WWE এর সর্বশ্রেষ্ঠ ম্যানেজারদের মধ্যে অন্যতম পল হেইম্যান রোমান রেইন্স এবং ব্রক লেসনারের সাম্প্রতিক কালের মাইক স্কিলের প্রশংসা করেছেন। দ্যা রিংগার এর "The Masked Man Show" নামক পডক্যাস্টে হেইমেন জানিয়েছেন যে তিনি তার ক্লায়েন্টদের রিসেন্ট মাইক পারফরমেন্সে প্রভাবিত হয়েছেন। সেই ব্যাপারে বিস্তারিত বলতে গিয়ে হেইমেন প্রথমে দ্যা ট্রাইব্যাল চিফ রোমান রেইন্সের কথা বলেন-
"ট্রাইব্যাল চিফের ভূমিকা যে মানুষ পালন করবে তাকে ২০ বছর বয়সী নির্মল-সুদর্শন ব্যক্তি হলে চলবে না। তাকে আরও বেশী পরিপক্ব এবং দৃঢ় হতে হবে। ট্রাইব্যাল চিফ হওয়ার যোগ্যতা পাওয়ার আগেই ট্রাইব্যাল চিফ হিসাবে কথা বলা শোভা পায়না। তাই রোমান এতদিনে গিয়ে এই রোলে বেশ মানানসয়ী হয়েছে কারণ এটাই তার আসল রূপ, এইভাবেই সে নিজেকে দেখে। আমি বলতে চাই যে বর্তমানে স্ম্যাকডাউন হল সর্বশ্রেষ্ঠ রিয়্যালিটি শো কারণ আপনারা প্রকৃত রোমান রেইন্সকে প্রথমবারের মতো দেখতে পাচ্ছেন।"
রোমানের নিজের আসল রূপ দেখাবার প্রশংসা করে পল দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের ব্যাপারে কথা বলা শুরু করেন-
"ব্রকের ব্যাপারে বললে বলা যায়, ব্রক কখনও কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেনি। ব্রক লেসনার সেটাই করে যেটা সে নিজে করতে চাই এবং ব্রক লেসনার এমন কিছু করে না যেটা সে করতে অনিচ্ছুক। যখন ব্রক রিটার্ন করলো তখন এতদিন বাদে আসার পরে তার পারসোনালিটি পরিবর্তিত হয় এবং সে নিজের উপরে আত্মবিশ্বাস পেয়ে হয়তো বলে 'ধুর, আমি নিজের মতোই কাজ করবো এবং সবাই এই কাজকেই পছন্দ করলে করবে নাহলে করবে না! আমি সবাইকে আসল ব্রক লেসনারের ঝলক দেখাবো', যেটা আমাদের সবাইয়ের প্রত্যাশার থেকেও অনেক বেশী উজ্জ্বল, তীক্ষ্ণ ও বেটার ভার্সন ছিল ব্রক লেসনারের।"
লেসনার ২০২২ এর রয়্যাল রাম্বাল বিজয়ী হয় এবং খুব সম্ভবত রেসেলমেনিয়াতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্সকে ফেস করবে। আপনাদের কি মতামত ব্রক ও রোমানের বর্তমান মাইক স্কিল নিয়ে? তারা কি পল হেইমানের আন্ডারে থেকে কিছু উন্নতি করতে পেরেছে? কমেন্টে জানাবেন।
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!