তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে যে তার প্রতিষ্ঠান অনেক দিন ধরেই বন্ধ আছে এবং এলাকার অন্যান্য জিম খুলে গেলেও তার প্রতিষ্ঠান এখনও খুলেনি। এমনও অভিযোগ আছে যে ২ বছর কেটে যাওয়ার পরেও অনেক ছাত্রকে কোনরকমের ট্রেইনিং দেওয়া শুরু করাই হয়নি নাকি!
অনেক ছাত্রই বলেছে যে অ্যান্ডারসন তাদের সাথে খুব কমই যোগাযোগ রাখতো এবং নতুন করে আর সেই প্রতিষ্ঠান খুলবে বলেও মনে হয়না। এই সন্দেহের আগুনে ঘি ঢালার কাজ করেছে অ্যান্ডারসনের স্কুলের ওয়েবসাইট ডাউন হওয়া।
তার প্রতিষ্ঠানে ভর্তি হওয়া এক ছাত্র বলেছে "যে অর্থ আমি তাকে দিয়েছি তা অনেকের কাছে খুব বেশী না মনে হলেও আমার কাছে সেটা ছিল সারা জীবনের সঞ্চয় এবং আমার স্বপ্নও বটে, দিনের শেষে আমি সেটাকেই ফিরে পেতে চাই। আমার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে কিন্তু আশা করছি আমার টাকা আমি ফেরত পাবো।"
অ্যান্ডারসন ২০০৫ সালে কেইন কেনেডি নামে WWE এর মেইন রোস্টারে ডেবিউ করে। তার গিমিকটি ছিল অনেক ইউনিক, সে নিজের নাম নিজেই বারে বারে চিৎকার করে আনাউন্স করতো। অ্যান্ডারসন WWE তে US চ্যাম্প ছারাও একবার মানি ইন দ্যা ব্যাংক জিতেছিল এবং একটা মুভিতেও অভনয় করেছিল।
কিন্তু সব শেষ হয়ে যায় যখন সে দ্যা ভাইপার র্যানডি অরটনের উপর মুভ দিতে গিয়ে বচ করে এবং সেই কারণে তাকে ফায়ার করা হয়। তারপরে সে IMPACT Wrestling এ গিয়ে দুইবারের TNA World Champion হয়। আপনার কি মনে হয় মিস্টার কেনেডি কি আসলেই দোষী? কমেন্টে জানান।
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!