোক রয়্যাল রাম্বাল ২০২২ এর সংক্ষিপ্ত রেজাল্ট দেখে নিন নীচে-
WWE রয়্যাল রাম্বেল ২০২২ রেজাল্ট :
এ বছরের Royal Rumble কিক অফ হয় UV Championship ম্যাচ দিয়ে।
• Roman Reigns(c) vs Seth Rollins for UV Championship Match:
Shield এর Get-Up এ দর্শক সারি থেকে রিং এ আসে Rollins। ম্যাচ এর একসময় Rollins কে Drive By দেয় Roman। পরে Superman Punch কে কাউন্ট করে Roman কে Announced Table এর উপর Powerbomb দেয় Rollins। এরপর Roman কে Black Magic এবং Curb Stomp দিয়ে ২ কাউন্ট পায় Rollins। পরে Rollins কে Clothesline & Powerbomb এবং Superman Punch দিয়ে ২ কাউন্ট পায় Roman।
পরে রিং এর বাইরে Rollins কে Spear দেয় Roman। এরপর 2nd Spear কে কাউন্ট করে Roman কে Pedigree দেয় Rollins। পরে Rollins কে আবারো Spear দেয় Roman। সে কাভার করতে গেলে তাকে Shield স্টাইলে বিভ্রান্ত করে Rollins। পরে Rollins কে Guillotine Choke ধরলে সে Rope এ হাত রাখে। এতে রেফারি ৫ কাউন্ট করলে সে Roman ছাড়তে ব্যর্থ হয়।
◘ Winner:- Seth Rollins by DQ
তারমানে কি Moxley রিটার্ন করতে যাচ্ছে? ম্যাচ শেষে Rollins কে Chair Shot দেয় Roman। পুরো Shield এর Storyline এখানে আনা হয়।
• Women's Royal Rumble Match:
১ নাম্বার এবং ২ নাম্বারে Entry নেয় Sasha Banks এবং Melina। Surprise এন্ট্রি হিসেবে আসে Kelly Kelly & Michelle McCool & Cameron & Ivory & Brie Bella & Mickie James & Alicia Fox & Summer Rae & Nikki Bella & Sarah Logan & Lita & Holly Holly & Ronda Rousey &। শেষে Bianca Belair & Charlotte & Shayna এবং Ronda অবশিষ্ট থাকে। পরে Bianca এবং Shayna কে Eliminate করে Charlotte। এরপর Charlotte কে Eliminate করে হয় পায় Ronda
◘ Winner:- Ronda Rousey
এরপর Raw Women's Championship এর Video Package দেখানো হয়।
• Becky Lynch(c) vs Doudrop for Raw Women's Championship Match:
এটি চমৎকার ম্যাচ। শেষে Doudrop কে Top Rope থেকে Manhandle Slam দিয়ে জয় পায় Becky Lynch।
◘ Winner:- Becky Lynch
এরপর WWE Championship ম্যাচ এর Video Package দেখানো হয়।
• Brock Lesnar vs Bobby Lashley for WWE Championship match:
ম্যাচ এর শুরুতেই Bobby এবং Brock একে অপরকে German Suplex দেয়। এরপর Lashley কে আরো ২ টা German Suplex দেয় Brock। পরে Lashley কে F5 মিস করে Brock। পরে Brock কে ২ টা Spear হিট করে Bobby। এরপর Brock কে Barricade এ Spear মিস করে Lashley। পরে Lashley কে ৫ টা Garman Suplex দেয় Brock। এরপর Brock কে Hurt Lock দিলে Brock তা Survive করেন।
পরে Lashley কে F5 দিলে রেফারি আঘাত পায়। পরে Brock কে Spear দেয় Roman Reigns। এরপর Paul এসে Roman কে Championship দিলে Brock কে সেটা দিয়ে Smash করে Roman। পরে Brock কে Cover করে জয় পায় Lashley।
◘ Winner :- Bobby Lashley New Champ
ম্যাচ শেষে Roman এর সাথে হাসতে হাসতে চলে যায় Paul Heyman। আমি আগেও বলছিলাম Brock এর সাথে Roman এবং Paul Heyman এর এটা একটা Mind Game।
• The Miz & Maryse vs Edge & Beth Phoenix:
মোটামুটি ভালো ম্যাচ। শেষে Edge কে Hurricanrana এবং Beth কে DDT দেয় Maryse। পরে Edge কে Skull Crushing Finale হিট করে Miz কিন্তু Edge তা কিক আউট করে। পরে Miz & Maryse কে Double Spear দেয় Beth। পরে Maryse & Miz কে Double Couple Glam Slam হিট করে জয় পায় Edge & Beth
◘ Winner:- Edge & Beth Phoenix
এরপর Man's Royal Rumble এর Package দেখানো হয়।
• Man's Royal Rumble Match:
No 1 এবং No 2 পজিশনে আসে AJ Style এবং Nakamura। এরপর আসে Austin Theory। Nakamura & Robert Roode & Sami Zayn & Austin Theory এবং Omas কে Eliminate করে AJ Style। এরপর AJ Style কে টিম আপ করে Eliminate করে Corbin & Moss। ইনজুরি থেকে রিটার্ন করে Drew Mclntyre। এসেই সে Moss এবং Corbin কে Eliminate করেন।
Surprise এন্ট্রি হিসেবে আসে Bad Bunny এবং Shane। ৩০ নাম্বারে এন্ট্রি নেয় Brock Lesnar। সে এসেই Randy & Riddle কে Eliminate করে। পরে Bad Bunny & Shane কে Eliminate করে। শেষে Drew কে Eliminate করে জয় পায় Brock।
◘ Winner:- Brock Lesnar
অর্থাৎ WM Night 2 তে Brock Lesnar vs Roman Reigns ম্যাচ হবে। আশা করি ভালো লাগবে।
• লেখক : Sabid Al Araf
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!